Tag: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি

  • চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে ঐক্য পরিষদের জয়

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে ঐক্য পরিষদের জয়

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ। আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ ৭টি পদ। স্বতন্ত্র পেয়েছে ১টি পদ।

    রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটায় এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়।

    সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন হয়। নির্বাচনে সম্পাদকীয় পদ ১০টি, নির্বাহী সদস্য পদ ১১টি। নির্বাচনে সমন্বয় পরিষদ, ঐক্য পরিষদ ও স্বতন্ত্রের মোট প্রার্থী ছিলেন ৪৫ জন।

    বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার, সাবেক মহানগর পিপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এবং মুহাম্মদ কবির হোসাইন বলেন, এবার ৫ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৪৯ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদ পেয়েছে ঐক্য পরিষদ। সহসভাপতিসহ ৭টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। স্বতন্ত্র পেয়েছে ১টি পদ।

    এবারের নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট।

    সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।

    সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের ২ হাজার ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ উদ্দীন (হায়দার) পেয়েছেন ২ হাজার ১২৩ ভোট।

    সহসভাপতি পদে সমন্বয় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান ২ হাজার ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৩০ ভোট।

    সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল ২ হাজার ৪৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. আখতারুজ্জামান (রুমেল) পেয়েছেন ১ হাজার ৭৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন পেয়েছেন ৯৯ ভোট।

    অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল) ৩ হাজার ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের খাইরুন্নিসা আখতার (নিসা) পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট।

    পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির (করিম) ২ হাজার ৫৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ আফজাল হোসাইন পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।

    সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম ২ হাজার ৫৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নাসরিন আখতার চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৭৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী পেয়েছেন ৩৭৮ ভোট।

    ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান ২ হাজার ৪১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের সরোয়ার হোসাইন (লাভলু) পেয়েছেন ১ হাজার ৯৫৯ ভোট।

    তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিত ঘোষ ২ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুল জব্বার পেয়েছেন ২ হাজার ১০ ভোট।

    এ ছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে ঐক্য পরিষদ ও ৪টিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র জয়লাভ করেছে।

    গত বছরের নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছিল সমন্বয় পরিষদ। আর সভাপতিসহ ৯টি পদে জয় পেয়েছিল ঐক্য পরিষদ। ঐক্য পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এ এস এম বজলুর রশিদ।

  • চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের (বিএনপি-জামায়াত সমর্থিত) প্রার্থী নাজিম উদ্দিন চৌধুরী। এই প্যানেল থেকে মোট ৯টি পদের প্রার্থীরা নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) এএসএম বজলুর রশিদ মিন্টু জয়ী হন। প্যানেলটি থেকে মোট ১২ পদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

    রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা করা হয়। রাত ৩টার দিকে ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে ৫ হাজার ৩০৯ জনের মধ্যে ৪ হাজার ১৪৫ আইনজীবী ভোট দিয়েছেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে সমন্বয় ও ঐক্য পরিষদের মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ৪২ জন।

    ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পান ১ হাজার ৩৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এ এস এম বজলুর রশিদ (মিন্টু) ২ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. হাসান আলী চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।

    অন্যান্য পদগুলোর মধ্যে সমন্বয় পরিষদ থেকে সিনিয়র সহসভাপতি পদে মো. সেকান্দর চৌধুরী, সহ-সভাপতি পদে আবদুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক পদে মোশারফ হোছাইন ও পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ ফখরুল ইসলাম এবং ঐক্য পরিষদ থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে মো. খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক পদে মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অলি আহমদ জয়ী হন।

    এছাড়া নির্বাহী সদস্যের ৬টিতে সমন্বয় পরিষদ এবং ৫টিতে ঐক্য পরিষদের প্রার্থীরা জয় লাভ করেন। এতে সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- জামশেদ আলম , মনজুর আলম, সাজেদা বেগম সাজু, ইসরাত জাহান মুকুল, রানা মিত্র ও ফারজানা হাকিম চৌধুরী। ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- মোহাম্মদ জাহেদ হোসেন, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মিনহাজ উদ্দিন ও আবিদা সুলতানা শারমিন।

    প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রতন কুমার রায় বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। নির্বাচনে ১২টি পদে সমন্বয় পরিষদ ও ৯টি পদে ঐক্য পরিষদের প্রার্থীরা জিতেছেন।

  • চট্টগ্রাম বারে সভাপতি বিএনপির, সম্পাদক আ. লীগের

    চট্টগ্রাম বারে সভাপতি বিএনপির, সম্পাদক আ. লীগের

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থকরা এবং ছয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থকরা জয়ী হয়েছেন।

    বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণের পর রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক ফলাফল ঘোষণা করেন।

    তিনি বলেন, সমিতির ১৯টি পদের মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদ ১৩টি এবং আইনজীবী ঐক্য পরিষদ ছয়টি পদে বিজয়ী হয়েছে।

    সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এনামুল হক ১ হাজার ৮৩৫ ভোট ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু মো. হাশেম ১ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন।

    সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আবুল হোসাইন মোহাম্মদ জিয়াউদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন; তিনি ১ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনির চৌধুরী টিপু পেয়েছেন ৭২০ ভোট।

    জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের সৈয়দ আনোয়ার হোসাইন (১৬৯১ ভোট), সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী (১৮৯৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ আব্দুল আল মামুন (১৪৫৯ ভোট), অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এসএম অহিদুল্লাহ (২১৫১ ভোট), পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. নজরুল ইসলাম (২২১৪ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. মনজুরুল আজম চৌধুরী (১৮২৬ ভোট), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের মাহমুদ উল আলম চৌধুরী মারুফ (২০২৬ ভোট) জয়ী হয়েছেন।

    কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে সমন্বয় পরিষদের সাতজন এবং ঐক্য পরিষদের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন।

    তারা হলেন- সমন্বয় পরিষদের ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া ও মমিনুর রহমান। ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু।

    এবারের নির্বাচনে ১৯টি পদে ৪০ জন প্রার্থী ছিলেন। তিন হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮৫৬ জন আইনজীবী ভোট দিয়েছেন।