Tag: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ

  • চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে ফের মোসলেম-মফিজ

    চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে ফের মোসলেম-মফিজ

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ফের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমান।

    সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সংলগ্ন জিমনেশিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

    এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন মাহবুবউল আলম হানিফ।

    ২০০৫ সালের ২৩ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।

    ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পরের বছর কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে মোসলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।

  • আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

    আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

    ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী ও অনুসারীরা শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে সম্মেলনস্থলের আশপাশসহ জেলা ও নগরের বিভিন্ন স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে ডেলিগেটসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

    দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখ ময়দান জিমনেশিয়ামে সম্মেলন শুরু হবে। সপ্তাহকাল ধরে সম্মেলনস্থলের আশপাশ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান পদপ্রত্যাশী নেতাদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে।

    গুরুত্বপূর্ণ পদে আসতে চান এমন নেতারা নিজ নিজ উপজেলা থেকে উপস্থিত হয়ে শোডাউনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন। অনেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেওয়া, শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ, জেলা ও উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসা, অনুসারীদের নিয়ে শীর্ষ নেতাদের অবস্থান জানান দেওয়াসহ রাজনৈতিক শক্তির জানান দিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হবেন সম্মেলনে।

    সম্মেলনে শোডাউন দিতে পারেন এমন নেতা ও অনুসারীদের মধ্যে রয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা নেজাম উদ্দিন নদভী, মোস্তাফিজুর রহমান চৌধুরী। আরও রয়েছেন—আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম, মফিজুর রহমান, চন্দনাইশ থেকে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, পটিয়া থেকে মোহাম্মদ নাছির, আইয়ুব আলী, আবদুল কাদের সুজন, সালাউদ্দিন সাকিব, বোরহান উদ্দিনসহ অনেকে।

    একাধিক নেতাকর্মী বলেন, সম্মেলন ঘিরে সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রত্যাশীরাও তদবিরের দৌড়ে আছেন। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক বহাল থাকার ব্যাপারে প্রায় নিশ্চিত থাকলেও গুরুত্বপূর্ণ অন্য পদে আসতে মরিয়া হয়ে উঠেছেন অনেক পদপ্রত্যাশী নেতা। এর মধ্যে দলের কোনো কর্মসূচি ও মাঠের রাজনীতিতে নেই এমন নেতারাও পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডলার বলেন, ‘দক্ষিণ জেলার সম্মেলন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সুন্দর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’ পটিয়া থেকে প্রায় দেড় হাজারের ওপরে নেতাকর্মী নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, ‘সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমার নেতৃত্বে ২-৩ হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হবো সম্মেলনে।’

    সম্মেলনে উদ্বোধক থাকবেন দলের সভাপতিমণ্ডলীয় সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা উপস্থিত থাকবেন। ২০০৫ সালের ২৩ জুলাই নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

  • দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তাগিদ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক

    দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তাগিদ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার তাগিদ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি মঙ্গলবার (২ মার্চ) ভিডিও কনফারেন্সে বহদ্দারহাট-বোয়ালখালী রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছালেম উদ্দিন আহমদ এমপিকে এ তাগিদ দেন।

    দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার কাছে আমার অভিযোগ রয়েছে যে, দীর্ঘ দিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। চট্টগ্রামে কিন্তু সম্মেলন পাহাড়ের তিনটি জেলায় হয়ে গেছে। উত্তর জেলার হয়ে গেছে। দক্ষিণ জেলা এবং মহানগরে সম্মেলন করা খুবই জরুরী। এ বিষয়টিতে নজর দেবেন। অনতি বিলম্বে সম্মেলনের সিদ্ধান্ত নেবেন। এটা প্রধানমন্ত্রী ইচ্ছা, আমি আপনাকে জানিয়ে দিলাম।’

    এর প্রতি উত্তরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘আমি আপনাকে জ্ঞাত করছি, খুব সহসা সভা ডেকে ও আপনাদের সাথে পরামর্শ করে সহসাই দক্ষিণ জেলার সম্মেলনের তারিখ আপনাদের জ্ঞাত করবো। এ ব্যাপারে আপনি আশ্বস্ত থাকতে পারেন।’

    দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কেন্দ্রীয় নেতারা জেলার শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে তৃণমূলের পাশাপাশি জেলা কমিটির সম্মেলনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ওই বছরের ২০ ও ২১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দলের জাতীয় সম্মেলনের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আর হয়নি। এ কারণে মেয়াদোত্তীর্ণ জেলা আওয়ামী লীগের কমিটিই বহাল থাকে।

    তবে ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছিলেন, ‘ ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আমাদের জেলা কমিটির (চট্টগ্রাম দক্ষিণ) সম্মেলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক) আসনের উপনির্বাচনের কারণে দক্ষিণ জেলা কমিটির সম্মেলন না করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

    ২০১২ সালের ২৩ ডিসেম্বর মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    ২০১৯ সালের ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।

    এর আগে ওই বছরের ২৭ অক্টোবর নগরীতে দলের চট্টগ্রাম বিভাগীয় বর্ধিত সভায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশনা ছিল।

    ২৪ ঘণ্টা/পূজন