Tag: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ

  • দক্ষিণ জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার জেকি ও জুয়েল

    দক্ষিণ জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার জেকি ও জুয়েল

    নিজস্ব প্রতিবেদক : গঠণতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

    রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়।

    বহিস্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল।

    দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, ‘বহিষ্ককৃতরা সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা না মেনে গত ২০ নভেম্বর লোহাগাড়া ছাত্রলীগের পাল্টা কমিটি দেয়। যার কারণে কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করেন।’

    প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে (১ বছরের জন্য) ৬৪ সদস্যের ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।

    এর দু’দিন পর নানা অভিযোগ তোলে পাল্টা কমিটি ঘোষণা করে পদবঞ্চিতরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েলের সাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

    ২৪ ঘণ্টা/জাহেদ

  • মধ্যবিত্তদের আর্তনাদের কথা

    মধ্যবিত্তদের আর্তনাদের কথা

    পুরো বিশ্বজুড়ে চলছে মহা প্রাণঘাতক করোনা যুদ্ধ পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশের জনগনের কষ্ট লাঘবে বাংলাদেশ সরকার বিদ্যুৎ,গ্যাস বিলের বিলম্ব ফ্রি মওকুফ সহ গামেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, করোনা পরিস্থিতি প্রভাব মোকাবেলায় ব্যবসায়ীদের মন্দা কাটাতে ইতিমধ্যে সরকারের প্রায় ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন, চিকিৎসা সেবায় নিয়েজিত সকলদের জন্য সুরক্ষা বীমা পুরষ্কার দিচ্ছেন আরো বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন।

    সমস্যা হচ্ছে আমরা যারা নগরে বসবাসরত মধ্যবিত্ত ভাড়াটিয়ারা আছি। সত্যিই এই মধ্যবিত্ত পরিবার গুলোর প্রতি নজর বা দেখার মতো কেউ নেই। দেশের এই করোনা পরিস্থিতি মাত্রা যদি আরো ভয়াবহতা ধারন করে এবং সারাবিশ্বে সহ দেশের পরিস্থিতি যে হারে দিন দিন অবনতির দিকে যাচ্ছে এই মধ্যবিত্ত পরিবার গুলোর অবস্থা চরম ভয়াবহতার দিকে এগিয়ে চলছে । এই মধ্যবিত্তদের অনেককিছু ম্যানেজ করে চলতে হয়। এই মধ্যবিত্ত পরিবার গুলো সমাজে না পারে পিছনে ফিরতে, না পারে কারো কাছে হাত পেতে সাহায্য নিতে।এই মধ্যবিত্তদের মাস শেষ হলেই উপার্জিত আয়ের বড় একটা অংশ বাসা ভাড়া দিতেই গিয়েই প্রায় খরচ হয়ে যায় । যদি এমন করে লক ডাউন চলতেই থাকে তবে বেশিরভাগেই মধ্যবিত্ত পরিবার গুলোর আয় রোজগারে ব্যাপকভাবে এই চাপের প্রভাব পড়বে।

    তখন এই মধ্যবিত্তদের বাসা ভাড়া তো দূরের কথা নিত্যদিনের খরচ গুলোই মেটাতে পারবেনা অনেকেই।

    আর যারা চাকরীজীবি ও ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করে কোনরকম রোজগারের মাধ্যমে পরিবার গুলো চালায় কি হবে এই মধ্যবিত্ত পরিবার গুলোর একমাত্র ওই সৃষ্টিকর্তাই জানেন!!
    এভাবে চলতে থাকলে আর বেশ কিছুদিন এই মানুষগুলোকে আয় শূণ্য হতে হবে। আমাদের মতো এইসব বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার গুলোর নেই কোন জমাকৃর্ত অর্থ ব্যাংক ব্যালেন্স বা কোন ধনসম্পদ, এমন করে এই বেহালদশা দিন দিন চলতে থাকলে আগামী দিনগুলোতে এই অবস্থা হবে খুবই মারাত্মক।

    আমরা এই মধ্যবিত্ত পরিবার গুলো কিভাবে জীবনযাপন করবো ভাবতে পাচ্ছি না।

    অতএব, দেশের ভয়াবহ এই অবস্থার কথা বিবেচনা করে বাসা ভাড়া মওকুফের এর ব্যাপারে মানবিক দৃষ্টিকোন থেকে সরকার এবং বাড়িওয়ালাদের যৌথভাবে ভেবে দেখা উচিত বলে মনে করছি। ইতিমধ্যে ঢাকার অনেক হৃদয়বান বাড়িওয়ালারা দেশের এই ক্লান্তিলগ্নে করোনা পরিস্থিতির কারণে তারা বাড়ি ভাড়া নিবেন না বলে ঘোষণা দিয়েছেন।

    আমাদের এই চট্টগ্রাম নগরীতে তেমন কোন বাড়িওয়ালা এখনো পর্যন্ত এমন উদার মানুষিকতার পরিচয় দিয়ে এগিয়ে আসতে দেখা যায়নি!!!

    দেশের এই করুন পরিস্থিতির মধ্যে বাড়ি ভাড়া নামক এই চাপ থেকে কেউ কি আছে যারা এই মানুষগুলোর দিকে তাকাবে,, এই মানুষগুলোকে এই চাপ প্রয়োগের হাত থেকে কে রক্ষা করবে???

    রিজাদুল হক টিপু
    চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

  • হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করলো দক্ষিণ জেলা ছাত্রলীগ

    হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করলো দক্ষিণ জেলা ছাত্রলীগ

    করোনা ভাইরাস রোধে এবং করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।

    আজ রবিবার (২০ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আমরা করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। প্রশাসন, সাংবাদিক, সাধারণ মানুষের মাঝে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।’

    তিনি আরো বলেন, ‘আজ থেকে পর্যায়ক্রমে আমাদের জেলা ইউনিটের অন্তর্গত বিভিন্ন ইউনিটে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এ কার্যক্রম অব্যাহত রাখবো।’

    এ সময় সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, জেলা ছাত্রলীগ নেতা নঈমুদ্দিন মাহফুজ, মোঃ এমরান, মোরশেদ আলম অভি, মোঃ মাইনুদ্দিন, আজিজ তুহিন,অজয় মহাজন,সৈকত দাশ, রাশেদুল ইসলাম, উত্তম বিশ্বাস, শাহেদুল ইসলাম, গাজী আমিন, মোঃ সাহাবুদ্দিন, সাজ্জাদ হোসেন, মোঃ রায়হান, আবরার ফাহিম, মানিক, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মহিউদ্দিন চৌধুরীর কবরে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আনিস-টিপু’র শ্রদ্ধা

    মহিউদ্দিন চৌধুরীর কবরে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আনিস-টিপু’র শ্রদ্ধা

    চট্টগ্রামের প্রয়াত বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা ও সাবেক চসিক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণজেলা শাখার নবগঠিত কমিটির সহ-সভাপতি আনিস আহমেদ ও মহসিন আরাফাত উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাউন মিত্র টিপু,।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক পাবেল, ইফতেখার ইফতি, নাজিম উদ্দিন সাইফুল, ইমরান খানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    এসময় আনিস আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণজেলার তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং চট্টগ্রাম দক্ষিণজেলার প্রতিটি ইউনিটকে মেধাবী নেতৃত্ব নির্বচনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।