Tag: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • চুয়েট একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত

    চুয়েট একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২২ আগস্ট (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ এবং বহিঃসদস্যগণ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণ করেন।

    সভায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়াসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • বিশ্ববিদ্যালয় হলো উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রবিন্দু: চুয়েট ভিসি

    বিশ্ববিদ্যালয় হলো উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রবিন্দু: চুয়েট ভিসি

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অনুষদভিত্তিক ‘সেরা গবেষণা প্রকাশনা’ (Best Research Paper) অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

    গবেষণা খাতে চুয়েটের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি, শিক্ষকদের আধুনিক ও উন্নত জ্ঞান-আবিষ্কার এবং ক্ষেত্র সৃষ্টিতে গবেষণা কাজে উদ্ধুদ্ধ করার নিমিত্তে পাঁচটি অনুষদের অধীন এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

    এবার সেরা গবেষণা প্রকাশনা অ্যাওয়ার্ড নির্বাচন কমিটি কর্তৃক ২০১৯ সালের সেরা গবেষকগণ হলেন- স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক কে.এম. আশরাফুল ইসলাম, পুরকৌশল অনুষদের অধীনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভুঁইয়া।

    এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

    নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এটিএম শাহজাহানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আজকের দিনটি নিঃসন্দেহে চুয়েটের গবেষকদের জন্য একটি মাইলফলক। আমি অ্যাওয়ার্ডজয়ী গবেষকদের পাশাপাশি যারা রিসার্চ পেপার জমা দিয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি।”

    চুয়েট ভিসি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় হলো উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রবিন্দু। গবেষণা কাজের মাধ্যমে এই জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ অ্যাক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হলে গবেষণার বিকল্প নেই। সরকার বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে র‌্যাংকিং পদ্ধতি চালু করতে যাচ্ছে। এই র‌্যাংকিংয়ে অবস্থান করে নিতে হলে গবেষণার দিকে আরো গুরুত্ব বাড়াতে হবে। আমরা সে লক্ষ্যেই নতুন-নতুন জ্ঞান সৃষ্টি, আবিষ্কার ও ক্ষেত্র তৈরি করতে গবেষণা কাজে উদ্ধুদ্ধ করার জন্য বেস্ট পেপার অ্যাওয়ার্ড চালু করেছি।”

    উল্লেখ্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক জনাব কে.এম. আশরাফুল ইসলাম ÒShoreline Change Assessment Using Geospatial Tools: A Study on the Ganges Deltaic Coast of BangladeshÓ শিরোনামে, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ÒObserved Trends in Temperature and Rainfall in Bangladesh Using Pre-Whitening ApproachÓ শিরোনামে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব ÒRecursive Independent Component Analysis (ICA) Decomposition of Ictal EEG to Select the Best Ictal Component for EEG Source ImagingÓ শিরোনামে, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ ÒNonlinear Schamel Korteweg-de Vries-Burgers Equation to Report Ion-Acoustic Waves in the Relativistic PlasmasÓ শিরোনামে এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভুঁইয়া ÒComparison of Oil Extraction Between Screw Press and Solvent (n-hexane) Extraction Technique from Beauty Leaf (Calophyllum Inophyllum L.) FeedstockÓ শিরোনামে গবেষণা প্রকাশনার জন্য সেরা গবেষকের পুরষ্কার লাভ করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ​রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বছরব্যাপি গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

    ২৬ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০২ সংলগ্ন এলাকায় সকাল ১১ ঘটিকায় একটি ফলজ চারাগাছ রোপণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    করোনা পরিস্থিতিতে বিদ্যমান স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এ সময় উক্ত কর্মসূচিতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্টিয়ারিং কমিটির সদস্যগণের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, প্রভোস্ট, অফিস প্রধান, শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

    এ সময় স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের পক্ষে আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কর্মকর্তা সমিতির পক্ষে সহ-সভাপতি আমিন মোহাম্মদ মুসা ও কর্মচারী সমিতিরর পক্ষে সভাপতি মো. জামাল উদ্দিন।

    এদিন চুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় কয়েক হাজার ফলজ গাছের চারা রোপণ করা হয়। উক্ত কার্যক্রম মুজিববর্ষজুড়ে বিভিন্ন সময় চলবে।

    এর আগে চুয়েট প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষ্যে চুয়েট প্রশাসন বছরব্যাপি নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আমরা বছরজুড়ে প্রায় ৫ হাজার চারাগাছ রোপণ করবো।

    এ সময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে চুয়েট পরিবারের সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন চুয়েটের চার শিক্ষার্থী

    ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন চুয়েটের চার শিক্ষার্থী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার কৃতি শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনই বর্তমানে চুয়েটে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চুয়েটের শিক্ষার্থীরা হলেন পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রেলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম তাঁর এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁর এই প্রাপ্তি প্রয়াত বড় বোন সামিহা সুলতানা নাজমার জান্নাতির প্রতি উৎসর্গ করেন।

    তিনি বলেন, আমার এ সম্মানজনক অর্জনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে আমার পরম শ্রদ্ধেয় মা-বাবা, বাল্যকাল থেকে আজ অবধি আমার সকল শিক্ষাগুরু, পরিবার ও আত্মীয় স্বজন, সকল বড় ভাই সর্বোপরি সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া, দিকনির্দেশনা এবং ভালোবাসা।

    আমি মনে করি, এ অর্জনের মাধ্যমে দেশমাতৃকার প্রতি আগাম দায়িত্ব ও কর্তব্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। একজন সুনাগরিক হিসেবে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালনের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করাই আমার অভীষ্ট লক্ষ্য। আপনাদের সকলের দোয়া, স্নেহ ও একান্ত সহযোগিতাই আমার সামনের বিশাল চলার পথে এগিয়ে যাওয়ার একমাত্র পাথেয়।

    উল্লেখ্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ে অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বর/সিজিপি এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।

  • নিরাপদ সড়কের দাবিতে চুয়েটে মানববন্ধন

    নিরাপদ সড়কের দাবিতে চুয়েটে মানববন্ধন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার। এতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

    মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শিক্ষার্থীদের পক্ষে আরেফীন সাকিব, আলী নেওয়াজ নবীন, ফরহাদ শাহী আফিন্দিী, মো: আশফাকুল আলম শাবাব প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. মো: আরাফাত রহমান ও হুমায়ুন কবির, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: জামাল উদ্দীন প্রমুখ।নিরাপদ সড়কের দাবী চুয়েটে মানববন্ধন

    অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সড়ক দুর্ঘটনারোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। এ লক্ষে ব্যাপক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। কারণ প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

    আমাদের চুয়েট পরিবারও নানা সময় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তাই আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ভয়াবহতা রোধ করতে হবে।

  • চুয়েটে মুজিব বর্ষ উপলক্ষ্যে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

    চুয়েটে মুজিব বর্ষ উপলক্ষ্যে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী “ইতিহাস কথা কয়” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তরুণ প্রজন্মকে জানান দেওয়ার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করে চুয়েট কর্তৃপক্ষ। প্রদর্শনীটি ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।

    ৮ জানুয়ারি (বুধবার), বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি প্রাঙ্গণে সকাল ১১ টা থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।চুয়েটে প্রদর্শনী দুর্লভ ও ঐতিহাসিক ৬৪০ ছবি

    এ সময় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, মুজিব বর্ষ উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটি ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

    নবনির্মিত টিএসসি মিলনায়তনে সংক্ষিপ্ত বক্তৃতায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় অবদান সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে মুজিব বর্ষ পালন করা হচ্ছে।

    বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে যে পরিমাণ জেল-জুলুম-অত্যাচার সহ্য করেছেন সেসব সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা দরকার। চুয়েট প্রশাসনও বছরব্যাপী মুজিব বর্ষ উদযাপনের নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

    আশা করছি চুয়েটের ছাত্র-ছাত্রীসহ চুয়েট পরিবারের সকলে এসব ঐতিহাসিক ছবি ও প্রমাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে।”

    প্রদর্শনীতে প্রাচীন বাংলা, ভারত উপমহাদেশে বৃটিশ শাসন, ভারতবাসীর প্রতিবাদ, আন্দোলন সংগ্রাম (১৭৫৭-১৯৪৭), দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান শাসনামল, পশ্চিম পাকিস্তানিদের পূর্ব বাংলার মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির প্রতিবাদ ও প্রতিরোধ (১৯৪৭-১৯৭১), ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু (১৯৭২-১৯৭৫) এবং ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নির্মম হত্যাকা- প্রভৃতি বিষয়ের দুর্লভ ও ঐতিহাসিক প্রায় ৬৪০টি ছবি স্থান পেয়েছে।

    এছাড়া প্রদর্শনীর প্রথমদিন ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ শীর্ষক প্রামাণ্যচিত্র এবং সমাপনী দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র ‘গেরিলা’ প্রদর্শিত হবে। চুয়েট সাংবাদিক সমিতি, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশ’ একটি সম্মিলিত উচ্চারণ-এর উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

    প্রদর্শনী প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, ‘দেশ’ একটি সম্মিলিত উচ্চারণ সংগঠনের উদ্যোগে চুয়েটের প্রদর্শনীটি ৪৮০তম প্রদর্শনী।