Tag: চট্টগ্রাম প্রেস ক্লাব

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

    একাত্তরের মহান বিজয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।

    এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান। বক্তব্য রাখেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তাফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ।

    এ সময় বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের চরিত্র ধারণ করে। কিন্তু এ দেশের গণমানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, ওয়াহিদ জামান মিন্টু, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া আরিফ, ছাত্র সমন্বয়ক চৌধুরী সিয়ামসহ প্রমুখ সাংবাদিক।

    এর আগে সকালে চট্টগ্রামের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মাওলা মুরাদ, ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন, মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সাংবাদিক-জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে হামলা

    সাংবাদিক-জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে হামলা

    বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ডাকে বুধবার বিকালে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে হামলা হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা প্রেস ক্লাবের ভিতর অবস্থান নিয়ে থাকা দূস্কৃতিকারীদের ধাওয়া দেয়। পরে সেনাবিাহিনী এবং শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    দৈনিক আমার দেশ, দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন, দৈনিক কর্ণফুলী ও দৈনিক সংগ্রাম অফিসে ২০১৩ সালে হামলা, ভাংচূর ও লুটপাটের সাথে জড়িত ব্যক্তি ও ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার উস্কানী দাতাদের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।

    বিকাল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(সিএমউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপত্বিতে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ সমাজের বিভিন্নন স্তরের মানুষ।

    বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ বিএসপিপি চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক নসরুল কদির, সিএমইজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, এস্যোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, সিএমইউজে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য’র সমন্বয়কারী সাইফুল ইসলাম শিল্পী, সিএমইজে’র সদস্য আবু সুফিয়ান, হাটহাজারী মাদ্রসার শিক্ষক হাফজে মাওলানা জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আলমগীর নূর, আরিয়ান লেনিনসহ আরো অনেকে।

    বক্তারা অবিলম্বে গণহত্যার উস্কানী দাতা সংবাদকর্মী এবং ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান ।

    বিএসপিপি এর আহবায়ক জাহিদুল করিম কচি’র বক্তেব্যের পরপরই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সাংবাদিক- জনতার অবস্থান কর্মসূচির উপর হামলা হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা হামলাকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এবং আন্দোলনরত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আরিয়ান লেনিন, ইসমাইল ইমন, এস এম আকাশ ও নজরুল ইসলাম আহত হয়।

    এদিকে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এক তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ফ্যাসিবাদের দোসর সাংবাদিক নামধারীরা চট্টগ্রাম প্রেস ক্লাবে বসে ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফ্যাসিবাদের দোসর এসব সাংবাদিক নামধারীরা ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে এখনো উল্লাস করছে। প্রেস ক্লাবকে এরা সন্ত্রাসীদের আখড়া বানিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে যথাযথ বিচার করতে হবে। অন্যথায় সাংবাদিক-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

    এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শিল্পী, আলমগীর নুর ও আরিয়ান লেনিন।

  • সাধারণ সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার অঙ্গীকার

    সাধারণ সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার অঙ্গীকার

    চট্টগ্রাম প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ ফেব্রুয়ারি) সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা।

    ২০২৩-২০২৪ সেশনের দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার জন্য ইতোমধ্যে রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটি সচেষ্ট থাকবে। এক্ষেত্রে তিনি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং আলহাজ্ব আলী আব্বাস, স্থায়ী সদস্য শহীদ উল আলম, অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, স্বপন কুমার মল্লিক, বিশ্বজিৎ বড়ুয়া, মোস্তাক আহমেদ, দেব প্রসাদ দাশ, আসিফ সিরাজ, একরামুল হক বুলবুল, তপন চক্রবর্তী, মোহাম্মদ আলী, কাজী আবুল মনসুর, ম. শামসুল ইসলাম, হামিদ উল্লাহ এবং মো. ফরিদ উদ্দিন।

    সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মোহাম্মদ আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু।

    আলোচনার ভিত্তিতে সংযোজন ও বিয়োজনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

    মঙ্গলবার (০৩ জানুয়ারি) নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

    বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ও বিদায়ী কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক ও বিদায়ী কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, বিদায়ী যুগ্ম সম্পাদকনজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, বিদায়ী ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, বিদায়ী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক ও মনজুরুল আলম মনজু।

    সভায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের পাশাপাশি প্রেস ক্লাবের বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

    চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রেস ক্লাবের নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    নেতৃত্বে যারা এলেন—
    সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। তিনি পেয়েছেন ৯৩ ভোট।

    এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর ও ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর পেয়েছেন ৩০ ভোট।

    সিনিয়র-সহ সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।

    সহ-সভাপতি পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের মনজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

    সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ-সম্পাদক দেবদুলাল ভৌমিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর নজরুল ইসলাম পেয়েছে ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

    যুগ্ম সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

    অর্থ সম্পাদক পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বদেশ২৪.কমের যুগ্ম সম্পাদক রাশেদ মাহমুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুম বাংলার ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

    সাংস্কৃতিক সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

    ক্রীড়া সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

    গ্রন্থাগার সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান পেয়েছেন ৩২ ভোট।

    সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন পেয়েছেন ৬৩ ভোট।

    প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের নতুন সময়ের আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

    এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি পদের বিপরীতে লড়েছেন ৭ জন। তাঁদের মধ্যে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

    প্রথম আলোর ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

  • আগামী ৩১ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে

    আগামী ৩১ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে

    আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১২ ডিসেম্বর (সোমবার) নির্বাচনী কমিটির সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটির কমিশনার ওমর কায়সার। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটির সদস্য মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

    আগামী দুই বছরের জন্য সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্যের চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩ টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    ২৪ঘণ্টা/জেআর

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আবারও আব্বাস-ফরিদ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আবারও আব্বাস-ফরিদ

    চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে আবারো সভাপতি পদে আলী আব্বাস ও সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

    বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৮ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার। এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

    এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩১ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলা চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৯ ভোট।

    এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    যুগ্ম সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ, ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন হায়দার, ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া।

    গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান জয়ী হয়েছেন।

    কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু।

    এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিকেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

    চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

    চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বিবার্ষিক নিবাচন ২০২০ উপলক্ষে নির্বাচনী কমিটির এক সভা কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

    সভায় আগামী ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

    সভায় নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযামউদ্দিন, জাকির হোসেন লুলু এবং শেখর ত্রিপাঠি উপস্থিত ছিলেন।

    নির্বাচনী তফসিল নিম্নরূপ:

    ১. মনোনয়নপত্র প্রদান : ১৪ ও ১৫ ডিসেম্বর সোম ও মঙ্গলবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

    ২. মনোনয়নপত্র গ্রহণ : ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

    ৩. মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ : ১৮ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা পর্যন্ত।

    ৪. প্রার্থীতা প্রত্যাহার : ১৯ ডিসেম্বর, শনিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত।

    ৫. চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ২০ ডিসেম্বর রোববার বেলা ৩ টা পর্যন্ত।

    ৬. ভোট গ্রহণ : ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার
    সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত(বিরতিহীন)।

  • প্রেস ক্লাব নেতাদের সাথে ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপনের মতবিনিময়

    প্রেস ক্লাব নেতাদের সাথে ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপনের মতবিনিময়

    চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মিলিত হন সাবেক কৃতি ফুটবলার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, মাদারবাড়ী শোভানিয়া ক্লাব ও নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মশিউল আলম স্বপন।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

    যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিথি মশিউল আলম স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং ধন্যবাদ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা।

    সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন বলেন, ব্যবসায়িক কাজের পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অবদান রাখতে হবে।

    তিনি আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের যেকোন উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে প্রস্তত আছেন বলে জানান এবং বলেন চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন সাংবাদিক সমাজের জন্য কল্যাণকর কাজ করে কাজ করে যাবো।

    চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন শুধুমাএ ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নেই, এই করোনাকালে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। চট্টগ্রাম ক্রীড়াগুনে ও তার অবদান উল্লেখ করার মতো। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ায় মশিউল আলম স্বপনকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সভায় প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস অতিথিকে ফুল এবং সম্মাননা ক্রেষ্ট দেন।

    সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবতী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার ও প্রকশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য স ম ইব্রাহিম, ক্লাবের স্হায়ী সদস্য জাকির হোসেন লুলু, সাইফুদ্দিন মোঃ খালেদ, মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস দেবু, আফজল রহিম সিদ্দিকী, সিরাজুল করিম মানিক, ই পারভেজ ফারুকী, মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ বড়ুয়া, প্রভাত বড়ুয়া, নূরউদ্দিন আহমদ, নিরুপম দাশ গুপ্ত, আরিচ আহমেদ শাহ, সাইদুল আজাদ, তাজুল ইসলাম, সুমন গোস্বামী, আজহার মাহমুদ, রাহুল দাশ, নয়ন সহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।