Tag: চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

  • নাছিরকে সম্মাননা জানালো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

    নাছিরকে সম্মাননা জানালো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

    করোনার ক্রান্তিকালে নগরবাসীর পাশে থেকে জনসেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

    আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কার্যালয়ে উপস্থিত হয়ে ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া তাকে সম্মাননা স্মারকটি তুলে দেন।

    এসময় বিদ্যুৎ বড়ুয়া বলেন, করোনা কালে পুরো চট্টগ্রাম যখন স্তব্ধ হয়ে পড়েছে। নগরবাসী যখন করোনা আতংকে শংকিত তখন জনগণের সেবায় সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিত করে নানামুখী করণীয় নির্ধারণ, আইসোলেশন সেন্টার স্থাপন, দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের মুখে খাবার তুলে দিয়েছেন এই মানুষটি। শুধু তাই নয়। সরকারি সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার কর্মহীন মানুষকে সহায়তা করে গেছেন নাছির ভাই। জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত এই মানুষটিকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা জানাতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফিল্ড হাসপাতাল পেল ভিটামিন-সি ফল

    ফিল্ড হাসপাতাল পেল ভিটামিন-সি ফল

    ডাক্তারদের পরামর্শ মতে করোনা রোগটি মোকাবেলায় বিভিন্ন চিকিৎসার মধ্যে একটি হলো বেশী করে ভিটা-সি যুক্ত ফল খাওয়া।

    এটি উপলব্ধি করে আজ বৃহস্পতিবার(১২ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল (সিএফএইচ) এ করোনা রোগীদের জন্য পাঠানো হল প্রচুর ভিটামিন- সি যুক্ত ফল।

    স্মার্ট হাইজেনিক (স্বাস্থ্য সম্মত) প্যাকিং করা ১০৩ টি ফ্রুটস বাক্স হাসপাতালে বুঝিয়ে দেওয়া হয়।

    জানা যায়, দেশ বিদেশের বাগান থেকে সরাসরি আনা বিভিন্ন তাজা ফল ফ্রুটস বিপণন প্রতিষ্ঠান রায়হান কর্পোরেশনের দ্যা প্লেট, এইসব তাজা ফল হাসপাতালের রোগী ও ডাক্তারদের জন্য উপহার দেন।

    সিএফএইচ এর সিইও বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া এইসব তাজা ফল সানন্দে গ্রহণ করেন।

    এসময় তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ফিল্ড হাসপাতাল জনগনের হাসপাতাল। এখানে অনেকে বিভিন্ন উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কিন্তু করোনা রোগীদের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন সি যুক্ত ফল পেয়ে আমরা খুবই আনন্দিত। এই ব্যতিক্রমী কিন্তু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ফলগুলো পেয়ে করোনা রোগীরা উপকৃত হবেন।

    জানতে চাইলে, উপহার প্রদানকারী রায়হান কর্পোরেশনের কর্ণধার রায়হান উল ইসলাম বলেন, করোনা দূর্যোগে মানবিক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া দাদার মহতী কাজগুলো আমাদের ভাল লাগছে। তাই তাঁর পরিচালিত সিএফএইচ এর জন্য উপহার স্বরুপ আমাদের এসব ভিটামিন সি যুক্ত ফল।

    মিনি ট্রাকে করে আনা এসব তাজা ফল প্রদানের সময় উপস্থিত ছিলেন এডিসি(ডিবি) আসিফ মহিউদ্দীন, এডিসি(সদর) মইনুল ইসলাম, সহ সিএফএইচ এর ডাক্তার ও কর্মকর্তারা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম ফিল্ড হসপিটালে এয়ার কন্ডিশনার উপহার দিলেন মেয়র প্রার্থী রেজাউল করিম

    চট্টগ্রাম ফিল্ড হসপিটালে এয়ার কন্ডিশনার উপহার দিলেন মেয়র প্রার্থী রেজাউল করিম

    করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত ফৌজদারহাটস্থ চট্টগ্রাম ফিল্ড হসপিটালে ব্যক্তিগত তহবিল থেকে একটি ০৫ টনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) উপহার দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    শনিবার (১৬ মে) চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্দ্যোক্তা ও সিইও মহৎ প্রাণের মানুষ ডা.বিদ্যুৎ বড়ুয়ার কাছে এয়ার কন্ডিশনারটি হস্তান্তর করা হয়।

    এ প্রসঙ্গে ফোনালাপে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ভয়কে ভুলে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, চট্টগ্রাম শহরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর আমার ক্ষুদ্র চেষ্টা মাত্র।

    তিনি আরো বলেন, প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই করোনা যোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে । তারা এই যুদ্ধে টিকে থাকতে পারলেই আমরা মুক্ত হবো করোনা মহামারী থেকে।

    হসপিটালের উদ্দ্যোক্তা ডা.বিদ্যুৎ বড়ুয়ার কাছে রেজাউল করিম চৌধুরীর দেওয়া উপহার এয়ার কন্ডিশনটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও ওমর গণি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু আরিফ, ছাত্রলীগ নেতা হাসান, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

    উল্লেখ্য, করোনা প্রকোপ শুরু হওয়ার পর পরই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ উদ্দ্যেগে নগরীর ৪১ ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন। মাহে রমজান শুরুর পর নিজ অর্থায়নে রাতের আধাঁরে ফুটপাতে থাকা মানুষদের মাঝে সেহেরী বিতরণ করেছেন। বিভিন্ন এলাকায় ও সংগঠনের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করে চলেছেন। সাধ্যমতো মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন এম. রেজাউল করিম চৌধুরী ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে জীবানুনাশক মেশিন উদ্বোধন করলেন রেজাউল করিম চৌধুরী

    চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে জীবানুনাশক মেশিন উদ্বোধন করলেন রেজাউল করিম চৌধুরী

    চট্টগ্রাম ফিল্ড হসপিটালে জীবাণুনাশক মেশিন স্থাপন করা হয়েছে। জীবাণুনাশক মেশিন স্থাপনাটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনা ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর অর্থায়নে সোমবার (১১মে) বিকেলে চট্টগ্রামের একমাত্র ফিল্ড হসপিটালের উদ্যোক্তা এবং সিইও ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার কাছে এ জীবানুনাশক মেশিনটি হস্তান্তর করেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে।

    এতে আরো উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুস সবুর লিটন, সাবেক উপ সমাজসেবা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর ফরহাদুল ইসলাম চৌধুরি রিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তফা কামাল, যুবলীগ নেতা মামুন উদ্দিন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বির এবং সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, সাইফুল ইসলাম, এম হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সহ-সভাপতি,ওমরগণি এমইএস কলেজ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সজীব।

    উক্ত কার্যক্রমে ফিল্ড হসপিটাল এর দায়িত্বরত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ এবং বিপ্লব। জীবানুনাশক টানেলটি প্রস্তুত করেছে স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অনন্ত ইভেন্টস এন্ড এন্টারটেইনমেন্ট। কোম্পানির স্বত্বাধিকারী আতাউর রহমান অন্তর ও এসময় উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও সুবিধা বঞ্চিত লোকের মাঝে রেড ক্রিসেন্ট’র ইফতার বিতরণ

    ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও সুবিধা বঞ্চিত লোকের মাঝে রেড ক্রিসেন্ট’র ইফতার বিতরণ

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে ৬ মে বুধবার সেবা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা পরিস্থিতিতে সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার স্বরূপ ইফতারে আহার ও মির্জাপুল অসহায় ও দরিদ্র্য মানুষের মাঝে ইফতার স্বরূপ আহার বিতরণ করা হয়।

    দিনব্যাপী অন্যান্য কার্যক্রমের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে সম্প্রতি সৃষ্ট মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে খুলশী এলাকাস্থ শতাধিক বিহারীদের মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

    এছাড়া চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা, বান্ডেল রোড, পাঁচলাইশ, হামজারবাগ, মুরাদপুর, কল্পলোক, বহদ্দারহাট, এককিলোমিটার, রসুলবাগ, দেওয়ান বাজার, ফিরিঙ্গী বাজার সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারে মানবিক সহায়তার উপহার স্বরূপ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

    উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলামসহ যুব সদস্যবৃন্দ।

    ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে নিয়মিত যুব স্বেচ্ছাসেবকসহ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে আগত প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফিল্ড হাসপাতালে দুই হাজার মাস্ক দিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

    ফিল্ড হাসপাতালে দুই হাজার মাস্ক দিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতালে দুই হাজার সার্জিকেল মাস্ক দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

    আজ বুধবার (৬ মে) ব্যারিস্টার নওফেল এর পক্ষে উক্ত মাস্ক ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে তুলে দেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম ফয়সাল আহমেদ।

    গতকাল মঙ্গলবার (৫মে) সকালে মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদানের ঘোষণা করেন ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

    চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার চট্টগ্রাম ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

    আজ মঙ্গলবার (৫মে) সকালে তিনি পুরো হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম, হাসান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসান, ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

    পরিদর্শনে গিয়ে ব্যারিস্টার নওফেল বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না মাত্র ২৩ দিনে তৈরী এমন একটি পরিপাটি পরিচ্ছন্ন হাসপাতাল এবং চিকিৎসা সেবা। চিকিৎসা সেবায় কতটা আন্তরিক ও মানবিক হলে এমন একটি হাসপাতাল তৈরীতে ভুমিকা রাখতে পারে মানুষ তার বিদ্যুৎ বড়ুয়াকে দেখলে বুঝা যায়। ব্যারিস্টার নওফেল ভলাণ্টিয়ারদের সাথে আলাপ করে তাদেরকে উৎসাহ প্রদান করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদানেরর ঘোষণা করেন ।

    উল্লেখ্য যে, মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে গত ২১ এপ্রিল মহামারি করোনাভাইস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতালটির কার্যক্রম শুরু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফিল্ড হাসাপাতালে এক সপ্তাহে ১১ রোগী ভর্তি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন

    ফিল্ড হাসাপাতালে এক সপ্তাহে ১১ রোগী ভর্তি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় প্রতিষ্ঠিত মহামারি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম ৬০ শয্যার চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে বর্তমানে ৮জন রয়েছেন। বাকি তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া।

    গত ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    এদিকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চিকিৎসার জন্য ৬ পুলিশ সদস্যকে বিশেষায়িত এ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের জ্বর, সর্দী ও কাশি উপসর্গ ছিলো।

    এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে সিএমপি’র একটি টিম ২৭ এপ্রিল চট্টগ্রাম ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন।

    তাদের স্বাস্থ্য সেবার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্ণারে থাকা ৬ জন পুলিশ সদস্যকে উক্ত হাসপাতালে প্রেরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডে মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল আজ থেকে চালু

    সীতাকুণ্ডে মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল আজ থেকে চালু

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি :::সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় উদ্যেগের মাত্র ২৩ দিনের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে মহামারি করোনাভাইস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম একটি অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল।

    আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টা থেকে এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দেশের শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দেওয়া একটি দ্বিতল ভবনের ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। এর জন্য ইতোমধ্যে ১০ টি আইসিইউ বেড ও চারটি ভেন্টিলেটর সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    এ ছাড়া, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৩৫ জনের একটি দল গঠন করা হয়েছে।

    চট্টগ্রামের কৃতি সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বড় ভাই আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া এ হাসপাতালে উদ্যোক্তা।

    তিনি একমাস আগে ফেসবুকে এ হাসপাতালে নির্মাণের কথা জানিয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

    সেখানে তিনি বলেন, মাত্র এক লাখ লোক ১০০ টাকা করে দিলেই এক কোটি টাকার ফান্ড হবে আর এ টাকায় হাসপাতাল তৈরী সম্ভব। এরপর ব্যাপক সাড়া পড়ে। কোন শিল্পপতির কাছে অনুদান চাওয়া হয়নি বলে জানান ডা. বিদ্যুৎ বড়ুয়া। একলাখ মানুষের টাকা দিয়ে এ হাসপাতাল তৈরী হয়েছে।

    তবে ভবন ও জায়গা দিয়ে এর সাথে শরিক হয়েছেন নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তিনি এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোগতা। নব নির্মিত এ ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রায় ২৮৭ জন তরুণ আবেদন করলেও ২৫ জনকে নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। তাদেরকে করোনা রোগীর যত্ন বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘এমন সময়ে আমরা এ হাসপাতালটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চালু করতে যাচ্ছি, যখন সারা দেশে করোনা রোগীরা চিকিৎসা নিয়ে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। আমরা প্রমাণ করতে চাই করোনা রোগীরা অবহেলার পাত্র নয়। নিজেরা নিরাপদে থেকে তাদের সেবা দেওয়া যায়।

    তিনি বলেন-আমরা ৩৭টি বেড স্থাপন করছি। এছাড়াও থাকছে ৫টি ভেন্টিলেটর। একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস আছে রোগী ও চিকিৎসক পরিবহনে। ধীরে ধীরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে। ইতোমধ্যেই আমরা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছি।

  • চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ১২টি বেড দিলো অতীশ দীপঙ্কর সোসাইটি

    চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ১২টি বেড দিলো অতীশ দীপঙ্কর সোসাইটি

    করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রামের ফৌজদার হাট সলিমপুরে প্রস্তুত করা হচ্ছে ফিল্ড হাসপাতাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে হাসপাতালটি প্রস্তুতের কাজ চলছে। এই হাসপাতালের জন্য ১২টি মেডিকেল বেড (শয্যা) নিয়ে এগিয়ে আসলো হাটহাজারী উপজেলাধীন দক্ষিণ মাদার্শার একটি সংগঠন অতীশ দীপঙ্কর সোসাইটি।

    ডা. বসুমিত্র বড়ুয়ার সার্বিক সহযোগিতায় দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে শুক্রবার দুপুরে বেডগুলো হস্তান্তর করা হয়।

    ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে এসব বেড তুলে দেন দক্ষিন মাদার্শার শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু।

    এসময় হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এম এ রাশেদ, পলাশ বড়ুয়া, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না ছাড়াও অতীশ দীপঙ্কর সোসাইটির সদস্য মিন্টু বড়ুয়া, মিন্টুন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, হিরু বড়ুয়া, রাজীব, সৌরভ, সুজন, সনেট, দূর্জয়, অনিক, সজয় প্রমূখ উপস্থিত ছিলেন।