Tag: চট্টগ্রাম বিভাগীয় বাছাই প্রতিযোগিতার উদ্বোধন

  • বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস বক্সিং প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় বাছাই উদ্বোধন

    বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস বক্সিং প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় বাছাই উদ্বোধন

    রাউজান প্রতিনিধি : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস বক্সিং প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় বাছাই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে

    বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য, ক্রীড়া সংগঠক সুমন দে’র সভাপতিত্বেে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম।

    চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় বক্সিং প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

    আগামী ৬-১০ এপ্রিল চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।