Tag: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • ৫৪ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আজ

    ৫৪ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আজ

    চবি প্রতিনিধিঃ ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। আজ ৫৪ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। চারটি বিভাগ, ৭ জন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও প্রায় ২৪ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। সঙ্গে আছেন ৯২০ জন শিক্ষক।

    এছাড়াও শিক্ষার্থীদের জন্য আছে ১৩টি আবাসিক হল ও একটি ছাত্রাবাস।চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের আরেক নাম শাটলের ক্যাম্পাস। ১৯৮০ সালে চালু হওয়া শাটল ট্রেন চবি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন। ফলে পৃথিবীর একমাত্র শাটলে ট্রেনের ক্যাম্পাসও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    দেশের অন্যতম এ বিদ্যাপীঠ অনেক গুণীজনের জন্ম দিয়েছে। সংস্পর্শ পেয়েছে বরেণ্য মনীষার। উপমহাদেশের খ্যাতিমান ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, উপমহাদেশের সনামধন্য ইতিহাসবিদ অধ্যাপক ড. আবদুল করিম, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ আলী আহসান, মুর্তজা বশীর, ঢালী আল মামুন, সাবেক ইউজিসি চেয়ারম্যান ড. আব্দুল মান্নানসহ বহু কীর্তিমান মনীষী জ্ঞানের আলো ছড়িয়েছেন এ বিশ্ববিদ্যালয়ে।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. শাহাদাত হোসেন দুটি নতুন মাছের প্রজাতি শনাক্ত করে এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষা ও গবেষণায় অবদানের জন্য শিক্ষক মনজুরুল কিবরিয়া পেয়েছেন দেশি-বিদেশি সম্মাননা। ড. শেখ আফতাব উদ্দিনের কম খরচে সমুদ্র পানি সুপেয় করার পদ্ধতি আবিষ্কার, ড. আল আমিনের লেখা বই যুক্তরাষ্ট্রের ৬টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসেবে নির্বাচন, অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরী বঙ্গোপসাগর নিয়ে মানচিত্র তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

    পিছিয় নেই শিক্ষার্থীরাও। ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করে সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি পেয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজিদ আলী হাওলাদার, দেশের সীমানা ছাড়িয়ে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাখাওয়াত হাসান ও তার দলের নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

    এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, চাঁদপুর সিটি করপোরেশনের মেয়র, সাবেক মন্ত্রী পরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১১জন সচিব ও ৩০ জন অতিরিক্ত সচিব পদসহ বিভিন ক্ষেত্রে চবি শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেছেন।

    দেশের ক্রান্তিকালেও এ বিশ্ববিদ্যালয় রেখেছে অগ্রণী ভূমিকা। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলো এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মহান মুক্তিযুদ্ধে চবির ১৫ জন শহীদ হন।

    দেশ সেরা এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিক। বর্তমানে ১৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. শিরীণ আখতার।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

  • চবির সাবেক শিক্ষক অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান আর নেই

    চবির সাবেক শিক্ষক অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান আর নেই

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম।

    তিনি বলেন, গতরাতে ‘তৌহিদ স্যার’ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহেও তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মরদেহ গাজীপুরের কাপাসিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাজ সম্পন্ন হবে।

    অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন। তিনি জীববিজ্ঞান অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষক হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

  • চবিতেও ভর্তি পরীক্ষা হবে সশরীরে

    চবিতেও ভর্তি পরীক্ষা হবে সশরীরে

    চবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা সশরীরে নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

    জানা যায়, আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

    এতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রাশেদ উন নবী উপস্থিত ছিলেন।

    এছাড়াও সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস এম আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় গৃহীত সিদ্ধান্ত হলো- শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তীতে চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

  • ক্যাম্পাস ক্লাব সামিটে চবির ২২ সংগঠন

    ক্যাম্পাস ক্লাব সামিটে চবির ২২ সংগঠন

    চবি প্রতিনিধিঃ এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ২ দিন ব্যাপী ‘ক্যাম্পাস ক্লাব সামিট ২০২০’ এ অংশ নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ টি সংগঠন। আগামী ৬ এবং ৭ নভেম্বর মাইদাস ফিন্যান্সিং লিমিটেড নিবেদিত এবং ডেইলি স্টারের সহযোগিতায় সামিটটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

    সামিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার, উচ্চাশিক্ষা ও গবেষণা, বিতর্ক, আবৃত্তি, সাহিত্য-সংস্কৃতি এবং ভ্রমণ বিষয়কসহ নানা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অংশ নিচ্ছে।

    জানা যায়, সামিটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সক্রিয় কাজ করে এমনসব সংগঠন অংশ নেবে। যেখানে বাংলাদেশের বিভিন্ন বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সেশন ভিত্তিক কথা বলবেন। এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও আয়োজনে ২ টি অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশসেরা ৮ টা ক্লাবকে পুরস্কৃত করা হবে।

    এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের এম্বাসেডর এবং সামিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মাহবুব এ রহমান বলেন, দেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি এত বড় আয়োজন হচ্ছে। সেখানে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই আনন্দের। আমাদের ক্যাম্পাস থেকে ২২ টি সংগঠন অংশ নিচ্ছে। আশাকরি দারুণ কিছু উপহার দেব সবাইকে।

    এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার বলেন, সব সময় এক্সিলেন্স বাংলাদেশ ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। সে ধারাবাহিকতায় আমাদের ক্লাব সামিটের আয়োজন। এটা নিয়ে আমি বেশ আশাবাদী।

    উল্লেখ্য, এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যের সাথে কর্পোরেটের সংযোগ স্থাপনের জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক প্লাটফর্ম। যারা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহদী

  • চবিতে কর্মচারীকে ডেপুটি রেজিস্টারের মারধর

    চবিতে কর্মচারীকে ডেপুটি রেজিস্টারের মারধর

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের অফিস সহকারী মোহাম্মদ আলমগীরকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের ডেপুটি রেজিস্টার জাকের আহমেদের বিরুদ্ধে।জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পুত্রকে সাথে নিয়ে ওই কর্মচারীকে মারধর করেন জাকের।

    এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে জাকের আহমেদ ও তার দুই ছেলে মোজাহিদ এবং মোস্তাফিজকে আসামী করে হাটহাজারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ডিউটি অফিসার এস আই রাজিব বলেন, বাদী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য ওসি স্যারের টেবিলে আছে।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩:৪৫ টার দিকে অফিস শেষে বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী মসজিদের পাশে সাঈদের দোকানের সামনে বিবাদীসহ অজ্ঞাতনামা দশজন লোক আমাকে একলা পেয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে। বিবাদী জাকের আহমেদ আমাকে হত্যার উদ্দেশে লাঠি দ্বারা মাথায় আঘাত করে। তারা আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।

    এ বিষয়ে মোহাম্মদ আলমগীর বলেন, ২০০৫ সাল থেকেই তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রভাব খাটিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছে৷ এর জেরে আমার ছোটভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে জাকের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমির উপর বাড়ি নির্মাণের চেষ্টা চালায়। বাধা দিলে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।

    ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত জাকের আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

    প্রসঙ্গত, অভিযুক্ত জাকের আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের জমি দখল, মুক্তিযোদ্ধাদের হয়রানি, ঘুষের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগ রয়েছে। অবৈধভাবে জমি দখলের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতও হন তিনি।

    ২৪ ঘণ্টা/শিমুল/মেহেদি

  • চবিতে ২০-২১ অর্থবছরে ৩৪৬ কোটি টাকা বাজেট ঘোষণা

    চবিতে ২০-২১ অর্থবছরে ৩৪৬ কোটি টাকা বাজেট ঘোষণা

    মেহেদী হাসান, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ অর্থবছরের ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

    রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত ৩২ তম সিনেট সভায় এ বাজেট ঘোষণা করা হয়।

    সিনেট সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। এসময় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

    এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর (ভারপ্রাপ্ত), সিনেট সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে। এখাতে বরাদ্দের পরিমাণ ২২২ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ১৬ শতাংশ। তাছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২০ লক্ষ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ। পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৬০ কোটি ৯০ লাখ ও পেনশন ও অবসর সুবিধা হিসেবে ৫০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে পরিবহন খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ এর গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির খাতে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা।

    বিশ্ববিদ্যালয়ের ৫৪১ কোটি ১৩ লক্ষ টাকা চাহিদার বিপরীতে ৩৪৬ কোটি ৩০ লক্ষ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে পাওয়া যাবে ১৬ কোটি ৫০ লাখ টাকা। ঘাটতি রয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চবির ঝর্ণাতে পড়ে হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতার মৃত্যু

    চবির ঝর্ণাতে পড়ে হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতার মৃত্যু

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পেছনে অবস্থিত ঝর্ণার খাদে পড়ে মৃত্যুবরণ করেছে হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্না (২৩)।

    সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

    মুন্না হাটহাজারীর ফতেপুর এলাকার আলম ফকির বাড়ির সন্তান ও হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ঝর্ণার পাশের স্থানীয় লোকজন পাহাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ ও গাছ রোপন করে। সোমবার বেলা ১১টার দিকে পাহাড়ে নিজের রোপণ করা গাছ দেখতে গেলে হঠাৎ পা পিছলে তিনি ঝর্ণার খাদে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। পরবর্তীতে তাকে উদ্ধারে ডুবরী দল আসে।’

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চবির ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হয়। এতে পড়ে যাওয়া ব্যক্তি সাঁতরে উঠতে পারেনি। আমরা শোনার সাথে সাথেই হাটহাজারী ফায়ার স্টেশনে খবর দিই। দুইই ঘন্টা তল্লাশী করে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • চবির নতুন রেজিস্ট্রার মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান

    চবির নতুন রেজিস্ট্রার মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান

    চবি প্রতিনিধিঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

    রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস. এম. মনিরুল হাসান ও প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াকে।

    সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ দুটি পদে দুইজনকে নিয়োগ দেন।

    বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    নবনিযুক্ত রেজিষ্ট্রার প্রফেসর মনিরুল হাসান বলেন, ‘আগামী ২ বছরের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বভার গ্রহণ করেছি। কিছুক্ষণ আগে আমি দপ্তরে যোগদান করেছি। দায়িত্ব পালনে সবার সহযোগীতা চাই।’

    প্রফেসর মনিরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ২০ তম রেজিষ্ট্রার।

    এর আগে তিনি প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তিন মেয়াদে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন।

    অন্যদিকে ড. রবিউল হাসান ২০১০ সালের ১৮ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে স্কুল অব মেডিসিনের ওপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর একই বছর এপ্রিল মাসে জাপানের সোগো ইউনিভার্সিটিতে ২ বছরের পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

    তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একটি আবাসিক হলের আবাসিক শিক্ষকও ছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • করোনা মোকাবিলায় চবির নানা পদক্ষেপ

    করোনা মোকাবিলায় চবির নানা পদক্ষেপ

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গৃহীত পদক্ষেপ গুলো হলো-বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে একটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক সার্ভিস দেবে।

    চবি মেডিক্যাল সেন্টারে কোভিড-১৯ আক্রান্তদের জন্য অক্সিজেন ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বৃদ্ধিসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সচেতনতা বৃদ্ধি করা হবে।

    বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের করোনা শনাক্তে নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম শহরে একটি বুথ স্থাপনের সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে।

    চবি পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা প্রদানের জন্য চবি অধিভুক্ত দুটি মেডিক্যাল কলেজ- আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং চান্দগাঁও শমসেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে চবি উপাচার্যের আলোচনায় এ ব্যাপারে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস পাওয়া গেছে।

    চবি মেডিক্যাল সেন্টারে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উপাচার্য চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেছেন।

    চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফিল্ড হাসপাতাল করার বিষয়ে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আইসোলেশন সেন্টার স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • ত্রুটিপূর্ণ কিট,চবিতে হয়নি করোনা পরীক্ষা

    ত্রুটিপূর্ণ কিট,চবিতে হয়নি করোনা পরীক্ষা

    চবি প্রতিনিধিঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাপিড টেস্টিং কিটগুলো ‘ত্রুটিপূর্ণ’ থাকায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। তাই কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘গত দুইদিনে হাটহাজারী ও রাউজান থেকে প্রায় ২০০টি স্যাম্পল আমাদের কাছে আসে। গতকাল বুধবার থেকে আমরা পরীক্ষা শুরু করি। কিন্তু পরীক্ষার জন্য কিটগুলো মেশিনে দেওয়া হলে সব নমুনার ফলাফলই পজিটিভ আসছিল। এতে সংশ্নিষ্টদের মধ্যে সন্দেহ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে কিটে ত্রুটি থাকার প্রমাণ মিলে।’

    তিনি আরো বলেন, ‘আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখে কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরের নিকট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকেই আমরা তা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন ত্রুটিমুক্ত কিট হস্তান্তর করলে আমরা আবারও করোনা পরীক্ষা শুরু করব।’

    উল্লেখ্য যে, ২৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • লকডাউনেও হালদা নদীতে ২৪তম ডলফিনের অপ্রত্যাশিত মৃত্যু/হত্যার অভিযোগ

    লকডাউনেও হালদা নদীতে ২৪তম ডলফিনের অপ্রত্যাশিত মৃত্যু/হত্যার অভিযোগ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনার মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্যপ্রজনন ক্ষেত্র হালদা নদীতে অপ্রত্যাশিত (আঘাতপ্রাপ্ত হয়ে) মৃত্যু হয়েছে ২৪ তম ডলফিনের।

    হালদা বিশেষজ্ঞরা ডলফিনটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ ২৩ তম ডলফিনের মৃত্যুর ১ মাস ১৮ দিন পর ২৪ তম ডলফিনের মৃত্যু হলো।

    আজ ৮ মে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের টাইমলাইনে মৃত ডলফিনের কয়েকটি ছবিসহ একটি পোস্ট করে হত্যার অভিযোগ করেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া।

    তিনি তার পোস্টে উল্লেখ করেন হালদা নদীতে আরেকটি ডলফিনকে নৃশংসভাবে হত্যা হয়েছে। রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে আজ ৮ মে সকালের দিকে ডলফিনটিকে হত্যা করা হয়।

    ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৫২ কেজি ওজনের মৃত ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে। হত্যাকাণ্ডের এই চিহ্ন বিগত সময়ের মৃত ডলফিনগুলোর চেয়ে একটি নতুন ইংগিত বহন করে।

    কোন জেলের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাটি হালদা নদীর ডলফিন সংরক্ষণের জন্য একটি অশনি সংকেত বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ডলফিনের চর্বি বা তৈল বিভিন্ন রোগের প্রতিষেধক এমন কিছু কুসংস্কার গ্রামের মধ্যে আছে। যার ফলে অবৈধ জালে আটকা পড়া ডলফিনটিকে নদী থেকে ডাঙ্গায় তুলে তার থেকে চর্বিগুলো ব্যবহারের জন্য ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেছে দুস্কৃতিকারীরা।

    সকালের দিকে সংবাদ পাওয়ার সাথে সাথে আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় আইডিএফ অফিসে নিয়ে যায়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ডলফিনটিকে মাটি চাপা দেয়া হয়।

    চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক নদী গবেষক সাংবাদিক আলীউর রহমান বিপন্ন প্রাণী ডলফিন হত্যা প্রসঙ্গে বলেন, প্রশাসনের চোখের সামনেই যেহেতু এসব চলছে, সেহেতু দায় প্রশাসনকেই নিতে হবে।

    এই গুরুতর অপরাধ বন্ধে হালদায় নিষিদ্ধ জাল ও নৌযান চলাচলের বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান নিয়মিত চালানো দরকার।

    প্রাণিবৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে দেখলে ডলফিনের এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ এবং সামগ্রিক পরিবেশ নস্যাতে ভূমিকা রাখা ফৌজদারি অপরাধের শামিল বললে অত্যুক্তি হবে না।

    জানা যায়, গত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৮ মে পর্যন্ত গত আড়াই বছরে হালদা নদীতে ২৪টি ডলফিনের মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত ডলফিনই হালদা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। কোনোটিকে এভাবে কেটে হত্যা করা হয়নি। ডলফিন নদী থেকে ধরে কেটে হত্যা করা এই প্রথম।

    উল্লেখ্য সারা বিশ্বের বিভিন্ন নদীতে ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে হালদাতে প্রায় ১৬৬ টি ডলফিন আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) হালদা নদীর ডলফিনের এই প্রজাতিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে। এগুলো বিশ্বের অতি বিপন্ন প্রাণী।

    ডলফিন যে নদীতে ডলফিন থাকে বোঝা যায় যে সে নদীটা জীবন্ত। তাই ডলফিন চলে গেলে মাছেরও ক্ষতি হবে বলে মনে করেন গবেষক ও সংশ্লষ্টরা। বিশ্বের অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী বাংলাদেশ হারাবে যদি সত্যিই ডলফিন চলে যায় বা আর না থাকে।

    মা মাছ ও লাল তালিকাভুক্ত অতি বিপন্ন ডলফিন রক্ষায় সরকার ২০১০ সালে চট্টগ্রামের নাজিরহাট থেকে কালুরঘাট পর্যন্ত হালদা নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকাকে জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে।

    তবে রাউজান উপজেলার ছত্তার খালের মুখ থেকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা ডলফিনের মূল বিচরণক্ষেত্র।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চলে গেলেন চবি শিক্ষক ড. জাহাঙ্গীর, শোক জানিয়েছেন উপাচার্য

    চলে গেলেন চবি শিক্ষক ড. জাহাঙ্গীর, শোক জানিয়েছেন উপাচার্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আর নেই।

    হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৬ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার ভোরে সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে ড. জাহাঙ্গীর আলমকে মুরাদপুরের বাসা থেকে সিএসসিআর হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

    আজ জোহরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীস্থ উত্তর মাদার্শা নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

    এক শোক বাণীতে উপাচার্য বলেন, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, নিভৃতচারী একজন সাদামনের মানুষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যদে দায়িত্বপালনকালীন তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যে অবদান রেখেছেন চবি প্রশাসন তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

    এছাড়া শোক জানিয়েছে চবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

    ২৪ ঘণ্টা/আর এস পি