চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তিতে দুইদিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের শুরু হয়েছে আজ। সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে জয় বাংলা ভাষ্কর্য, চাকসু ভবন, কলা অনুষদ ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে আব্দুর রব হল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে শহীদ আব্দুর রব হল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির সাবেক উপাচার্য বদিউল আলম, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর, চাকসুর সাবেক ভিপি আবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন, সাবেক সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল ইসলাম চৌধুরী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ।
উপাচার্য বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন উচ্চ প্রদস্থ স্থানে এ বিভাগের শিক্ষার্থীদের তৃপ্ত পদচারণায় মুখর। এ প্রাচীন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ স্বীয় মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠামে উচ্চপদে আসীন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপাচার্য বলেন, ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস হয়নি। সমন্বিত ভর্তি পরীক্ষায় গেলে মন্ত্রনালয় থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভবনা আছে। যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লক্ষ্য করেছি। তাই আমরা একাডেমিক কাউন্সিল করে ইউজিসিকে বলে দিয়েছি আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না।
চবির সাবেক উপাচার্য বদিউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগেরর শিক্ষক-গবেষকবৃন্দ নিরবিছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশের মানবসম্পদ উৎপাদনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি এই বিভাগের শিক্ষক-গবেষক, ও শিক্ষার্থীরা দেশেররাজনীতি, সমাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।
রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ বখতিয়ার উদ্দিন এবং উম্মে হাবিবার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এছাড়াও প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের সম্মানে শোক প্রস্তাব পাঠ করন অধ্যাপক ড. মো. এনায়ত উল্যা পাটওয়ারী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সূবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বিভাগের কৃতী শিক্ষার্থীকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামান ও ব্যান্ড দল চিরকুটের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের অনুষ্ঠান।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে শুরু হবে। ১০টা থেকে স্মৃতিচারণ। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পী মৌমিতা বড়ুয়া ও সন্দীপন দাশের পরিবেশনা এবং ব্যান্ড দল নাটাইয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে রাজনীতি বিজ্ঞান বিভাগের দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন।