Tag: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • চবির ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    চবির ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    চবি প্রতিনিধিঃকরোনাভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অফিস বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত।

    রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরী সার্ভিস ব্যতিত) আগামী ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

     

  • করোনা দুর্যোগ মোকাবিলায় চবি অফিসার সমিতির একদিনের বেতন দান

    করোনা দুর্যোগ মোকাবিলায় চবি অফিসার সমিতির একদিনের বেতন দান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাদ নেই বাংলাদেশও। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এক দিনের বেতনের অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

    বুধবার (২৫ মার্চ) অফিসার সমিতির কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য, রেজিস্ট্রার এবং হিসাব নিয়ামক বরাবর চিঠি দেন তারা।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, আমরা অফিসার সমিতি সবসময় গণমানুষের পক্ষে কাজ করি। মানবিক দিক বিবেচনা করে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সকল সদস্য এ বিষয়ে এগিয়ে আসবে এ বিশ্বাসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হওয়ার আগেই আজকে সকালে কার্যকরী কমিটির সভা আহবান করি।

    সভায় সকল নেত্রীবৃন্দ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্তে উপনিত হয় তারা ভবিষ্যত দুর্যোগ মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তহবিল গঠনে সহযোগিতা করতে ইচ্ছুক।

    তিনি আরও বলেন, এ ব্যাপারে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা রেজিস্ট্রার মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। সদয় অবগতির জন্য চিঠির অনুলিপি দিয়েছি উপাচার্য মহোদয়কে।

    আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমিতি বিশেষ করে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন এগিয়ে আসবে।

    ২৪ ঘন্টা/মেহেদি হাসান/আর এস পি

  • অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে চবির ব্যাংকিং বিভাগ

    অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে চবির ব্যাংকিং বিভাগ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র, রিক্সা ও ভ্যান চালকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও করোনা সচেতনতায় পরিচ্ছন্নতা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    দূরে থেকে পাশে দাঁড়াই, অনাহারীর আহার যোগাই’ এই শ্লোগানে করোনাভাইরাস সংকট মোকাবেলা করতে সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে তারা।

    জানা যায়, খেটে খাওয়া মানুষদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে এ উদ্যোগ নেয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ব্যাংকিং ফেলোজ ফর লিডারশীপ ডেভেলপমেন্ট (বিএফএলডি)।

    এরই অংশ হিসেবে নগররের ২নম্বর গেইট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস এলাকায় ২৫০ টি প্যাকেটে মোট ৬০০ কেজি চাল, ১২৫ কেজি ডাল, ৪০০ কেজি আলু, ৪০০ পাতা নাপা ট্যাবলেট, ৬০০ টি খাবার স্যালাইন, ৪০০ টি সাবান ও ৪০০ টি মাস্ক বিতরণ করা হয়।

    এর সঙ্গে কয়েকজন সমাজ সেবকের অর্থায়নে প্রতিটি পরিবারের জন্য ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, ২টি জীবাণুনাশক সাবান, ২ টি মাস্ক ইত্যাদি সহযোগে ২৫০ প্যাকেট সামগ্রী বিতরণ করা হয়।

    প্রজেক্ট সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জাতির ক্রান্তিলগ্নে মানবতার পাশে দাঁড়ানো উচিত। সে অনুভূতি থেকেই আমরা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি।

    শুধু ব্যাংকিং বিভাগই নয় বৈশ্বিক এ বিপর্যয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দুস্থ মানবতার সাহায্যার্থে এগিয়ে আসা উচিত।

    ২৪ ঘন্টা/মেহেদি হাসান/আর এস পি

  • করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও সংক্রমণ মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    একই সঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলো এবং বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

    সোমবার (১৬মার্চ) বিকেল ৪টায় (৫২৪ তম) জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

    প্রক্টর মনিরুল বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারনে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ওই সভার সিন্ডিকেট মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা ও আবাসিক ছাত্রাবাস হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামী বুধবার (১৮মার্চ) দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামী রোববার (২৯ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ হলে থাকতে পারবে না।

    এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের বিষয়কে সাধুবাদ জানিয়ে এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রায়হান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কর্তৃপক্ষ অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ শাটল ট্রেনের পরই কিন্তু হলের ডাইনিংয়ে সবচেয়ে বেশি জনসমাগম হয়। এ ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

    বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অনামিকা সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমি রোজ শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যায়। ট্রেনে অনেক জনসমাগম হওয়াতে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়াতে এই ঝুঁকি আর নিতে হবে না।

    ২৪ ঘন্টা/ মেহেদি হাসান/আর এস পি..

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোয়ারেন্টাইনে পাঠানো ৬ যুবক করোনামুক্ত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোয়ারেন্টাইনে পাঠানো ৬ যুবক করোনামুক্ত

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি ‘র একটি আবাসিক হল থেকে ইতালি ফেরতসহ ৬ যুবককে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ফৌজদারহাটে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সবাই করোনাভাইরাস মুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    আজ ১৬ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি এ তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করে বলেন, সেই ৬ যুবক করোনাভাইরাস মুক্ত রয়েছে। আমরা পরীক্ষা করে কোন আলামত পাইনি।

    তাদের মধ্যে ইতালি ফেরত যুবক ছাড়া অন্য ৫ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইতালি থেকে আসা যুবকের ১৪ দিন অতিবাহিত হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না।

    এর আগে গতকাল রাত ২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের একটি রুম থেকে ইতালি ফেরত এক যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ওই রুমে অবস্থান করা ৬ জনকে ফৌজদারহাটে কোয়ারেন্টাইনে পাঠায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

    আরো খবর : করোনাভাইরাসঃ চবি থেকে কোয়ারেন্টাইনে ৬

    ২৪ ঘন্টা/মেহেদী/ আরএসপি

  • করোনাভাইরাসঃ চবি থেকে কোয়ারেন্টাইনে ৬

    করোনাভাইরাসঃ চবি থেকে কোয়ারেন্টাইনে ৬

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের ৩২০ নাম্বার কক্ষ থেকে ইতালি ফেরত একজনসহ করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কায় ছয় যুবককে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তাদের তাৎক্ষণিকভাবে ফৌজদারহাটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। রোববার দিবাগত রাত ২ টায় তাদের উদ্ধার করা হয়।

    ওই ছয়জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইতালি ফেরত প্রবাসী দস্তগীর হোসাইন মাহফুজ ও সদর থানার সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহীম খলীল এবং চবি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়। জয় ও রানা আব্দুর রব হলের ওই কক্ষে থাকতেন।

    জানা যায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সাথে আসে নিজ এলাকার বন্ধুরা। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিল। বিগত বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এখানে এনেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • করোনা ভাইরাস : চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

    করোনা ভাইরাস : চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : সারা বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটি নির্দেশনা দেওয়া হয়।

    ১। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীণ বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে। (২) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও (৩) প্রত্যেক বিভাগ/ইনিস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে অন্তত ৫ মিনিট করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি সবাই নিজেদের স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলবেন।

  • তিন দশকে চবির অঙ্গন

    তিন দশকে চবির অঙ্গন

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ হয়েছে। ‘সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়’ এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী তিন দশক পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে সংগঠনটি।

    আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে এবং দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠান রয়েছে।

    আয়োজকরা জানান, প্রথম দিনে দুপুর ১২ টায় বর্ণাঢ্য এক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠন শুরু হবে। দ্বিতীয় দিন অঙ্গনের ফ্ল্যাশ মব প্রদর্শনীর মধ্য দিয়ে। উভয় দিনেই সাংস্কৃতিক পর্বের পরিবেশনায় রয়েছে সংগীত, নৃত্য, আবৃত্তি, ডকুমেন্টারি প্রদর্শনী।

    এছাড়া চবি অঙ্গনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন রচিত তৃতীয় লিঙ্গের জীবনযাত্রা নিয়ে নির্মিত নাটক না-মরদের কাব্য।

    অনুষ্ঠানের প্রথমদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং চবি অঙ্গনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. আসলাম ভূঁইয়া, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ড. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন হোসাইন কবির এবং চবি অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা উপস্থিত থাকবেন।

    সমাপনী ও দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, চবি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব আলম, কবি সাংবাদিক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী প্রমূখ।

  • চবিতে ছাত্রী লাঞ্ছনাকারী ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

    চবিতে ছাত্রী লাঞ্ছনাকারী ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে এক ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীর নাম প্রবীর ঘোষ। সে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    রোববার (৮ মার্চ) দুপুরে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারাদেশ গত ১ মার্চ থেকে চলমান থাকবে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে তার ভর্তি বাতিল হবে এবং শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ ও পরীক্ষায় অংশ নিতে পারবে না। এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও অবস্থান করতে পারবে না।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    উল্লেখ্য যে, গত ১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীর মুখে রং মেখে দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রবীর। পরে ভুক্তভোগীর সহপাঠীরা তাকে ধরে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। পরে রাত ১০ টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তিনদিন পর সে জামিনে বেরিয়ে আসে।

  • নানা আয়োজনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সূবর্ণজয়ন্তী উদযাপিত

    নানা আয়োজনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সূবর্ণজয়ন্তী উদযাপিত

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তিতে দুইদিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের শুরু হয়েছে আজ। সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে জয় বাংলা ভাষ্কর্য, চাকসু ভবন, কলা অনুষদ ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে আব্দুর রব হল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

    র‍্যালি শেষে শহীদ আব্দুর রব হল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির সাবেক উপাচার্য বদিউল আলম, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর, চাকসুর সাবেক ভিপি আবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন, সাবেক সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল ইসলাম চৌধুরী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ।

    উপাচার্য বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন উচ্চ প্রদস্থ স্থানে এ বিভাগের শিক্ষার্থীদের তৃপ্ত পদচারণায় মুখর। এ প্রাচীন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ স্বীয় মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠামে উচ্চপদে আসীন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

    সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপাচার্য বলেন, ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস হয়নি। সমন্বিত ভর্তি পরীক্ষায় গেলে মন্ত্রনালয় থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভবনা আছে। যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লক্ষ্য করেছি। তাই আমরা একাডেমিক কাউন্সিল করে ইউজিসিকে বলে দিয়েছি আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না।

    চবির সাবেক উপাচার্য বদিউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগেরর শিক্ষক-গবেষকবৃন্দ নিরবিছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশের মানবসম্পদ উৎপাদনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি এই বিভাগের শিক্ষক-গবেষক, ও শিক্ষার্থীরা দেশেররাজনীতি, সমাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

    রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ বখতিয়ার উদ্দিন এবং উম্মে হাবিবার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এছাড়াও প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের সম্মানে শোক প্রস্তাব পাঠ করন অধ্যাপক ড. মো. এনায়ত উল্যা পাটওয়ারী।

    এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সূবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বিভাগের কৃতী শিক্ষার্থীকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামান ও ব্যান্ড দল চিরকুটের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের অনুষ্ঠান।

    উল্লেখ্য যে, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে শুরু হবে। ১০টা থেকে স্মৃতিচারণ। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পী মৌমিতা বড়ুয়া ও সন্দীপন দাশের পরিবেশনা এবং ব্যান্ড দল নাটাইয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে রাজনীতি বিজ্ঞান বিভাগের দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন।

  • মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৭

    মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৭

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

    বুধবার (৪ মার্চ) দিবাগত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে ৫৭ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া পর যাচাই বাছাই করে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়।

    আটককৃত ৭ জন হলেন- সিক্সটি নাইন গ্রুপের রসায়ন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান, হায়দার এবং বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।

    জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্বের ঘটনার রেশ ধরে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে সিক্সটি নাইন ও কনকর্ড গ্রুপ।

    এসময় হলে ব্যাপক ভাংচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে ৬ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক কর্মী আহত হয়।

    এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, মধ্যরাতে শিবির স্টাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপুর নেতৃত্বে এ নৃশংস হামলা হয়েছে। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

    এদিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, সন্ধ্যায় তিন হল থেকে বিজয়ের কর্মীরা আমাদের কর্মীদের বের করে দেয়। প্রশাসনকে বারবার অনুরোধ করলেও মধ্যরাতেও তাদের হলে ওঠার কোনো ব্যবস্থা করে দেয়নি। রাতে তারা দুই হলে উঠতে গেলে হামলা চালায় বিজয়ের কর্মীরা।

  • পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক

    পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক

    ‘পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবিতে পালিত হয়েছে বন্যপ্রাণী উৎসব-২০২০।

    মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন পুকুর পাড়ে এ উৎসব পালন করা হয়।

    চবির প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে আয়াজিত এ বন্যপ্রাণি উৎসবের উদ্বাধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনভূমির পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাসযোগ্য এ সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণি সংরক্ষণসহ সকল বন্যপ্রাণি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরও বলেন, স্বভাবতই বন্যপ্রাণী অত্যন্ত নিরীহ। তাই সৃষ্টির সলসেরা জীব মানুষকে এদের প্রতি সদয় হতে হবে। একশ্রেণির অর্থলিপ্সু অবিবেচক মানুষ এদরকে নির্বিচারে হত্যা করার ফলে জীববৈচিত্র্য তথা প্রাণিকূল আজ বিলুপ্তির পথে। এখনই এর লাগাম টেনে ধরত না পারলে বন্যপ্রাণিরা অচিরেই হারিয়ে যাবে।

    চবি প্রাণিবিদ্যা বিভাগর সভাপতি প্রফসর ড. শওকত আরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ এমদাদুল হক এবং চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ডাঃ মহিউদ্দিন সিকদার।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরশাদ ও নুফরাত জাহান নাভা। অনুষ্ঠান চবি’র বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    দুপুরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াইল্ড রেইস, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযাগিতা, চিত্রাংকন প্রতিযাগিতা এবং পুরস্কার বিতরণ।