Tag: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষার্থীবাহী একটি বাস (নববাক ১) খাদে পড়ে গিয়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা নববাক ১ বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।

  • চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

    চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুনায়েদ হোসেন জয় নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়ে (বুধবার) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে চবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

    অভিযুক্ত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

    জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে দৈনিক বণিক বার্তার চবি প্রতিনিধি ও চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীকে হেনস্তা করে ওই ছাত্রলীগ নেতা।

    বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে গেলে ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় এসে জোবায়েরকে আচমকা বেশ কয়েকবার ‘তুই’ সম্বোধন করে ধাক্কা দিয়ে সরতে বলে।

    এর কিছু সময় পর জুনায়েদ নামে ওই ছাত্রলীগ কর্মীর এক বন্ধু ওই খাবারের দোকানে আসলে সেও জোবায়েরকে ধাক্কা দিয়ে উঠে যেতে বলে। এসময় কারন জানতে চাইলে জোবায়েরকে শার্টের কলার ধরে মারতে উদ্যত হয় ছাত্রলীগ কর্মী জুনায়েদ। ঘটনার সময় উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা জোবায়েরের পরিচয় দিলেও জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ফের অসৌজন্যমূলক আচরণ করে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়েও বিরূপ মন্তব্য করে ওই ছাত্রলীগ কর্মী।

    এ বিষয়ে শাখা ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিব।

  • ৪ টি রামদা মিলল চবির সোহরাওয়ার্দী হলের স্টোর ও নালায়

    ৪ টি রামদা মিলল চবির সোহরাওয়ার্দী হলের স্টোর ও নালায়

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নুরে আলমের স্টোর থেকে ২টি এবং চবির সোহরাওয়ার্দী হলের পাশের নালা থেকে আরো ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

    আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় চবি কতৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে দেশিয় এসব অস্ত্র উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

    বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান অভিযান ও অভিযানে চারটি রামদা উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, এসব ধারালো দেশিয় অস্ত্র গুলো কারা এবং কি কারণে মজুদ করেছে তাৎক্ষনিক জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্মচারি নুওে আলমকে শোকজ করা হবে এবং আরো অনুসন্ধান চালিয়ে বিস্তারিত জানা যাবে।

  • চবি শিক্ষার্থীকে ফের বাসে যৌন হয়রানি

    চবি শিক্ষার্থীকে ফের বাসে যৌন হয়রানি

    চবি ক্যাম্পাস থেকে শহরে ফেরার পথে আবারও বাস যাত্রী দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রী।

    শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

    এতে অভিযুক্ত হাফেজ জামাল উদ্দিনকে(৩৫) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত। জামাল উদ্দিন নগরীর অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুল বারী ওয়াদুদ। বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

    ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য এক নম্বর গেট থেকে ৩ নম্বর বাসে উঠি। ওই ব্যক্তি আমার পেছনের সিটে বসেন। বেশ কয়েকবার আসনের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করলে আমি প্রতিবাদ করি। তখন ওই ব্যক্তি বলেন, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি, পরে বাসের অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে সোপর্দ করেন।

    শনিবার রাতে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা এক মাসের কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের হস্তান্তর করা হলে তারা আইনানুগ ব্যবস্থা নেন।

    এর আগে গত ২৮ নভেম্বর পটিয়া থেকে চট্টগ্রামে ফেরার পথে সোহাগ পরিবহনের একটি বাসে চবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাস চালক ও হেল্পার দ্বারা যৌন হয়রানির শিকার হন। এছাড়াও গত ৮ ডিসেম্বর চবির ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বাস যাত্রী মানিক মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

  • চবি’র হলে বহিরাগত যুবককে আটকে নির্যাতনের চেষ্টা : ৩ বহিরাগত আটক

    চবি’র হলে বহিরাগত যুবককে আটকে নির্যাতনের চেষ্টা : ৩ বহিরাগত আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র সোহরাওয়ার্দী হলের ১০৪ নম্বর কক্ষটিতে ২ বহিরাগত যুবককে আটকে রেখে নির্যাতনের চেষ্টা চালিয়েছে অপর এক বহিরাগত যুবক। এমন খবর পেয়ে বুধবার রাতে কক্ষটিতে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এসময় নির্যাতনকারী বহিরাগত যুবক আসাদ পালিয়ে গেলেও নির্যাতনের শিকার দুই যুবক মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নাসিমকে উদ্ধার করে প্রশাসন। এসময় ইয়াসিন আরাফাত নামে আরো এক বহিরাগতকে ওই কক্ষ থেকে আটক করা হয়। পরে তিনজনকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ খান শুভর বন্ধু আসাদ কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী হলের ১০৪ কক্ষে অবস্থান করছিলো। অবস্থানকালে ওই কক্ষে আয়াজ ও নাসিম নামে অপর দুই বহিরাগত যুবককে আটকে রেখে চাঁদা দাবিতে তাদের নির্যাতনের চেষ্টা চালায়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ওই কক্ষে বুধবার রাতে অভিযান চালিয়ে আয়াজ ও নাসিমকে উদ্ধার করে। এসময় একই কক্ষে ইয়াসিন আরাফাত নামে আরো এক বহিরাগত যুবককে পাওয়া যায়। সে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সম্রাট শিকদারের অতিথি হিসেবে ওই কক্ষে অবস্থান করছিলেন।

    তবে কক্ষটিতে দুই যুবককে আটকে রেখে নির্যাতনের চেষ্টা করা আসাদকে পাওয়া যায়নি। সে অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে গেছে বলে চবি সূত্রে জানিয়েছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বহিরাগত কয়েকজন যুবক চবির সোহরাওয়ার্দী হলের ১০৪ কক্ষে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বুধবার রাত ৮টার সময় কক্ষটি পরিদর্শণে যায়। এসময় কক্ষটিতে অবস্থান করা তিন বহিরাগত যুবককে আটক করে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ নামে অপর এক বহিরাগত আয়াজ ও নাসিমকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবিতে নির্যাতনের চেষ্টা চালিয়েছে।

    পরে দুজনকে উদ্ধার করে একই কক্ষে অবস্থা করা অপর যুবক ইয়াসিনসহ তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। বহিরাগতদের আশ্রয় দেয়া শিক্ষার্থীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে হলে অবৈধভাবে বসবাসরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

  • গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

    গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে হঠাৎ করে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় রামদা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    বুধবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এ এফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে চারটি রামদা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

    অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করে বরাদ্দ বাতিল করা হবে।

  • আবারও চবি ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানি

    আবারও চবি ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানি

    আবারও চলন্ত বাসে ‘যৌন হয়রানির’ শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একছাত্রী। অভিযুক্ত বাসযাত্রীকে ধরে পুলিশে দিয়েছেন তার সহপাঠীরা। আটক মো. মানিক মিয়া (৩২) হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকার বাসিন্দা।

    রোববার সকালে ব্যবস্থাপনা বিভাগের ওই ছাত্রী বাসা থেকে ক্যাম্পাসে আসার সময় এক নম্বর গেইট এলাকায় লোকাল বাসে যৌন হয়রানির শিকার হন।

    ওই ছাত্রী মুরাদপুর থেকে তিন নম্বর বাসে (লোকাল বাস) করে বিশ্ববিদ্যালয়ে আসছিল। বাসে পেছনের আসনে বসা এক যাত্রী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন।

    এর আগে গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যাত্রীবাহী চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তবে চিৎকার দিয়ে রক্ষা পান ওই ছাত্রী। পরে অভিযোগের ভিত্তিতে জড়িতদের আটক করে পুলিশ।

    ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘সকাল ৯টার দিকে নগরীর মুরাদপুর থেকে ৩ নম্বর বাসে উঠেছিলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। পেছন থেকে দ্বিতীয় সিটে জানালার পাশে বসেছিলাম সঙ্গে আমার বান্ধবীও ছিল। হঠাৎ ওই লোক আমাদেরকে দেখে আমাদের পেছনের আসনে বসে। প্রথম থেকে সে আমার গায়ে হাত লাগানোর চেষ্টা করছিল। আমি প্রথমে ভেবেছিলাম বাসের কোনও জিনিস গায়ে লাগছে। তবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে একটা যায়গায় আসলে সে আমার শরীরে হাত দেয়। এরপর আমি চিৎকার করে উঠলে আমার বন্ধুরা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।’

    বাসটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান বাবু বলেন, ‘আমি একদম পেছনের সিটে বসে ছিলাম। হঠাৎ একটা মেয়ে চিৎকার দিয়ে উঠেছে। ওই দিকে তাকাতেই দেখি মেয়েটার গায়ে পেছন থেকে একজন হাত দিয়েছে। তখন তাকে আমরা ধরে পুলিশ বক্সে দিই।’

    বিশ্ববিদ্যালয় প্রক্টর এস. এম. মনিরুল হাসান বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোপত্রটি পুলিশের কাছে পাঠিয়েছি। এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।’

    হাটহাজারি থানার ভ্ররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী একজনকে ধরে আমাদের কাছে আনে। আমরা তাকে থানাতে রেখেছি। অভিযোগ পত্র পেলে যথাযথ ব্যবস্থা নেব। ’

  • চবি ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

    চবি ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে দুই নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি।

    আজ রবিবার সন্ধ্যা সাত টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারীর এগারো মাইল এলাকায় কুপিয়ে আহত করা হয় বলে জানা যায়।

    জানা যায়, গত কয়েক দিনের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

    পক্ষ দুটি হলো ভিক্স গ্রুপ ও সিএফসি গ্রুপ। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়। পরে এক পক্ষ অপর পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে।

    এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তাপস হত্যার মদদদাতা সিরাজ উদ দৌলার প্রত্যক্ষ মদদে ও তাপস হত্যার আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের দুই নেতার উপর বর্বরচিত হামলা চালিয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেফতার করতে হবে। এ এছাড়াও আমরা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মধটের ডাক দিচ্ছি।

    এ দিকে ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘটের ফলে নিরাপত্তাজনিত কারণে রাতের ক্যাম্পাসগামী শাটল ক্যাম্পাসে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ষোলো শহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী।

    আগামীকালের ট্রেন চলাচলের ব্যাপারে তিনি বলেন, ‘এটা এখনো বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি এ রকম থাকলে আগামীকালও ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

    প্রসঙ্গত, এর আগে গত ২৮ ও ২৯ নভেম্বর দুই দফায় সংঘর্ষের ঘটনায় ১০ উভয় পক্ষের ১০ জন আহত হন। পুনরায় সংঘর্ষের সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র ও পাথর উদ্ধার করলেও কাওকে আটক করেনি পুলিশ।

     

  • প্রকৃতি নিজের কোলে লালন করছে চবিকে:তথ্যমন্ত্রী

    প্রকৃতি নিজের কোলে লালন করছে চবিকে:তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এমন একটি বিশ্ববিদ্যালয় যেটিকে প্রকৃতি অপরুপভাবে সাজিয়েছে। আমি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর বিশ্ববিদ্যালয় দেখি নাই। প্রকৃতি নিজের কোলে লালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে।’

    শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই এসোসিয়েশন’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

    ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যেতাম। প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে শাটলের বগিতে চাপরিয়ে গলা ছেড়ে গান করতাম। এখনও এসবের ইচ্ছা হয়, কিন্তু তা আর হয়ে উঠে না।’

    এর আগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে পুনর্মিলনী অনুষ্ঠানের ১ম অধিবেশনের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

    এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সংগঠনের সভাপতি আব্দুল করিম। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী উদ্বোধন করা হয়।

    চবির সংগীত বিভাগের পরিবেশনায় জাতীয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে এসোসিয়েশনের সদস্য কামরুল হাসান হারুন শোক প্রস্তাব পেশ করেন। এতে স্বাধীনতাযুদ্ধে শহীদ হয়েছেন এবং আগে পরে যারা মারা গেছেন এমন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

    পরে বিশ্ববিদ্যালয়ের চারজন সাবেক উপাচার্য ও বর্তমান উপাচার্যকে সম্মাননা প্রদান করা হয়।

    সাবেক উপাচার্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. এম বদিউল আলম, অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও বর্তমান উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার।

    এদিন সকাল থেকেই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য দূরদূরান্ত থেকে আগত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় চট্টগ্রাম নগরী। বহুল প্রত্যাশিত চবির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে ৮ হাজার এলামনাই নিবন্ধন করেছে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সংগঠনের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ। চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দীন, এবং সাবেক উপাচার্যবৃন্দ।

    এর আগে ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস’র অনুষ্ঠান উপলক্ষে বিকাল ৩টায় চবির চারুকলা ইনস্টিটিউট চত্বর থেকে একটি র‌্যালি স্টেডিয়াম হয়ে সিআরবির শিরিষতলায় শেষ হয়। এরপর বিকেল ৪টায় দেশ বরেণ্য বাউল শিল্পীদের অংশগ্রহণে শিরিষ তলায় বাউল উৎসব অনুষ্ঠিত হয়।

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাসে জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার দাবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাসে জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার দাবি

    গত ১৮ নভেম্বর ছিল নাট্যযুধিষ্টির অধ্যাপক জিয়া হায়দারের ৮৩তম জন্মবার্ষিকী। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘নাটকের মানুষ জিয়া হায়দার’ শীর্ষক আলোচনা সভা এবং তাঁর সৃষ্টি সম্ভার থেকে উপস্থাপনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।

    জিয়া হায়দার ফাউন্ডেশন ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি ফউজুল কবির, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল এবং চট্টগ্রাম বেতারের প্রযোজক মাইনুদ্দীন সোহেল।

    ফাউন্ডেশনের সদস্য মোস্তফা কামাল যাত্রা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার।

    ‘নাটকের মানুষ জিয়া হায়দার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া হায়দার ফাউন্ডেশনের সদস্য সচিব ও বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। প্রবন্ধকার রিজোয়ান রাজন বলেন নাট্যকার জিয়া হায়াদারের প্রয়োজন কখনোই ফুরোবার নয়। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন রচনা করে গেছেন তাঁর নাটকে। তাঁর নাটকের প্রয়োজনে প্রয়োজনীয় করা বাংলা নাটকের জন্যই জরুরী।

    এ প্রসঙ্গে প্রবন্ধকারের কিছু প্রস্তাবনা হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে জিয়া স্যারের নাট্য দর্শনের আলোকে পাঠ্যসূচি প্রণয়ন করে বাঙলা নাটকের নিজস্বতা নির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাস তথা চারুকলা ইনিস্টিটিউটে অধ্যাপক জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে স্মরণীয় করে রাখা এবং শিল্পকলা একাডেমি কেন্দ্রিক নাট্যদলগুলোর উদ্যোগে বছরে একটি জিয়া হায়দারের নামে নাট্যউৎসব আয়োজন করা।

    উপরোক্ত প্রস্তাবনাগুলোর সাথে আলোচকগণ সহমত পোষণ করেন। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল তার বক্তব্যে বলেন- উৎসবের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন বলে জানান।

    সভার সভাপতি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যকরী পর্ষদের সেক্রেটারি সাইফুল আলম বলেন- নিকট ভবিষ্যতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে এই বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

    আলোচনা অনুষ্ঠান শেষে জিয়া হায়দারের সৃষ্টিসম্ভার থেকে ‘একদা কুখ্যাত একজন’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ফারুক তাহের। চট্টগ্রাম বেতারের প্রযোজক মাইনুদ্দীন সোহেল জিয়া হায়দার রচিত ‘মা’ চলচিত্রের ‘বিদায় বন্ধু’ গানটি গেয়ে শোনান। সবশেষে জিয়া হায়দার রচিত ‘এলেবেলে’ নাটকের কিছু অংশ পাঠ করেন অরিন্দম নাট্য সম্প্রদায়ের সিরাজাম মুনিরা, শেখ আনিস সেন্টু ও মিজানুর রহিম।

  • চবির নতুন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান

    চবির নতুন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)’র নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার নিজ ক্ষমতাবলে তাকে নিয়োগ দিয়েছেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। মঙ্গলবার দুপুরে আগামী এক বছরের জন্য প্রক্টর হিসেবে মনিরুল হাসানকে নিয়োগ দেয়ার পর বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলেও তিনি জানান।

    এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আলী আজগর চৌধুরী। গত ১৭ জুন তার মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

    বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, অধ্যাপক এস এম মনিরুল হাসান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অসলো বিশ্ববিদ্যালয়, নরওয়ে থেকে সমাজতত্ব বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ব বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

  • চবিতে অনুষ্ঠিত হবে “মুখ মুখোশ ও গান”

    চবিতে অনুষ্ঠিত হবে “মুখ মুখোশ ও গান”

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১১-১২ ই ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে “মুখ মুখোশ ও গান”। প্রতিযোগিতা মূলক এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয়েরই একটি স্বাধীন প্রযোজনা সংস্থা “অরুণোদয় স্বপ্নঘর”।

    “মুখ মুখোশ ও গান” প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপে আয়োজিত হবে “গান পার্বণ”। যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল, ক্যাফেটেরিয়া ও ঝুপড়ী সংগীতকে লক্ষ করে সাজানো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেবিল বাজিয়ে গানের ভিডিও ধারণ করে, তা উক্ত প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক ইভেন্টে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে জমা দিতে পারেন।

    তাছাড়া উক্ত প্রতিযোগীতার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। তরুণ ও প্রবীণ নির্মাতারা নিজ নিজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্দিষ্ট ফেসবুক ইভেন্টে জমাদানের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

    সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে তুলতে এবং এই ধারা বজায় রাখতেই এমন প্রতিযোগিতার আয়োজন করছে অরুণোদয় স্বপ্নঘর, এমনটাই দাবী করছে এই প্রতিযোগিতার আয়োজকরা।

    প্রতিযোগিতাটির ফেইসবুক ইভেন্ট লিংক- https://facebook.com/events/549887439118204