Tag: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

  • তৃণমূলের মতদ্বৈততা নিরসনে কাজ শুরু করেছে নগর আ’লীগ: আ জ ম নাছির

    তৃণমূলের মতদ্বৈততা নিরসনে কাজ শুরু করেছে নগর আ’লীগ: আ জ ম নাছির

    দল মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে বিজয়ী করতে নগরীর ৪১টি ওয়ার্ড জুড়ে তৃণমূল আওয়ামীলীগের মতদ্বৈততা নিরসন কাজ শুরু করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নানামুখী মত বিরোধ, মতদ্বৈততার কারণে সৃষ্ট মান অভিমান ভাঙ্গাতে এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে সংগঠনটি।

    এই লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে আজ ১৭ জানুয়ারি থেকে ওয়ার্ডভিত্তিক কর্মসূচি শুরু করেছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থীদের সাথে ওয়ার্ড আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।

    একই সময় ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থীর সাথেও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ দলের প্রত্যেক নেতাকর্মীকে মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মেয়র,কাউন্সিলর বা সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দেয়া হয়েছে। দলের নির্দেশ না মেনে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন,তাদেরকে কেন্দ্রের নির্দেশেই নিবৃত্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মান-নিরসন করে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে করণীয় নির্ধারণে নগর আওয়ামীলীগ সবাইকে একটেবিলে বসাতে শুরু করেছে। দল করলে দলের প্রার্থীকে প্রাধান্য দিতে হবে। দলের নির্দেশের প্রতি অনুগত থাকতে হবে। আমি দল করবো অথচ দলের সিদ্ধান্তকে মানবো না এমন কাজ সাংগঠনিক হতে পারে না। নিজেদের মধ্যে বিভেদ বিভ্রান্তির কারণে যারা দলীয় নির্দেশনা ভুলে ব্যক্তিগত পরিকল্পনায় নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে শেষবারের মতো নিবৃত্ত করতে আমাদের এই উদ্যোগ। এরপরও যারা নিজের সিদ্ধান্তে অটল থেকে নির্বাচন করবেন তারা আমি মনে করি চরম ভুল করবেন। এমনকি তাদেরকে পৃষ্টপোষক বা সমর্থন জানিয়ে যারা কর্মকান্ড পরিচালনা করবেন-তাদের ব্যাপারে দল সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

    সভায় মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহি সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস, থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এস এম ইসলাম, থানা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বুলু, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দল মনোনীত কাউন্সিলর পদ প্রার্থী আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দল মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক, দক্ষিন পতেঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, ওয়াহিদুল আলম মাস্টার মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল হোসেন,আব্দুল কাদের,যুগ্ম সম্পাদক আলমগীর আলম,উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী ফরিদ আহমেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, কামরুল ইসলাম রাশেদ,এস এম মহিউদ্দিন,আনসারুল হক, জামাল উদ্দিন, লোকমান, লোকমান, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ওয়াহিদুল আলম চৌধুরী,ওয়ার্ড যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, সাঃ সম্পাদক জামাল উদ্দিন রাজু, মহানগর যুবলীগ সদস্য শাকিল হারুন, ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মুছা আলম, ফোরকান, লোকমান, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, যুবলীগ নেতা তানভীর চৌধুরী, ইয়াছিন,শরীফ, ওমর ফারুক, পারভেজ,সেচ্ছাসেবকলীগ সভাপতি লোকমান হাকিম,পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবিব সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র কখনো থেমে ছিলনা- আ জ ম নাছির উদ্দীন

    বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র কখনো থেমে ছিলনা- আ জ ম নাছির উদ্দীন

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, স্বাধীনতার আগে বা পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির কাছ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলে আসছে। তাকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালীর স্বাধীনতার স্বপ্ন ধুলিস্যাৎ করে ফেলা যাবে পাকিস্তানিরা তা মনে করে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়, এমনকি তার ফাঁসির প্রক্রিয়াও চুড়ান্ত করে রেখেছিল তারা কিন্তু তা হয়নি। বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালীর স্বপ্নের বাতিঘর, সাড়ে সাত কোটি বাঙালী সেদিন তাদের বাতিঘরের নিশান দেখে এগিয়ে গেছে স্বাধীনতার পথে ছিনিয়ে এনেছে স্বাধীনতা সূর্যকে।

    আজ ১০ জানুয়ারি সকালে থিয়েটার ইন্সটিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

    সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে লন্ডন-দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান। সেই থেকে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমাদেরকে জাতির জনকের সেই ত্যাগ তিতিক্ষা আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে।

    আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী আলতাফ হোসেন,হারুনুর রশিদ, মো আবছার, মো ইফতেখার আলম,মো ইসকান্দর মিয়া,হাজী আবু তৈয়ব সিদ্দিকি,শেখ সোহরাওয়ার্দী,কাজী রাশেদ আলী জাহাঙ্গীর , সেলিম রেজা,নুরুল আলম, আবুল হাশেম বাবুল প্রমুখ।

    সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সম্পাদক মন্ডলীর সদস্য ,কার্যনির্বাহী সদস্য ,থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সততা, নিষ্ঠতা ও সাহসিকতার জন্য শেখ হাসিনার সরকার আজ বিশ্বনন্দিত: মত বিনিময় সভায় বক্তারা

    সততা, নিষ্ঠতা ও সাহসিকতার জন্য শেখ হাসিনার সরকার আজ বিশ্বনন্দিত: মত বিনিময় সভায় বক্তারা

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা স্থানীয় দীন মোহাম্মদ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

    ওয়ার্ডভূক্ত ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন। এছাড়াও উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা সুলতানা পপি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আওয়ামী লীগ সব সময় গণমানুষের কল্যানে কাজ করে। তাই সাধারন জনগনের হৃদয়ের স্পন্দন বুঝতে পারে। জনগন আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে কখনোই ঠকেনি। নৌকায় ভোট দিয়ে জনগন স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের স্বাদ পেয়েছে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের প্রতি আস্থাশীল বলেই বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক পরাশক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে প্রমত্তা পদ্মার বুকে দেশের দীর্ঘতম বহুমুখী সেতুর বাস্তবায় করতে পেরেছে। এ দেশের মানুষ একসময় কল্পনাও করেনি যে, আধুনিক বিশ্বের মত এ দেশেও উড়াল সেতু হতে পারে, এক্সপ্রেস ওয়ে হতে পারে। নদীর তলদেশে সুরঙ্গ পথ হতে পারে এ কথা ছিল কল্পনারও অতীত। আওয়ামী লীগ এসব কিছু বাস্তব করে তুলেছে। কর্ণফুলী টানেল এর কাজ এখন প্রায় সম্পন্ন। সকল ষড়যন্ত্রের জাল ছিড়ে সততা, নিষ্ঠতা ও সাহসিকতার জন্য শেখ হাসিনার সরকার আজ বিশ্ববিদিত। আমাদের এতসব অর্জন, মানুষের কাছে তুলে ধরে ঘরে ঘরে ভোট চাইতে হবে। অপপ্রচার কারীদের রুখে দিতে হবে রাজনৈতিক উপায়ে। ২৭ তারিখ সন্ধ্যায় চুড়ান্ত বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

  • জাতির পিতার ভাষ্কর্যে আঘাতের ক্ষমা হবে না

    জাতির পিতার ভাষ্কর্যে আঘাতের ক্ষমা হবে না

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জেগে ওঠো বাঙালী শীর্ষক বিক্ষোভ সমাবেশ শাহ আমানত ব্রীজ সংলগ্ন মোড়ে অনুষ্ঠিত হয়।

    বাকলিয়া থানা আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের মাস এলেই স্বাধীনতার শত্রুদের মাথা আর ঠিক রাখতে পারেন না। তারা এদেশীয় দালাল ও দোসরদের দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়। টাকা খেয়ে তারা এবার বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে তাল বাহানা শুরু করেছে। কুষ্টিয়ায় ভাষ্কর্য ভেঙ্গেছে। এ ঔদত্য সহ্য করা যায় না। বাঙালি এ ঔদত্য ক্ষমা করবেনা।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, যার এক আঙ্গুলের ইশারায় একটি জাতি নিমিশেই একটি মুক্তিপাগল সশস্ত্র জাতিতে পরিনত হয়ে দেশ স্বাধীন করেছিল। তার প্রতিকৃতি দেখে তাঁরা এখনো ভয়ে আঁতকে ওঠে। তাই তারা বঙ্গবন্ধুর আদর্শ ও স্মৃতি তারা মুছে ফেলার চেষ্টা করেছে। বাঙালি তাদেরকে সফল হতে দেয়নি, দেবেনা কোন দিন।

    প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা জীবন মরন লড়াইয়ে অবতীর্ণ হয়ে দেশকে হানাদার মুক্ত করেছি। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে কোন অপশক্তি হীন তৎপরতা চালিয়ে যাবেন, তা হতে পারে না। আমরা হতে দেব না।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সিদ্দিক আলম, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • ফেসবুকে নিজেদের সমালোচনা না করে বিএনপি-জামায়াতের কুকর্মের সমালোচনা করুন: নাছির

    ফেসবুকে নিজেদের সমালোচনা না করে বিএনপি-জামায়াতের কুকর্মের সমালোচনা করুন: নাছির

    ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য এবং সমালোচনা করে থাকেন। এতে করে আওয়ামীলীগ নেতাকর্মীদের ব্যক্তিগত ভাবমূর্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি সংগঠনের ভাবমূর্তিও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    রবিবার (১৮ অক্টোবর) ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের আওতাধীন “এ”,“বি”ও “সি” ইউনিট কমিটির পৃথক পৃথক কার্যকরী সভায় তিনি এই মন্তব্য করেছেন।

    তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, আমাদের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে সমালোচনার তীর ছোঁড়াছুঁড়ি করেই ব্যস্ত সময় পার করছেন। তাদের প্রতিটি স্ট্যাটাসে বিএনপি,জামায়াত বা অপকর্মকারীদের কোন কুকর্মের সমালোচনা নেই। তারা পারস্পরিক দ্বন্দ্ব, বিরোধের বিষয়টিকে প্রচার প্রসার করে শুধু নিজেদের ক্ষতি করছেন তা নয় এতে করে দলের ভাবমুর্তিও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এসব স্ট্যাটাস পড়ে সাধারণ জনগণের মনে কেবল একজন ব্যক্তি নেতাকর্মীর চরিত্র অংকিত হচ্ছে তা নয়, এরমধ্য দিয়ে তাদের কাছে আওয়ামী সংগঠন নিয়েও প্রশ্নের সৃষ্টি হচ্ছে।

    তাই নেতাকর্মীদের প্রতি আমার আহবান, নিজেদের ব্যক্তি কলহ বা দ্বন্দ্বের বহিঃপ্রকাশ করতে গিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলবেন না। নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে দলের ভাবমূর্তিকে ব্যবহার করবেন না। ফেসবুকে বিএনপি-জামায়াতের অপকর্ম, দেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকে তুলে ধরুন।তাদের কুটকৌশল জনগণের সামনে উপস্থাপন করুন। স্ট্যাটাসে
    সরকারের সফলতার গল্প লিখুন।উন্নয়ন অগ্রগতির কথা দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করুন। এতে করে জনগণের কাছে আপনার আমার সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

    সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।সভায় নগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউর করিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, কার্য নির্বাহি সদস্য বেলাল আহমেদ, সাইফুদ্দিন খালেদ বাহার, অধ্যাপক মো. আসলাম, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক নুরুল আমিন,যুগ্ম আহবায়ক শওকত আলী, সাবের আহমদ সওদাগর, লুৎফুল হক খুশি, সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, ইউনিট নেতা আবু সৈয়দ, জাহাঙ্গীর আলম, রুবেল আহমেদ বাবুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • প্রধানমন্ত্রীর নির্দেশে নদী বাঁচাই বাল্লাই সাম্পান খেলা গরিরদ্যে:আ জ ম নাছির

    প্রধানমন্ত্রীর নির্দেশে নদী বাঁচাই বাল্লাই সাম্পান খেলা গরিরদ্যে:আ জ ম নাছির

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত সাম্পান খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামের কথ্য ভাষায় বলেন, কর্ণফুলীর পাড়র প্রায় তিনশ’য়ের বেশি কারখানার শিল্প বর্জ্য, এই শহরর প্রায় ৬০ লাখ মানুষর মানব বর্জ্য ,পলিথিন,প্লাস্টিক প্রত্যেক দিন নদীত পড়ে (কর্ণফুলীর পাড়ের প্রায় তিন শতাধিক কারখানার শিল্প বর্জ্য,নগরের প্রায় ৬০ লাখ মানুষের মানব বর্জ্য,পলিথিন,প্লাস্টিক প্রতিদিন নদীতে পড়ছে)। বর্তমানে নদীর প্রায় ৭ মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে শুধু পলিথিনের কারণে (নদীর প্রায় ৭ মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে)।

    আঁরা জানি বা ন জানিয়ারে এই নদীরে গলা টিপে মারি ফেলাইর (আমরা জেনে বা না জেনে নদীটিকে গলা টিপে হত্যা করছি)। এই কর্ণফুলীসহ দেশর অন্য নদীরে বাঁচাই বাল্লাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী কমিশন গঠন গইরজ্যি (কর্ণফুলীসহ দেশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী কমিশন গঠন করেছে)। কিন্তু সরকারর সঙ্গে আঁরা নদী পাড়র মাইনষ্যত্বেও সচেতন হন পড়িবু (সরকারের সাথে আমরা নদী পাড়ের নগরবাসীকেও সচেতন হতে হবে)। নইলে এই নদী সহসাৎ বরবাদ হই যাইবু (নাহলে এই নদী অচিরেই অস্তিত্ব হারাবে)। এই নদী বাঁচিলে চট্টগ্রাম বন্দর বাঁচিবু, বন্দর বাঁচিলে দেশের অর্থনীতি বাঁচিবু (কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে,দেশের অর্থনীতি বাঁচবে)। এই হতাল্লাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে সাম্পান উৎসব গরিরদ্যে( সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে এই সাম্পান উৎসব আয়োজন করা হয়েছে)।

    আজ শনিবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত দুই দিন ব্যাপী সাম্পান উৎসবের দ্বিতীয় পর্ব সাম্পান খেলা প্রতিযোগিতা নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল টু) এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

    নদীর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের অনুষ্ঠান স্থল (অভয়মিত্র ঘাট) ছিল সাম্পান খেলার মোট দূরত্ব। সাম্পান খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কর্ণফুলী নদীকে দখল ও দূষণের কবল থেকে রক্ষা করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সাম্পান খেলার আয়োজন করা হয়েছে। হাজার বছর ধরে নদীমাতৃক এই বাংলাদেশে নৌকাবাইচ, সাম্পান খেলা শুধু খেলা নয়, এই প্রতিযোগিতা সংগ্রামের প্রতীক হয়ে আমাদের জীবনে মিশে রয়েছে।

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত সাম্পান খেলা প্রতিযোগিতায় ‘শিকলবাহা মোতোয়াল্লি শাহ ব্লক পাড়’ মাঝিরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শাহ আহমদ মাঝির নেতৃত্বে ১০ জন মাল্লার দলটি প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পেয়েছে।

    চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহ আহমদ মাঝি বলেন, আঁরাততে কি যে ভালা লাগের ইআন ভাষায় বুঝাইত ন পাইরগ্যম (আমাদের কি যে ভাল লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।) বহুত দিন পর সাম্পান খেলাত ফাস্ট হই আঁরা (বহু দিন পর সাম্পান খেলায় আমরা প্রথম হয়েছি)। নাচিবাল্লাই মনে হর (নাচতে ইচ্ছে করছে)।

    ১০টি দল নিয়ে অনুষ্ঠিত এই সাম্পান খেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতি। তৃতীয় স্থান লাভ করেছে মাদার্সা পাড়া এক নম্বর গেইট চরপাথরঘাটার মাঝি দল।

    নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের শফর আলী,শেখ মোহাম্মদ ইসহাক, নোমান আল মাহমুদ, মসিউর রহমান, চন্দন ধর, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মোহাম্মদ হোসেন, মো. ইসা, আবদুল মান্নান ফেরদৌস, আযোগিতার পৃষ্টপোষক নাজিম উদ্দিন,সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,শৈবাল দাশ সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আ’লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে তৃণমূলকে শক্তিশালী ও সংগঠিত হতে হবে: আ জ ম নাছির উদ্দীন

    আ’লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে তৃণমূলকে শক্তিশালী ও সংগঠিত হতে হবে: আ জ ম নাছির উদ্দীন

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে সকল ধরণের ষড়যন্ত্র কুটকৌশল করে যাচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে এদেশের আওয়ামী লীগ বিরোধীরা। অযাচিত মীমাংসিত ইস্যুকে সামনে রেখে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধীদের এই অপচেষ্টা প্রতিরোধে আওয়ামী লীগের তৃনমূল থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীদেরকে সংগঠিত ও শক্তিশালী করতে নগর আওয়ামী লীগ উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে মহানগরের ১২৯ টি ইউনিটে কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল শক্তিশালী হলে,সংগঠিত হলে বিরোধীদের কোন ধরণের ষড়যন্ত্র প্রতিরোধ সময়ের ব্যাপার মাত্র।

    বুধবার (১৪ অক্টোবর) নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওতাধীন “এ”, “বি” ও “সি” ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

    সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান হাসনী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নিছার উদ্দিন আহমদ মঞ্জু, যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, গিয়াসুদ্দিন জুয়েল, ইউনিট নেতা লোকমান আলী,ইঞ্জিনিয়ার তপন দত্ত, এড. আনোয়ারুল কবীর, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠিত তিনটি সভায় সভাপতিত্ব করেন “এ” ইউনিটে বীরেন্দ্র লাল দে,”বি” ইউনিটে শফিউল আলম চৌধুরী এবং “সি” ইউনিটে আবুল খায়ের।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি-জামায়াত মরিয়া হয়ে উঠেছে- আ জ ম নাছির উদ্দীন

    সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি-জামায়াত মরিয়া হয়ে উঠেছে- আ জ ম নাছির উদ্দীন

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের ঈর্ষনীয় উন্নয়ন অগ্রগতিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে বিএনপি-জামায়াত চক্র মরিয়া হয়ে উঠেছে। মীমাংসিত কিছু ইস্যুকে সামনে রেখে তারা নানা অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। দেশের ভাবমূর্তি বিনষ্টের পায়তারা করছে। এমন অবস্থায় আমাদের দলের নেতাকর্মীকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে।

    তিনি বলেন, তাদের সকল ধরণের অপচেষ্টা, অপতৎপরতা রুখে দিতে আওয়ামীলীগের তৃণমূল শক্তিই প্রধান ভিত্তি। সেই তৃণমূল শক্তিকে সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ প্রত্যেকটি ইউনিটে কার্যকরী কমিটির সভা করছে। দলের তৃণমূলের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নই এই কার্যকরী সভার উদ্দেশ্য।

    সোমবার (১২ অক্টোবর) ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘এ’ ,‘বি’ ও ‘সি’ ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

    সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

    এতে মহানগর আওয়ামীলীগ উপদেষ্টা শফর আলী,সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, কার্য নির্বাহি সদস্য সাইফু্দ্দিন খালেদ বাহার, শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান,সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, ‘এ’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুক,সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু,‘বি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন,সাধারণ সম্পাদক প্রিয়লাল গোস্বামী,‘সি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন,সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি প্রমুখ বক্তব্য রাখেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নারী ও শিশু ধর্ষণের ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রয়েছে – আ জ ম নাছির উদ্দীন

    নারী ও শিশু ধর্ষণের ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রয়েছে – আ জ ম নাছির উদ্দীন

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে চলেছে।

    তিনি বলেন, একটি বিষয় লক্ষনীয় যে, ধর্ষণের মত ঘটনায় জড়িত যারা তারা কারা? কাদের ইন্ধনে হঠাৎ করে এই ধর্ষণ অপরাধ বেড়ে গেল। কাদের মদদে সারাদেশে এই অপকর্ম চলছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সরকারের ভাবমূর্তিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য কারা এই অস্থিরতা সৃষ্টি করছে। দিন যতই যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে। ধর্ষণের মত অপরাধ ঘটনাকে ইস্যু বানিয়ে কারা আন্দোলনের নামে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। কারা ফায়দা লুটতে চায়? এই অস্থিরতা সৃষ্টির পেছনে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রয়েছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগনকে সাথে নিয়েই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে। তাই তৃণমূলের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেকোন অপকর্ম ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নির্দেশনা আসা মাত্র আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।

    রবিবার (১১ অক্টোবর) ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন “এ”,” বি” ও “সি” ইউনিট আওয়ামী লীগের পৃথক পৃথক কার্যকরী কমিটির সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

    সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ বিষক সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, কার্যনির্বাহি সদস্য মহব্বত আলী খান,মো এয়াকুব, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, “এ” ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সর্দার, সাধারণ সম্পাদক মো আলমগীর, “বি” ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাছের আলম,সাধারণ সম্পাদক মো ছাদেক, যুগ্ম সম্পাদক মো ইদ্রীস, “সি” ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো সুলতান সওদাগর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • প্রত্যেক নেতাকর্মীকে আত্মঘাতীমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে- আ জ ম নাছির উদ্দীন

    প্রত্যেক নেতাকর্মীকে আত্মঘাতীমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে- আ জ ম নাছির উদ্দীন

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দলের প্রত্যেক নেতাকর্মীকে আত্মঘাতীমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন “এ”, “বি” ও “সি” ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তিনি নেতাকর্মীদেরকে এই নির্দেশ দেন।

    সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, অনেক সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বশবর্তী হয়ে পরস্পর পরস্পরের সমালোচনায় মুখর হয়ে উঠেন। এতে করে সাধারণ জনগণের কাছে ব্যক্তি নয়, দলের ভাবমূর্তিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগ নানাঘাত প্রতিঘাত ডিঙিয়ে আজকের অবস্থান অর্জন করেছে। এই অবস্থানকে সমুন্নত রাখতে হলে আমাদের নেতাকর্মীদেরকে দলের সফলতার কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। সরকারের সকল অর্জন, উন্নয়নের গল্প তাদেরকে শোনাতে হবে। আমাদের পারস্পরিক মতভেদ, মতভিন্নতা সংগঠনের মধ্যেই আলোচনা করে সমাধান করতে হবে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। এসময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক এম আশরাফুল আলম, “এ” ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক মো আলমগীর, “বি” ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ আলী খান বাহাদুর, সাধারণ সম্পাদক মো শাহজাহান, সদস্য দ্যূতিমান আইচ, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো বখতিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

    ২৪ ঘণ্টা/মোরশেদ

  • চট্টগ্রাম শহরের পাহাড়গুলোতে গাছের চারা লাগাবে নগর আওয়ামী লীগ

    চট্টগ্রাম শহরের পাহাড়গুলোতে গাছের চারা লাগাবে নগর আওয়ামী লীগ

    পাহাড় ধস, বর্ষা মৌসুমে সিলট্রেশন প্রতিরোধ, পাহাড় দখল রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চট্টগ্রাম নগরের সকল পাহাড়ে গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    এ ব্যাপারে করণীয় নির্ধারণে পাহাড়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সাথে আলোচনায় বসতে যাচ্ছে সংগঠনটি।

    মুজিব বর্ষ উপলক্ষে সরকার ঘোষিত দেশজুড়ে এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমকে সামনে রেখে নতুন এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নগর আওয়ামী লীগের ৪৩ ওয়ার্ড জুড়ে বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে উত্তর পাঠানটুলী ওয়ার্ড, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড ও পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি বলেন, নগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ডগুলোতে গাছের চারা বিতরণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে ৫০ হাজার চারা বিতরণ করা হবে। গত ১৪ জুলাই এই কার্যক্রমের প্রথম পর্বে ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দকে প্রতি ওয়ার্ডের জন্য ২০০ করে গাছের চারা বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্বে প্রতি ওয়ার্ডে সরেজমিন উপস্থিত হয়ে নগর আওয়ামী লীগ গাছের চারা বিতরণ করছে। এখন নগরের সকল পাহাড়গুলোতে গাছের চারা রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম নগরের একদিকে সমুদ্র মাঝখানে পাহাড়। এই নগরের পাহাড়গুলোতে রয়েছে লক্ষ লোকের বসতি। প্রতি বর্ষা মৌসুমে পাহাড় ধসের কারণে লোক মারা যায়। অন্যদিকে ভূমি দস্যুরা বেপরোয়া ভাবে পাহাড় দখল ও পাহাড়ের মাটি কেটে সাবাড় করে ফেলছে। এমতাবস্থায় নগরের পাহাড়গুলোতে গাছের চারা রোপন করা হলে পাহাড় ধস ও দখল রোধের কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

    চারা বিতরণ উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

    এসময় উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমেদ,উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল হান্নান, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসিফ খান, এড. এরশাদ হোসেন, আবদুর রশিদ লোকমান, সদরঘাট থানা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সিএনসি, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী বকস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জোবায়ের, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    আজ ১৫ সেপ্টেম্বর বিকালে পতেঙ্গা সী বিচে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই পর্বের কার্যক্রম শেষ হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • প্রধানমন্ত্রীকে হত্যার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে : আ জ ম নাছির

    প্রধানমন্ত্রীকে হত্যার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে : আ জ ম নাছির

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে বলে শংকা প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    মুজিব বর্ষকে সামনে রেখে সারাদেশে সরকারের এক কোটি চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে নগর আওয়ামী লীগ।

    আজ ২ সেপ্টেম্বর (বুধবার) নগরীর ২৫নং রামপুরা,২৬নং উত্তর হালিশহর ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন এই শংকা প্রকাশ করেছেন।

    তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ তথা দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র চলছে। নানা মুখোশে ষড়যন্ত্রকারীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দূর্বলতার জায়গাগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। বিএনপি নামক দলটি স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করে এই পর্যন্ত একে একে ২৯ বার আমাদের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহতা’লার অশেষ রহমতে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এখনো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি নামক দলটি উঠে পড়ে লেগে আছে। তারা মুখে স্বাধীনতার কথা বলললেও কর্মকান্ডে তারা সবসময় স্বাধীনতা বিরোধী। এই দলটির কোন নৈতিক ভিত্তি নেই। তাদের রাজনীতিতে কোন নীতি নেই।

    তিনি আরো বলেন, বিএনপি’র অপকর্ম,অপচেষ্টা প্রতিরোধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করা, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে দলের নেতাকর্মী সবসময় সম্মিলিত শক্তিতে কাজ করহে হবে।

    কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মুজিব মানে বাংলা। বাংলা মানে মুজিব। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নগরীর ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড জুড়ে গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দলের প্রতিটি নেতাকর্মীকে এই সবুজ বিপ্লব আন্দোলনে সারথি হয়ে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, সদস্য বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহারসহ ওয়ার্ড,থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    ২৪ ঘণ্টা/এম আর