Tag: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

  • চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর আওতাধীন কলেজ থানা ও ওয়ার্ড সমূহের উদ্যোগে জামালখানস্থ রীমা কমিউনিটি সেন্টারে শোক সভা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, এম কায়সার উদ্দিন, সরওয়ার আলম, মহিউদ্দিন মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, মঈনুর রহমান মঈন, আইন বিষয়ক সম্পাদক অছিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, উপ-অর্থ সম্পাদক ইমরান আলী মাসুদ, উপ-আইন বিষয়ক সম্পাদক মুনির চৌধুরী, উপ-তথ্য ও গবেষণা সম্পদাক রায়হানুল কবির শামীম, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক এস.এম. হুমায়ুন কবির আজাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কুতুবী, সহ-সম্পাদক সাব্বির সাদিক, অরভিন সাকিব ইভান, ওসমান গনি , চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য সুজায়মান বড়–য়া জিতু, সৈকত দাশ, আবু সায়েম, কায়সার হামিদ, বোরহান উদ্দিন গিফারী, ফাহাদ আনিস, নুরুল হক মনির, জালাল আহমদ রানা,আবু সায়েম সেতু, নেওয়াজ খান, সাখাওয়াত হোসেন পেয়ারু, হেমায়েতুল ইসলাম খান মুন্না, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার সায়ান, মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।

    এছাড়া সরকারী কমার্স কলেজ, সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম আইন কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, হাজেরাতুজু কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ৭৫ এ আগস্ট ও ২১ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা এখনো উৎপেতে রয়েছে। চট্টগ্রামের ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। এরকম ষড়যন্ত্র যেন বাংলার বুকে আর ঘটাতে না পারে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।

    রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় এম.রেজাউল করিম চৌধুরীর বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে বলেন, ছাত্রলীগ জাতির জনকের নিজ হাতে গড়া সংগঠন। এই সংগঠন নেতৃত্ব তৈরী করার সংগঠন। তাই সকলকে এই সংগঠনের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে এক হয়ে কাজ করতে হবে এবং সংগঠনের সুনাম রক্ষার্থে সজাগ থাকতে হবে।

    আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়ে আমার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের সবার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমাকে যে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়ন ধরে রাখতে আসন্ন সিটি নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করে প্রধানমন্ত্রী কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর আসনটি উপহার দেয়ার জন্য তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের আহবান জানান।

    এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, নোমান চৌধুরী, মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ হোসেন মানিক, উপ-সম্পাদক আকতার হোসেন সৌরভ, গোলাম রাব্বানী সানী, সহ-সম্পাদক এম.হাসান আলী, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরনবী সাহেদ, সিনিয়র সহ-সভাপতি নয়ন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেল, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি এম.এফ.সায়েম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সম্পাদক সুভাষ মল্লিক সবুজ সহ মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।