Tag: চট্টগ্রাম মহানগর মহিলা দল

  • তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: জেলী চৌধুরী

    তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: জেলী চৌধুরী

    চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা এখন বেহুশে, তাদের কথা বার্তায় সেটা প্রমানিত হচ্ছে। যার কারণে বিরোধী দল বিএনপি যখন মাঠ পর্যায়ে সুসংগঠিত হচ্ছে তখন, গায়েবী আজগবী মামলা দিয়ে নেতাকর্মীদের ভয় দেখিয়ে দমানোর চেষ্টা করছেন। বিগত এক যুগ ধরে মামলা, হামলা আর জেল জুলুমে বিএনপির নেতাকর্মীরা এখন খাটিঁ সোনায় পরিণত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। তার নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়ে তুলা হবে।

    তিনি আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবাষিকী উপলক্ষে দলীয় কার্যালয় নাছিমন ভবনে চট্টগ্রাম মহানগর মহিলা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

    চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমদ লিমার সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক রেজিয়া বেগম বুলু, সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম রাবু, সম্পাদক আসমা বেগম, এড. আশরাফী বিনতে মোতালেব, রানী বেগম, হোসনে আরা, আকবর শাহ্ থানা সাধারন সম্পাদিকা জোহরা বেগম, বন্দর থানা সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজল, বায়েজিদ থানা নেত্রী নাসিমা আলম, পাঁচলাইশ থানা সহ-সভাপতি সেলিনা আক্তার শেলী, এডভোকেট নিলুফা ইয়াসমিন লাভলী, আকবরশাহ থানা সহ-সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার ফারহানা (রোজা), পাহাড়তলী থানার নেত্রী রিনা খাঁন, এড. আয়েশা আক্তার সানজি, এড. আসমা খানম, ১৫ নং ওয়ার্ড সভাপতি মরিয়ম বেগম বেবি, ২১ নং জামালখান ওয়ার্ড সভাপতি মরজিনা বেগম, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেগম হাসু আক্তার, শিউলি বেগম, সাংগঠনিক সম্পাদক সকিনা খাতুন সখু, মহিলাদল নেত্রী সাহিদা বেগম ভাসানী, ময়না বেগম, সুলতানা বেগম, লায়লা বেগম, রাবেয়া বেগম, কুলসুমা বেগম, জাহেদা সুলতানা, নুর জাহান বেগম, তাসলিমা আক্তার, রহিমা বেগম প্রমুখ।

    দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক। মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনা আক্রান্ত মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাসের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

  • মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ জিয়াউর রহমান:শামীম

    মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ জিয়াউর রহমান:শামীম

    বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান অবস্থা থেকে স্থিতিশীলতা সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামোতে স্থাপন করেছেন জিয়াউর রহমান। শুধুমাত্র দেশপ্রেম ও জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করতে উন্নয়নের রাজপথে চলমান করিয়ে দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারীও শহীদ জিয়াউর রহমান। বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ড ও সর্বক্ষেত্রে দুর্ণীতি দুঃশাসনের কারণে জনবিচ্ছিন্ন হয়ে জিয়াউর রহমানকে জড়িয়ে নিয়মিত মিথ্যাচার করে জনগণেরে দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ।

    তিনি আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজির দেউরীস্থ নাছিমন ভবন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

    তিনি বলেন, দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ বিরাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত রেখেছে। তাকে বিপর্যস্ত-বিপন্ন করতে সরকার নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র তারেক রহামানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানই হবেন দেশ ও জনতার আগামীর রাষ্ট্রনায়ক।

    প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সিনহা হত্যাকা- ও করোনা দুর্যোগ আমাদের দেখিয়ে দিল বিচার বহির্ভূত হত্যাকা-, দুর্নীতি, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে সরকার কিভাবে জড়িত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। অন্ধকারে নিমজ্জিত পুরো জাতি। দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে জাতীয়তাবাদী মহিলা দলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে গিয়ে মহিলা দলের নেতাকর্মীদের আওয়ামী দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মা-বোনকে সজাগ করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষ এখন নিরাপ্তাহীনতায় ভুগছে। সারাদেশে আওয়ামীলীগ নেতারা দুর্নীতি, খুন ও ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। গণবাহিনীর ন্যায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা সন্ত্রাসরূপে আর্বিভুত হয়েছে। তাদের প্রতিহত করতে হবে, মানুষের জান মাল রক্ষায় জনগণকে প্রতিরোধের মিছিলে আনতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

    চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

    এই সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সাহেদা খানম মালা, সিনিয়র যুগ্ম সম্পাদক সকিনা বেগম, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি, সাহেরা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, দপ্তর সম্পাদক নাছরিন বাপ্পি, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সমাজ কল্যান সম্পাদক ফারহানা জসিম, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সায়েমা হক, সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক, নগর মহিলা দলের সহ সম্পাদক তাসলিমা আহামেদ, পারভীন চৌধুরী, ফাতেমা আক্তার কাজল, ঝুমা আক্তার রুমা, কামরুন নাহার, নাছরিন আক্তার, জুলি আক্তার, পারভীন আক্তার, মনোয়ারা মনি, সামছুন নাহার, ইসরাত চৌধুরী, রানী বেগম, ফাতেমা বেগম, সাহেদা আক্তার প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মহিলা দল নেত্রী মনোয়ারা মনি স্বপদে বহাল

    মহিলা দল নেত্রী মনোয়ারা মনি স্বপদে বহাল

    চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনির বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

    রোরবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে বহিস্কারদেশ প্রত্যোহার পূর্বক স্বপদে বহাল করা হলো। এতে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান।

    উল্লেখ্য, মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। শুক্রবার (৪ অক্টোবর) নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আ জ ম নাছিরকে হাজার বছরের শ্রেষ্ঠ মেয়র আখ্যা দেবার পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমের প্রশংসা করেন।

    বক্তব্যের একটি অংশে তিনি বলেন , “নাছির যদি নির্বাচিত না হন তবে তিনি অন্য মেয়রের অধীনে কাউন্সিলর হতে চান না। ”

    তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিজ দলের বাইরেও ব্যাপক প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদের শিরোনামে আসে মনির বক্তব্যটি।

  • চট্টগ্রামে মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষ

    চট্টগ্রামে মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষ

    চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের দুই গ্রুপের মধ্যে হটাৎ সংঘর্ষে মহিলা দলের মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশাসহ অন্তত ১০জন আহত হয়েছে।

    মঙ্গলবার বিকেলে নগরীর কাজির দেউড়ি এলাকায় সমাবেশ ক্লাবে মহিলা দলের বাগমনিরাম ও জামাল খান ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা দলের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশাহ ও তার অনুসারীরা সভাস্থলে যাওয়ার পথে ক্লাবের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

    তারা বাঁশের লাঠি, কাঠের টুকরা নিয়ে একে অপরের ওপর হামলে পড়েন।

    এ ঘটনায় আহত অন্যরা হলেন- নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান সভাপতি মরজিনা বেগম, খালেদা বেগম, জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান,নুরজাহান বেগম ও হাজেরা বেগম।

    ফাতেমা বাদশাহ বলেন, মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনির অনুসারীরাই এ হামলা চালিয়েছে।

    তবে, মনোয়ারা বেগম মনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি তো ওই এলাকাতেই ছিলাম না। আমি একজন ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ডের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি।

    কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, মহিলা দলের সম্মেলনে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে তার আগেই তারা সম্মেলন স্থল ত্যাগ করে। ঘটনার ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।