করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
মঙ্গলবার (২৬ মে) রাতে দীপ্তির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়,বেশ কয়েকদিন ধরে জ্বর, কাশি থাকায় চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। আজ প্রকাশিত চমেকের রিপোর্টে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। দীপ্তি বর্তমানে বাসায় আছেন। বিগত ৭-৮ দিন ধরে তিনি বাসার এক রুমে আইসোলেশন আছেন এবং স্বাভাবিক আছেন।
দীপ্তির পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার পিতা অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা হাবিবুল্লাহ বার্ধক্যজনিত কারণে কয়েক বছর যাবত অসুস্থ।কয়েক দিন আগে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় বর্তমানে তিনিও বাসায় আইসোলেশনে আছেন। হাসপাতালে বাবার খাবারের ব্যবস্থা করতে গিয়ে সংস্পর্শে যান তিনি।
ধারনা করা হচ্ছে দীপ্তির মা এবং বড় মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। কাল অথবা পরশু তাদের নমুনা পরীক্ষার চেষ্টা করা হবে।
দীপ্তির স্ত্রী তার রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর