Tag: চট্টগ্রাম মহানগর যুবদল

  • চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি করোনায় আক্রান্ত

    চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি করোনায় আক্রান্ত

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    মঙ্গলবার (২৬ মে) রাতে দীপ্তির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

    জানা যায়,বেশ কয়েকদিন ধরে জ্বর, কাশি থাকায় চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। আজ প্রকাশিত চমেকের রিপোর্টে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। দীপ্তি বর্তমানে বাসায়  আছেন। বিগত ৭-৮ দিন ধরে তিনি বাসার এক রুমে আইসোলেশন আছেন এবং স্বাভাবিক আছেন।

    দীপ্তির পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার পিতা অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা হাবিবুল্লাহ বার্ধক্যজনিত কারণে কয়েক বছর যাবত অসুস্থ।কয়েক দিন আগে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় বর্তমানে তিনিও বাসায় আইসোলেশনে আছেন। হাসপাতালে বাবার খাবারের ব্যবস্থা করতে গিয়ে সংস্পর্শে যান তিনি।

    ধারনা করা হচ্ছে দীপ্তির মা এবং বড় মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। কাল অথবা পরশু তাদের নমুনা পরীক্ষার চেষ্টা করা হবে।

    দীপ্তির স্ত্রী তার রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • সরকারের ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ: চট্টগ্রাম মহানগর যুবদল

    সরকারের ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ: চট্টগ্রাম মহানগর যুবদল

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২১ রমজান শুক্রবার (১৫ মে) বিকালে নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড এলাকায়।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, শাসকদলের গায়ের জোড়ে করোনা মোকাবেলায় শুরুতেই হোঁচট গেলো প্রিয় স্বদেশ। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে করোনা সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ। অব্যবস্থাপনায় ফ্রন্ট লাইন করোনা যোদ্ধারা আজ করোনা আক্রান্ত। নিন্ম মানের পিপিই, মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জীবন সুরক্ষা সামগ্রী ক্রয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিতে করোনা মোকাবেলার শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সরকার এখনো মিথ্যাচার করে যাচ্ছে।

    যুবদল নেতৃবৃন্দ এসময়, শাসকদলের প্রতি আহবান জানান দলীয় বিশেষজ্ঞ বাদ দিয়ে নিরপেক্ষ ভাইরোলজিস্টদের সমন্বয়ে জাতীয় করোনা মোকাবেলার কমিটি করে দ্রুত সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করুন। পোষাক কারখানা খুলে দেওয়া, শপিং মল খুলে দেওয়ার সুফল প্রতিদিন এক হাজারেরও বেশী রোগী। টেস্ট বাড়লে রোগীর সংখ্যা আরো অনেক বেশী হতো। সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো বলা হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা নিয়ন্ত্রণে আছে। জাতীর সাথে নির্লজ্জ এই মিথ্যাচার করে কি করোনা মোকাবেলা সম্ভব ? সরকারী ত্রাণ-অনুদান কি শুধু আওয়ামীলীগের ঘরেই যাবে ? সাধারণ মানুষ সরকারী ত্রাণ থেকে বঞ্চিত। সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণে সরকারের অনীহার কারণ আজ দেশবাসীর কাছে সুস্পষ্ট।

    নেতৃবৃন্দ এসময়, সমাজের বিত্তবান সহ সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান আর করোনা আক্রান্ত রোগী ও পরিবারের প্রতি মানবিক আচরণের অনুরোধ করেন।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, নগর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ হাসান, ছাত্রদল নেতা আব্দুল আল হাসান প্রমূখ।

    ২৪ ঘন্টা/এম আর

     

  • লালখান বাজারে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    লালখান বাজারে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার (৯ মে) নগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ।

    এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপিসহ যুবদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের প্রতিনিয়ত খবর রাখছেন। শুরু থেকেই তাদের নির্দেশ ছিল দলের সকল স্তরের নেতাকর্মীরা যেন দেশের সংকটময় পরিস্থিতিতে মানুষের‌ পাশে দাঁড়ায়। আমরা সেটাই করে যাচ্ছি করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই।’

    সরকার আজকে রাস্তাঘাট খুলে দেয়া হয়েছে, যানবাহন চলছে, গার্মেন্টস খুলে দেয়া হয়েছে। হাজার হাজার লোক কাজে যাচ্ছে। এতে কত লোক করোনায় আক্রান্ত হবে? তাদের না থাকবে চিকিৎসা না থাকবে বেঁচে থাকার নিশ্চয়তা। এ সরকার ভয়াবহ রকম এ পরিস্থিতির মধ্যে দেশকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

    এতে মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, মোঃ হেলাল হোসেন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক মাহবুর রহমান, কামাল হোসেন, জাফর সাদেক সোহেল, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল, মোহাম্মদ মিল্টন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, মোঃ জাবেদ, নাসির উদ্দিন পিন্টু, জামিল হোসেন, থানা যুবদলের সদস্য কামাল শিকদার, শফিকুল ইসলাম,১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম- আহবায়ক বাদল, আজমীর, জাহিদুল করিম, রাশেদ, আমিনুল ইসলাম বাদল, মানিক, করিম, নাঈমসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নুর নাহার বেগম ও হাজী নুরুল হক সওদাগরের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

    নুর নাহার বেগম ও হাজী নুরুল হক সওদাগরের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন এর মাতা নুর নাহার বেগম এবং নগর যুবদলের সহ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর পিতা হাজী নুরুল হক সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    বিবৃতিতে নেতৃদ্বয় নুর নাহার বেগম ও হাজী নুরুল হকের বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    ২৪ ঘন্টা/এম আর

  • করোনা মোকাবেলায় সরকারের হযবরল সিদ্ধান্তে জনগণ মৃত্যুর মুখে পতিত হচ্ছে: চট্টগ্রাম মহানগর যুবদল

    করোনা মোকাবেলায় সরকারের হযবরল সিদ্ধান্তে জনগণ মৃত্যুর মুখে পতিত হচ্ছে: চট্টগ্রাম মহানগর যুবদল

    বিএনপি‘র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ১৪ রমজান শুক্রবার (৮ মে)  বিকালে নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড এলাকায়।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পাওয়ার পরও সরকারের হযবরল সিদ্ধান্তে দেশের মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। সরকার করোনা মহামারীতেও দেশের জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ জাতীর এই দুঃসময়েও লুটপাটে ব্যস্ত। নেতৃবৃন্দ ফ্রন্টলাইন করোনা যোদ্ধা ডাক্তার, নার্স সহ অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পবিত্র রমজান মাসে করোনা মহামারীতে শপিং মল খুলে দিয়ে জাতীর সাথে আরো একটি তামাশা করলো শাসকগোষ্ঠী। ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার আহবান জানান।

    এসময় নেতৃবৃন্দ সমাজের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, হাফেজ কামাল উদ্দিন থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন, মোহাম্মদ নাছির, ৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জাবেদ হোসেন, যুগ্ম আহবায়ক সোলেমান মনা, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল, রাসেল আহমদ, শাহাদাত হোসেন, সানি আহমদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রামপুর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবদল

    রামপুর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবদল

    বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার (২ মে) ২৫ নং রামপুর ওয়ার্ডে‌ খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ যুবদল নেতৃবৃন্দ।

    এসময় মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, এম এ গফুর বাবুল, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, হালিশহর থানা বিএনপি নেতা মোঃ শফিকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা মোকাবেলায় শাসকদলের প্রস্ততি শুধু প্রেস ব্রিফিং এ সীমাবদ্ধ: চট্টগ্রাম মহানগর যুবদল

    করোনা মোকাবেলায় শাসকদলের প্রস্ততি শুধু প্রেস ব্রিফিং এ সীমাবদ্ধ: চট্টগ্রাম মহানগর যুবদল

    আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম-খুন-পঙ্গু হওয়া এবং নির্যাতিত চট্টগ্রাম মহানগর যুবদল পরিবারের সদস্যদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঈদ উপহার প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সহ নগর যুবদল নেতৃবৃন্দ।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আওয়ামীলীগ বিরোধী দল-মত দমনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুম-খুন-পঙ্গু করেই ক্ষান্ত হন নাই। নতুন নতুন নির্যাতনের ফর্মুলা বের করে ক্ষমতা দখল করে আছে বিনা ভোটের সরকার। নিয়তির পরিহাসে আজ তারা ত্রাণ লুটের দলে পরিণত হয়েছে। করোনা মোকাবেলায় তাদের প্রস্ততি শুধু প্রেস ব্রিফিং এ সীমাবদ্ধ। আজ সারাদেশে করোনা বিস্তার লাভ করেছে। সরকার চাইলে সঠিক ব্যবস্থাপনায় করোনা নিয়ন্ত্রণ করতে পারতো। দুর্নীতি নিয়ে মুখ খোলায় কোভিড হাসপাতাল পরিচালকদের ওএসডি করাই প্রমাণ করে সরকারের আসল চরিত্র।

    নেতৃবৃন্দ এ সময়, দেশের জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলার আহবান জানান।

    প্রশাসনকে দলীয় বিবেচনার উর্ধ্বে দেশ ও জনগণের মঙ্গলের জন্য কাজ করার অনুরোধ জানান।

    তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার গ্রহণ করেন নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সদস্য মোহাম্মদ আরাফাত, নির্মম নির্যাতনে শহীদ যুবদল নেতা মোঃ সাইদুল হকের পরিবার।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি.সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আগ্রাবাদে অসহায়দের মাঝে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

    আগ্রাবাদে অসহায়দের মাঝে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

    করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বুধবার (২৯ এপ্রিল) নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় নিত্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ যুবদল নেতৃবৃন্দ।

    আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ যুবদল নেতৃবৃন্দ।

    এসময় মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, ফজলুল হক সুমন, মিয়া মোঃ হারুন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, শাহিন পাটোয়ারী, সহ‌ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচা, মজিবুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক আতিকুর রহমান, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, সদস্য লতিফুর বারী সুমন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, ডবলমুরিং থানা যুবদল নেতা সাইফুল আলম রুবেল, একরাম ছিদ্দিকী, মোঃ সাইমন, মোঃ ইউসুফ, রনি, সাকিব, অপু, রিপন, রাকিব, আজাদ, রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাহাড়তলীতে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    পাহাড়তলীতে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    বন্দর নগরীর পাহাড়তলীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন‌‌ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রিয়নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,‌ সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র নির্দেশে চট্টগ্রাম মহানগর যুবদল করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ‌ সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে,
    বিএনপি দেশের সংকটময় মুহূর্তে সব সময় সাধারন মানুষের পাশে ছিল পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে ইনশাআল্লাহ ।

    এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা মোহাম্মদ আলাউদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, হাবিবুর রহমান মাসুম, সেলিম উদ্দিন রাসেল, হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আহাদ আলী সায়েম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, যুগ্ম আহবায়ক এরশাদ আলম, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব রাসেল খাঁন, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ বিনু, এস এম অভি, মাহবুবুল আলম, ছাত্রদল নেতা রাজিবুল হক বাপ্পি, মোঃ কাউছার, সাহেদ তুষার, ওয়ালিদ আবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় দেশে আমলাতন্ত্র চালু আর জনপ্রতিনিধি’রা নির্বাসনে: চট্টগ্রাম মহানগর যুবদল

    করোনায় দেশে আমলাতন্ত্র চালু আর জনপ্রতিনিধি’রা নির্বাসনে: চট্টগ্রাম মহানগর যুবদল

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড এলাকায় বৈশ্বিক মহামারী করোনায় ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ নগর যুবদল নেতৃবৃন্দ।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনার এই দুঃসময়ে দেশে আমলাতন্ত্র চালু আর জনপ্রতিনিধিরা আজ নির্বাসনে। শাসক দলের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। একদিকে ত্রাণ লুটের মহোৎসব অন্যদিকে ক্ষুধার্ত মানুষের নীরব হাহাকার। লুটপাটতন্ত্র আর আমলাতন্ত্র মিলেমিশে একাকার। নেতৃবৃন্দ এ সময়, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে অনুরোধ জানান। আসন্ন রমজানে মানুষের দূর্ভোগ আর না বাড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার কথা বলেন এবং ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে আহবান জানান।

    এ সময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, সাইফুদ্দিন মোঃ মারুফ, সহ সম্পাদক আতিকুর রহমান, কামরুল ইসলাম, নগর যুবদলের সদস্য আমীর সুমন, বন্দর থানা যুবদল নেতা মোঃ ইয়াছিন, মোঃ সাহেদ, ইমাম হোসেন, পারভেজ, সেলিম উল্ল্যাহ, মুন্না, ইমরান, রাশেদ, মনির, জসিম, কবির, রানা, রাজু, মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মহা দুর্যোগে আত্মমানবতার সেবায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে:শাহেদ

    মহা দুর্যোগে আত্মমানবতার সেবায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বৈশ্বিক মহামারী করোনা’র কারণে হঠাৎ দৈনিক আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষের মাঝে উপহার হিসাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন তিনি।

    এই সময় মুহাম্মদ শাহেদ বলেন, লুঠেরা এবং মধ্যসত্ব ভোগিরা আজ পরগাছার ন্যায় সমাজে চেয়ে গেছে এখন লুঠেরাদের কঠোর হস্তে সরকার দমন করতে ব্যর্থ হলে জাতিকে চরম মুল্য দিতে হবে।

    তিনি আরো বলেন সচেতনতা, খাদ্য, চিকিৎসা এবং করোনা যোদ্ধা ডাক্তার নার্সসহ অন্যান্যদের জীবন সুরক্ষা সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরণ যোগান দেওয়ার উপর গুরুত্ব দিয়ে সবাইকে এগিয়ে আসার উদাত্ত্ব আহ্ববান জানান।

    এই সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, আহবায়ক গুলজার হোসেন, সহ সম্পাদক আতিকুর রহমান, হাফেজ কামাল উদ্দিন, সদস্য জাহেরী মাসুদ, পূর্ব ষোলশহর ওয়ার্ড আহবায়ক মনসুর আলম, যুগ্ম আহবায়ক এসকান্দর, মামুন, রাসেল আহমেদ, মোহাম্মদ সানী প্রমুখ।

     

  • “পহেলা বৈশাখে অসহায়, দরিদ্র ও কর্মহীন বিপর্যস্ত মানুষের পাশে চট্টগ্রাম মহানগর যুবদল”

    “পহেলা বৈশাখে অসহায়, দরিদ্র ও কর্মহীন বিপর্যস্ত মানুষের পাশে চট্টগ্রাম মহানগর যুবদল”

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে‌ নগরীর খুলশী থানা এলাকায় বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে জরুরি‌ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ সময় তিনি বলেন, নভেল করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণের কারণে মানুষ আজ অসহায় বোধ করছে, তাদের জন্য জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর এই পরিস্থিতিতে প্রথম দিন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

    এ মহামারী থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকা কর্মহীন অসহায় হতদরদ্রি, দৈনিক আয়ের মানুষদের এবং যাদের ঘরে খাদ্য সংকট আছে এই দুঃসময়ে আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো, তারা যেন এই দুঃসময়ে কষ্ট না করে।

    এ সময় খুলশী থানা যুবদলের আহ্বায়ক মোঃ হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সদস্য মোঃ ইব্রাহীম, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল, মোহাম্মদ মিল্টন, মোঃ ইমরান, মোঃ জসিম,‌ মোঃ জাবেদ, মোঃকামাল(ভুট্টু কামাল), জামিল হোসেন, নাসির উদ্দিন পিন্টু, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, থানা যুবদলের সদস্য মোঃ মিঠু, মোঃ সাত্তার, মোঃ আলমগীর, সাদ্দাম হোসেন, মোঃ সুজন, শফিকুর রহমান, মোঃ নবী, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুর রহমান, মোঃ জসিম(ভাগিনা জসিম), মোঃ সোহেল বাবু, মোঃ পারভেজ, মোঃ শাহিন, মোঃ আমির(পিচ্চি আমিন), আজাদ, মোঃ মাসুদ,ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুর রহমান, মোঃ সোহেল, রাজু, মহসিন, মিলন, হোসেন, সুমন,আরজু, সাদ্দাম হোসেন সাইফসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।