Tag: চট্টগ্রাম মহানগর যুবদল

  • কাট্টলীতে খাদ্য সামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করেছে যুবদল

    কাট্টলীতে খাদ্য সামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করেছে যুবদল

    প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে‌‌ সামাজিক দূরত্ব বজায় রাখার সঠিক নিয়ম অনুসরণ করতে গিয়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের দৈনিক আয়ের উপর নির্ভরশীল অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সেবামূলক চলমান কার্যক্রমের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার(২রা এপ্রিল) নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এলাকায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি‌ ১৫০ পরিবারের মাঝে জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যুবদলের নেতাকর্মীরা চট্টগ্রামের দৈনিক আয়ের ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। মহান আল্লাহ যেন বাংলাদেশের মানুষের প্রতি গায়েবি সাহায্য দান করেন। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।

    ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    তিনি আরো বলেন, সারাদেশে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় দীপ্তি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।

    এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সহ সম্পাদক মোঃ হোসেন- উজ্জামান হোসেন, মিজানুর রহমান দুলাল, সদস্য আফছার দোলা অপু, হালিশহর থানা যুবদল নেতা সৌহরাব হোসেন শাহীন, নগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন এরশাদ, পাহাড়তলী থানা যুবদল নেতা আসাদ উল্লাহ রিয়াদ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, যুগ্ম আহবায়ক আউয়াল টিপু, ফজলে রায়হান মাহমুদ, আবুল হাসান আশিক, আবু ছালেক, মোঃ মাহমুদ, শহিদুল ইসলাম শামীম, সিরাজুল ইসলাম সুমন, মোঃ খোকন‌, মাসুদ, আরাফাত, সাকিলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাহাড়তলীতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে যুবদল

    পাহাড়তলীতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে যুবদল

    প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকার সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালিত হয়।

    বুধবার (১ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র নেতৃত্বে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে।

    এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায়‌ গত ৪দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক ঔষধ ছিটানো, সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
    এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ জাতীয়তাবাদী যুবদলের এই কার্যক্রম চলমান থাকবে।

    অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবদুল আলী নগর ইউনিট বিএনপির সভাপতি কাজী মোনায়েম, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মন্জুর মোর্শেদ, বিএনপির নেতা মোঃ সেলিম, নয়ন , মনজুরুল আলম, মহানগর যুবদলের অন্যতম সদস্য সাব্বির আহমেদ ওসমানী, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদল নেতা মোঃ আজীম, হারুনসহ প্রমুখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

  • লালখান বাজার ও রামপুরায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবদল

    লালখান বাজার ও রামপুরায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবদল

    বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউন পদ্ধতির সঠিক অনুসরণে করতে গিয়ে নগরীর দৈনিক আয়ের উপর নির্ভরশীল কর্মহীন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ, জীবাণু নাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে আজ তৃতীয় দিনের মতো নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে লালখান বাজার এলাকায় ১৫০জন‌ অসহায় পরিবার ও ২৫ নং রামপুর ওয়ার্ড যুবদলের উদ্যোগে রামপুর এলাকায় অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এছাড়াও দ্বিপ্তী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো এবং জনসাধারণের প্রতি সংক্রমণ রোধে সবাইকে নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে দেশের এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

    উক্ত কর্মসূচিতে হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল‌ হুদা রিংকু, এম এ গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিল্টন, মোঃ জাবেদ, নাছির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক আলমগীর হোসেন বাদশা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সরাইপাড়ায় যুবদলের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

    সরাইপাড়ায় যুবদলের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো নগর যুবদলের উদ্যোগে মরণব্যাধি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরণ এবং অসহায় খেটে খাওয়া ৫০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

    এসময় দ্বীপ্তি বলেন, নিম্ন আয়ের খেটে খাওয়া দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। দেশের এ অচলাবস্থায় ধন কুবেরদের এগিয়ে আসার কথা থাকলেও তারা তা করেনি।

    তিনি বলেন, আমি চাই দেশের এ ক্রান্তিলগ্নে গরীব মানুষরা যেনো কিছুটা ভালো থাকে। তাদের শুধু হ্যান্ড স্যানিটাইজার আর সাবান বিতরণ করলেই হবেনা। আসুন তাদের বাঁচিয়ে রাখতে তাদের হাতে দু বেলার খাবারও তুলে দেই। তবেই বাঁচবে দেশ,বাঁচবে দেশের অর্থনীতি।

    দ্বীপ্তি জনসাধারণকে করোনা মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।

    এসময় যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • চট্টগ্রামের অবহেলিত জনগণের পাশে নগর যুবদল

    চট্টগ্রামের অবহেলিত জনগণের পাশে নগর যুবদল

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    দীপ্তি’র নেতৃত্বে নগরীর আকবর শাহ থানার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

    এছাড়া উক্ত ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন, আলু, সাবানসহ ২০০ প্যাকেট
    খাদ্য সামগ্রী বিতরণ করেন দীপ্তি।

    নগরীর ১৭ নং ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ’র নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে করেন যুবদল নেতৃবৃন্দ।

    পাঁচলাইশ থানা ও ৭ নং পশ্চিম ষোলশহর এলাকায় যুবদলের জীবাণুনাশক স্প্রে
    কার্যক্রমে নেতৃত্ব দেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী।

    নগরীর ৩০নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে নেতৃত্ব দেন সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া।

    ৩৩ নং ওয়ার্ডে সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু।

    ২ নং জালালাবাদ ওয়ার্ডে যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নেতৃত্ব দেন।

    ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে ওয়ার্ড যুবদলের
    আহবায়ক মোঃ হাসান এর নেতৃত্বে পাঁচলাইশ ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

    আজ শনিবার (২৮ মার্চ)চ থেকে এই কার্যক্রম
    পর্যাক্রমে সকল থানায়-ওয়ার্ডে অব্যাহতভাবে পরিচালিত হবে।

    চট্টগ্রামের অসহায় জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নগর যুবদল
    নেতৃবৃন্দ।

     

  • শাহাদাতের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুবদল’র সমন্বয়ক কমিটি গঠন

    শাহাদাতের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুবদল’র সমন্বয়ক কমিটি গঠন

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদল’র উদ্যোগে নগর যুবদল’র সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে সমন্বয়ক করে ২২ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

    সদস্য হিসেবে আছেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    আরো খবর:::মেয়র নির্বাচনে যুবদলকে জাতীয়তাবাদী ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে:শাহাদাত

    অন্যান্য সদস্যরা হচ্ছেন এস এম শাহ আলম রব সহ-সভাপতি, মোহাম্মদ শাহেদ আকবর সহ-সভাপতি, ইকবাল হোসেন সংগ্রাম সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াছ সহ-সভাপতি, আবদুল করিম সহ-সভাপতি, আবদুল গফুর বাবুল সহ-সভাপতি, মোহাম্মদ মুছা সহ-সভাপতি, মিয়া মোহাম্মদ হারুন সহ-সভাপতি, নাছির উদ্দিন চৌধুরী নাসিম সহ-সভাপতি, হাসান মুরাদ সহ-সভাপতি, হাবিবুর রহমান মাসুম যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. এরশাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ তাজুল ইসলাম তাজু যুগ্ম সাধারণ সম্পাদক, দীপঙ্কর ভট্টচার্য যুগ্ম সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন পাটোয়ারী যুগ্ম সাধারণ সম্পাদক, ওসমান গনি সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাগীর দপ্তর সম্পাদক, মো. জহিরুল ইসলাম জহির সহদপ্তর সম্পাদক।

    চট্টগ্রাম মহানগর যুবদল’র প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে কেন্দ্রীয় প্রচার সেল গঠন। কেন্দ্রীয় প্রচার সেলের অন্যান্য সদস্যরা হলেন সহ প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, কোরবান আলী, মিজানুর রহমান।

    মহানগরীর আওতাধীন ১৫ টি থানাকে ৫টি জোনে ভাগ করে আসন্ন চসিক নির্বাচনে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জোন-১, পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানায় ৫৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি জোন-২ বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানায় ৩৭ সদস্যবিশিষ্ট জোন-৩ খুলশী, আকবর শাহ ও পাহাড়তলী থানায় ৪৩ সদস্য বিশিষ্ট, জোন-৪ হালিশহর ডবলমুরিং ও সদরঘাট থানায় ২২ সদস্য বিশিষ্ট, জোন-৫ বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানায় ২৬ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

  • মেয়র নির্বাচনে যুবদলকে জাতীয়তাবাদী ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে:শাহাদাত

    মেয়র নির্বাচনে যুবদলকে জাতীয়তাবাদী ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে:শাহাদাত

    বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২৯ মার্চের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দাঁড়িয়েছি। চট্টগ্রামের জনগণ ভোট দেয়ার জন্য উদ্রগীব হয়ে বসে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একটি বিজয় বেশী জরুরী।

    চট্টগ্রাম মহানগর যুবদলের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫ টি থানাসহ সংশ্লিষ্ট ইউনিট নেতাকর্মীদের আগামী মেয়র নির্বাচনে কেন্দ্র ভিত্তিক কমিটি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহবান জানান।

    তিনি এসময় নগর যুবদলের সাংগঠনিক ও সুশৃংখল রাজনীতির ভূয়সী প্রশাংসা করে সভাপতি দিপ্তী ও সাধারণ সম্পাদক শাহেদকে ধন্যবাদ জানান। সুশৃখংল অঙ্গ সংগঠন হিসেবে নগর যুবদলকে সাথে নিয়ে আগামী ২৯ মার্চ চসিক নির্বচনে ধানের শীষ তথা গণতন্ত্র মুক্তির প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলীয় ভেদাভেদ ভুলে সর্বত্মকভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

    তিনি আজ সোমবার (৯ মার্চ) মুরাদপুরস্থ এন মোহাম্মদ কনভেনশন হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর যুবদলের সাথে আসন্ন মেয়র নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, চট্টলার মাটি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত।আমাদের এই বার আউলিয়ার পূণ্য ভূমিতে ঢাকার মত নির্বাচন চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে রুখে দিব। ইনশাআল্লাহ।

    তিনি এ সময় নগর যুবদলের নেতাকর্মীদের স্বতস্ফূর্তভাবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে পরিবারের বড় সন্তানের মত দায়িত্ব নিয়ে কাজ করার অনুরোধ জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সি: সহসভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য গণতন্ত্রের মুক্তির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য জীবন বাজি রেখে ২৯ মার্চ লড়াই করতে হবে। কেন্দ্র ভিত্তিক এজেন্টদের সবচেয়ে বেশী সাহস নিয়ে সারাদিন কেন্দ্রে থাকতে হবে। যত বাঁধা আসুক। ইনশাআল্লাহ। চট্টলার জনগণকে সাথে নিয়ে ২৯ মার্চ নির্বাচনে ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দৃঢ় শপথ নিতে হবে।

    তিনি এসময় ২৯ মার্চ নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্র ভিত্তিক এজেন্ট তালিকা প্রস্তুত করার জন্য নগর বিএনপি ও যুবদলকে আহবান জানান।

    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, আজমুল হুদা রিংকু, নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গির আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, মনিরুল হাসান সিদ্দিকী, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ুন কবীর, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, আবদুল্লাহ আল টিটু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, দীপংকর ভট্টচার্য, সেলিম উদ্দিন রাসেল, জিয়াউল হুদা জিয়া, শাহীন পাটওয়ারী, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, মো. ইদ্রিস আলম, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, আহাদ আলী সায়েম, জমির উদ্দিন আহমদ মানিক,জাফর আহমেদ খোকন, রাসেল নিজাম, মো. ইয়াসিন, শওকত আলী জুয়েল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, এড. নাজমুল হাসান, জসিম উদ্দিন সাগর, গাজী ফারুক, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, নূরুল আমিন, ওমর ইমতিয়াজ টিটু, মো. নওশাদ, দিদারুল আলম, আসাদুজ্জামান রুবেল, সহ-সম্পাদক মো. কামাল উদ্দিন, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যৌতি, মাহবুবুর রহমান, কোরবান আলী, জিয়াউর রহমান বাবুল, শাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন টুনু, জিয়াউল হক মিন্টু, মনজুর আলম, হামিদুল হক, হাফেজ কামাল উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, মো. আনোয়ার, জাহাঙ্গির আলম বাবু, ইলিয়াছ হাসান মঞ্জু, মো. সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, আশরাফ উদ্দিন, সিরাজ সিকদার, ইব্রাহিম খান, দেলোয়ার আবদুল আউয়াল টিপু, সাইফুদ্দিন যুবরাজ, গুলজার হোসেন মিন্টু, জাফর সাদেক সোহেল, হোসেন জামান, মো. সাইদুল ইসলাম, আবু আহমদ মিয়া, মিজানুর রহমান দুলাল, শেখ কামাল আলম, মো. ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, মো. হাবিবুল্লাহ খান, শাবাব ইয়াজদানী, আবদুর রহমান আলমগীর, সাইদুল হক সিকদার, সাব্বির ইসলাম ফারুক, আশরাফ মোমেন আশু, আবদুল করিম, আমির মোহাম্মদ সুমন, সাখাওয়াত কবীর সুমন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সাহেদ খান পারভেজ, ইউনুস মুন্না, মেজবাহ উদ্দিন চৌধুরী, এস এম আলী, আকতার হোসেন, আবু বক্কর বাবু, এস এম শাহবাজ, সাইফুল ইসলাম, বাদশা আলমগীর, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম প্রমুখ।

  • নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে:শাহাদাত

    নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে:শাহাদাত

    বিএনপি’র মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

    নির্বাচনের তারিখ ২৯ মার্চের পরিবর্তে ২ দিন পিচিয়ে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের এনআইডি দেখে ঢুকাতে হবে। ভোটকেন্দ্রের ব্যালট প্যানেলে সেনাবাহিনীর অফিসার নিয়োগ দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ৫% ভোট দেওয়ার ক্ষমতা কমিয়ে ১% নিয়ে আসতে হবে।

    নির্বাচন কমিশনকে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করার আহ্বান জানাচ্ছি।

    আজ সোমবার (২ মার্চ) দুপুরে ট্রিটমেন্ট হাসপাতালস্থ চেম্বারে মহানগর যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিঃ সহ সভাপতি ইকবাল হোসেন, সিঃ যুগ্ম সম্পাদক মোশারফদাঁড়িয়ে মুখোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।

    এর আগে সকাল থেকে তিনি ব্যস্ত দিন পার করেন। সকাল ১১ টায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুরে ১৭ নং পশ্চিম বাকলিয় ওয়ার্ড বিএনপির ঐক্যবদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

    বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাদে মাগরিব নগরীর ডিসি রোড়স্থ ফালাহ গাজী মসজিদে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর জন্য আয়োজিত দোয়া মাহফিলে শরিক হন।

    এছাড়া বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।

  • খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত আ’লীগ:বক্কর

    খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত আ’লীগ:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মামলা হামলা বর্বরতায় ক্ষমতায় টিকে আছে আওয়ামীলীগ সরকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জনপ্রিয়তায় ভীত আওয়ামীলীগ।

    মিথ্যা প্রহসনের মামলার জালে কারাগারে দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। একদলীয় শাসন কায়েম করে বাকশালের শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি মাত্র।

    তিনি এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলার প্রতিবাদে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইউসুফ বিন জলিল বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। সামান্য যুবলীগ নেত্রীর পাঁচ তারকা হোটেলে প্রেসিডেন্ট স্যুট ভাড়া নিয়ে প্রশাসনের প্রত্যক্ষ মদদে অবৈধ ব্যবসা করেছে। আইন শুধু বিএনপি দমনে। পুলিশ আজ শুধু খুঁজে বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থকদের।

    তিনি কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার, তার প্রকৃত চিকিৎসা ও ন্যায্য জামিনের জন্য আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ না করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, লুটপাটে ব্যস্ত আওয়ামীলীগ সরকার। ভোট রোগে আক্রান্ত শাসক গোষ্ঠী। দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতেই সর্বদা কূটকৌশলে ব্যস্ত আওয়ামীলীগ সরকার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস।

    বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলমান। শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা কখনোই বাস্তবায়ন করতে দেবে না।

    নির্বাচন আসলেই শাসক দলের আসল চরিত্র ফুটে উঠে দেশবাসীর কাছে। সারা বছর লুটপাটে ব্যস্ত থাকা জনগণের উপর মোটেই আস্থা নেই। জনগণ ভোট দিতে পারলেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে চিরতরে।

    তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও রুহুল কবীর রিজভীর উপর হামলাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।

    চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের পরিচালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, আবদুল করিম, মোহাম্মদ মুছা, মনিরুল হাসান সিদ্দিকী, হাসান মুরাদ, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, মো. আলী সাকি, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. সেলিম, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটওয়ারী, রাজন খান, মোর্শেদ আহমেদ, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, রাসেল নিজাম, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, নূরুল আমিন, মো. ইকবাল, সহ-সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যেতি, মাহবুবুর রহমান, মো. জহিরুল ইসলাম জহির, মনজুর আলম, মিজানুর রহমান বাবুল, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, সিরাজ সিকদার, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, জাফর সাদেক সোহেল, মাস্টার ফজলুল হক, ইয়াসিন আজাদ, মো. ইউসুফ, আবুল কালাম আবু, আবু বক্কর সিদ্দিকী আবু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান দুলাল জাহাঙ্গীর আলম মানিক, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য আইয়ুব আলী, শাবাব ইয়াজদানী, সোহাগ খান, আবদুস সাত্তার, রাশেদ পারভেজ, আবদুল করিম, সাখাওয়াত কবীর সুমন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সাহেদ খান পারভেজ, ইউনুস মুন্না, আইয়ুব আলী, রাসেল আকাশ, সাইফুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবু বক্কর বাবু, এস এম আলী, বাদশা আলমগীর, এস এম শাহবাজ, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

  • চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

    চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ১৮ জন যুবদল নেতা শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর উপস্থিতিতে যুবদল নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি নূর আহমদ গুড্ডু, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর, ৩১ নং আলকরণ ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, ২৫ নং রামপুরা ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি আবদুল গফুর বাবুল, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের সহপ্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মাসুম, বাকলিয়া থানা যুবদল নেতা নূর উদ্দিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদশাহ আলমগীর, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে সহসমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হালিশহর থানা যুবদল নেতা সোহরাব হোসেন শাহীন, ৫ নং মোহরা ওয়ার্ডে সাবেক যুব দলের যুগ্ম সম্পাদক মনসুর আলম।

    এ সময় যুবদল নেতৃবৃন্দ চসিক নির্বাচনে দলীয় প্রর্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • অবৈধ শাসক গোষ্ঠী গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ভোটের নামে জনগণের সাথে তামাশায় লিপ্ত:দিপ্তী

    অবৈধ শাসক গোষ্ঠী গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ভোটের নামে জনগণের সাথে তামাশায় লিপ্ত:দিপ্তী

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, আওয়ামীলীগ অবৈধ রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে।

    বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী নির্বাচনে কখনোই যিনি পরাজিত হননি আপোসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার নীল নকশায় ব্যস্ত ক্ষমতাসীন আওয়ামীলীগ।

    জাতীয়তাবাদী আদর্শ মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয়তাবাদী দল তথা বিএনপির সাংগঠনিক কর্মকান্ড বেগবান হচ্ছে। অবৈধ শাসক গোষ্ঠী গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ভোটের নামে জনগণের সাথে তামাশায় লিপ্ত।

    তিনি এ সময় গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সংগ্রামের মাধ্যমে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আজ ৮ ফেব্রুয়ারী শনিবার বাদে জোহর আমানত শাহ মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২য় কারা বন্দি দিবস উপলক্ষে নগর যুবদলের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে সমবেত মুসল্লীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে এ সব কথা বলেন।

    মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন অত্র এতিম খানার মাওলানা ফজলুল হক।

    তিনি এ সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। পরে এতিমাখানার এতিমদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

    উক্ত মিলাদ মাহফিলে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মিয়া মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, মো. সেলিম, ইকবাল পারভেজ, রাসেদুল হাসান লেবু, এরশাদ উল্লাহ, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক রাজন খান, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, শাহজালাল পলাশ, জাফর আহমদ খোকন, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, আজিজুল হক মাসুম, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, সহ-সম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যেতি, মো. জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, গিয়াস উদ্দিন টুনু, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম বাবু, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল টিপু, আবুল কালাম, সালাহ উদ্দিন, সাইফুদ্দিন যুবরাজ, ফারুক হোসেন স্বপন, মো. ইদ্রিস, মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, জাফর সাদেক সোহেল, জাহাঙ্গীর আলম মানিক, নগর যুবদলের সদস্য আইয়ুব আলী, সোহাগ খান, আবদুল্লাহ আল মামুন, আবদুল করিম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, শওকত খান রাজু, মনজুর আলম মঞ্জু, সাহেদ খান পারভেজ, ইউনুস মুন্না, আইয়ুব আলী, রিদুয়ান হোসেন জনি, মেজবাহ উদ্দিন চৌধুরী, আকতার হোসেন, আবু বক্কর বাবু, এস এম আলী, এস এম শাহবাজ, মো. জাবেদ হোসেন, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম প্রমুখ।

  • জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে নেই:কর্ণেল অলি

    জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে নেই:কর্ণেল অলি

    সাবেক মন্ত্রী, ২০ দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির চেয়াম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে নেই। আধুনিক বাংলাদেশের রূপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে জেল হাজতে আজও বন্দি।

    ক্ষমতাসীন জালিম সরকারের দু:শাসনে দেশবাসী অতিষ্ট। ১/১১ সরকারের সরকারের মেন্টাল টর্সারে পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের মামলার জালে ফরমায়েশী সাজার রায়ে নানাবিধ মানসিক অত্যাচারে অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ জিয়া ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।

    রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত ক্ষমতালোভী আওয়ামীলীগ।

    আওয়ামী দু:শাসনে দেশের সাধারণ জনগণ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শেয়ারবাজার লুট, ব্যাংক লুটে ব্যস্ত ক্ষমতাসীন।

    তিনি আজ ২৪ জানুয়ারী শুক্রবার বাদে জুমা আমানত শাহ মাজার সংলগ্ন মসজিদে আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম। মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।

    তিনি এ সময় কোকোর রূহের মাগফেরাত কামনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকোর ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহর দরবারে দোয়া করেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেন।

    উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদ সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, সহসাধারণ সম্পাদক ওসমান গণি মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. ইকবাল, দিদারুল আলম, সহ সম্পাদক কমল জ্যোতি, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, আশ্রাফ উদ্দিন, ইব্রাহিম খান, জাফর সাদেক সোহেল, আবুল কালাম আবু, মো. ইউসুফ, জাহাঙ্গির আলম মানিক, ইমরান ভূঁইয়া, সদস্য লতিফুল বারী সুমন, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, আবদুর করিম।

    থানা যুবদলের কুতুব উদ্দিন মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, আকাশ রাসেল, রাসেল রানা বাবু, আমজাদ, মুশফিকুর রহমান নয়ন, শফিকুল আলম, সুজাত হোসেন সুজন, রুবেল, সৌরভ বড়ুয়া, রবিউল ইসলাম সুমন, রুবেল, মো. হাসান, জহিরুল ইসলাম, রাসেল খান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোজাম্মেল, তারেক রহমান, এম এস অভি প্রমূখ।