লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো: আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) বলেছেন, বাংলাদেশ পুলিশ এলাকার জনকল্যাণকর কাজে সবসময় নিয়োজিত রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা রেখে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবার কার্যক্রম পৌঁছে দিতে হবে। প্রত্যেক নাগরিকের সুখ-দু:খের খোঁজ নিতে হবে। বিপদ-আপদে ও প্রয়োজনে মানুষের পাশে পুলিশকে দ্রুত এগিয়ে যেতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে আইনের প্রয়োগ করতে হবে। সর্বোপরি পুলিশের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা।
তিনি আরো বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেও পুলিশকে জনগণের সেবক হতে হবে। পুলিশের প্রত্যেক সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। এমময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অবস্থানের কথাও ব্যাখ্যা করেন।
গত ৭ আগষ্ট সোমবার বিকেল ৩টায় লোহাগাড়া থানা কম্পাউন্ডে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত লোহাগাড়া, সাতকানিয়া এবং চন্দনাইশ থানার অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কল্যাণ সভার আগে তিনি থানা এলাকা ও থানা ভবন পরিদর্শন করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবা’র সভাপতিত্বে এ বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফজারুল হক টুটুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: নাছির উদ্দিন প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ