Tag: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • মানুষের সেবা করা পুলিশের মূল লক্ষ্য : লোহাগাড়ায় নবাগত রেঞ্জ ডিআইজি

    মানুষের সেবা করা পুলিশের মূল লক্ষ্য : লোহাগাড়ায় নবাগত রেঞ্জ ডিআইজি

    লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো: আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) বলেছেন, বাংলাদেশ পুলিশ এলাকার জনকল্যাণকর কাজে সবসময় নিয়োজিত রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা রেখে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবার কার্যক্রম পৌঁছে দিতে হবে। প্রত্যেক নাগরিকের সুখ-দু:খের খোঁজ নিতে হবে। বিপদ-আপদে ও প্রয়োজনে মানুষের পাশে পুলিশকে দ্রুত এগিয়ে যেতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে আইনের প্রয়োগ করতে হবে। সর্বোপরি পুলিশের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা।

    তিনি আরো বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেও পুলিশকে জনগণের সেবক হতে হবে। পুলিশের প্রত্যেক সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। এমময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অবস্থানের কথাও ব্যাখ্যা করেন।

    গত ৭ আগষ্ট সোমবার বিকেল ৩টায় লোহাগাড়া থানা কম্পাউন্ডে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত লোহাগাড়া, সাতকানিয়া এবং চন্দনাইশ থানার অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কল্যাণ সভার আগে তিনি থানা এলাকা ও থানা ভবন পরিদর্শন করেন।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবা’র সভাপতিত্বে এ বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফজারুল হক টুটুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: নাছির উদ্দিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • চট্টগ্রামের নতুন ডিআইজি আনোয়ার, সিএমপি কমিশনার তানভীর

    চট্টগ্রামের নতুন ডিআইজি আনোয়ার, সিএমপি কমিশনার তানভীর

    চট্টগ্রাম রেঞ্জ ও নগর পুলিশের বড় দুটি পদে পরিবর্তন হলো একদিনেই। চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর নগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ওই পদে পদায়ন করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে।

    অন্যদিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। তার পদে পদায়ন করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

    এর আগে ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন মাহাবুবর রহমান। একই বছরের ২ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেন খন্দকার গোলাম ফারুক।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম পুরস্কৃত

    চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম পুরস্কৃত

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাসিক অপরাধ সভায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন থানা ও জেলার ২২ পুলিশ কর্মকর্তাকে স্বীকৃতি স্মারক প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম (বার)।চট্টগ্রাম রেঞ্জের

    গতকাল ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এসব কর্মকর্তাদের হাতে তাদের স্বীকৃতি স্মারক তুলে দেন ডিআইজি।

    এ সভায় অপরাধ নিয়ন্ত্রণে তদারকিসহ ক্রাইম ম্যানেজমেন্টে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

    এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার সদর ও ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন মাহমুদা। ২০১৭ সালের ৫জুন তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম পুরস্কৃত

    অপরাধ বিষয়ক মাসিক সভায় অতিরিক্ত ডিআইজিসহ চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন মাহমুদা বেগম।

    যোগদানের পর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত’র দক্ষিণ এশিয়ার একমাত্র নারী পুলিশ সদস্য হিসেবে আলোচিত হয়েছিলেন।

    ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার কঙ্গোতে অপারেশ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সোয়াতের এই নারী সদস্যকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নির্মাণ করেন (ইউনাটেড ন্যাশন-ওএনও হেবডো)।