Tag: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক

  • শাহ আমানতে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

    শাহ আমানতে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) BG148 নম্বর ফ্লাইটে রামেজিং করে এক যাত্রীর কাছ থেকে ৭ পিস স্বর্ণের বার (প্রতিটি ১১৬ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আটক স্বর্ণের মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

    কক্সবাজারের চকরিয়ার ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে

  • শাহ আমানতে আবারও কবজার ভেতর গলানো সোনা!

    শাহ আমানতে আবারও কবজার ভেতর গলানো সোনা!

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দরজার কবজার মাঝখানে বিশেষভাবে তৈরী স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত দুটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে চালানটি জব্দ করে।

    এর আগে গতকাল রবিবার একই কৌশলে আনা এক কেজি সোনা জব্দ করেছিল গোয়েন্দারা। আটক করা হয়েছিল এক যাত্রীকে।

    আজ আবারো ধরা পড়লো সেই কৌশল। কিন্তু আজ সোনার বারের সঙ্গে কাউকে আটক করতে পারেনি গোয়েন্দা দল।

    চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত এনএসআই’র এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগেজ হতে ২৪ ক্যারটের আনুমানিক ৭৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

    তিনি বলেন, আমাদের ধারণা একই চক্র এই সোনার বার কৌশলে আনছিল। গতকাল রবিবার ধরা পড়ার বিষয়টি জানতে পেরে আজকে ওই যাত্রী হয়তো সেগুলো রেখে সরে পড়েছে।

    জানা গেছে, গতকাল রবিবার ধরা পড়েছিল ১২টি সোনার দণ্ড আর আজকে ‌১২টি দণ্ড। তবে আজকে সোনার দণ্ডের সঙ্গে সোনার বার, ল্যাপটপ, মোবাইল মিলেনি।

  • শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

    শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

    বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।

    বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ওই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

  • চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

    চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে তল্লাশী চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৫ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস ও এনএসআই টিম।

    গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, হানিফ, সোহেল, সেলিম, ইমতিয়াজ, আবুল কালাম, বেলাল, আজিম এবং অপর এক যাত্রী থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

    এর মধ্যে মো. সোহেল রানার কাছ থেকে ৩০০, মো. সেলিমের থেকে ২৬০, মো. ইমতিয়াজের কাছ থেকে ১৯০, আবুল কালামের থেকে ২০, বেলালের কাছে ২০, আবদুল আজিমের কাছে ৩০, কাজী মো. হানিফের কাছে ১৫ এবং অপর যাত্রীর পরিত্যক্ত ব্যাগেজে তল্লাশী চালিয়ে ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়।

    গোপন তথ্যমতে এসব সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থা। এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

  • চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে আবারো স্বর্ণবার উদ্ধার হয়েছে প্রবাস ফেরত যাত্রীর কাছ থেকে। এবার যাত্রীর জুতোর তলায় মিলেছে ২ জোড়া স্বর্ণবার। যার বতৃমান বাজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

    গোপন সূত্রের খবরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ সরওয়ার উদ্দিনের জুতোর তলায় কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। আরো খবর : বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ছাড়াও তার দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া বিমান থেকে ওই যাত্রীর ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট উদ্ধার করে এনএসআই টিম।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সরওয়ার উদ্দিন আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো।

    বিমানটি শাহ আমানতে অবতরণের পর লাউঞ্জে সরওয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম। পরে তার জুতার তলায় লুকানো ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়। পরে বিমানে তার ব্যাগেজ তল্লাশি করে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন সারওয়ার-ই-জাহান।

    এর আগে গতকাল সোমবার রাত ৯টার সময় শারজাহ ফেরত বিমান যাত্রী রাউজানের বাসিন্দা মো. মোরশেদকে চ্যালেঞ্জ করে তার মলদ্বার থেকে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। পরে তাকে আটক করে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

  • ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ না করে কলকাতা ফিরে গেছে ৩টি আন্তর্জাতিক বিমান।

    তাছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি বলে জানা গেছে।

    জানা যায়, এ সময়ের মধ্যে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।

    বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক খাইরুল কবির। তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল পৌণে ১০টা পর্যন্ত ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ৩টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেন।

    তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। তাছাড়া কুয়াশা কেটে যাওয়ার পর বিমানবন্দরটিতে আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানিয়েছেন কুয়াশা কেটে যাওয়ার পর কলতাকায় ফিরে যাওয়া ফ্লাইটগুলো একে একে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।

    এর মধ্যে সকাল পৌণে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। তিনি বলেন দুপুর ১টার মধ্যেই বাকি দুটি ফ্লাইটও চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করবে বলে তিনি জানিয়েছেন।

    এরআগে সোমবার সকালে মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। পরে কুয়াশা কেটে গেলে বিমানটিকে ফের চট্টগ্রাম বিমান বন্দরে নিয়ে আসা হয়।