Tag: চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমান

  • প্রবাস ফেরত হাটহাজারীর ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট

    প্রবাস ফেরত হাটহাজারীর ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে হাটহাজারীর পৃথক ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট।

    শুক্রবার দুপুরে মাসকাট থেকে আসা ও রাতে শারজাহ থেকে আসা প্রবাস ফেরৎ ২ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম।

    বিমান বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টার সময় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে করে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌছান হাটহাজারী উপজেলার বাসিন্দা প্রবাস ফেরত আমিনুল হক। গোপন সূত্রে খবর পেয়ে এনএসআই টিমের সদস্যরা তার ব্যাগেজ তল্লাশি করে। উদ্ধার করা হয় ২৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট।

    এর আগে একইদিন শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এয়ারের ওভি-৪০৭ ফ্লাইটে মাসকাট থেকে শাহ আমানতে আসা হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ শফি উল্লাহর লাগেজ থেকে ১২০ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দরের এনএসআইটিম।

    এক দিনে পৃথক দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন বিমান বন্দরের কর্মকর্তারা।

  • চট্টগ্রাম বিমান বন্দরে দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল ১৮১ কার্টন সিগারেট

    চট্টগ্রাম বিমান বন্দরে দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল ১৮১ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে মিলল ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৮১ কার্টন সিগারেট।

    সোমবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে গোপন সূত্রের খবরে সিগারেটগুলো জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। এসময় সিগারেট ছাড়াও ৩টি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়।

    বিমান বন্দরের এনএসআই টিম সূত্রে জানা যায়, সোমবার ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের দুবাই থেকে আসা কামাল উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে পণ্যগুলো জব্দ করে।

    জানা যায়, রাউজান উপজেলার বাসিন্দা কামাল উদ্দিনের লাগেজে ১৩২ কার্টন ইজি লাইট ও ৪৯ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এ ছাড়া একটি আইপ্যাড ও ৩টি মোবাইল পাওয়া যায় তার কাছে।

    এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে এনএসআই টিম সূত্রে জানা গেছে।

  • চট্টগ্রাম বিমান বন্দরে বিমান যাত্রীর কাছে মিলল ১৭৫ কার্টন সিগারেট

    চট্টগ্রাম বিমান বন্দরে বিমান যাত্রীর কাছে মিলল ১৭৫ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান যাত্রী মো. সোহেলের কাছে মিলল ১৭৫ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এনএসআই টিমের বিশেষ নজরদারিতে এসব সিগারেটসহ ধরা পড়ে সোহেল।

    এর আগে সিগারেটগুলো নিয়ে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন সোহেল। গোপন সূত্রের খবরে বিমান বন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা কাস্টমসের সহযোগিতায় সিগারেটগুলো জব্দ করা হয়। সোহেলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে।

    সিগারেটগুলো কাস্টম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এনএসআই কর্মকর্তারা।

  • চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে তিন দফায় বিভিন্ন ব্র্যান্ডের ১১শ ১২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ১০টার মধ্যে দেড় ঘন্টা সময়ের ব্যবধানে পৃথক পৃথকভাবে সিগারেটগুলো পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ২২ লক্ষ দুই হাজার টাকা।

    এর মধ্যে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজে ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় রাত সাড়ে ৮টার সময়।

    আধা ঘন্টা পর ৯টা ৫মিনিটে ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার হয় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায়। তবে এসময় সিগারেটগুলোর কোন বাহককে পাওয়া যায়নি।

    এছাড়া রাত ১০টা বাজের কিছু আগে আরো ৮০২ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো উদ্ধার হয়েছে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকা থেকে। সিগারেট জব্দ চট্টগ্রাম বিমান

    কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পৃথক দুইটি ফ্লাইটে করে ১১১২ কার্টন সিগারেট আনা হয়েছে।

    প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সিগারেটগুলো জব্দ করে সেগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।