২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে হাটহাজারীর পৃথক ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট।
শুক্রবার দুপুরে মাসকাট থেকে আসা ও রাতে শারজাহ থেকে আসা প্রবাস ফেরৎ ২ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম।
বিমান বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টার সময় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে করে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌছান হাটহাজারী উপজেলার বাসিন্দা প্রবাস ফেরত আমিনুল হক। গোপন সূত্রে খবর পেয়ে এনএসআই টিমের সদস্যরা তার ব্যাগেজ তল্লাশি করে। উদ্ধার করা হয় ২৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট।
এর আগে একইদিন শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এয়ারের ওভি-৪০৭ ফ্লাইটে মাসকাট থেকে শাহ আমানতে আসা হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ শফি উল্লাহর লাগেজ থেকে ১২০ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দরের এনএসআইটিম।
এক দিনে পৃথক দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন বিমান বন্দরের কর্মকর্তারা।