Tag: চট্টগ্রাম ৮

  • আ’লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার মনোয়ার

    আ’লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার মনোয়ার

    চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন আজ ২০ মার্চ সোমবার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে আসন্ন উপ নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

    এসময় চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, চট্টগ্রামের দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খাল খনন আন্দোলনের প্রতিষ্ঠাতা, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম রূপকার, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লন্ডন এর সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের উন্নয়ন ও প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছিলেন। লেখাপড়ার জন্য ইংল্যান্ডে পাড়ি জমানোর পর সেখানে গড়ে তোলেন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। লন্ডনে বসবাসকারি বাংলাদেশী তথা চট্টগ্রামের মানুষকে এক ছাতার নীচে আনেন তিনি। স্টুডেন্ড ভিসা কিংবা অন্য উপায়ে যুক্তরাজ্যে যাওয়ার পর আইন গ্যাড়াকলে বা বিপদে পড়া দেশের মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রামের প্রতি তার দরদ অপরিসীম। প্রায় ৪৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিশ্ব বিখ্যাত বিদ্যাপিট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বিপিপি বিশ্ববিদ্যালয় লন্ডন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম রহমানিয়া উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম হামজারবাগ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করেছেন।

  • চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, ইভিএমে ভোট গ্রহণ কাল

    চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, ইভিএমে ভোট গ্রহণ কাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। পূজন সেন, বোয়ালখালী: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন আগামীকাল ১৩ জানুয়ারি সোমবার। এ আসনের ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে গতকাল শনিবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা।

    এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    তিনি জানান, গতকাল শনিবার নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে (১৭০টি) মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগে মনের ভয় কিংবা সংশয় দূর করার জন্য এই মক ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়।

    আজ রবিবার বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছুবে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর ২ জন করে সদস্য কারিগরি সহযোগিতার জন্য থাকবে বলে জানান জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    ২৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা। তারা জোরালো প্রচারণা চালিয়ে ভোটারদের মন কাড়তে নানা প্রতিশ্রুতি প্রদান করেন। এরই মাঝে ছিলো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচার প্রচারণায় বাঁধা, পোস্টার-ব্যানার ছেঁড়া, হামলা ও অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ। পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারপ্রচারণায় সরগম হয়ে ওঠে কুর্ণফুলীর দুই পাড়ের জনপদ।

    গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার আমতল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে।

    এ ঘটনায় বোয়ালখালী বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ আসনের সিটি কর্পোরেশনের ৩-৭ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচার প্রচারণা দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

    চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর মোহরা, চান্দগাঁও, পাঁচলাইশ, পূর্ব ও পশ্চিম ষোলশহর) আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

    একটি অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪-৫ জন পুলিশ সদস্য ও ১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন র‌্যাব।

    এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে মোবাইল টিমে থাকবেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান।

    জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে শতভাগ ইভিএম’এ ভোট গ্রহণের জন্য আড়াই হাজার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং) প্রস্তুত রয়েছে। ১৭০টি কেন্দ্র্রের ১১৯৬টি কক্ষে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে চট্টগ্রাম নির্বাচন অফিসে ১২শ’ ইভিএম চলে এসেছে।

    এই আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ১ লাখ ৬৪ হাজার জন ভোটার।

  • আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:শাহাদাত

    আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে তত আওয়ামী সন্ত্রাসী বাহিনী বেপরোয়া হয়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচরাণায় বার বার হামলা চালাচ্ছে। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততায় সাধারণ জনগণ হতাশ। আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন।

    তিনি আজ শুক্রবার (৩ জানুয়ারী) চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গণসংযোগ শেষে এক পথ সভায় এ সব কথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগামীতেও এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে? কারণ এই নির্বাচন কমিশন একটি সরকারের আজ্ঞাবহ কমিশন। এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই। তারপরও বিএনপি আন্দোলনের অংশ হিসেবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে যদি নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট না হয় নির্লজ্জ নির্বাচন কমিশনের সুখোশ আবারও জনগণের কাছে উন্মোচিত হবে।

    ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগামী ১৩ জানুয়ারী আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই।

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার একটি অনৈতিক সরকার। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার হারিয়েছে। গণতন্ত্রের লেবাসে তারা দেশে স্বৈরাতন্ত্র চালাচ্ছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে বেগবান করতে হলে এবং এই সরকারের অপকর্মের জবাব দিতে আগামী ১৩ জানুয়ারী ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা হাসান ওসমান, আবুল কালাম আবু, মো. আলাউদ্দিন, মো. সালাহউদ্দিন, মো. সালাহ উদ্দিন, সামিয়াত আমিন জিসান, মো. হামিদ প্রমুখ।

  • আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেছেন, আওয়ামীলীগ কখনই জনগণকে বিশ্বাস করে না। সেজন্য ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের দলীয় কব্জায় নিয়েছে।

    চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের জোয়ার দেখে পরাজয় নিশ্চিত জেনে পেশী শক্তি দেখানোর জন্য নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর গতকাল রাতের আধারে ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলায় প্রমাণ করে আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের উপর আস্থা নেই।

    তিনি আজ বুধবার (১ জানুয়ারী) বিকালে পুরাতন চান্দগাঁও থানার সামনে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বিশের অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও’র মাটির সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার সম্পার্ক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার অমর বাণী ঘোষণা করেছিলেন। সেই চান্দগাঁও’র সন্তান নগর নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর রাতের আধারে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ স্বশস্ত্র হামলা করেছে। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে চান্দগাঁও’র মানুষের ভোট পাবে না বিধায় পেশী শক্তি প্রদর্শনে ব্যস্ত আওয়ামীলীগ। মামলা হামলা মাথায় নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি। তিনি অবিলম্বে হামলাকরীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল পুরাতন চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।

    চট্টগ্রাম মহনগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সবুক্তগীন সিদ্দিকী মক্কি, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা সদস্য মফজল আহমদ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, ম. হামিদ, মো. মুসা, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, সহ সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, এস এম ফারুক, হাফেজ কামাল উদ্দিন জাহাঙ্গির আলম বাবু, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, মো. সাইদুল, আবুল কালাম আবু, আবু বক্কর ছিদ্দিকী আবু, দেলোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য আবদুর রহমান আলমগীর, মো. কলিম উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি এস এম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. জাবেদ, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. জাফর, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি মো. হাসান, ৬ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক এসকান্দর হোসেন, ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মাসুদ আলম, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সাইফুল ইসলাম প্রমুখ।

  • জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে

    জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আজ ৩১ ডিসেম্বর ২০১৯ ইং মঙ্গলবার দুপুর আড়াইটায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ডস্থ চান্দগাঁও আবাসিক বিব্লক সিডিএ মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে শমসের পাড়া, মাঝির দোকান, ফরিদাপাড়া, চন্দ্রিমা আবাসিক, সাধুর পাড়া, লিপ্সা কলোনীর বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খলেদা জিয়ার সালাম পৌঁছে দেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে পাঠানিয়া গোদা মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামীলীগ মানুষের ভোট পাবে না বিধায় আজ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করেছে। কোন নিবাচনই যার পরাজয়ের নজির নেই।

    দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সুকৌশলে ক্ষমতাসীন আওয়ামীলীগ কারাগারে বন্দি করে রেখেছে। তিনি এ সময় আগামী ১৩ জানুয়ারী ভোট নয় ভোট যুদ্ধে চট্টগ্রাম-৮ আসনের আবু সুফিয়ানকে ধানের শীষে বিজয়ী করে জাতীয়তাবাদী শক্তির হারানো গণতন্ত্র ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির আন্দোলন ত্বরাণ্বিত করার আহবান জানান।

    প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, নব্য ডিজিটাল বাকশাল কায়েম করতেই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামীলীগ। দেশের মানুষ আজ ভোট কবে দিয়েছে ভুলে গেছে। আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে ভোটের রাজনীতি থেকে দূরে রাখতেই কূটকৌশলে অবৈধভাবে জেলাখানায় বন্দি রেখেছে ক্ষমতাদখলকারী আওয়ামীলীগ। জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে। জনপ্রিয়তায় বিএনপি তথা ধানের শীষ প্রতীকের বড় অপরাধ।

    ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুল হাকিমের পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য আলা উদ্দিন, নুরুল আমিন, সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, মো. সাইদুল, সিরাজ সিকদার, আবু বক্কর ছিদ্দিকী আবু, দেলোয়ার হোসেন, জসিমউদ্দিন, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, রুবেল, লিটন, আসমান, মাসুম, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসান, থানা যুবদলের সদস্য সগর, করিম, ৪ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহবায়ক বাবলু, তৈয়ব, রহিম, জসিম, রাশেদ, শাহজাহান, সদস্য রিয়াদ, আফসার, খোকন প্রমুখ।

  • মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    ২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব,চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    তিনি বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

    আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন মনোনয়নপত্র জমা দেয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৯৭৩ সালের পর এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। দীর্ঘদিন পর এলাকার মানুষ দলীয় প্রার্থী পেয়ে আবেগাপ্লুত হয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির উচ্ছাস

    তাই দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় শুভেচ্ছা জানাতে কিছু নেতা কর্মী স্ব-ইচ্ছায় আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হয়েছে।

    মোছলেম উদ্দিন বলেন, সারাদেশের উন্নয়নের সঙ্গে আমার সংসদীয় এলাকাকে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং কাঙ্খিত উন্নয়নে কাজ করবো। আমার প্রথম লক্ষ্য থাকবে এ এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বোয়ালখালী ও কালুরঘাটের সংযোগস্থলে একটি নতুন সেতু করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নতুন সেতুটি দৃশ্যমান করা। মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির

    মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৌকা প্রার্থী মোছলেম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, শফিক আদনান, নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন।

    মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শ’খানেক নেতাকর্মী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

    মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সংখ্যক লোক নিয়ে মোছলেম উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

    এর আগে এ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে বুধবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মো. হাসানুজ্জামান বলেন, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

    এদিকে বুধবার জাতায় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।

    উল্লেখ্য : চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি।

    এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।

  • চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম উদ্দিন আহমেদ

    চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম উদ্দিন আহমেদ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। ১৯ জন প্রার্থী দলের মনোনয়ন পেতে মনোনয়ন পত্র জমা দেন।

    মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এই ঘোষণা দেন।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দল তৃণমূলে সিদ্ধান্তকে মূল্যায়ন করেছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দলের অন্যতম নেতা মোছলেম উদ্দিনকে মনোনয়নের প্রয়োজন ছিলো। আসন্ন নির্বাচনে এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।

    এদিকে মোছলেম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলা সদরে এক আনন্দ মিছিল বের করেন।

    এছাড়া নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।