Tag: চট্টগ্রাম-৮ আসনে

  • নির্বাচনে যোগ্য প্রার্থী থাকতেও বিএনপি বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে-মোছলেম উদ্দিন

    নির্বাচনে যোগ্য প্রার্থী থাকতেও বিএনপি বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে-মোছলেম উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির অনেক যোগ্য ব্যক্তি থাকা শর্তেও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাইরের এক ব্যক্তির সাথে। চাল ডালের সংকট হলে জানি বাইরে থেকে আমদানি করতে হয়। এখন বিএনপিও বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে।

    তিনি বলেন, এ এলাকায় মোরশেদ খান, এরশাদ উল্লাহ, খলিল খানের মতো ব্যক্তি ছিলো তাদের মনোয়ন দেয়নি। এলাকার ছেলে হিসেবে দলমত নির্বিশেষে সবাই ভোট দেবেন এ দাবি আমি করতে পারি। আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের হবো না, সবার জন্যই কাজ করবো। এ নির্বাচনে রাজনৈতিক বিবেচনা করে নয়, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।

    সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নে জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

    মোছলেম উদ্দিন বলেন, নির্বাচিত হলে কালুরঘাট নতুন সেতু এক বছরের মধ্যে দৃশ্যমাণ করার পাশাপাশি এ এলাকায় অর্থনৈতিক জোন স্থাপন করবো। অর্থনৈতিক জোন হলে এ এলাকার লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। মোছলেম উদ্দিন

    কালুরঘাটে নতুন রেল সেতু পাশাপাশি সড়ক সেতু দৃশ্যমাণ করার লক্ষে এ উপ নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে চরণদ্বীপ মসজিদঘাট এলাকায় আয়োজিত এক পথ সভায় তিনি বলেন, সেতু নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে এখন কাজ শুরু করার পালা।

    ঠিক এ সময়ে গত ৭ নভেম্বর সাংসদ মঈন উদ্দিন খান বাদল মৃত্যু বরণ করেন। তাঁর এ শুণ্য আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে।

    নির্বাচনী এ প্রচারণায় সাথে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শামসুল আলম, জাসদ নেতা সৈয়দুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, ইউপি সদস্য বেলী আকতার, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ ও আবদুল মান্নান।মোছলেম উদ্দিন

    এছাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন মোছলেম উদ্দিন।

  • প্রচারণায় মুখর কর্ণফুলীর দু’পাড়ের জনপদ

    প্রচারণায় মুখর কর্ণফুলীর দু’পাড়ের জনপদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। পূজন সেন, বোয়ালখালী : চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে নানা নাটকীয়তার পর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ প্রার্থী। গত ২৩ ডিসেম্বর নির্বাচনী প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে কর্ণফুলী নদীর দুইপাড়ের জনপদ।

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (নৌকা), দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান (ধানের শীষ), বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রণ্ট (বিএনএফ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (টেলিভিশন), ইসলামিক ফ্রণ্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)।

    দীর্ঘ ৪৬ বছর পর আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন এ উপ নির্বাচনে। দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে পেয়ে উজ্জ্বীবিত নগর, জেলা-উপজেলার কর্মী সমর্থকরা। তবে বিএনপিও এ নির্বাচনে ছাড় দিতে রাজি নয়। আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। বিএনপি’র শীর্ষ নেতা-কর্মী ও সমর্থকরাও ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আরো খবর : উন্নয়নের দায়িত্ব আমার-মোছলেম উদ্দিন

    নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ভোটারদের মন গলাতে প্রচারযুদ্বে অবতীর্ণ হয়েছেন। এলাকাবাসীর সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ছাড়াও এলাকার উন্নয়নকে ত্বরান্বিত কথা বলছেন প্রার্থীরা।

    ঘোষিত তপশীল অনুযায়ী এ আসনে আগামী ১৩ জানুয়ারি ১৭০টি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আরো খবর : চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : প্রতীক পেলেন প্রতিদ্বন্ধী ৬ প্রার্থী 

    আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেন, এলাকাবাসী উন্নয়ন চায়, তারা এলাকার সন্তানকেই জনপ্রতিনিধি করতে চান। আসন্ন ১৩ জানুয়ারি দল-মত-নির্বিশেষে চোখ বন্ধ করে কালুরঘাট সেতু বাস্তবায়নে নৌকায় ভোট দেবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এ উপ নির্বাচনে কারো জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না। তাই উন্নয়নের স্বার্থে নৌকার বিকল্প নেই।

    বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, ধানের শীষ গণমানুষের অন্তরের প্রতীক। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আজকে একটি গণতান্ত্রিক দেশে জনগণ ভোট দিতে পারবে কি না শঙ্কায় থাকতে হয়। ১৩ জানুয়ারি শুধু ভোটের ব্যাপার নয়, মানুষের নাগরিক অধিকার। ভোটের অধিকার কেউ যদি নস্যাৎ করতে চায়, তাহলে জনগণ তা রুখে দিবে।

    ২০১৮ সালে এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল গত ৭ নভেম্বরে ভারতের ব্যাঙ্গালুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে গত ১ ডিসেম্বর এ আসনে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান বলেন, উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনকে ভোটাররা বেছে নেবেন। তিনি এ এলাকারই সন্তান হওয়ায় এলাকার প্রতি তাঁর দায়বদ্ধতাও বেশি রয়েছে।

    এ আসনে মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হন এম কফিল উদ্দীন, দ্বিতীয় সংসদে সিরাজুল ইসলাম, তৃতীয় সংসদে জাতীয় পাটির হয়ে এম. মোরশেদ খান, চতুর্থ সংসদে বিএনপি’র সিরাজুল ইসলাম, সপ্তম সংসদ ও অষ্টম সংসদে এম. মোরশেদ খান, এরপর টানা নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মহাজোটের শরীক দল জাসদের মঈন উদ্দীন খান বাদল সাংসদ নির্বাচিত হন।

  • চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : আপিল শুনানিতে বৈধ হল বাবলুর মনোনয়ন

    চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : আপিল শুনানিতে বৈধ হল বাবলুর মনোনয়ন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে বাতিল হওয়া মনোনয়ন পত্রের ফের বৈধতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমদ বাবলু।

    ফলে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছে বাবলু। এদিন বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপ নির্বাচনে ৭ প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পাওয়ার তথ্যটি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দীন আহমদ বাবলু নিজেই ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন।

    এর আগে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ১৯জন প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চান ৩ প্রার্থী।

    তবে জল্পনা কল্পনা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদকে মনোনীত করেন আওয়ামী লীগ। বিএনপি’র মনোনয়নে প্রার্থী হন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান। অন্যদিকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনি মাঠে হাওয়া গরম করে দেন জিয়া উদ্দিন বাবলু। এছাড়াও এ নির্বাচনে অংশ নিতে আরো ৫ প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়ন ফরম জমা দেন।

    গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির অভিযোগে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ওইদিন ৬ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হয় গণফ্রণ্টের উত্তম চৌধুরী ও জাপার প্রার্থী জিয়া উদ্দিন বাবলুর। তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন জিয়া উদ্দিন বাবলু।

    নির্বাচন কমিশন জানিয়েছে জিয়াউদ্দীন আহমদ বাবলু এক ব্যক্তির ব্যাংক ঋণের জিম্মায় ছিলেন। নির্দিষ্ট সময়ে ওই ঋণ পরিশোধে ব্যর্থ হন। নির্বাচনী আইনে বলা হয়েছে, যদি কেউ ব্যক্তিগত লোন নিয়ে থাকেন অথবা ব্যক্তিগত লোন নেয়ার ক্ষেত্রে জিম্মায় থাকেন তাহলে তাকে মানোনয়নপত্র জমাদানের ৭ দিন আগে সেই লোন পরিশোধ করতে হবে।

    এক্ষেত্রে জনৈক ব্যক্তিটি লোন পরিশোধ করেছেন একদিন আগে, যা নির্বাচনী আইনের লঙ্ঘন। এ কারণে জিয়া উদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    মোছলেম, সুফিয়ান ও বাবলু ছাড়াও নির্বাচনী লড়াইয়ে আছেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও ন্যাপের বাপন দাশগুপ্ত।

    উল্লেখ্য : ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল।

    এ নিয়ে তিনি এ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ নভেম্ব^র ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর মৃত্যুর পরপরই এলাকার নতুন সংসদ সদস্য কে হবেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন ৪লক্ষ ৭৫হাজার ৯৯৬ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪১হাজার ৯২২জন। মহিলা ভোটার ২লক্ষ ৩৪ হাজার ৭৪জন। তৎমধ্যে নগরের ৫টি (৩-৭) ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লক্ষ ১১হাজার ৯৯৬জন। বোয়ালখালী (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) উপজেলায় ১ লক্ষ ৬৪হাজার ভোটার।