Tag: চট্টগ্রাম-৮ আসন

  • প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম- ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে মৌলভী বাজার পার্টি অফিস থেকে গণসংযোগ শুরু হয়ে কালুরঘাট ব্রীজের পাশে শেষ হয়।

    এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খলেদা জিয়ার সালাম পৌঁছে দেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে কালুরঘাটে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেন, আওয়ামীলীগ ভোটরোগে আক্রান্ত। ভোট তথা নির্বাচনের কথা উঠলেই আওয়ামীলীগের চরিত্র দেশবাসীর কাছে ফুটে উঠে। আজ ৩ জানুয়ারী বোয়ালখালীতে নির্বাচনী গণসংযোগে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ানের উপর হামলা প্রমাণ করে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে নির্বাচনের নামে ছলচাতুরীতে ব্যস্ত। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষান্ত হয়নি, দেশবাসীর সাথে প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর।

    তিনি এ সময় অবিলম্বে আবু সুফিয়ানের উপর হামলাকরীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান এবং নির্বাচন কমিশনকে আহবান জানান গণতন্ত্রের স্বার্থে আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন সুষ্ঠু করার। মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনসহ প্রশাসনকে।

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবেন। মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব।

    ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ও ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।

    পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, শেখ কামাল আলম, আবু বক্কর ছিদ্দিকী আবু, মো. দেলোয়ার হোসেন, মো. সাইদুল, নগর যুবদলের সদস্য জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, খোরশেদ আলম রুবেল, নবী, বাবর, ইয়াছিন, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক রিদুয়ান হোসেন জনি, জাবেদ আলী, থানা যুবদলের সদস্য আমজাদ, রুবেল, ৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ৫ নং মোহরা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এস এম অভি প্রমুখ।

  • নৌকার বিজয় কেউ ধরে রাখতে পারবে না:মোছলেম

    নৌকার বিজয় কেউ ধরে রাখতে পারবে না:মোছলেম

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম- ৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আল্লার ওয়াস্তে নৌকায় ভোট দিন, নৌকার বিজয় কেউ ধরে রাখতে পারবে না। চট্টগ্রামের দুঃখ খ্যাত কালুরঘাট সেতুর জন্য যদি পিয়নের কাছেও যেতে হয় আমি যাবো। ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমি কালুরঘাট নতুন সেতুর জন্য দাবি জানিয়েছিলাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেতু করবেন। আমাকে নির্বাচিত করলে ১বছরের মধ্যে এ সেতু দৃশ্যমাণ করবো।

    আসন্ন নির্বাচন চট্টগ্রামের জন্য একটি অত্যন্তগুরুত্বপূর্ণ নির্বাচন। চট্টগ্রাম ৮ আসন একটি সমৃদ্ধ এলাকা ছিলো। বর্তমানে এ এলাকা অনেকাংশে পিছিয়ে পড়েছে। চট্টগ্রাম শহরের উপকণ্ঠের বোয়ালখালী উপজেলাও শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি ক্রীড়ায় এমনকি আন্দোলন সংগ্রামে অগ্রণী ছিলো এ অঞ্চল। কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে পড়তে বিভিন্ন অঞ্চলের মানুষজন এ এলাকায় আসতো। কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে ২টাকায় শহরে চলে যাওয়া যেতো। আজ অন্যান্য উপজেলা সব ক্ষেত্রে এগিয়ে গেলেও আমরা পিছিয়ে রয়েছি।

    শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বক্তব্যে তিনি আরো বলেন, চকরিয়া-কক্সবাজারের মানুষ তো আর এ অঞ্চলের মানুষে দু:খ সুখের কথা জানে না। যিনি সবসময় সরকারের বিরোধীতা করেন, তিনি কি করে সরকার থেকে কাজ আনতে পারবেন ? জাতীয় রাজনীতির কথা চিন্তা না করে এ অঞ্চলের উন্নয়নের কথা ভেবে যে সরকার থেকে কাজ আনতে পারবে, তাকে আল্লাহর ওয়াস্তে নৌকায় ভোট দিন।

    এ সময় তিনি বলেন, আমি এমপি ছিলাম না অথচ মানুষ আমকে গালি দিতো সেতুর জন্য। বলতো, বাদল আর মোছলেম উদ্দিনের ঝগড়ার কারণে সেতু হচ্ছে না। আমি বলতে চাই এ এলাকার কোনো উন্নয়ন কাজে আমি বাঁধা দিইনি বরং সহযোগিতা করেছি। এমপি না হয়েও বোয়ালখালী পৌরসভা প্রতিষ্টা করেছি, স্কুল কলেজের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ভবন এনেছি। আসন্ন উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হলে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করবো, প্রয়াত সাংসদ বাদলের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো, এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ার তোলার চেষ্ঠা করবো। অনেক স্কুল কলেজের অবস্থা জরাজীর্ণ রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো নেই।

    তিনি বলেন, সবাই তো আওয়ামী লীগ করে না। কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি আবার রাজনীতি করে না এমন মানুষও অনেক আছেন। তবে সবারই দেশ প্রেম রয়েছে। মানুষ চাই কাজ, কিছু আয় উন্নতি হোক। ১৯৭৩ সালের পর এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এমপি হতে পারেননি। এবার বাদলের মৃত্যুতে শুণ্য হওয়া এ আসনে আমাকে মনোনয়ন দেওয়ায় নগর-গ্রামে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তাতে নৌকার বিজয় কেউ রুখতে পারবে না। এখন সুযোগ এসেছে নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার। আগামী ৪ বছর আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মো.বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা হারুণ মিয়া, মাহবুবুর রহমান, বন গোপাল দাশ, শরৎ বড়–য়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল ম্যানেজার রফিকুল আজাদ, এলাকার পরিচালক মো.আশরাফ উদ্দিন কাজল, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান ও দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন।

    এর আগে সকাল সাড়ে ৮টায় নগরীর বাস ভবনে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ, সকাল সাড়ে ৯টায় মোহরা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সকাল ১১টায় চান্দগাঁও ছাত্র-যুব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদেন তিনি। এছাড়া রাতে নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম সমিতি বন্দরের মিলন মেলায় যোগদানের কথা রয়েছে।

  • চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের বিজয় হলে গণতন্ত্রের বিজয় হবে

    চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের বিজয় হলে গণতন্ত্রের বিজয় হবে

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন হোসেন বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের বিজয় হলে গণতন্ত্রের বিজয় ত্বরাণ্বিত হবে।

    চট্টগ্রাম-৮ আসনে বিএনপি, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট’র ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানকে বিজয়ী করে আনতে হবে। যদিও এই সরকারের সংসদ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নয়। তারপরও আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে। এই উপনির্বাচনে ধানের শীষকে বিজয় করে আমাদের প্রমাণ করতে হবে বিগত ৩০ ডিসেম্বর জনগণ ভোট দিতে পারলে ধানের শীষ তথা বেগম খালেদা জিয়াই সরকার গঠন করত।

    তিনি আজ সন্ধ্যায় চান্দগাঁও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ধানের শীষের প্রতীক আবু সুফিয়ানের সমর্থনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে আমার (বাকলিয়া -কতোয়ালি-চকবাজার) চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে সুপরিকল্পিতভাবে ইভিএম চাপিয়ে দিয়ে ভোট কারচুপি করেছিল। দেশবাসীর কাছে ইভিএম একটি ভোট ডাকাতির মেশিন হিসেবে পরিচিত লাভ করেছে। এখন এই ইভিএম আপনাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। তারপরও আপনাদের যখন ভোট দিতে হবে তবে ভোট দেয়ার দুটি ধাপ অবশ্যই মনে রাখতে হবে। বুথে যদি কোন আওয়ামী লীগ নেতাকর্মী বসে থাকতে দেখেন সাথে সাথে তার প্রতিবাদে সোচ্চার হতে হবে। শুধু তাই নয় এই সরকার দিনের ভোট রাতে নিয়ে ফেলে তাই আপনাদের সজাগ থাকতে হবে ১৩ তারিখের ভোট যেন ১২ তারিখ রাতে নিতে না পারে। সকল ভেদাভেদ ভুলে চান্দগাঁও থানা বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ১৩ জানুয়ারীর ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

    ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ যে আসলেই ভোট চোর নদভীর বক্তব্যে প্রমাণিত হয়েছে। আজ একটি আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে সাতকানিয়া আওয়ামী লীগের সংসদ নেজামুদ্দিন নদভী বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ৬০টি সেন্টার দখল করে ভোট ডাকাতি করেছে তাই স্পষ্ট ভাবে জাতির কাছে উপস্থাপন করেছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি ১৩ তারিখ এই উপনির্বাচনে সুপরিকল্পিতভাবে করছে সেন্টার দখল করার পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি এই ধরনের কোন পরিকল্পনা করা হয় তাহলে তার পরিণাম ভয়াবহ হবে।

    চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধূরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, অর্থ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফ খানসহ থানা ওয়ার্ড ও অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

  • চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : প্রতীক পেলেন প্রতিদ্বন্ধী ৬ প্রার্থী

    চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : প্রতীক পেলেন প্রতিদ্বন্ধী ৬ প্রার্থী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী-চান্দগাঁও আংশিক মিলে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার জন্য বৈধ ৬ প্রার্থী পেয়েছেন প্রতীক। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীক নিলেন মোছলেম উদ্দিন

    নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাত থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আবু  সুফিয়ান বিএনপি প্রার্থী

    দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান। এ আসনের উপ-নির্বাচনে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।নৌকা প্রতীকে মোছলেম উদ্দিন আরো খবর : চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি

    এছাড়াও নির্বাচনে অংশ নেওয়ার জন্য ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হককে আপেল প্রতীক বরাদ্ধ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

    উল্লেখ্য : ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল।

    এ নিয়ে তিনি এ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ নভেম্ব^র ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর মৃত্যুর পরপরই এলাকার নতুন সংসদ সদস্য কে হবেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। আরো খবর : উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম উদ্দিন আহমেদ

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন, পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন, পূর্ব গোমদন্ডী ইউনিয়ন, শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, আমুচিয়া ইউনিয়ন ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন ৪ লক্ষ ৭৫হাজার ৯শ ৯৬ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৯শ ২২জন। মহিলা ভোটার ২লক্ষ ৩৪ হাজার ৭৪জন। তৎমধ্যে নগরের ৫টি (৩-৭) ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ৯শ ৯৬জন। বোয়ালখালী (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) উপজেলায় ১ লক্ষ ৬৪হাজার ভোটার।

  • মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান

    মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান

    চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দঁগাও, বায়েজিদ ও পাঁচলাইশ) সংসদীয় আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

    বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান খান তার মনোনয়ন ফরম গ্রহন করেন।

    এর আগে গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির একক প্রার্থী হিসাবে আলহাজ্ব আবু সুফিয়ানকে মনোনয়ন চূড়ান্ত করে চিঠি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান।

    মনোনয়ন ফরম জমাদানকালে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খানসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।