Tag: চট্টগ্রাম

  • চট্টগ্রামে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ

    চট্টগ্রামে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ

    ঢাকা সেন্ট্রাল হসপিটালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

    সোমবার (১৭ জুলাই) থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি চলবে মঙলবার (১৮ জুলাই) পর্যন্ত।

    তবে এ সময়ে জরুরি অপারেশন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার সদস্যরা সোমবার সব ধরনের অপারেশন বন্ধ রেখেছেন একইসাথে প্রাইভেট চেম্বারও করছেন না তারা।

    ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বলেন, মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে।

    একইসাথে হাসপাতালে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেফতারকৃত দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানাচ্ছি।

    এদিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রেখেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিজএবিলিটি ইন্সটিটিউট (বাডি)।

    এ অবস্থায় কিন্তু যারা নিয়মিত ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তারা পড়েছেন বিপদে।

  • চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম

    চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম

    চট্টগ্রাম বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তোফায়েল ইসলাম। তিনি মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক।

    সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন এই বিভাগীয় কমিশনারের নিয়োগের কথা জানানো হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।

    এদিকে, একই দিনে পাঁচজনকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

    এছাড়াও গতকাল রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) উম্মে সালমা তানজিয়াকে এবং বরিশালে বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে।

  • চট্টগ্রামে ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাই, আহত ২

    চট্টগ্রামে ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাই, আহত ২

    চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দীন বাজারে এক মোবাইল ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হন।

    রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে রয়েল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

    আহতরা হলেন- রিয়াজউদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

    নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াছিন কবির বলেন, আমি শাওমি রেডমিসহ বিভিন্ন মোবাইলের ডিলার। রোববার দুপুর সাড়ে বারটার দিকে আমার প্রতিষ্ঠানের দুইজন কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সিটি ব্যাংকে যাওয়ার পথে রিয়াজউদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয়।

    ছিনতাইকারীরা কর্মচারীদের ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
    আমি থানায় এসেছি।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ঘটনাস্থলে কি হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।

  • চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডের টোল হার নির্ধারণ

    চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডের টোল হার নির্ধারণ

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট লিংক রোডের টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গাড়ি ভেদে ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টোল আদায় এবং সড়কটি রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছে সিডিএ।

    নির্ধারিত টোল হার অনুযায়ী সড়ক অতিক্রমকারী মোটরসাইকেলকে ১০ টাকা, অটোরিকশাকে ১৫ টাকা এবং কার, জিপ ও মাইক্রোবাসকে দিতে হবে ৫০ টাকা। পিকআপ ও মিনিবাসকে দিতে হবে ৮০ টাকা। এছাড়া সড়কটিতে চলাচলকারী বড় বাসকে ১০০ টাকা, ট্রাককে ১২০ টাকা, বড় ট্রাককে ১৫০ টাকা এবং ট্রেইলার ও কাভার্ডভ্যানকে টোল দিতে হবে ২০০ টাকা।

    সিডিএ কর্মকর্তারা জানিয়েছে, সংশোধিত ডিটেইল প্রজেক্ট প্ল্যানে (ডিপিপি) প্রকল্প ব্যয় ৩২০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩৫৩ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। এরপর এই অতিরিক্ত ৩৩ কোটি টাকা সিডিএর নিজস্ব তহবিল থেকে দিতে নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে সড়কটিতে টোল নেওয়ার সিদ্ধান্ত নেয় সিডিএ।

    আবার নির্মাণ শেষ হলেই সড়কটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন অতিরিক্ত অতিরিক্ত ৩৩ কোটি টাকা টোলে আদায়ের পর সড়কটি চসিককে বুঝিয়ে দেওয়া হবে। এ সময়ের মধ্যে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি রক্ষণাবেক্ষণ করবে।

    জানতে চাইলে বৃহস্পতিবার (৬ জুলাই) সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, প্রকল্পের ডিপিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়েছে। মূলত প্রকল্পের অতিরিক্ত টাকা তুলতে টোল নির্ধারণ করা হয়েছে। সড়ক রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করতে ৫ বছরের জন্য ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর প্রকল্পের টাকা ওঠে গেলে সড়কটি চসিককে বুঝিয়ে দেওয়া হবে।

    জানা গেছে, চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা সমাধানের জন্য বায়েজিদ বোস্তামি থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক নির্মাণ করছে সিডিএ। চার লেনবিশিষ্ট সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩২০ কোটি টাকা। এরপর তা বেড়ে ৩৫৩ কোটিতে দাঁড়ায়। একাধিকবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০১৯ সালে শেষ করার কথা ছিল। পরবর্তীতে ২০২১ সালের জুন পর্যন্ত আবার কাজের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে।

  • চট্টগ্রাম বন্দরে ফ্রান্স নৌবাহিনীর যুদ্ধজাহাজ

    চট্টগ্রাম বন্দরে ফ্রান্স নৌবাহিনীর যুদ্ধজাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর যুদ্ধজাহাজ এফএস সার্কাফ। রোববার (২ জুলাই) বন্দর জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান।

    এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

    এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ এটিকে অভ্যর্থনা জানায়।

    নৌবাহিনী জানায়, জাহাজটিতে মোট ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। ১২৫ মিটার দৈর্ঘ্যের ফ্রান্সের এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস ও চট্টগ্রাম ওয়্যার সিমেট্রিসহ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। এছাড়া ফ্রান্স ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ফ্রান্স নৌবাহিনীর এ জাহাজের সফরের ফলে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে আগামী ৬ জুলাই জাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

  • চট্টগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

    চট্টগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

    চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মো. মুছা (৫৫) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকালে দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, নিহত মুছা ও অভিযুক্ত আব্দুল বায়েজ ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের ছেলে। দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর আব্দুল বায়েজ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, লেনদেনের একটি বিষয় নিয়ে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাইকে ছুরিকাঘাত করে ছোট ভাই পালিয়ে। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

  • চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    চট্টগ্রাম বিভাগগের বিভাগীয় কমিশনার ও বিভাগের জেলা প্রশাসকগণের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ স্বাক্ষর অনুষ্ঠান সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।

    বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ আনোয়ার পাশা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান (চট্টগ্রাম), ইয়াছমিন পারভীন তিবরীজি (বান্দরবান), মোহাম্মদ শামীম আলম (কুমিল্লা), মোঃ শাহগীর আলম (ব্রাহ্মণবাড়িয়া), মোঃ কামরুল হাসান (চাঁদপুর), দেওয়ান মাহবুবুর রহমান (নোয়াখালী), মোঃ আনোয়ার হোছাইন আকন্দ (রক্ষ্মীপুর), আবু সেলিম মাহমুদ-উল হাসান (ফেনী), মুহম্মদ শাহীন ইমরান (কক্সবাজার), মোহাম্মদ মিজানুর রহমান (রাঙামাটি) ও মোঃ সহিদুজ্জামান (খাগড়াছড়ি পার্বত্য)। বিভাগীয় কমিশনার কার্যালয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেন।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান এনডিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিগত ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ সরকারী সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দিন বদলের সনদের কথা বলেছেন। তাঁর নেতৃত্বে আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বর্তমানে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গিয়েছি। আগামী ২০২৩ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী। এজন্য নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

    বিভাগীয় কমিশনার বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সর্বক্ষেত্রে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। দেশে আগে কি ছিল, আর এখন কি হয়েছে, শেখ হাসিনার মূলনীতি, গ্রাম-শহরে উন্নতি, আমার গ্রাম, আমার শহর। অর্থ্যাৎ গ্রামকে শহর বানাবো না, আমাদের আশপাশে যা কিছু আছে তা নিয়ে শহরের আদলে গ্রামকে সাজাবো-এটাই এপিএ’র মূল বিষয়। আগে অফিসে বসে ঘন্টার পর ঘন্টা ফাইলে সই করতে হতো, কখন ডাকযোগে চিঠি আসবে, পিয়ন এসে দিয়ে যাবে-আমরা আগে অপেক্ষায় থাকতাম, আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর প্রযুক্তির মাধ্যমে সকল ধরণের ম্যাসেজ মুহুর্তের মধ্যেই আদান-প্রদান হচ্ছে। মূলতঃ সকল সেবা এখন হাতের মুঠোয়।

  • চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

    চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

    চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়।

    শনিবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক পাঁচ জন ‘টিন স্কোয়াড’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা অপকর্মে জড়িত। এই গ্যাংয়ের সদস্যরা লোকজনকে প্রাণনাশের হুমকি প্রদান, অস্ত্রশস্ত্র প্রদর্শন ও মাদক সেবন করে।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত বৃহস্পতিবার (৮ জুন) কোতোয়ালি থানার কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চট্টগ্রামে বিজিবির অভিযানে দুই কেজি হেরোইন উদ্ধার

    চট্টগ্রামে বিজিবির অভিযানে দুই কেজি হেরোইন উদ্ধার

    চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ বলেন, মেহেরপুর থেকে একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এসময় ডগ স্কোয়াডের মাধ্যমে বাসে থাকা একটি কালো ব্যাগ থেকে হেরোইন জব্দ করা হয়।

    উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।

  • চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ

    চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ

    চট্টগ্রাম নগরের সল্টঘোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

    রাত সোয়া ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়াগনের সঙ্গে লরিটি আটকা অবস্থায় ছিল। এতে করে রেললাইনের দুই পাশে প্রচুর গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

    চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

    চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবা পাচারের এক মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

    দণ্ডিত মো. জহির (৩২) কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এর মানু মাঝি এলাকার মো. ইউসুফের ছেলে।

    বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ মামলার রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

    তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জামিন নিয়ে পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

    এর আগে ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকা থেকে জহিরকে গ্রেপ্তার করে র‌্যাব। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১৯,৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় র‌্যাব-৭ এর সে সময়ের ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা করেন।

    ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০২২ সালের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করে জহিরের বিচার ‍শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত।

  • চট্টগ্রামে নামছে পর্যটক বাস

    চট্টগ্রামে নামছে পর্যটক বাস

    দেশে প্রথমবারের মত সড়কে নামছে পর্যটক বাস। প্রাথমিকভাবে দুইটি বাস নিয়ে পর্যটক বাস সার্ভিসের যাত্রা শুরু হবে। বাস দুইটি চট্টগ্রাম নগরের টাইগারপাস-ফৌজদার হাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যাতায়াত করবে।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

    আগামী ১০ জুন সকাল ১০টায় সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসাবে রূপান্তিরত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নানা উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পর্যটকদের জন্য দুটি ডাবল ডেকার বাস নিয়ে পর্যটক বাসের যাত্রা করছে।

    চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের পর্যটকদের জন্য একটি আধুনিক বাস সার্ভিস চালু করা হচ্ছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাবাসীর জন্য বিশেষ উপহার। এর মাধ্যমে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে দেশের অন্যতম নান্দনিক প্রাকৃতিক সমুদ্র সৈকত পতেঙ্গা যাতায়াত করতে পারবেন।

    এর মাধ্যমে চট্টগ্রামে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি নতুন অধ্যায় শুরু হবে। একই সঙ্গে এটি হবে স্মার্ট চট্টগ্রামের একটি অন্যতম অনুষঙ্গ।

    চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু রায়হান বলেন, প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে পর্যটক বাস সার্ভিসের যাত্রা হচ্ছে। দুটি বাসরে মধ্যে একটির ছাদ খোলা থাকবে। এতে পর্যটক যাত্রীরা মুক্ত হাওয়া অবগাহন করতে পারবেন। আগামীতে পর্যটকদের চাহিদা বিবেচনায় বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। যোগ করা হবে এসি বাস।

    জানা যায়, পর্যটন বাস দুটি নগরের টাইগারপাস হতে যাত্রা শুরু করে ফৌজদার হাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এবং পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত হতে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে। সার্ভিসটি প্রতি শুক্রবার ৩টি ট্রিপ যাতায়াত করবে। এর মধ্যে সকাল ৯টা, বিকাল ৩টা, বিকাল ৪টায় যাতায়াত করবে। প্রতি শনিবার ৪টি ট্রিপ যাতায়াত করবে। এর মধ্যে সকাল ৯টা, সকাল সাড়ে ১০টা, বিকাল ৩টা ও বিকাল ৪টায়।

    রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ২টি ট্রিপ চলাচল করবে। এর মধ্যে বিকাল ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস হতে পতেঙ্গার উদ্দেশ্য যাত্রা করবে। অন্যদিকে, প্রতি শুক্রবার দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় এবং প্রতি শনিবার দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে ডিসি পার্ক হয়ে টাইগার পাস আসবে।

    পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস হতে ডিসি পার্ক পর্যন্ত ভাড়া ৪০ টাকা, ডিসি পার্ক হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগার পাস হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা। একইভাবে পতেঙ্গা হতে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক হতে টাইগারপাস ৪০ টাকা ও পতেঙ্গা সমুদ্র সৈকত হতে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।