Tag: চলন্ত ট্রেনে কাটা পড়ে

  • মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

    মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রেললাইন এলাকায় এঘটনা ঘটে।

    সীতাকুণ্ড মিরসরাই সেকশনের রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ জানান, নিহত মানসিক ভারসাম্য হীন নারী রেললাইন ধরে প্রায় সময় হাঁটা চলা করতো বলে জানিয়েছেন স্থানিয়রা। বৃহস্পতিবার সকালের কোন একটি রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আনজুমান মফিদুল ইসলামের সহায়তার কবরস্থ করা হবে।

  • দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল খুবি অধ্যাপকের

    দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল খুবি অধ্যাপকের

    চলন্ত ট্রেনে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমানের (৬৫) মৃত্যু হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অধ্যাপক মিজানুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন শিক্ষক ছিলেন।

    এ ছাড়া সয়েল ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতার সঙ্গে কয়েকজন শিক্ষকের সঙ্গে তিনিও ছিলেন।

    জানা গেছে, চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান অধ্যাপক মিজানুর রহমান। মুহূর্তে ডান হাত-পা কাটা পড়ার পাশাপাশি মারাত্মক আঘাত পান। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, অধ্যাপক মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে সকাল সোয়া ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, অধ্যাপক মিজানুর রহমানসহ কয়েকজনের একটি গ্রুপ সকালে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে তারা সিদ্ধান্ত নেয় যশোরের গদখালীতে ফুল চাষ দেখতে যাবে। সে হিসেবে সকালে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উনি আসতে একটু দেরি করেন। ট্রেন ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান।

    তিনি আরও বলেন, মিজানুর রহমান সৎ, দক্ষ ও আদর্শবান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

    জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এফএম আতিয়ার রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন মিজানুর রহমান। তিনি এ বিভাগের প্রধানও ছিলেন।