চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন নগরীর তাসপিয়া হতে সাগরিকা পর্যন্ত চলমান রাস্তার কাজ পরিদর্শন করেছেন।
এসময় মেয়র কাজ সমাপ্তিতে দীর্ঘসুত্রিতা দেখে অসন্তোষ প্রকাশ করে আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বরত প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মেয়র অত্র এলাকার যানবাহন ও জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটায় দু:খ প্রকাশ করেন এবং কাজের গুনগত মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি বলেন গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার কাজের দীর্ঘ সুত্রিতা জন দূর্ভোগকে বাড়াচ্ছে। এটা ঠিকাদারদের চুক্তির বরখেলাপ। কোন অজুহাতে কাজের দীর্ঘসূত্রিতা এবং গুনগত মান রক্ষা করা না হলে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।
পরিদর্শনকালে চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, নাসির উদ্দিন, মোহাম্মদ মাহবুব, উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর