Tag: চসিক কাউন্সিলর

  • চসিক কাউন্সিলর মিন্টু আর নেই

    চসিক কাউন্সিলর মিন্টু আর নেই

    চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাত বার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইম্পালস হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়।

    ঢাকা থেকে তার লাশ চট্টগ্রামে আনার প্রস্তুতি চলছে। আসরের নামাজের পর নগরীর প্যারেড মাঠ অথবা মহসিন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ হযরত মিসকিনশাহ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

    মিন্টু একাদশ শ্রেণী পড়ুয়া এক পুত্র সন্তানের জনক। তিনি সর্বশেষ চকবাজার আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    তিনি ১৯৭৭ সাল ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

  • তিন ছেলেসহ করোনা আক্রান্ত চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

    তিন ছেলেসহ করোনা আক্রান্ত চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব তিন ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

    বুধবার (২৭ মে) দিবাগত রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

    ৩৮ বছর বয়সী হাসান মুরাদ বিপ্লবের আক্রান্ত তিন শিশুর বয়স যথাক্রমে ৬, ১০ ও ১৪ বছর।

    এর আগে গত মঙ্গলবার (২৬ মে) কাউন্সিলর বিপ্লবসহ তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় মারা গেলেন চসিক কাউন্সিলর মাজহারুল

    করোনায় মারা গেলেন চসিক কাউন্সিলর মাজহারুল

    করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

    মঙ্গলবার (২৬ মে) রাত ৯ টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    একই হাসপাতালে করোনা আক্রান্তে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রীও।

    মৃত্যুকালে কাউন্সিলর মাজহারুল ইসলামের বয়স হয়েছিল ৬৮ বছর। তার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে চিকিৎসক। আরেক ছেলে কানাডায় আছেন। এক মেয়ে কর্মসূত্রে ভারতে বসবাস করেন।

    মাজহার সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ। তিনি বলেন, ‘কাউন্সিলর মাজাহার গত সপ্তাহ থেকে হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকায় যান চিকিৎসার জন্য। পরে সেখানে গিয়ে টেস্ট করলে তার করোনা শনাক্ত হয়। এরপর একই হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়। আজকে রাতে ঢাকায় মারা যান মাজাহার।’

    জানা গেছে, করোনার এই সংকটে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ হতাশার চিত্র দেখে নিজের অসুস্থ শরীর নিয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি গতবার প্রথম বারের মত আওয়ামী লীগের সমর্থনে প্রথমবারের মত কাউন্সিলর নির্বািচত হন। তবে এবার দলীয় সমর্থন বঞ্চিত হন মাজাহারুল ইসলাম। তার বদলে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউল্লাহ চৌধুরীকে সমর্থন দেয় আওয়ামী লীগ। এরপরও ব্যাডমিন্টন প্রতীক নিয়ে স্থগিত হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কাউন্সিলর মাজাহারুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/এম আর