Tag: চসিক প্রশাসক

  • ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে ২০৪১ সালের মধ্যে আমাদের স্বপ্ন পুরন হবে: চসিক প্রশাসক

    ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে ২০৪১ সালের মধ্যে আমাদের স্বপ্ন পুরন হবে: চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মহান বিজয় দিবস বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে গৌরব ও অহংকারের দিন। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, বাঙ্গালী জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা।

    মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

    সকাল আটটায় বাটালী হিলস্থ, টাইগারপাস চসিক সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চসিকের সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

    প্রসাশক আরো বলেন, ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষনে আজ আমরা এই বিজয় দিবস উদযাপন করছি। এ বছর আমরা আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ-বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কয়েকদিন পর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদার্পন করবো। আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করে সমগ্র-বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আগামী-২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার স্বপ্ন পুরন হবে।

    তিনি আরো বলেন, এই বিজয়ের দিনে আমাদের শপথ হোক দেশ থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবেলা করা এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মানকারীদের রুখে দেয়া।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ছয়টায় বাটালিহিলস্থ, টাইগারপস অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের। তবে একই সাথে দিনটি বেদনারও। বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন বুকে নিয়ে। উনপঞ্চাশ বছরের এ পথপরিক্রমায় সে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। তবুও আজ আমরা উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন পুরণ করেছি।

    তিনি আরো বলেন, আমাদের সামনে অসীম সম্ভাবনা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সব সমস্যা মোকাবেলায় সচেষ্ট হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।

    কেন্দ্রিয় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আঞ্চলিক প্রধান নির্বাহী আফিয়া আখতার, রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর চৌধুরী, তত্ত্বাবধায় প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী , সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পদাক মুজিবুর রহমানসহ চসিক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে কোন ময়লা-আবর্জনা দেখতে চাইনা: চসিক প্রশাসক

    বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে কোন ময়লা-আবর্জনা দেখতে চাইনা: চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন আগামী (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে নগরীর কোথাও কোন ময়লা পড়ে থাকতে দেখা গেলে পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সকাল সাড়ে আটটার মধ্যে নগরীর সকল রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত দেখতে চাই। যারা আমার এই নির্দেশ সঠিকভাবে পালন করবেন তাদের পুরস্কৃত ও যারা করবেন না তাদের জন্য তিরস্কারের পাশাপাশি থাকবে শাস্তির ব্যবস্থা। এছাড়াও ৩০ ডিসেম্বরের মধ্যে টিজির দখলকৃত জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন।

    তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-সুপারভাইজারদের একসভায় একথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। এসময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

    সভায় প্রশাসক খোরশেদ আলম সুজন আরো বলেন, পরিচ্ছন্ন সুপারভাইজারদের অফিস থেকে নির্দিষ্ট যে পোশাক সরবরাহ করা হয়েছে, তা পরিধান করে কর্মস্থলে কাজ করবেন। যাতে নগরবাসী আাপনাদের চিনতে পারেন।

    তিনি বলেন, আমার দায়িত্বের ৫ মাস অতিবাহিত হতে চললো এখনো নগরীর কিছু এলাকা থেকে নিয়মিত ময়ল-আবর্জনা পরিস্কার ও রাস্তা ঝাড়ু দেয়া হয়না বলে অভিযোগ পাই আমি। এটা কাম্য না। পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা সুপারভাইজারগণ যদি মনে করেন আমি কিছু জানিনা, বুঝিনা, দেখিনা তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন! আমার কাছে আপনাদের সব অনিয়ম অভিযোগের খবর আছে। এরপরও আমি চাই আপনারা সংশোধন হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন।

    এসময় প্রশাসক দুঃখ করে বলেন আমার মনে “ডোর টু ডোর” এ নিয়োগকৃত পরিচ্ছন্ন শ্রমিকদের নিয়ে একটা খটকা থেকেই গেলো। তিনি তাঁর দায়িত্বকাালে একদিনও নগরীতে ময়লা-আবর্জনা যত্রতত্র দেখতে চাননা বলে জানিয়ে বলেন, আপনার ঠিকঠাকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন, যাতে আমাকে আপনাদেরকে বকা ঝকা করতে না হয়। আমি নিজেও কারো কাজে খবরদারি করা পছন্দ করিনা। আপনারা দায়িত্ববোধ নিয়ে নিজ কাজ সম্পন্ন করবেন এটাই প্রত্যাশা।

    প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক পরিচ্ছন্ন সুপারভাইজার-কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রশাসকের দায়িত্বকালে নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কাজের যে ভাবমূর্তি অর্জিত হয়েছে তা রক্ষা করতে হবে। কোন পরিচ্ছন্ন কর্মী সুপারভাইজারের দায়িত্বে অবহেলা মেনে নেয়া হবে না। আর মনে রাখবেন আপনাদের কাজ ছোট নয়। বিশ্বের অন্যান্য দেশে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের সম্মানের চোখে দেখা হয়। কাজেই আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এটাই কাম্য।

  • মহিউদ্দীন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন চসিক প্রশাসক

    মহিউদ্দীন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রামসহ দেশের রাজনৈতিক অঙ্গণের অলোচিত ও পরিচিত মুখ গণমানুষের নেতা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ‘চট্টলবীর’ খ্যাতি পাওয়া প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে আজ মঙ্গলবার ভোরে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

    প্রশাসক কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কবর জিয়ারত ও মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন চসিকের মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ চৌধুরী। এর আগে কোরান খতমের অয়োজন করা হয়।

    শ্রদ্ধানিবেদনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোন-৬ এর আফিয়া আখতার, স্পেশাল ম্যজিস্ট্র্যাট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, উপ-সচিব আশেক রসূল চৌধুরী টিপু,তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, আবু তৈয়ব, শাহিনুল ইসলাম ও ভু-সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশাসকের সাথে ছিলেন।

  • অদম্য-অজেয় বাংলাদেশের জয়যাত্রা থামানো যাবেনা: সুজন

    অদম্য-অজেয় বাংলাদেশের জয়যাত্রা থামানো যাবেনা: সুজন

    বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বধ্যভূমির স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক দিয়ে আজ সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

    পুস্পস্তবক অর্পণের পর তিনি স্মৃতিস্তম্ভ চত্বরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির এই সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসক উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, বাঙালি জাতির জীবনের ইতিহাস,ঐতিহ্য,শৌর্যবীর্য লড়াই-সংগ্রামের সাথে ওতো প্রতোভাবে জড়িয়ে আছে ৫২-৭১। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীকারের স্বপ্নের যে বীজ মনে রোপন করেছিল তা পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়। এই স্বাধীনতা ও শোষনমুক্ত স্বাধীন দেশ প্রাপ্তিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পাশাপাশি হারাতে হয়েছে জাতির মেধাবী ও শ্রেষ্ঠ সন্তানদের। পশ্চিমা পকিস্তানী জান্তারা চেয়েছিলো বাঙালি জাতিকে মেধাশুন্য ও সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিতে। কিন্তু তারা পারেনি।

    তিনি বলেন, আমাদের প্রিয় স্বদেশ ও এর জনগোষ্ঠী অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে লালন ও ধারন করে। এখানে কখনো সাম্প্রদায়িকতার উগ্র আস্ফালন মাথাচাঁড়া দিয়ে উঠতে পারবেনা। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আগামী দিনের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ তাঁর অর্থনৈতিক স্বানির্ভরতার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। অদম্য-অজেয় এই প্রিয় বাংলাদেশের জয়যাত্রা কেউ থামিয়ে রাখতে পারবেনা।

    এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া,প্রশাসকের একান্ত সচিব মো.আবুল হাশেম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবাধায়ক প্রকৌশলী ঝুলন বড়ুয়া প্রমুখ প্রশাসকের সাথে ছিলেন।

  • সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকতে চাই : সুজন

    সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকতে চাই : সুজন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন আমি আমার দায়িত্বকালীন মেয়াদের মধ্যে নগরবাসীর জন্য কাজ করতে চাই। সকাল বিকাল দুপুর রাত সবসময় আমার ঘরের দরজা নগরবাসীর জন্য খোলা। আমি বিশ্বাস করি আমার প্রিয় এই চট্টগ্রাম নগরীর মানুষের জন্য যদি ভালো কোন কাজ করি, তাহলে তারা আমাকে মনে রাখবেন। আমার পরিচিত জনদের মধ্যে অনেক নগরবাসী আমাকে প্রশ্ন করেছেন আমি ঘুমায় কখন? ঘুমিয়ে আরাম আয়েশে জীবন অতিবাহিত করলে মানুষের জন্য কিছু করা যাবে না। আমি সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকতে চাই।

    তিনি আজ নগরীর কাজীর দেউড়ি মোড়ে রাজস্ব সার্কেল-৫ এর স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    রাজস্ব কর্মকর্তা শাহেদ ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর কর্মকর্তা (কর) মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ ইউসুফ (লাইসেন্স)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-কর কর্মকর্তা দিদারুল আলম ও সেলিম সিকদার।

    প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন আরো বলেন বিনা তেলে যেমন মাছ ভাজা যায় না, তেমনি পৌরকর ছাড়া নাগরিক সেবা সুনিশ্চিত করা যাবে না। কাজীর দেউড়ি অভিজাত এলাকা। এখানকার নাগরিকদের কর প্রদানের হারও আশাব্যঞ্জক। কর না পেলে নগরীর আলোকায়ন,পরিস্কার পরিচ্ছন্নতা ও সড়ক মেরামতের কাজ করা যাবে না। তাই নগরীর উন্নয়ন ও সৌন্দর্য্যরে স্বার্থে নগরবাসী পৌরকর প্রদানে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি। ডিসেম্বর মাস জুড়ে পৌর কর ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সারচার্জ মওকুফ করা হয়েছে। কর প্রদানকারীরা চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় পৌরকর ও ট্রেড লাইসেন্স ইস্যু করে নিতে পারবেন। এক্ষেত্রে কোন ধরনের হয়রানির সম্মুখীন হলে প্রশাসক তার সাথে সরাসরি বা ফোনে যোগাযোগ করার অনুরোধ করেন।

    পরে স্পটে কর প্রদানকারী ও ট্রেড লাইসেন্স নেয়া কয়জন গ্রাহককে ফুল দিয়ে অভিন্দন জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। স্পট কর প্রদানকারীদের মধ্যে ছিলেন বাবুল চন্দ্র সেন ৮৪ হাজার ৯৯০টাকা, লালখান বাজারের সামিহা ছলিম ১ লক্ষ২০ হাজার ২৪০ টাকা পৌরকর ও ইকরামুল হক চেমন গ্রোসারী ইউনিটি প্রিন্ট্রার্স স্পট ট্রেড লাইসেন্স ইস্যু করিয়ে নেন।

  • এবার রানীর দীঘি ভরাট ঠেকালো সুজন

    এবার রানীর দীঘি ভরাট ঠেকালো সুজন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন দুই দিনের মধ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রানীর দীঘি’র ভরাটে ফেলা মাটি উঠিয়ে নিতে কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবকদের নির্দেশ দিয়েছেন।

    গতকাল পাঠানটুলীর নজির ভাণ্ডার (র.) লেনে পুকুর ভরাট ঠেকানোর পর আজ রোববার বিকেলে খবর পেয়ে রানীর দীঘি পরিদর্শনে যান।

    পরিদর্শনে গিয়ে তিনি দেখেন দীঘির দুই পাড় ভবনের নির্মাণ কাজের মাটি-বালি, সুড়কি ফেলে ভরাট করা হচ্ছে। অন্যান্য পাড়ের বেশকিছু অংশও দখলে চলে গেছে। পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব দেখে প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন অতীতেও কিছু অসাধু মানুষ বাণিজ্যিক লাভের আশায় ঐতিহ্যবাহী এই রানীর দীঘি ভরাট করতে চাইছিলো। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কারণে তা পারেনি। শহরে ক্রমে পুকুর, জলাশয়, জলাধার কমছে। অথচ অগ্নিকাণ্ড থেকে জান-মালের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষায় পুকুর জলাশয় প্রয়োজন। পুকুর, দীঘি থাকলে এলাকার রান্না-বান্না ও ব্যবহারের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতার আশংকা কম থাকে। কারণ বৃষ্টির পানি পুকুর,দীঘি ধারণ করে। নগরীর ঐতিহ্যবাহী রানীর দীঘির সৌন্দর্য্য চোখে পড়ার মতো। মাছ চাষ ও বিক্রির অর্থ দিয়ে এই দীঘি রক্ষণাবেক্ষণ করা যায়। তাছাড়া এর দুইপাশে আলোকায়ন করলে রাতে দীঘির নান্দনিক সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে।

    এসময় নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, মহিলা কাউন্সিলল প্রার্থী নিলু নাগ এস কে আকরাম, আজাদ উল্লাহ ,মো.ইদ্রিস, সুদীপ ঘোষ, রিপন ঘোষ, অঞ্চল চত্রুবর্তী, মো. হাসান, প্রদীপ বিকাশ দে, রাজ গোপাল রাজু, কাউসার উদ্দিন, নুরুল ইসলাম, মাসুদ ভাই, আক্কাস ভাই প্রমুখ উপস্থিত ছিলেন।

  • চসিকের কার্যক্রমে গতির সঞ্চারে সন্তুষ্ট মন্ত্রণালয়: সচিব হেলালুদ্দীন

    চসিকের কার্যক্রমে গতির সঞ্চারে সন্তুষ্ট মন্ত্রণালয়: সচিব হেলালুদ্দীন

    চট্টগ্রাম সিটি কর্পোশেনের প্রশাসক পদে আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন দায়িত্ব নেওয়ার পর থেকে কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিকসেবা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

    তিনি আজ রোববার সকালে কর্পোরেশনের টাইগার অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশাসক ও কর্মকর্তাদের সাথে চসিকে চলমান প্রকল্প সমূহের অগ্রগতির পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন।

    সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহামদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরী ও চসিক আঞ্চলিক অফিস-৬ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, আবু সালেহ,মনিরুল হুদা,কামরুল ইসলাম,সুদীপ বসাক,ঝুলন কুমার দাশ,অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।

    সভায় কর্পোরেশনের প্রকৌশলীগণ চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকার সচিবকে অবহিত করেন।

    চসিকের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন বলেন, চসিকের বর্তমান প্রশাসকের দায়িত্বকালীন সময়ে চট্টগ্রাম নগরীর সেবা কার্যক্রম বিশেষ করে পরিস্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন, রাস্তা-ঘাটের মেরামত ও উন্নয়ন কাজের অগ্রগতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সরকারের সর্বোচ্চ মহলেও কর্পোরেশনকে সর্বোচ্চ সাপোর্ট দিতে মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়ে রাখা আছে।

    তিনি বলেন, এখনকার চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত মনে হয়। স্থানীয় সরকার সচিব চট্টগ্রাম নগরীর লাইফলাইন খ্যাত পোর্ট কানেকটিং (পিসি) রোডের নির্মাণকাজ দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনকে ধন্যবা ও অভিন্দন জানান।

    তিনি বলেন, প্রশাসক দায়িত্ব নিয়ে রাত-দিন পরিশ্রম ও তোড়জোড় করে যেভাবে পিসি রোডের নির্মাণ কাজে গতি ফিরিয়ে এনেছেন তা প্রশংসনীয়। এই সড়কটির কাজ পুরোপুরি শেষ হলে ওই অঞ্চল ও চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ট্যাংক-লরি ও ঢাকা-চট্টগ্রাম দুরপাল্লার বাসগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। দুর্ভোগ লাঘব হবে জনসাথারণের।

    স্থানীয় সরকার সচিব বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নগরীর জলাবদ্ধতা নিরসনে ১ হাজার কোটি টাকার যে মেগা প্রকল্প চলছে, তা শেষ হলে নগরীর জলাবন্ধতা আর থাকবেনা বলে আশা প্রকাশ করে বলেন, এই কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হলে ভালো হতো। কারণ অতীতের অভিজ্ঞতা ও জনবলের সক্ষমতা আছে একমাত্র কর্পোরেশনের। কর্পোরেশনে অনেক প্রবীণ ও দক্ষ প্রকৌশলী আছেন যাদের নখদর্পনে পুরো চট্টগ্রাম নগরীর মানচিত্র। তারা জানেন নগরীর খালগুলো কি অবস্থায় কোথাই কয়টা আছে।

    তিনি বলেন,কর্ণফুলী নদীর ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরের নাব্যতা বৃদ্ধির পাশাপাশি, বহিনোঙ্গরে জাহাজ জট কমার পাশাপাশি সহজে অবতরণ করতে পারবে আশাকরি।

    সচিব চট্টগ্রাম উন্নয়নের স্বার্থে জলাবদ্ধতাসহ অন্য সকল উন্নয়ন ও সেবা কার্যক্রম চসিককে চউক,ওয়াসা ও অন্য মেগাসংস্থাগুলোর সাথে সমন্বয় করার আহ্বান জানান।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বিভিন্ন সরকারি সংস্থার বকেয়া পাওনাদি দ্রুত পাওয়ার পাশাপাশি নগরীর অবকাঠামো ব্যবহারকারী সরকারি সংস্থাগুলোর কাছ থেকে ১ শতাংশ সার্ভিস চার্জ প্রাপ্তি নিশ্চিত ও কর্পোরেশনের ১২’শ কোটি টাকা দেনা পরিশোধে স্থানীয় সরকার সচিবের সহযোগিতা কামনা করলে, সচিব মন্ত্রণালয়ে এ ব্যাপারে আলাপ করে সম্ভাব্য সব ধরনের সহযোগীতা করবেন জানান।

    এসময় চসিকের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক-কর্মচারী লীগ(সিবিএ) এর নেতৃবৃন্দ চসিকে কর্মরত অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের স্থায়ীকরনে স্থানীয় সরকার সচিবকে অবহিত করে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করলে, তিনি এ বিষয়ে আলাপ করবেন বলে জানান, সে সময় সিবিএ নেতৃবৃন্দের মধ্যে ফরিদ আহমদ,মুজিবুর রহমান,জাহিদুল আলম চৌধুরী, বিপ্লব কুমার চৌধুরী, রতন দত্ত,আব্দুল মওদুদ উপস্থিত ছিলেন।

    পরে সিনিয়র সচিব হেলালুদ্দীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়িত ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস-এফসিডিও ও ইউএনডিপি সহায়তায় দেয়া পয়ঃনিস্কাশণ এবং স্যানিটেশনের উন্নয়নে ভ্যাকুয়াম ট্যাগ এর ৪ টি ট্রাক চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেন।

  • আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টা,খবর পেয়ে ব্যবস্থা নিলেন সুজন

    আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টা,খবর পেয়ে ব্যবস্থা নিলেন সুজন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেলেন নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে নজীর ভান্ডার (র.) মাজার লেইন এলাকায় একটি বড় পুকুরে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। প্রশাসক অভিযোগরে সত্যতা যাঁচাইয়ের জন্য আজ শনিবার বেলা ১২ টায় ছুটে যান এই এলাকায়।

    সরেজমিন পুরো এলাকা হেঁটে পরিদর্শন শেষে পুকুরে ময়লা আবর্জনা ফেলার অভিযোগের সত্যতা দেখতে পান।

    প্রশাসক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পাঠানটুলী ওয়ার্ডের পুকুরে ময়লা ফেলে ভরাটের যে চিত্র প্রত্যক্ষ করলাম তা রীতিমত বেআইনি কর্মকান্ড। পুকুর-জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এর আইন রয়েছে। কেউ ইচ্ছে করলেই পুকুর ভরাট করা পারে না। পাঠানটুলী ওয়ার্ড এমনিতে গিঞ্জি এলাকা অগ্নিকান্ড ও বৃষ্টির দিনে পানি ধরে রাখতে পুকুর জলাশয়ের প্রয়োজন রয়েছে। এলকায় অগ্নিকান্ডের মত দুর্ঘটনা ঘটলে অগ্নিনির্বাপনে ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে সমস্যা হবে। তাই আগুন থেকে জানমালের ক্ষয়ক্ষতি ও অতিবৃষ্টিতে জলাবন্ধতা থেকে রক্ষা ও পানি ধারণ ক্ষমতার উৎস হলো পুকুর জলাশয়। আশ্চর্যজনক হলো নগরীর কিছু মানুষের চিন্তা শক্তি লোপ পেয়েছে। তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে।

    প্রশাসক বলেন, নগরে বসবাসকারীদের নাগরিক হয়ে উঠতে হয়, না হলে দূর্ভোগের শেষ হবে না। তিনি পুকুরে ফেলা সকল আবর্জনা দ্রুত পরিস্কারে কর্পোরেশনের অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। এসময় তিনি ওই এলাকার রাস্তায় পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ঝাড়ু দেয়না বলে প্রশাসককে অভিযোগ দিলে তিনি তাৎক্ষনিক ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন সুপারভাইজারকে ভৎসনা করে, তাঁকে তৎক্ষনিক ওই এলাকা থেকে শাস্তি স্বরূপ বদলী করতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে ওয়াকিটকির মাধ্যমে নির্দেশ দেন।

    পরে তিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার যোগাযোগ করে ‘বড় পুকুরটি’ রক্ষায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরিদর্শনকালে এলাকার রাস্তার উপর বেশ কিছু অবৈধ স্থাপনা দেখে তা অবিলম্বে সরিয়ে নিতে বলেন, না হয় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে ভাসমান হকার-ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

    প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সব শ্রেণি পেশার নাগরিকের দায়িত্ব রয়েছে। কর্পোরেশনের কর্মীরা পরিস্কার পরিচ্ছন্ন কাজে গাফেলতি করলে ব্যবস্থা নিব। কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাতো দন্ডনীয় অপরাধ। গৃহস্থালী ময়লা আবর্জনা সংরক্ষণে ঘরে ঘরে কর্পোরেশনের বীন দেয়া আছে। বীন ময়লা-আবর্জনা সংরক্ষণের পর কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবকদের দিলে তারা তা নিয়ে যান। অথবা নির্দিষ্ট ডাষ্টবিনে আবর্জনা ফেললে হয়। কিন্তু সরাসরি পুকুরে ফেলে তা ভরাট করে ফেলা এটাতো দন্ডনীয় অপরাধ। পরিবেশের জন্যও ক্ষতি। এই পুকুরের পানি পানের ফলে যেকোন সময় পেটের পীড়া ডায়রিয়া-টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। কাজেই সমাজের মঙ্গলের স্বার্থে নিজের আশ-পাশ রাস্তা ঘাট পরিস্কার রাখবেন এটাই প্রত্যাশা।

    খোরশেদ আলম সুজন আরো বলেন, নগরীর পাঠানটুলী, কদমতলী, বাইতুশ শরফ মাদ্রাসা ও দেওয়ানহাট এলাকায় ব্যবসাীয়গণ দোকানের সামনে ফুটপাতের উপর তাদের মালামাল টায়ার, টিউব, গাড়িার যন্ত্রাংশ রেখে অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছেন। এতে জনসাধারণ ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে রাস্তা দিয়ে চলাচল করে দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন।

    প্রশাসক ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে ফুটপাত হতে তাদের মালামাল অপসারণ করে জনসাধারণের চলাচলের পথ সুগম করার নির্দেশ দেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জেল জরিমান করা হবে।

  • জনকল্যাণমুখী রাষ্ট্রীয় চেতনাকে সমুন্নত রাখতে চাই: চসিক প্রশাসক

    জনকল্যাণমুখী রাষ্ট্রীয় চেতনাকে সমুন্নত রাখতে চাই: চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন সংবিধান স্বীকৃত মানুষের ৫টি মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিত করা একটি কল্যাণকর রাষ্ট্রের নৈতিক কর্তব্য ও দায়বদ্ধতার পরিচায়ক চেতনা হিসেবে মন্তব্য করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সীমিত আর্থিক সক্ষমতা ও দেনার বোঝা নিয়েও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে জনকল্যাণমুখী রাষ্ট্রীয় চেতনাকে সমুন্নত রেখেছে।

    তিনি আজ শনিবার সকালে নগরীর বন্দরটিলা সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে হাম-রুবেলা ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    এই কর্মসূচী আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং কর্মসূচী চলাকালে নগরীর ৯মাস থেকে ১০ বছর বয়সী ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির মধ্যেই সারাদেশে শুধুমাত্র চট্টগ্রাম নগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই করোনাকালে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি বেদনাজনক। অধিকার প্রতিষ্ঠায় কর্মসুচী পালন করা দোষের নয়। সবাইকে মানবিক দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়েটিও ভাবতে হবে। কারণ স্বাভাবিক ভাবেই স্বাস্থ্য বিভাগের অধীনে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু তাদের কর্মবিরতির কারণে বিকল্প ব্যবস্থায় ক্যাম্পেইন কর্মসূচী চলমান থাকবে। কেননা শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষায় এই টিকা খুবই জরুরী।

    তিনি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা, কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা এবং প্রত্যেককে মাস্ক পরার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন।

    তিনি বলেন, সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবাকে প্রসারিত করে প্রশংসনীয় মানদন্ডে উন্নীত করেছিলেন। তিনি অনেক কষ্ট করে ২০০০ সালে বন্দরটিলায় এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে এর মান আগের মত নেই। পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। চেষ্টা করবো এই সমস্যা সমাধানে।

    প্রশাসক আরো বলেন, বন্দরটিলা ও ইপিজেড এলাকায় ৫ লাখ কর্মজীবী মহিলা আছেন। কিন্তু তাদের জন্য অত্যাধুনিক কোন ভালো মানের হাসপাতাল নেই। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ব্যপক জনগোষ্ঠির জন্য একটি উন্নতমানের হাসপাতাল প্রতিষ্ঠায়।

    তিনি বন্দরটিলা ও ইপিজেড এলাকায় পরিচ্ছন্নতাসহ যে সকল সেবাধর্মী কাজ সিটি কর্পোরেশন করে যাচ্ছে তার জন্য একটি সার্ভিস চার্জ প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, এখানকার কলকারখানা থেকে গৃহকর আদায় হয় না। তাই সার্ভিস চার্জ ছাড়া সেবা প্রদান করা সম্ভব নয়।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ক ইমং সু চৌধুরী, ডা. সরওয়ার আলম, ডা. হাসান মুরাদ চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আবু তাহের, সুলতান নাসির কন্ট্রক্টর, আকবর হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুফ মেম্বার, মোহাম্মদ ইউসুফ হোসেন, সেলিম রেজা, শারমিন সুলতানা, মো. ফারুক ও মো. লোকমান হাকিম।

  • মাস্ক পরিধান নিশ্চিতে পতেঙ্গা সৈকতে হাজির, ছুটি নাই প্রশাসক সুজনের!

    মাস্ক পরিধান নিশ্চিতে পতেঙ্গা সৈকতে হাজির, ছুটি নাই প্রশাসক সুজনের!

    শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। পুরো একসপ্তাহ কর্মব্যস্ত জীবনের ফাঁকে নানা শ্রেণি পেশার কর্মজীবী মানুষজন ছুটির দিনে একটু অবকাশ যাপন ও বিনোদনের জন্য প্রকৃতির সান্নিধ্য পেতে সমুদ্র সৈকত, পাহাড়,পর্বত ও সবুজেঘেরা প্রকৃতির কাছে ছুটে। কিন্তু সবার ছুটি মিললেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের প্রাত্যহিক জীবনধারায় যেন ছুটি নাই ! ভোর থেকে রাত অবধি ছুটছেন নগরবাসীর সুখ-দুঃখের খোঁজ নিতে। ব্যবস্থা নিচ্ছেন দ্রুত।

    ব্যতিক্রম ছিলোনা আজ শুক্রবারও। ভোরের শীতের কনকনে ঠান্ডা, ঘণকুয়াশা উপেক্ষা করে সকাল ৮ টায় তিনি ছুটেন মহেষখালের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে। এই কর্মসূচি শেষে জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজের পর দু’ঘন্টার বিশ্রাম নিয়ে দুপুর ২টায় আবার তিনি ছুটে গেলেন নগরীর ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে। উদ্দ্যেশ্য ছুুটির দিনে এই বিনোদন স্পটগুলোতে বেড়াতে আসা ভ্রমণপিপাসু নাগরিক ও দর্শনার্থীরা করোনা মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষায় মাস্ক পরিধান করেছে কিনা তা তদারকি করা। আর এই কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও প্রশাসককে সহযোগীতা করছে রেডক্রিসেন্ট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিনসিসি)’র সদস্যরা।

    ফয়’স লেকর কনকর্ড এমিউজমেন্ট পার্ক ফয়’স লেক পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন মানুষের মাস্ক পড়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

    তিনি এই দুই স্পটে বেড়াতে যাওয়া ভ্রমণ পিাপাসু দর্শনার্থীদের সচেতন হয়ে মাস্ক পরিধান করায় ধন্যবাদ জানান।

    তিনি বলেন, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে মানুষের জীবনকে লকডাউন না করে, করোনাকে লকডাউন করার ঘোষণা দিয়েছেন। সরকারিভাবে করোনা মোকাবেলায় নেয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। আমরাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণকে সচেনতন করতে নগরীর পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছি। চেকপোস্ট গুলোতে পরিদর্শনকালে দেখা যায় মানুষজন শতভাগ মাস্ক পরিধান করে বাইরে বের হয়েছেন। মানুষের এই সচেতনতা ও মানসিকতার পরির্বতন আশাব্যঞ্জক। আমাদের এই মাস্কপরিধান নিশ্চেতের সচেতনতা কার্যক্রমে সার্বিকভাবে সফল করতে সহায়তা করেছেন বিএনসিসি ও রেডক্রিসেন্টের কর্মীরা । তাদের ধৈর্য্য, ত্যাগ ও শ্রমের কারণে করোনা সচেতনতায় মাস্ক পরিধান সুনিশ্চিতের এই কার্যক্রম মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষার বার্তা পৌঁছে দিচ্ছে। আশাকরি এই সচেতনতা রক্ষা করার মাধ্যমে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের মত আমরা করোনাকেও জয় করবো।

  • পানি চলাচলের পথ আবর্জনা ফেলে ভরাট করা দন্ডনীয় অপরাধ : সুজন

    পানি চলাচলের পথ আবর্জনা ফেলে ভরাট করা দন্ডনীয় অপরাধ : সুজন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, যারা খাল-নালা-নদর্মাকে ডাষ্টবিন বানিয়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করছে তাদেরকেই নিজ দায়িত্বে এগুলো পরিস্কার করতে হবে। আবর্জনা ফেলে পানি চলাচলের পথ বন্ধ করা দন্ডনীয় অপরাধ। তাই অভিযুক্তকে জেল জরিমানার দন্ড ভোগ করতে হবে।

    তিনি আজ সকালে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ফইল্যাতলী বাজার সংলগ্ন মহেষখাল পরিস্কার অভিযান পরিচালনাকালে একথা বলেন।

    তিনি আরো বলেন, মহেষখাল দিয়ে কর্ণফুলী নদীতে পানি চলাচল করে। এই খালটি বার বার পরিস্কার করার পরও এলাকাবাসীর হুশ হয়না। তারা প্রকাশ্যে খালে আবর্জনা ফেলে। তাই এই জায়গা গুলো মশার প্রজনন কেন্দ্র ও রোগ-বালাইয়ের কারণ হয়ে দাঁড়ায়।

    এলাকাবাসীকে তিনি স্মরণ করিয়ে দেন, নিজেদের বাসা-বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা ও নালা-নদর্মা নিজেরাই পরিস্কার রাখবেন। এটা সামাজিক কর্তব্য। কেউ কেউ নির্বাচনে প্রার্থী হয়ে যথেষ্ট খরচা-পাতি করেন। তাদের উচিত সমাজের ভালোর জন্য কাজ করা, জনকল্যাণমমুখী সেবা প্রদান করা।

    তিনি আরো বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা-নালা-নদর্মা করছে। অথচ এগুলো দখল হয়ে যাচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে। সমাজের প্রতি উদাসীনতা একটি আত্মঘাতী মানসিকতা। মনে রাখতে হবে স্বার্থপরতা মানবিকতার পরিপন্থী। এই মানসিকতা পরিহার করে সর্বজনীন ও মানবিক হতে হবে।

    তিনি আরো বলেন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান এবং শুদ্ধাচারী জীবনযাপন করুন। আমি এবার নালা পরিস্কার করে গেলাম। যদি এখানে আবর্জনা কেউ ফেলে তা নিজেকেই পরিস্কার করতে হবে।

    এই সময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তঅ প্রণব শর্মা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি খোন্দকার আব্দুল হক বাবুল, পাহাড়তলী ওয়ার্ডের ওয়াহিদুল আমিন, আরিফুল আমিন ও ডা. অর্জুন কুমার দাশ।

  • নাগরিকসেবা প্রাপ্তির স্বার্থে পৌরকর পরিশোধ করুন: চসিক প্রশাসক

    নাগরিকসেবা প্রাপ্তির স্বার্থে পৌরকর পরিশোধ করুন: চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন নাগরিকসেবা সুনিশ্চিত করার স্বার্থে নগরবাসীকে হালনাগাদ পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম, আলোকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের মত নাগরিক পরিসেবা প্রদানের মাধ্যমে নগরীকে সচল রাখতে পৌরকর প্রদান করা ছাড়া বিকল্প কোন পথ নাই। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানসহ আনুসাঙ্গিক অন্যান্য খাতে চট্টগ্রাম সিটি কর্পোরশেনের প্রতিমাসে খরচ হয় প্রায় ২৫ কোটি টাকা। এখন যদি নগরবাসী তাদের পৌরকর প্রদান না করেন তাহলে কর্পোরেশন কি করে চলবে?

    আধুনিক বিশ্বে সুসভ্য নাগরিক মাত্রই কর প্রদান করেন। আমার প্রিয় চট্টগ্রাম নগরীর নাগরিকগণও তাদের পৌরকর হালনাগাদ পরিশোধ করবেন এটাই আমার প্রত্যাশা। কর প্রদানে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারচার্জ মওকুফের সুবিধা দেয়া আছে। আশাকরি নগরবাসী এ সুযোগ গ্রহন করবেন।

    তিনি আজ নগরীর দুই নাম্বার গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্স চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরশেন রাজস্ব সার্কেল-১ এর অধীনে স্পট হোল্ডিং টেক্স সংগ্রহ ও ট্রেড লাইসেন্স প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরী (সিনিয়র সহকারী সচিব)’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রশাসকের একান্ত সচিব মো.আবুল হাশেম (সিনিয়র সহকারী সচিব) কর কর্মকর্তা (হোল্ডিং) মহিউদ্দিন আহমদ চৌধুরী, জসীম উদ্দীন (লাইসেন্স) উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন আরো বলেন, পৌর করের পাশাপাশি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স ইস্যু নেয়া একজন ব্যবসায়ীর দায়িত্ব। ব্যবসার প্রথম স্বীকৃতি হলো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স না থাকা মানে ব্যবসার কোন স্বীকৃতি নাই। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা মানে অনেকটা ফুটপাথে অবৈধভাবে হকারি করার মত। কাজেই ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ আপনারা সারচার্জ মওকুফের সুযোগ নিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করে ফেলুন।

    তিনি পৌরকর ও ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যাতে কোন গ্রাহককে ভোগান্তি ও হয়রানির মুখোমুখি হতে না হয় সে বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে সেবা প্রদান করতে বলেন।

    প্রশাসক বলেন, যে সকল কর্মকর্তা-কর্মচারী গ্রাহক সন্তুষ্ঠি অনুযায়ী ভালোভাবে কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে। আর যারা অন্যায়-জুলম করে গ্রাহকদের হয়রানি করছেন,এরকম অভিযোগের প্রমান পেলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোরতম শাস্তির ব্যবস্থা। কাজেই সৎভাবে কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম ও ভাবমুর্তি উজ্জল করবেন অপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা।

    তিনি চট্টগ্রাম শহরের সুবিধাভোগী চট্টগ্রাম বন্দর, রেলওয়ে, কাস্টমসসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বড় শিল্প গ্রুপ,ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানাকে নগরীর উন্নয়নের স্বার্থে ও উন্নত সেবা প্রাপ্তি নিশ্চিতে ১ শাংশ করে সার্ভিস চার্জ প্রদান করা উচিত বলে মত দেন।

    সুজন এসময় নিয়মিত আয়কর প্রদানের পরও ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের সরকারের রাজস্ব বিভাগের নিয়ম ও আইনের কারণে যে অতিরিক্ত আয়কর ৩ হাজার টাকা প্রদান করা লাগে,তা মওকুফে সরকারি রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপ আনুষ্ঠানিক পত্র প্রেরণ করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন এই ৩ হাজার টাকার আয়কর কর্পোরেশন পায় না। কিন্তু এ নিয়ে ব্যবসায়িরা কর্পোেরশনকে ভুল বুঝেন।

    পরে পৌর কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে হাজী টেক্সাটাইলের পক্ষে মো. জয়নাল আবেদীন ৩লাখ ১৪ হাজার ৫’শ ১৯ টাকা, শেভরণ ক্লিনিক ২লাখ ১২ হাজার ৫’শ, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম রব্বানি পৌরকর প্রদান ও এক্সপোার্ট ইমপোর্ট ব্যাংকের পক্ষে মোহাম্মদ ইলিয়াছ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.ও রবি আজিয়াটা স্পট ট্রেড লাইসেন্স প্রদান করায় তাদের প্রতিনিধিদের ফুল দিয়ে অভিনন্দন জানান প্রশাসক খোরশেদ আলম সুজন।

    এসময় চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসয়িক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।