Tag: চসিক মেয়র

  • ১৫ জুন চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার

    ১৫ জুন চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে আগ্রাবাদস্থ সিটি কনভেনশন হলে প্রস্তুতকৃত ২৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার আগামী ১৫ জুন চালু করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

    আজ অপরাহ্নে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইসোলেশন সেন্টারটি চালু করণের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন।

    এই সময় তিনি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমন পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌছেছে। এই পরিস্থিতি সামাল দিতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চসিক আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স, বয় নিয়োগসহ তাদের সুরক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজনের প্রস্তুতি সুসম্পন্ন করেছে।

    তিনি আরো বলেন, শুধুমাত্র লকডাউন দিয়ে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। যে হারে সংক্রমনের হার বাড়ছে তা মোকাবেলায় আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করতে আরো বেশি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। এ ছাড়াও করোনা সনাক্তের জন্য কোথায় সহজে নমুনা পরীক্ষা সম্ভব এবং চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্যাবলী মানুষ যেন অবগত হতে পারে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইটি অফিসার ইকবাল হাসান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য গবেষক ডা. সুশান্ত বড়ুয়া, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, ডা. মোহাম্মদ আলী, ডা. রবিউল করিম, ডা. নাসিম ভূইয়া, চসিক তত্ত্বাধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ও আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।

    এ ছাড়া আজ বিকেলে সিটি মেয়র আগ্রবাদস্থ সিটি কনভেনশন হলের প্রস্তাবিত ২৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টারও পরিদর্শন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চসিকের আরো দুটি করোনা টেস্টিং বুথ উদ্বোধন

    চসিকের আরো দুটি করোনা টেস্টিং বুথ উদ্বোধন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নগরবাসীর দ্বারপ্রান্তে সেবা পৌঁছানোর লক্ষ্যে চসিকের উদ্যোগে দ্বিতীয় দফায় আরো ২টি করোনা টেস্টিং বুথ উদ্বোধন করা হলো।

    টেস্ট করতে আসা নগরবসীর উদ্দেশ্যে মেয়র বলেন, নমুনা পরীক্ষার ফল পেতে অহেতুক উদগ্রীব হবেন না। রোগী প্রদত্ত মোবাইল নম্বরে স্বংক্রীয়ভাবে ফলাফল চলে যাবে। তারপরও নিয়মানুযায়ী নমুনা সংগ্রহের পর নির্দ্দিষ্ট ল্যাবে যাবে পরীক্ষার জন্য। ল্যাবে পরীক্ষাকৃত নমুনার ফল দেয়া হবে চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে সিভিল সার্জন নির্দিষ্ট থানায় পাঠিয়ে দিবেন। এটি খুবই তড়িৎগতিতে হয়ে থাকে।

    প্রসঙ্গক্রমে মেয়র বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ফার্মেসীতে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারা দেশ যখন একতাবদ্ধ হয়ে কাজ করছে তখন কতিপয় কিছু লোক মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কয়েকগুণ বেশি মূল্যে ওষুধ বিক্রয় করছে, যা অনাকাক্সিক্ষত ও অমানবিক। তাদের এই অমানবিক সমাজবিরোধী কাজ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে। ওষুধের দামে কারসাজির অপরাধী চক্রকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রসাশন। এ ধরনের অমানবিক কাজের বিরুদ্ধে অভিযান চলছে। তাই মানুষকে হয়রানী থেকে বিরত থাকার আহবান মেয়রের।

    আজ সকালে নগরীর বিবিরহাটস্থ ওয়ার্ড অফিস ও চান্দগাঁওস্থ হামিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

    বিবিরহাটস্থ ওয়ার্ড অফিস করোনা টেস্টিং বুথ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর মো. মোবারক আলী এবং হামিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় করোনা টেস্টিং বুথ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু।

    এসময় মেয়রের একান্ত সচিব মো. মোহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, মামুনুর রশিদ মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

    নমুনা পরীক্ষায় সাধারণ উপসর্গ নিয়ে ভীত না হয়ে মেয়র নগরবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন এইসব বুথে আপনারা অহেতুক ভীড় এড়িয়ে চলুন। প্রকৃত রোগীদের সেবা পেতে সুযোগ করে দিবেন। স্বাস্থ্যবিধি মেনে চললেই এই রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া সম্ভব।

    তিনি চট্টগ্রাম নগরীতে অবস্থানরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এই করোনা সংকট মোকাবেলায় আন্তরিক ভাবে চিকিৎসা সেবা দেয়ার আহ্বান জানান।

    ১৫ জুন চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার
    পরিস্থিতি সামাল দিতে আরো চিকিৎসাকেন্দ্র চাই- মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে আগ্রাবাদস্থ সিটি কনভেনশন হলে প্রস্তুতকৃত ২৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার আগামী ১৫ জুন চালু করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

    আজ অপরাহ্নে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইসোলেশন সেন্টারটি চালু করণের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন।

    এই সময় তিনি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমন পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌছেছে। এই পরিস্থিতি সামাল দিতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চসিক আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স, বয় নিয়োগসহ তাদের সুরক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজনের প্রস্তুতি সুসম্পন্ন করেছে।

    তিনি আরো বলেন, শুধুমাত্র লকডাউন দিয়ে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। যে হারে সংক্রমনের হার বাড়ছে তা মোকাবেলায় আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করতে আরো বেশি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। এ ছাড়াও করোনা সনাক্তের জন্য কোথায় সহজে নমুনা পরীক্ষা সম্ভব এবং চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্যাবলী মানুষ যেন অবগত হতে পারে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইটি অফিসার ইকবাল হাসান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য গবেষক ডা. সুশান্ত বড়ুয়া, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, ডা. মোহাম্মদ আলী, ডা. রবিউল করিম, ডা. নাসিম ভূইয়া, চসিক তত্ত্বাধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ও আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।

    এ ছাড়া আজ বিকেলে সিটি মেয়র আগ্রবাদস্থ সিটি কনভেনশন হলের প্রস্তাবিত ২৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টারও পরিদর্শন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে:চসিক মেয়র

    করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে:চসিক মেয়র

    প্রিন্স অব চিটাগং ও সিটি হল কনভেনশনে করোনা চিকিৎসার আইসোলেশন সেন্টারের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    আজ শুক্রবার বাদ জুমা প্রথমে প্রিন্স অব চিটাগং এবং পরে সিটি হল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন মেয়র।

    পরিদর্শন শেষে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ মহামারী একটি সংক্রমণ রোগ,এই রোগ সীমান্ত বিবেচনা এবং দূর্বল,ক্ষমতাধর কিংবা উন্নত উন্নয়নশীল কাউকে আলাদা বিবেচনা করেনা। করোনা আমাদের সময়সীমাও বেঁধে দেয়নি-সুতরাং করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে।

    তিনি বলেন, সংক্রমণ যেহেতু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বিষয়টি বিবেচনা করে আমরা সেবাদানের নতুন নতুন ক্ষেত্র স্থাপনের চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে প্রতিদিনই পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় অনুমোদন পাওয়া এবং চসিকের উদ্যোগে বেশ কিছু আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সিটি হল কনভেনশন সেন্টারও প্রস্তুত হয়ে যাবে। এই হাসপাতালগুলো প্রস্তুত করে রোগী ভর্তি করানোর প্রক্রিয়া শুরু করা যাবে আগামী দুই-এক দিনের মধ্যেই।

    তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ সম্পুর্ণ চসিকের ব্যবস্থাপনায় আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমীনের ব্যক্তি উদ্যোগে প্রিন্স অব চিটাগং আইসোলেশন সেন্টার অতি শীঘ্রই নগরবাসীর সেবা দিতে প্রস্তুত হবে। চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যা প্রয়োজন তা করার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষে আমরা কাজ করছি। অকারণে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ অনেকটা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

    আমিনুল ইসলাম আমীন বলেন, করোনা মোকাবিলায় সরকারের সাথে আমরাও পাশে থাকতে চাই। দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেও নেত্রীর নির্দেশে আমরা দেশমাতৃকা রক্ষায় করোনা রোগীর চিকিৎসায় সিটি মেয়রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেবায় অংশগ্রহণ করতে চাই।

    আইসোলেশন সেন্টার দুটি পরিদর্শনকালে কাউন্সিলর নাজমুল হক ডিউক, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল আহমেদ, আজাদ তালুকদার,চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হেলাল আহমেদ,মামুনুর রশীদ মামুন ওয়াহিদুল আলম শিমুল,সুমন দেবনাথ সহিদুল ইসলাম মিন্টু, জাবেদুল আলম সুমন, মাইন উদ্দিন, তাজ উদ্দিন,প্রিন্স অব চিটাগং আইসোলেশনের উদ্যোক্তা সাজ্জাদ হোসেন, মহরম হোসেন, জাওইদ চৌধুরী, শাদ শাহরিয়ার, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
    ২৪ ঘণ্টা/এম আর

  • ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখতে হবে

    ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখতে হবে

    ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    আজ বুধবার (৩ জুন) অপরাহ্নে নগরীর আগ্রাবাদস্থ জাম্বুরি মাঠে ৬শ চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণকালে মেয়র এই আহবান জানিয়েছেন।

    এসময় মেয়রের একান্ত সচিব. সংগঠনের সভাপতি সেলিম মিয়া, তাজুল ইসলাম, কাজল ইসলাম, ওয়ালী আহমদ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

    মেয়র বলেন, সরকারের ঐক্যান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারিক। উপযুক্তরা ত্রাণ প্রাপ্তির আওতায় আসছে কিনা এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তা জরুরী। এইক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটলে জবাবদিহিতার সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই উদ্বুধ পরিস্থিতিতে যারা সেবা প্রদান করছেন তাদের সকল শারিরিক, পারিবারিক ও সামাজিক সুরক্ষায় চসিকের বিভিন্ন পর্যবেক্ষণ টীম দায়িত্বরত আছেন।

    তিনি বলেন, বেঁচে থাকার এই লড়াই কোন দলের বা গোষ্টির নয় সার্বজনিন। তাই দলীয় রাজনীতির কোন অবকাশ নাই। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনকল্যাণে নিবেদিত হয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে জীবন ও প্রকৃতির সুরক্ষা চাই।

    বৃহস্পতিবার চসিকের ৬টি করোনা ভাইরাস
    টেস্টিং বুধ উদ্বোধন

    আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে চসিকের প্রস্তুবিত ৬টি করোনা ভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি।

    এ লক্ষ্যে আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

    এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্রাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    বৈঠকে কর্ণেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিডি, প্রেস ক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনার পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ।

    কাল বৃহস্পতিবার সকালে চট্টগাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে বাকী বুথ সমুহ চালু করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সিটি কনভেনশন হলে ২৫০ শয্যা বিশিষ্ঠ করোনা চিকিৎসা কেন্দ্রের সরঞ্জামাদি পরিদর্শনে মেয়র

    সিটি কনভেনশন হলে ২৫০ শয্যা বিশিষ্ঠ করোনা চিকিৎসা কেন্দ্রের সরঞ্জামাদি পরিদর্শনে মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকালে তাঁর দাপ্তরিক কার্যালয়ে আগ্রাবাদ এক্সেস রোডস্থ সিটি কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠিতব্য আড়াই শত শয্যা বিশিষ্ঠ করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য সরবরাহকৃত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন।

    এসময় মেয়র বলেন, সম্প্রতি চট্টগ্রামে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে এবং আক্রান্তের তুলনায় চিকিৎসা কেন্দ্রের সংখ্যা অপ্রতুল। তাই এইসব চিকিৎসাকেন্দ্রে এখন ঠাঁই নেই অবস্থা। এই প্রেক্ষিতে সমন্বিত উদ্যোগে আরো বেশি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপিত না হলে পরিস্থিতি নিয়ন্তণের বাইরে চলে যাবে।

    তিনি আরো বলেন, আমরা আশাবাদী এবং অচিরেই বেশ কয়েকটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

    মেয়র জানান আমরা আশাবাদী আগামী ১০ দিনের মধ্যেই প্রস্তাবিত সিটি কনভেনশন সেন্টার করোনা আক্রান্তদের সেবার উপযোগী হবে।

    এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তওবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণে মেয়র মানবিক বিপর্যয় রোধে চাই সবার সহযোগিতা

    প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণে মেয়র মানবিক বিপর্যয় রোধে চাই সবার সহযোগিতা

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মানুষও এই মহামারি থেকে রক্ষা পাচ্ছে না। তারপরও থেমে থাকবেনা জীবন-জীবিকা। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পাশাপাশি এই মানবিক বিপর্যয়ে সকলের উচিত গরীব, দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানো। সরকারের একার পক্ষে কোন দুর্যোগ মোকাবেলা সামাল দেয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোগ ও দেশের বিত্তশালীদের সহযোগীতা প্রয়োজন।

    তিনি আজ অপরাহ্নে নগরীর নাসিরাবাদ গালর্স হাইস্কুল প্রাঙ্গনে মেয়রের নিজ তহবিল হতে ২শ দু:স্থ পরিবারের মাঝে ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন।

    এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, এ এইচ চৌধুরী রিপন, তাজ উদ্দীন, মহিউদ্দিন শাহীন, মনিরুল ইসলাম জাবেদ, শফিকুল ইসলাম তাপস, আফতাব আলী খান উপস্থিত ছিলেন।

    পরে মেয়র বিভিন্ন রাজনীতিক দল ও সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র।

    সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগ: নগরীর মাঝিরঘাট এলাকায় সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীকলীগের ৭শ দু:স্থ শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে জাতীয় শ্রমিকলীগ মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, ঘাট গুদাম শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ : পাহাড়তলী রেলওয়ে স্কুলে এসব উপহার সামগ্রী বিতরণকালে
    কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন,মো. মিনহাজ, মো. কলিম শেখ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ : চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদ এর ৫ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাছির, মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকতার।

    সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ৫০০ মাস্ক দিলেন স্থপতি আশিক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫শ কেএন ৯৫ মাস্ক তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী ।

    আজ দুপুরে চসিক মেয়র দপ্তরে এসব মাক্স হস্তান্তর করা হয়।

    এসব মাক্স গ্রহণ করে সিটি মেয়র বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকীর মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।

    তিনি বলেন, দূর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট হাউসগুলো মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সকলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

    আজ বৃহস্পতিবার (২৮মে) বেলা ১২টার সময় ভাটিয়ারীর ৬ তলার ১০০ শয্যার এ হাসপাতালটি করোনা হাসপাতাল হিসাবে অধিগ্রহণ পরিদর্শন করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তারা হাসপাতালটি ঘুরে দেখেন। পাশাপাশি অবকাঠামোগত কোনও ত্রুটি আছে কিনা সেটিও দেখেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের এই হাসপাতালটিতে ১০০টি বেড প্রস্তুত আছে। কিন্তু হাসপাতালটিতে নেই কোনও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে করোনা আক্রান্ত কোনও মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও সেটি দেওয়া সম্ভব হবে না।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএসবিএ বোর্ড মেম্বার নাঈম আহম্মদ শাহ, সীতাকুণ্ড থানার সার্কেল এএসপি শম্পা রানী সাহা, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ-জামাত অনুষ্ঠিত হবে:চসিক মেয়র

    স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ-জামাত অনুষ্ঠিত হবে:চসিক মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন পবিত্র ঈদ-উল-ফিতরে নগরবাসীর প্রতি অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মাহ, দেশবাসী ও বিশ্বমানবতার কল্যাণ শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি এবং মহান আল্লাহতায়ালার কাছে প্রাণ-প্রকৃতির সুরক্ষা কামনা করেছেন।

    তিনি এক বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী এক অজানা, অচেনা ও অদৃশ্য প্রাণঘাতি অনুজীব তথা করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য বিস্তারের অশুভ থাবার মধ্য দিয়ে মাহে রমজান শেষে ঈদ-উল-ফিতরে খুশী-আনন্দ-মহামিলন উৎসবের ঐতিহ্যগত প্রাণ-মুখরিত আবেগ-অনুভূতির ঐশ্বর্য ও গরীমা হারিয়ে গেছে। কারণ পৃথিবী আজ গভীর অন্ধকারাচ্ছন্ন, মানুষ ও প্রাণ প্রকৃতির অবস্থা সংকটাপন্ন। তার উাপর যুক্ত হয়েছে সুপার সাইক্লোন আম্পানের ভয়াবহ ছোবল। এতে যথেষ্ট ক্ষয়-ক্ষতি হয়েছে এবং করোনা থাবার সাথে আরেকটি প্রাকৃতিক অপঘাতের যন্ত্রণায় মানুষ কাতর। তারপরও আশার আলো অবশ্যই দেখতে হবে। তবে স্রষ্টার ইচ্ছায় জীবন প্রবহমান এবং এই জীবন রক্ষা-ই আমাদের আরাধ্য। জীবন রক্ষায় জীবিকা হলো অক্সিজেন। আজকের এই অদ্ভুত আধার একদিন কেটে যাবেই। কারণ স্রষ্টা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন। তিনি আমাদের রক্ষা করবেন। তাঁর প্রতি ভরসা,আস্থা ও নিখাদ আনুগত্যই মুক্তির বার্তা বয়ে আনতে পারে। আমরা আবার আলো ঝলমল পৃথিবীতে ফিরে যাবো এবং করোনা-পূর্ব অর্থনৈতিক সক্ষমতার আলোকিত অধ্যায়ে আবার ফিরে যাবো-এই হোক পবিত্র ঈদ-উল-ফিতরে আমাদের সকলের সম্মিলিত প্রত্যাশা।

    সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর বার্তায় উল্লেখ করেন যে, সরকারি নির্দেশনানুযায়ী এবার করোনা সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতির কারণে এবার নগরীতে কোন খোলা জায়গায় ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে মসজিদগুলোতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ তদারকিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    তিনি আরো উল্লেখ করেন যে, মসজিদ কর্তৃপক্ষকে ঈদ জামাতের আয়োজনে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা অবশ্যই অনুসরণ করতে হবে।

    তিনি সম্মানিত মুসল্লীগণকে মাস্ক পরিহিত অবস্থায় সম্ভব হলে নিজ নিজ জায়নামায হাতে নিয়ে মসজিদে প্রবেশের অনুরোধ জানান। মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে মসজিদের ফ্লোর জীবাণুনাশক দিয়ে পরিস্কার করারএবং মুসল্লীদের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখার অনুরোধ জানান।

    একই সাথে সামাজিক দূরত্ব মানার স্বার্থে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট মসজিদ কমিটি সমূহের দৃষ্টি আকর্ষণ করেন।

    বিভিন্ন সংগঠনের মাঝে ভোগপন্য বিতরন
    সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার -মেয়র
    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ . ম. নাছির উদ্দীন বলেছেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তখন আমাদের সমাজের কিছু মানুষ বিপদ সঙ্কুল পরিবেশে পতিত হয়ে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি প্রয়োজন তাদের সহযোগিতার। বর্তমানে সারা দেশে মহামারি ও দূর্যোগের কারনে মানুষের অর্থনৈতিক অবস্থা দূরহ হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্নজীবীর লোকজন। এ অবস্থায় সরকার নানাভাবে দুর্গতদের পূনর্বাসনের ব্যবস্থা করছে। এই কঠিন সময়ে আপামরদের পাশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরী এবং মানবিক।

    তিনি বলেন, একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা আমাদের। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। সমাজের সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার।

    আজ সকাল থেকে বিভিন্ন শ্রেনী পেশার সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রীসহ সাবান, মাক্স তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।

    অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন: নগরীর আমবাগানস্থ শহীদ শাহজাহান মাঠে স্কুলে অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন এর ২শ অস্বচ্ছল শ্রমিক পরিবারের মাঝে সিটি মেয়র ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় সংঠনের সভাপতি নুরুল আমিন, মো. রহমান. মো. নুরুল হক, মো. নুরুন্নবী, মোহাম্মদ লেদু, মোহাম্মদ বাবুল উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন : নগরীর পাহাড়তলী কলেজে বালাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন ৫শ শ্রমিকদের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মোহাম্মদ কাজল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
    কিন্ডার গার্টেন স্কুল কর্মচারী : নগরীর টাইগারপাসস্থ বিন্নঘাস চত্বরে কিন্ডারগার্টেন স্কুল কর্মচারাীর ৩শ পরিবারের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মিজানুল ইসলাম, কামরুল ইসলাম, শুকলাল বড়ুয়া, শাহাজান ইসলাম, মোকতার হোসেন, লুবনা হুমায়ুন উপস্থিত ছিলেন।
    রৌফাবাদ বাংলাদেশ হাউজিং সোসাইটি : জাতীয় বাংলাদেশ শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী,জাবেদুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান, মোহাম্ম ফজলু, মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।
    চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী : চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী পরিবারের মাঝে ৫শ ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাইফুদ্দিন মোহাম্মদ, আবুল কাশেম ও মোর্শেদ উদ্দিন উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা চিকিৎসা:১১ আইসিইউ ও ১শ শয্যা নিয়ে চালু হলো হলি ক্রিসেন্ট হাসপাতাল

    করোনা চিকিৎসা:১১ আইসিইউ ও ১শ শয্যা নিয়ে চালু হলো হলি ক্রিসেন্ট হাসপাতাল

    করোনা রোগীদের সরকারী ব্যবস্থাপনায় ও সিটি মেয়রের সার্বিক তত্ত্বাবধানে আবারো নতুন আঙ্গিকে চালু করা হলো নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতাল।

    আজ বৃহষ্পতিবার (২১ মে) দুপুরে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এই হাসপাতালের ১১টি আইসিও শয্যাসহ ১০০ শয্যা, সেন্ট্রাল অক্সিজেন, এসডিওসহ আনুসাঙ্গীক সব সুযোগ সুবিধা থাকবে। এটি জেনারেল হাসপাতালের কোভিড ইউনিট-২ হিসেবে এটি পরিচালিত হবে।

    রোষ্টার করে এখানে সরকারিভাবে চিকিৎসক, নার্স ও জনবল কাজ করবে। ইতোমধ্যে এখানে ২০ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বেশ কিছু ওয়ার্ডবয়,নার্স,স্টাফ নিয়োগ দেয়া হবে। চিকিৎসকরা ইতোমধ্যে তাদের কর্মস্থলে যোগদান করেছে। হাসপাতালটি একজন সহকারি পরিচালক বা তত্ত্বাবধায়কের অধীনে পরিচালিত হবে।

    এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ,স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রি.জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লিয়াকত আলী খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.ফজলে রাব্বি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক অসিম কুমার নাথ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, প্রফেসর ডা. মাসুদ আহমেদ, উপস্থিত ছিলেন।

    উদ্বোধনকালে মেয়র বলেন, করোনা রোগীদের চিকিৎসা সংকট ও দূর্ভোগ লাঘবে প্রথমে প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের অর্থায়নে হলি ক্রিসেন্ট হাসপাতাল চালুর কথা ভেবেছিলাম। নানান অনিশ্চয়তা কাটিয়ে এখন তা সরকারি ব্যবস্থাপনায় চালু করা হলো। ফলে করোনা রোগীদের চিকিৎসায় এখন সংকট দূর হওয়ার পাশাপাশি নতুন আশা ও সাহসের সঞ্চার করবে বলে আশা করা যায়।

    তিনি বলেন, ঢাকার পরেই চট্টগ্রামে বেশি মানুষের বসবাস। বন্দরের অবস্থান সহ নানা সমীকরণে চট্টগ্রাম করোনার “ডেঞ্জার জোন” এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রস্তুতি ও পরিকল্পনা। কিন্তু অনেক ক্ষেত্রে অপরাজনীতি ও স্ট্যান্ডবাজীর কারণে পরিস্থিতি আমাদের বাইরে চলে যায়। তাই ইতিবাচক রাজনীতির মাধ্যমে সম্মিলিত প্রয়াসে এই দূর্যোগকালীন সময়কে মোকাবেলা করতে হবে।

    করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিলে শুরুতেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়। এই হাসপাতালে ১০ টি আইসিইউ সহ ১০০ শয্যার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ৫০ শয্যার বিআইটিআইডি ও ২৫ শয্যার ফিল্ড হাসপাতালে কোন আইসিইউ নেই।

    এই পরিস্থিতিতে ১১ বেডের আইসিইউ সম্বলিত ১০০ বেডের হলি ক্রিসেন্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন, এসডিও সহ আনুসাঙ্গীক সব সুযোগ সুবিধার মাধ্যমে চালু করা হলো। এখন থেকে এটি বিশেষায়িত করোনা হাসপাতাল হিসেবে রূপান্তর হলো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চমেকে নতুন ১শ শয্যার আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

    চমেকে নতুন ১শ শয্যার আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস মোকাবেলায় কোভিড রেড জোন ও নতুন ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ বৃহষ্পতিবার সকালে এই আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন।

    এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রি.জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.ফজলে রাব্বি, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. শাহীন হাসান, ডা. সাহানারা, অনুরুদ্ধ কর, রঞ্জন কান্তি নাথ, নাসির উদ্দীন মাহমুদ, সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

    নতুন আইসোলেশন শয্যা উদ্বোধনকালে মেয়র বলেন, ক্রমাগত করোনা রোগী সনাক্ত বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। আর বিশেষ করে মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের জন্য পৃথক হাসপাতাল,পৃথক ওয়ার্ড ও পৃথক শয্যা থাকা একান্ত জরুরী। কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থায় সংকট রয়েছে। তারপরও সরকার সহ আমরা যথাসাধ্য চেষ্টা করছি করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা করতে।

    চট্টগ্রামের হলিক্রিসেন্ট হাসপাতালকেও জেনারেল হাসপাতালের আওতায় দ্বিতীয় ইউনিট হিসেবে চালু হচ্ছে। ফলে এখানে আরো ১০০ রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে।

    তিনি সংক্রমণ এড়াতে সব সাধারণ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা থাকা জরুরী বলে উল্লেখ করেন।

    মেয়র এই সংকটকালীন সময়ে সচেতনতা,ধৈর্য্য ও সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করার আহবান জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চমেক হাসপাতাল জামে মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলানা কামাল হোসেন জাফরী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আম্ফান নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি ও সচেতনতা:চসিক মেয়র

    আম্ফান নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি ও সচেতনতা:চসিক মেয়র

    আবহাওয়া অধিদপ্তর হতে মহাবিপদ সংকেত ঘোষণার পর আজ সকাল থেকে নগরীর উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় আম্ফান সুপারসাইক্লোন মোকাবেলায় সার্বিক প্রস্তুতি কার্যক্রম কার্যক্রম পরিদর্শন শুরু করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন।

    এসময় পতেঙ্গা সমূদ্র সৈকত, পতেঙ্গার আশপাশ এলাকা, হালিশহর, ৪১ নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র সমূহও পরিদর্শন করেন তিনি।এসময় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সতর্কতামূলক মাইকিং কার্যক্রম, সম্ভাব্য উপদ্রুত এলাকা থেকে লোকজনকে নিরাপদে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কার্যক্রমও তদারকি করেন।

    তিনি স্বেচ্ছাসেবককদের উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমেনর বিস্তার বৃদ্ধির মধ্যেই আম্ফান সুপার সাইক্লোন মরার উপর খাড়ার ঘা। তারপরেও প্রাকৃতিক এই দূর্বিপাক ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সাহস না হারিয়ে প্রত্যেকেরই সুরক্ষা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বক্ষণিকভাবে নগরবাসীর পাশে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনে নিবেদিত।

    পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কন্ট্রোলরুম সার্বক্ষণিকভাবে সক্রিয় রযেছে। যে কোন সহযোগিতার জন্য ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯-তে যোগাযোগ করার জন্য নগরবাসীকে সিটি মেয়র অনুরোধ জানিয়েছেন।

    এসময় মেয়র আশ্রয়কেন্দ্রে আশ্রীতদের মাঝে শুকনো খাবার ও বোতলজাত সুপেয় পানি,মোবাতি,দিয়াশলাই ও প্রয়োজনীয় জরুরী ওষুধপত্র প্রদান করেন।

    তিনি আরো বলেন, আম্ফান সাইক্লোন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দূর্গতের দ্রুত পুণর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে উদ্যোগী হবে। এ নিয়ে নগরবাসীকে উদগ্রীব না হয়ে সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব বজিয়ে নিয়ম চলার আহবান জানান মেয়র।

    করোনা সংক্রমণ এবং আম্ফান সাইক্লোন মোকাবেলায় মানসিক প্রস্তুতি ও আত্ম মনোবলে উদ্বুর্দ্ধ হওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বাস্তবতা আমাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলায় অফুরন্ত শক্তি যোগাতে পারে। সবচেয়ে বড় ভরসা ও আস্থা মহান আল্লাহর প্রতি। তিনি অবশ্যই আমাাদের রক্ষা করবেন।

    তিনি আশ্রয়কেন্দ্রে আশ্রীতদের করোনাভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে সামাজিক বা শারিরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

    পরিদর্শনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক সহ অন্যরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে এবং দেশ ও জাতি বাঁচবে:চসিক মেয়র

    অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে এবং দেশ ও জাতি বাঁচবে:চসিক মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ . ম. নাছির উদ্দীন বলেছেন,করোনা ভাইরাস কবলিত আপদকালীন সময়ে আবাসন, সরকারি ও বেসরকারি স্থাপনা ও ইমারত নির্মাণ,সড়ক পরিবহন শ্রমিকেদের কাজ বন্ধ থাকায় নির্মাণ শ্রমিকদের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে।এই শ্রমিকরা সাধারণত দৈনিক ভিত্তিক মজুরী পান। তাই কাজ নেই তো মজুরীও নেই। কিন্তু ক্ষুধার আগুনতো দ্বিগুন হয়ে জ্বলে।

    তিনি বলেন,এই সত্যটি সরকার উপলব্ধি করে এবং লক-ডাউনের মধ্যেও সামর্থ্য অনুযায়ী আয়-রুজির সুযোগ দিয়েছে। কারণ কাউকে জোর করে ঘরে আটকে রেখে ক্ষুধার আগুন নেভানো অসম্ভব। যাদের জীবনমান শ্রমবিনিয়োগ নির্ভর। তাদের দৈনিক কাজ করেই চলতে হবে। সাধ্যমত অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে তাদের নিয়েই দেশ ও জাতি বাঁচবে।

    মেয়র বলেন,এই করোনা ভাইরাসের সংক্রমনের তীব্রতা বিস্তার রোধে সামাজিক বা শারিরিক দূরত্ব বজায় রেখে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা সমূহ অক্ষরে অক্ষরে পালন করে এই সংকট উত্তরণে অগ্রণী ভূমিকা রাখবেন ।

    আজ সকালে সিটি মেয়র বিভিন্ন জায়গায় অসহায় শ্রমিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী, সাবান ও মাক্স বিতরণ কালে সিটি মেয়র এসব কথা বলেন।

    বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ: বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এর ৬৫৭ শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জল বিশ্বাস,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খোকন,মোহাম্মদ আলী আকবর,মো: বেলাল,মো: কাশেম,আব্দুল হালিম,মো: সোহেল প্রমুখ।

    চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি: চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০ সদস্যকে ভোগ্যপণ্য উপহার সামগ্রী ,সাবান ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: রেজাউল খান,মো: শহিদুল ইসলাম, মো: মোশারফ হোসেন খান,জামাল উদ্দীন ঝন্টু,মো: আবদুল সালাম,সিরাজুল ইসলাম প্রমুখ।

    চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন: চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে ৫শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে আবদুল নবী লেদু, সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, আলাউদ্দিন , কামরুল হাসান জনি, বখতেয়ার, আবদুল হান্নান, জহির উদ্দীন ও আবদুর রহিম উপস্থিত ছিলেন।

    চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতির : চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতির ৪শ পরিবাবরের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি ্ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম(লিটন), হেলাল উদ্দিন চৌধুরী, নুর রহমান, আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর