Tag: চাঁপাইনবাবগঞ্জ

  • শিবগঞ্জে নৌকাকে হারিয়ে দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন জামায়াতের প্রার্থী

    শিবগঞ্জে নৌকাকে হারিয়ে দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন জামায়াতের প্রার্থী

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সেফাউল মুলুক। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী বেনাউল ইসলাম। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট। জামায়াত-সমর্থিত প্রার্থীর চেয়ে প্রায় অর্ধেক ভোট কম পেয়েছেন তিনি।

    বুধবার (১৫ জুন) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান।

    তিনি বলেন, এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কম সময়ে সহজেই ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    কানসাট ইউপিতে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩১৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪২৭ জন।

    নির্বাচনে ১০টি কেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা কাজ করেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন ১০৭ জন এবং পোলিং কর্মকর্তা ছিলেন ২১৪ জন।

    আজকের নির্বাচনে ভোট পড়েছে ২৬ হাজার ৩০টি। এরমধ্যে ৫৫টি ভোট বাতিল হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, দাদি ও নাতির লাশ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, দাদি ও নাতির লাশ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আট থেকে ১০ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন শিবগঞ্জে বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬০) ও তাঁর নাতি সিয়াম (৮)।

    শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে পদ্মা নদীর বোগলাউড়ি ঘাট থেকে ২০ থেকে ২২ যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের বিশরশিয়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। নৌকাটি লক্ষ্মীপুর চরের কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দ্রুত উদ্ধারে নামে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে।

    এদিকে, নৌকাডুবির খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা গেছে। উদ্ধার অভিযান চলছে।

    এ দুর্ঘটনায় আরও আট থেকে ১০ জন নিখোঁজ আছে বলে জানান পিআইও আরিফুল ইসলাম।

    এন-কে

  • বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

    বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান।

    তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • এসআই স্বামীকে কুপিয়ে পালিয়েছে স্ত্রী

    এসআই স্বামীকে কুপিয়ে পালিয়েছে স্ত্রী

    চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) কামরুল হাসানকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে তার স্ত্রী।

    রোববার (০১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

    আহত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) কামরুল হাসান। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কামরুলের স্ত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।

    স্থানীয়রা জানায়, ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান। স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল হাসানের পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।