Tag: চাউল বিতরণ

  • আনোয়ারায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

    আনোয়ারায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

    আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নে ২০২১-২২ চক্রের বরাদ্দ কৃত ৭৬ জন কার্ডধারী পরিবারের মাঝে ভিজিডি কার্ড ও বিনামূল্যে মাথা পিছু প্রতি মাসে ৩০ কেজি করে ২মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।

    দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আনোয়ারা সদর ইউনিয়নে ৭৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাড ও চাল বিতরণ করেন।

    এই সময় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন,
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ও আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নের রুপকার মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র সহযোগিতায় আজ অসহায়দের মাঝে বিনামূল্যে চাল তুলে দিতে পারছি। প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি । অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে ২০০ শত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। ইউপি সদস্য বৃন্দুর সহযোগিতায় প্রত্যেক কার্ড ধারীর হাতে এ চাউল তুলে দেন।

    এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব আবদুল হান্নান, উদ্যোক্তা মোহাম্মদ হামীম আহমেদ, ইউপি পরিষদের ওয়ার্ড মেম্বার লিটন সিকদার, নিজাম উদ্দিন, অচ্যুত শীল, মোহাম্মদ মোক্তার হোসেন, মোঃ আবু সৈয়দ, আবদুল সালাম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মৌসুমী আইচ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • ফটিকছড়ি পৌরসভায় অসহায়দের মাঝে চাউল বিতরণের উদ্বোধন

    ফটিকছড়ি পৌরসভায় অসহায়দের মাঝে চাউল বিতরণের উদ্বোধন

    ফটিকছড়ি প্রতিনিধি:::প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফটিকছড়ি পৌরসভায় গরীব ও হত-দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (৩ মে) সকালে ফটিকছড়ি পৌরসভার ২নং কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    এসময় ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, কাউন্সিলর রফিকুল আলম উপস্হিত ছিলেন।

    পৌর মেয়র ইসমাইল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশে যেন কোনো মানুষ না খেয়ে থাকে। এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে মানুষের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • লকডাউনের দুঃসময়ে ভাটিয়ারী প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ১৫ টন চাউল বিতরণ

    লকডাউনের দুঃসময়ে ভাটিয়ারী প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ১৫ টন চাউল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি ::: সীতাকুণ্ডে লকডাউনের কারণে বিপাকে পড়ে যাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ব্যক্তিবর্গকে মোট ১৫ টন চাউল বিতরণ করেছেন উপজেলার ভাটিয়ারীস্থ প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ এস.এম নুরুন নবী মানিক।

    মঙ্গলবার তিনি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে চাউলগুলো তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের এর অঙ্গ প্রতিষ্ঠান মাহিনুর শিপ রি-সাইক্লিং লিমিটেড এর এমডি নাজমুল হুদা তানভীর, জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খায়রুল আজম জসীমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

    এ বিষয়ে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান এস.এম নুরুন নবী মানিক বলেন, লকডাউনের এই দুঃসময়ে সীতাকুণ্ডের সাধারণ মানুষের হাতে যেন ত্রান পৌঁছায় সে লক্ষে আমি উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে এসব চাউল বিতরণ করেছি। প্রেসক্লাবের সাংবাদিকরা দেশের এ ক্রান্তি লগ্নে নিরবিচ্ছিন্নভাবে সমাজকে সেবা দিয়ে যাচ্ছে তাই প্রেসক্লাবকে নিজস্ব তহবিলের জন্য চাউলগুলো প্রদান করা হয়েছে। এছাড়া অন্যরা তাদের চাউল সমাজের অবহেলিত মানুষকে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করি।

    এদিকে এমন দুঃসময়ে সীতাকুণ্ড প্রেসক্লাবসহ ইউনিয়ন পরিষদে চাউল দিয়ে যে সহযোগীতার হাত বাড়িয়েছে তার জন্য প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান এস.এম নুরুন নবী মানিক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। যেকোন দুঃসময়ে তারা যাতে এগিয়ে আসতে পারে সেটাই প্রত্যাশা সকলের।