Tag: চাটখিল

  • নৌকার মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কে ইউএনও

    নৌকার মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কে ইউএনও

    নোয়াখালীর চাটখিলে নৌকার প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

    বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নৌকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি হাসিমুখে বিতর্কিত ওই ছবি তোলেন।

    সন্ধ্যার পর থেকে ইউএনও হাসিমুখে তোলা ভি-চিহ্নের ছবি ফেসবুকে পোস্ট করে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের জোটে থাকা অনেক প্রার্থীও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

    এম. মোতাহের হোসেন নামে একজন লিখেছেন, ‘হায়রে সোনার বাংলা এসব নির্বাচন কর্মকর্তা দিয়ে করবেন তথাকথিত নিরপেক্ষ নির্বাচন? নৌকার প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন যার কাছে তিনিই অতি আবেগে ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন। এতে অপরাপর প্রার্থীরা তার কাছে নিরপেক্ষ আচরণের আশা হারালো।’

    নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী-১ আসনের এক স্বতন্ত্রপ্রার্থী বলেন, ‘যে মুহূর্তে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তার এমন আচরণ প্রার্থী ও ভোটারদের হতাশ করেছে।’

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু না। মনোনয়ন জমার সময় হাত তুলে কাউকে কিছু বলার সময় ছবিটি তোলা হয়েছে।

    এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তাসহ সব সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সতর্ক করে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে।

    এবার নোয়াখালী-১ আসনের ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বুধবার বিকেল পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম, গণফ্রন্টের মো. খোরশেদ আলম ও জাসদের হারুন অর রশিদ।

  • চাটখিলে এসএসসি ২০০০ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত

    চাটখিলে এসএসসি ২০০০ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত

    নোয়াখালীর চাটখিলে উৎসবমুখর পরিবেশে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেয় এই মিলন মেলায়।

    উপজেলার হালিমা দিঘির পাড় সংলগ্ন হার্টল্যান্ড কমিউনিটি সেন্টারে শনিবার (২৪ ডিসেম্বর ) এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মুখর ছিল কমিউনিটি সেন্টার এরিয়া এতে অংশগ্রহণ করেন, শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশাজীবী উক্ত ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

    আলোচনা সভায় জানে আলম সবুজের সভাপতিত্বে ও
    রাফিক শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভিসি আনোয়ারুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুহাম্মদ সোহেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর ও সাধারণ সম্পাদক কামরুল কানন।

    এছাড়াও বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মাহমুদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

    শেষে স্টার অ্যাওয়ার্ড, সাধারণ অ্যাওয়ার্ড, রেফেল ড্র, খেলাধুলার অ্যাওয়ার্ড সহ সংগীতশিল্পী হিসেবে মঞ্চ মাতিয়েছেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৪ শিল্পী তারেক।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম, এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে আবেগাপ্লুত এবং ভীষণ আনন্দিত, এজন্য আমাদের ব্যাচের আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই।

     

  • চট্টগ্রামে মৃত এক জনসহ ১৮ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে মৃত এক জনসহ ১৮ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৯৮ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে তবে এর মধ্যে এক জন আগেই মারা গেছেন। 

    আক্রান্তদের মধ্যে নগরীতে ১৪ এবং দুই উপজেলায় ৪ জন রয়েছেন।

    এছাড়া ভিন্ন নোয়াখালী জেলার চাটখিলে এক জনের করোনা শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৫৮ জন।

    বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের শহরে আক্রান্তরা হলেন:- দক্ষিণ নালাপাড়া পুরুষ (বয়স ৩৫), শুলকবহর কিশোর (বয়স ১০), কর্নেলহাট পুুুরুষ (বয়স ৫৭) ঈদগাহ বড় পুকুর পাড় গাছতলা এলাকায় দুজন পুরুষ রোগী (বয়স ৩৫ ও ৩১) হালিশহর রামপুরা এলাকায় দুজন পুরুষ (বয়স ৫৫ ও ৩৮), এনায়েত বাজারে দুইজন পুরুষ (বয়স ৬০ ও ২৮), রাহাত্তারপুলে একজন পুরুষ (বয়স ১১), পাঁচলাইশে একজন পুরুষ (বয়স ৪০), আকবরশাহ এলাকায় একজন নারী (বয়স ২৪) এবং কোতোয়ালী এলাকায় একজন নারী (বয়স ৪৪)।

    এছাড়া সাগরিকা ১ জন করোনা শনাক্তের আগেই মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম সগির আহমেদ।

    নগরীর বাইরে জেলার মধ্যে করোনা শনাক্ত লোহাগাড়ায় দুই পুরুষ বয়স (৩৭ ও ৪৫),পদুয়ায় এক নারী এবং সাতকানিয়ায় ৩৮ বছর বয়সী ১ জন।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের বারো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

    ২৪ ঘণ্টা/এম আর