Tag: চালক

  • সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের বিশেষ অভিযানে লবণভর্তি ট্রাকে মিলল এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২৬ হাজার পিস ইয়াবা।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকার বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়।

    এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করে র‌্যাব। তাছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯)টি জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো. ইদালী হোসেনের ছেলে ও ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই জেলা সদরের লস্করপুর এলাকার মো. আফজাল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (২০)।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে র‌্যাবের বিশেষ টিম।

    রাত সোয়া ১১ টার সময় লবণভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ট্রাকের চালক ও হেলপারের সিটের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাসহ দুজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় প্রাইভেটকার চালক আইয়ুব আলী হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, মো রাব্বী প্রকাশ রাব্বি (২২), আল আমিন (২২), মো. সোহেল (২৫), মো. বাবু প্রকাশ ছোট বাবু প্রকাশ শাকিল (২০) ও মো. কামাল হোসেন প্রকাশ রনি (২০)।

    তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, চারদিন আগে নগরীর আগ্রাবাদ চৌমুনী এলাকায় খুন হওয়া প্রাইভেট কারচালক আইয়ুব আলী হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি সদীপ।

    এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় প্রাইভেট কারচালক আইয়ুব আলী (৫৫)। ঘটনার দিন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে সিআইডি মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আইয়ুব আলীর পরিচয় শনাক্ত করে।

    পুলিশ জানিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় মো. আইয়ুব আলী (৫৫)। নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেল চালক বন্ধু

    ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেল চালক বন্ধু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সামায়ারা স্নেহা সুমি নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী।

    একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মোটর সাইকেল চালক বন্ধু।

    গতকাল সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে মোটরসাইকেলে চড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওঠার সময় জিইসি সানমান এলাকায় একটি ট্রাক চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    সড়ক দুর্ঘটনায় নিহত সামায়ারা স্নেহা সুমি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনার পাশাপাশি জিইসি মোড় এলাকায় মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি’র কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    প্রতক্ষ্যদশীরা জানায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় স্নেহা আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে তার মায়ের জন্য ঔষধ কিনতে মোটরসাইকেলে করে জিইসির মোড় গিয়েছিলেন।

    বেপরোয়া গতির ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৬) আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরের দিকে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলতে থাকে। এসময় পেছনে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়।ফ্লাইওভারে তরুণীর মৃত্যু

    এতে ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয় তরুণীসহ তার মোটরসাইকেল চালক বন্ধু। ঘটনাস্থলেই চাকার নিচে থেতলে প্রাণ হারান মোটর সাইকেলে থাকা কলেজ ছাত্রী স্নেহা। গুরুতর আহতাবস্থায় মোটর সাইকেল চালক বন্ধুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চমেক হাসপাতালে নেওয়া হয়।

    ঘটনার সত্যতা স্বীকার করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, রাতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা এক মেয়ে মারা গেছে। অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাতেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

    এদিকে ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব না হলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে জানালেন পাঁচলাইশ থানার কনস্টেবল সালাউদ্দিন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সাতকানিয়ায় সিএনজি যাত্রীকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে জমিনে ট্রাক

    সাতকানিয়ায় সিএনজি যাত্রীকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে জমিনে ট্রাক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়ায় এক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীকে আহত করার পর বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে সড়ক থেকে ছিটকে ট্রাক গিয়ে পড়েছে জমিনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে সড়কের পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুটি।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার দেওদিঘী এলাকায় ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঙ্গলবার সকাল পৌণে ১১টার সময় এওচিয়ার শান্তিরটেক এলাকায় ফুলতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেন ট্রাকটি। এতে গুরুতর আহত হয় ওই অটোরিকশার এক যাত্রী। স্থানীয়রা ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাক চালক বেপোরোয়া গতিতে পালানোর চেষ্টা করে।

    এওচিয়ার দেওদিঘী এলাকায় গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে সড়ক থেকে ১৫ ফুট নিচে জমিনে পড়ে যায়। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বললেন স্থানীয়রা।

    গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, স্থানীয়রা আহত সিএনজি যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেন।

  • চবি ছাত্রীকে যৌন হয়রানি : সোহাগ পরিবহণের বাস চালক,সুপারভাইজার ও হেলপার গ্রেফতার

    চবি ছাত্রীকে যৌন হয়রানি : সোহাগ পরিবহণের বাস চালক,সুপারভাইজার ও হেলপার গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : সোহাগ পরিবহনের চলন্ত বাসে বুধবার সন্ধ্যায় চবির এক ছাত্রীকে বাসের দুই সহকারী মিলে যৌন হয়রানির চেষ্টা চালায়। ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ভুুুুক্তভোগী ছাত্রীটি।

    চবি শিক্ষার্থীর পোস্টটি মুহুত্বেই ভাইরাল হয়ে যায়। পোস্টের সুত্র ধরে শুক্রবার সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নজরে আসলে তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেন। দোষীদের শনাক্ত করতে মাঠে নামে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

    অবশেষে ঘটনার ২ দিন পর শনিবার রাত ৯ টার সময় নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ পরিবহণের ওই বাসটির সুপার ভাইজার আলী আব্বাস, হেলপার ভূট্টো, ও চালক এহসান করিমকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

    পটিয়া থেকে নগরীতে আসার সময় সোহাগ পরিবহনের চলন্ত বাসেে চট্টগ্রাম (চবি) ছাত্রীকে যৌন হয়রানি চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের এডিসি আসিফ মহিউদ্দিন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাতে ৩ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    উল্লেখ্য বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার পটিয়ার বোনের বাড়ী থেকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় আসার পথে সোহাগ পরিবহনের একটি বাসে চালক হেলপার মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করে।

    বাসের মধ্যে ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার ওই শিক্ষার্থী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর পরপরই ছাত্রীটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগীতা নিয়ে ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানালে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনা তদন্তে অভিযানে নামে।

  • ট্রাকে ৩৯ মরদেহ, চালক আটক

    ট্রাকে ৩৯ মরদেহ, চালক আটক

    যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্সে একটি ট্রাক কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, একটি কারখানার পার্কে থাকা ট্রাক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

    দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট তাদের খবরে উল্লেখ করেন, বুধবার সকালে ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

    যে লাশগুলো উদ্ধার করা হয়েছে এর মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একটি কিশোর ছিল। হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী লরি চালককে গ্রেফতার করা হয়েছে।

    স্থানীয় পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। কী ঘটেছে তা জানতে আমাদের অনুসন্ধান চলছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার বিষয়টি প্রক্রিয়াধীন, তবে আমি অনুমান করি যে এটি দীর্ঘতর প্রক্রিয়া হতে পারে।

    এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে যিনি পুলিশ হেফাজতে রয়েছেন।