Tag: চালক আটক

  • পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় মো. মোসাদ্দেক ফয়েজ অপু (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার আমজুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অপু উপজেলার এয়াকুবদন্ডী গ্রামের মো. মোরশেদ আলমের ছেলে এবং জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

    জানা গেছে, অপু বৃহস্পতিবার দুপুরে পটিয়ায় সদরে যান। বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম মূখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২২-২৪১০) পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কাভার্ডভ্যান চাপায় তাদের স্কুলের ভোকেশনাল দশম শ্রেণীর এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের হওয়ার ঘটনায় কুষ্টিয়া জেলার টিপু সুলতানের ছেলে ও কাভার্ডভ্যান চালক চান মিয়াকে আটক করা হয়েছে।