Tag: চিকদাইরে

  • রাউজানের চিকদাইরে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

    রাউজানের চিকদাইরে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা -২ ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ২২ নভেম্বর শুক্রবার চিকদাইর আব্দুল আলী জামে মসজিদস্থ হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ)”র ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আব্দুল আলী জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা নুরুচ্ছাপা।

    উদ্বোধক ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু তাহের, প্রধান বক্তা ছিলেন গহিরা এফ. কে. জামিউলুম বহুমুখী কামিল এম.এ আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম আল্ কাদেরী, বিশেষ বক্তা হিসেবে তকরির করেন ঢাকা নারায়ণগঞ্জ জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক সৈয়দ মাওলানা মাহবুবুল হক আল্ কাদেরী ( নুরে বাংলা) ,চট্টগ্রাম কাজীর দেউরী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে. এম. বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর যুগ্ম সম্পাদক তৌফিকুল ফরিদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, মোহাম্মাদ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শুক্কুর সওদাগর, মাওলানা ফরিদুল আলম মাইজভাণ্ডারী, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর সভাপতি রোকন ফারুকী, সাধারন সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, নাজিমুদ্দিন কালু, । অন্যান্যদের উপস্থিত ছিলেন, জানে আলম, শহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ দৌলত খাঁন, শাহ্জাহান, ছালে জঙ্গীর, মোহাম্মদ রমজান আলী, আবুল হোসেন কালু, মোঃ জাহাঈীর, কোরবান আলী মিনকু, আলমগীর হোসেন খালেক, মঈনুদ্দিন মানিক, জাগের হোসেন টিটু, দিদারুল আলম দিলু, সাদ্দাম হোসেন, শাহেদুল করিম, মিনহাজ, রমজান,খোরশেদ, মোফাচ্ছেল, মোঃ হোসাইন, মোজাম্মেল, রাসেল,ওসমান, জিল্লুর রমান, মহিনউদ্দিন,মোঃ সুমন, জালাল উদ্দিন, নেজাম উদ্দিন প্রমুখ ।

  • রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী শুক্রবার রাউজানের চিকদাইর আব্দুল আলী বেপারী জামে মসজিদ সংলগ্ন হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ঈদগাহ ময়দানে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ শাখা ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি চিকদাইর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষে হয়।

    বর্ণাঢ্য র‌্যালীতে মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা যোগে হাজারো মাইজভান্ডারী আশেক ,ভক্ত অংশগ্রহণ করেন। শুক্রবার মাইজভান্ডারী সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।