কোভিড-১৯ (করোনাভাইরাস) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন।
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেরও (বিএমডিসি) সভাপতি। তার ছেলে, ছেলের বউ ও গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় আক্রান্ত নিশ্চিত হওয়ার পর তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) দেশে করোনায় মোট মৃত্যু ছয় হাজার ছাড়িয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম