Tag: চিকিৎসক করোনায় আক্রান্ত

  • করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

    করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

    কোভিড-১৯ (করোনাভাইরাস) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন।

    ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেরও (বিএমডিসি) সভাপতি। তার ছেলে, ছেলের বউ ও গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় আক্রান্ত নিশ্চিত হওয়ার পর তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

    বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    প্রসঙ্গত, চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) দেশে করোনায় মোট মৃত্যু ছয় হাজার ছাড়িয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রামেন্দু-ফেরদৌসী দম্পতি করোনায় আক্রান্ত

    রামেন্দু-ফেরদৌসী দম্পতি করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তারা।

    আজ (৭ আগস্ট) দুপুরে রামেন্দু মজুমদার বলেন—হ্যাঁ, আমরা করোনায় আক্রান্ত হয়েছি। কিন্তু এখন দুজনেই ভালো আছি। আমাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে না।

    বরেণ্য এ নাট্যব্যক্তিত্ব আরো বলেন—প্রথমে ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। এটি গত ১৪ জুলাইয়ের ঘটনা। পরে ১৮ জুলাই কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রেজাল্ট পজিটিভ আসে। এর এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর ভাব তৈরি হয়। আমিও পরীক্ষা করাই। আমার রেজাল্টও পজিটিভ আসে।

    শারীরিকভাবে কোনো অসুস্থতা বোধ করছেন না রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি। আগামী কয়েক দিনের মধ্যে আবারো কোভিড-১৯ পরীক্ষা করাবেন। দ্বিতীয়বারের পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশা ব্যক্ত করেছেন রামেন্দু মজুমদার।

    ঢাকার মঞ্চ ও টিভি নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার। ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত তিনি। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

    রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুরে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) ও এমএ পাস করেন।

    রামেন্দু মজুমদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিত সভাপতি।

    অন্যদিকে ফেরদৌসী মজুমদার শক্তিমান একজন অভিনেত্রী। স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সমান সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। ধারাবাহিক টিভি নাটক সংশপ্তকে ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান এই শিল্পী।

    ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

    ৬ দিন আগে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে বাসায়ই তার চিকিৎসা চলছিল।

    রোববার (১৪ জুন) সকালে শরীর কিছুটা খারাপ হওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি হন তিনি।

    শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এসব তথ্য জানান।

    শারীরিক অবস্থা সম্পর্কে উত্তম কুমার জানান, জ্বর ছাড়া আর কোনো উপসর্গ আপাতত নেই। অক্সিজেন সিচ্যুরেশন ভালো আছে। সিটি স্ক্যান পরীক্ষায় বাইল্যাটেরাল নিউমোনিয়ার ধরা পড়েছে।

    প্রসঙ্গত, এর আগে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ১০০ জন করোনাতে আক্রান্ত হন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

    তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন, করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন’।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একই দিন করোনা ফলাফল পজিটিভ এসেছে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের। তিনিও বর্তমানে আসোলেশনে আছেন।

    এর আগে করোনা ফলাফল পজিটিভ এসেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও জেলা করোনা ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনিও বর্তমানে আইসোলেশনে আছেন।

    মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করা জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

    প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়।

  • কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত:বিভিন্ন এলাকা লকডাউন

    কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত:বিভিন্ন এলাকা লকডাউন

    নীলফামারী প্রতিনিধি॥নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বেশকিছু এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন ক্যাম্পাস সহ বেশকিছু এলাকা লকডাউন ঘোষনা করেছেন।

    জানা গেছে, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায় হওয়ায় তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা যান। গত শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর,সর্দি,হাচি কাশিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন।

    গত সোমবার (৬ এপ্রিল) নীলফামারী জেলার করোনা সন্দেহে সাত জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। ওই সাতজনের মধ্যে একজনের পজেটিভ প্রতিবেদন মঙ্গলবার নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে আসে। ওই একজন হলেন কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তাকে উক্ত উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বলেন, মঙ্গলবার(৭এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই স্বাস্থ্য কেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের সংস্পর্সে আশাদের চিহিৃত করাসহ স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেণ্টিন করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস, মেডিকেল মোড় থেকে পূর্বদিকে শহীদ মিনার ও উত্তরের ধাইঝান নদীর ব্রিজ এলাকা পর্যন্ত লকডাউন করা হয়েছে।