Tag: চিকিৎসাধিন

  • চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েদির মৃত্যু

    চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েদির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মো. শফি (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার রাতে হাসপাতালের ১২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। মো. শফি ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকার নবীদুর রহমানের বাড়ির আলী আহমেদ সওদাগরের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার এসআই ঈমাম হোসেন। তিনি বলেন, বনবিভাগের দায়ের করা এক মামলায় মো. শফি ৬ মাসের সাজা হয়ে সে কারাগারে ছিলেন। তার কয়েদি নাম্বার ৬২৬৩/৩।

    কারাগারে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার এ পুলিশ কর্মকর্তা।

  • চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে শরিফা আক্তার (৩০) নামে এক গৃহবধু।

    শনিবার দিবাগত রাত ১টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফা নগরীর ঝাউতলা এলাকায় তার স্বামী মো. ইউছুফকে নিয়ে থাকতেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার নতুনচর এলাকার আশরাফ ভূঁইয়ার মেয়ে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধু শরিফার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, গত ৩১ অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হলে পরীক্ষা নিরিক্ষার পর শরিফার ডেঙ্গু রোগ শনাক্ত হয়।

    এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

  • ডবলমুরিংয়ে আগুন : না ফেরার দেশে একই পরিবারের ৪ সদস্য

    ডবলমুরিংয়ে আগুন : না ফেরার দেশে একই পরিবারের ৪ সদস্য

    চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের দগ্ধ আরো তিন সদস্য হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় একই পরিবারের ৪ সদস্যই চলে গেলেন না ফেরার দেশে।

    ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ। তিনি বলেন, গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে নগরী ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে একই পরিবারে স্বামী স্ত্রী ও তাদের দুই সন্তান অগ্নিদগ্ধ হয়েছিল।

    অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ বছরের শিশু সন্তান আশরাফুলকে মৃত্যু হয়। একই পরিবারের বাকি তিনজনের অবস্থা গুরুতর দেখে সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চমেকের কর্তব্যরত চিকিৎসক। ঘটনার ৪দিন পর গত বুধবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দগ্ধ তিনজনের মৃত্যু হয়। আরো খবর : আগুনে পুড়ে শিশুর মৃত্যু

    নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের আবুল খায়েরের ছেলে আমির হোসেন (৩২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদা আক্তার (২৫) এবং তাদের সন্তান উনিয়া (৫)। এর আগে ঘটনার পরদিন সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করে পরিবারের অপর সন্তান আশরাফুল (৪)।

    নিহত আমির হোসেনের ভাই জামাল হোসেন জানান, আমির হোসেন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৯ অক্টোবর রাতে ঘুমানোর পর হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তারা চারজনই দগ্ধ হয়।

    পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে আমির হোসেন, রাত ১১টার দিকে উনিয়া এবং দিবাগত রাত ২টার দিকে খালেদা মারা যান।

    নিহতদের মধ্যে আশরাফুলের মরদেহ চট্টগ্রামেই দাফন করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ গৌরনগর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে বলেও নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।