Tag: চিত্রনায়িকা

  • করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

    করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

    চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত হয়েছেন। জনপ্রিয় এ নায়িকা বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

    আজ শুক্রবার দুপুরে পপির পারিবার গণমাধ্যমকে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, বর্তমানে পপির জ্বর, গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে।

    আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

    রোজা ও ঈদ পালন করেছেন খুলনায়। সেখানে গত তিন মাস ধরে নিজের সামর্থ্যের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।

    তিনি বলেন, মানুষকে ত্রাণ দিতে গিয়েই হয়তে আমি আক্রান্ত হয়েছি। কারণ, এর জন্য আমাকে বেশ কয়েকবার রাস্তায় বের হতে হয়েছে। এমনকী রাতেও মানুষকে সাহায্য করেছি।

    বর্তমানে বাসায় আইসোলেশনে থাকলেও এখনই হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না বলে জানিয়েছেন পপি। কিছুটা শংকিত থাকলেও মানসিকভাবে বেশ দৃঢ় আছেন বলেও যুগান্তরকে জানিয়েছেন এ নায়িকা। করোনা মুক্ত হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াবেন তিনি, এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

    লকডাউনের আগে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘সাহসী যোদ্ধা’ ও ‘সেইভ লাইফ’ নামে তিনটি ছবির শুটিং করছিলেন এ নায়িকা। করোনা প্রকোপ কমে গেলে ঢাকায় ফিরে এসব ছবির শুটিং পূনরায় শুরু করার কথাও জানিয়েছেন পপি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || জ্বর নিয়ে গত রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান।

    শোনা যায়, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার। পরদিন নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজিটিভ আসে।

    রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার পরই তা পাঠানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    এর আগে গত সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে নুসরাত জানিয়েছেন, তার বাবার এমন কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, “মিডিয়াতে লেখা হয়েছে, জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল, বাস্তবে শ্বাসকষ্ট ছিল না, সাধারণ জ্বর।

    যেহেতু বয়স হয়েছে, তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু কোনওদিন ইনসুলিন নিতে হয়নি তাঁকে।”

    নুসরাত এও জানিয়েছেন, এখন সরকারি নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বেশির ভাগ রোগীদেরই কোভিড ১৯ পরীক্ষা করা হচ্ছে।

    কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয় এ চিত্রনায়িকা।

    চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

    অভিনেত্রী জানান, তাঁর বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এমনকি সম্প্রতি কলকাতার বাইরেও যাননি তিনি। তবে তার বাবা যে বাজারে গিয়েছিলেন তা জানিয়েছেন নুসরত জাহান।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চিত্রনায়িকা শাকিবা বিনতে আলীকে নিয়ে মিজানের ‘তোলপাড়’

    চিত্রনায়িকা শাকিবা বিনতে আলীকে নিয়ে মিজানের ‘তোলপাড়’

    ২৪ ঘন্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশন গল্পনির্ভর নতুন বাংলা ছবি ‘তোলপাড়’। এ ছবির চিত্রনায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিবা বিনতে আলী। তার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান।

    অ্যাকশন গল্পনির্ভর এবং রোমান্টিক দৃশ্যের ছবিটি দর্শকরা পছন্দ করবেন এমন আশা ব্যক্ত করেছেন ছবির নায়িকা শাকিবা বিনতে আলী। তিনি বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। সবার সঙ্গে নতুন কাজ নিয়েও কথা চলছে।

    সাকিবা বলেন, তোলপাড় ছবি ছাড়াও সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে একজন টিভি সাংবাদিকের অভিনয় করেছি। নতুন বছরে নতুন সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

    এ ছাড়া আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় চিত্রনায়ক সনি রহমানের সাথে নতুন এক সিনেমায় কাজ করার কথা চলছে। এ ব্যাপারে ইতিমধ্যে মিটিংও হয়েছে। আশা করছি খুব শিগগিরই ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। ছবিটিতে আরো একজন হিরো থাকার কথা রয়েছে বললেন চিত্রনায়িকা সাকিবা।

    গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাজিন আহমেদ বাবুর টেলিছবি ‘চলো না ঘুরে আসি’তেও কাজ করেছেন শাকিবা। শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এছাড়া কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে কথা হয়েছে বললেন চিত্রনায়িকা সাকিবা বিনতে আলী।