Tag: চিলি

  • শেষ আটের লড়াইয়ে ব্রাজিল-চিলির একাদশ

    শেষ আটের লড়াইয়ে ব্রাজিল-চিলির একাদশ

    গ্রুপপর্ব শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল পর্ব। যে লড়াইয়ে হারলেই বাদ। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

    এমন সমীকরণে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।

    শেষ আটের লড়াইয়ে ফেবারিট ব্রাজিলই। শক্তিমত্তায় চিলির থেকে সব দিকেই এগিয়ে নেইমাররা।

    মুখোমুখি লড়াইয়ে এ পর্যন্ত ৭২ বার দেখা হয়েছে ব্রাজিল-চিলির। যেখানে ৫১ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল আর চিলির জয় সেখানে মাত্র ৮টি। ১৩টি ম্যাচ অমীমাংসিত।

    আর কোপা আমেরিকার পরিসংখ্যানে ২১ বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ। চিলি জিতেছে মাত্র ৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি।

    এমন হেড টু হেড পরিসংখ্যানে শেষ আটের লড়াইয়ে সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষের সামনে চিলি। তবে চিলিকে খাটো করে দেখতে রাজি নন কোচ তিতে।

    কোনো ঝুঁকি নিতে চান না তিনি। কারণ একটু ভুল হলেও ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবেন তিতে।

    এরইমধ্যে দুই দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন নেইমার। চিলির বিপক্ষে সব ক্লান্তি হটিয়ে মাঠে নামবেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে মাঝমাঠে খেলা ফাবিনহো ও ডগলাস লুইসের পরিবর্তে খেলতে পারেন ফ্রেড ও কাসেমিরো।

    আক্রমণে থাকবেন নেইমার, রিচারলিসন ও গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষক এলিসন বেকারের বিকল্প দেখছেন না তিতে।

    সম্ভাব্য একাদশ ব্রাজিল-

    এলিসন বেকার (গোলরক্ষক), ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, ফ্রেড, রিচারলিসন, দানিলো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

    সম্ভাব্য একাদশ চিলি-

    ব্রাভো, মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা, ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস, ফিলিপ মোরা ও এডওয়ার্ড ভার্গাস।

  • চিলির বিপক্ষে আর্জেন্টিনার ড্র

    চিলির বিপক্ষে আর্জেন্টিনার ড্র

    লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও শেষে খেই হারিয়ে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার মিশনে নেমেও একই চক্রে আটকে থাকল লিওনেল মেসিরা। চিলির বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে স্কালোনির শিষ্যরা।

    বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে রিও ডি জেনিরোতে কোপার গ্রুপ ‘বি’র ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি কিকে গোল করেছেন মেসি।

    মাঠের খেলায় দাপট ছিল আর্জেন্টিনারই। আক্রমণের পর আক্রমণ শানিয়েছে তারা। মেসির বানিয়ে দেয়া বলে মার্টিনেজ, গঞ্জালেসরা একাধিক সুযোগ হাতছাড়া করেছেন। চিলি পোস্টে প্রাচীর হয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

    কিন্তু ম্যাচের ৩৩ মিনিটে আর মেসিকে আটকাতে পারেননি ব্রাভো। বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো দর্শণীয় ফ্রি কিকে লিড আনেন আর্জেন্টিনা আধিনায়ক। জাতীয় দল জার্সিতে তার ৭৩তম গোল।

    প্রথমার্ধে আরও দুটি সুযোগ হাতছাড়া করে বিরতিতে যায় আর্জেন্টিনা। মার্টিনেজের পর গঞ্জালেস একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন।

    মধ্যবিরতির পর ফিরে সমতা টানে চিলি। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টিতে গোল আনে তারা। ভিদালকে বক্সে ফাউল করেছিলেন তাগলিয়াফিকো, ভিএআরের স্পট কিকের বাঁশি বাজান রেফারি।

    পেনাল্টির সময় একদফা নাটক হয়। আর্তুরো ভিদাল নিয়েছিলেন শট, সেটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ওঁত পেতে থাকা এডুয়ার্দো ভার্গাস।

    ম্যাচের ৭১ মিনিটে মেসির শটে ফের দেয়াল হন ব্রাভো। ৮০ মিনিটে মেসির বানিয়ে দেয়া বলে সুযোগ নষ্ট করেন গঞ্জালেস। যোগ করা সময়েও মেসিকে একটুর জন্য হতাশ করে চিলি, তার হেড গোলের খুব কাছে থেকে ফেরান ডিফেন্ডার রোকো।

    তাতে এক সপ্তাহ আগে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা ফলেই ফের আটকে যেতে হয় আর্জেন্টিনাকে। হারাতে হয় পয়েন্ট।

  • চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির একটি সামরিক বিমান অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

    স্থানীয় সময় বিকেল চারটা ৫৫ মিনিটে পুনটা এরিনাস থেকে উড্ডয়ন করে সি-১৩০ হারকিউলিস নামের পরিবহন বিমানটি। এর বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা ৬ টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    নিখোঁজ আরোহীদের মধ্যে ১১ জন ক্রু এবং ২১ জন যাত্রী রয়েছেন। এই যাত্রীরা অবকাঠামোগত কিছু সহায়তা দেয়ার জন্য যাচ্ছিলেন।

    চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটি এবং আরোহীদের খুঁজে বের করতে একটি তল্লাসি অভিযান চলছে।

    সংবাদ সংস্থা ইএফই তাদের প্রতিবেদনে বলেছে, আরোহীদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক ছিলেন।

    বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল এদুয়ার্দো মসকুয়েরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অ্যান্টার্কটিকার কিং জর্জ আইল্যান্ডে প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মনটালভা ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি কোন ধরণের বিপদ সংকেত দেয়নি।

    তিনি বলেন, বিমানটির পাইলটের অত্যন্ত অভিজ্ঞ। তিনি হয়তো জ্বালানি সংকটের কারণে কোথাও জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছেন।

    এক বিবৃতিতে বিমানবাহিনী জানায়, বিমানটি ৭৭০ মাইল যাত্রাপথের মধ্যে নিখোঁজ হওয়ার আগে ৪৫০ মাইল অতিক্রম করে। সে হিসেবে এটি তখন ড্রেক প্যাসেজ এলাকায় ছিল।

    ড্রেক প্যাসেজ সাগরের এমন একটি এলাকা যেখানে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। অদ্ভুত আবহাওয়ার জন্য পরিচিত এই এলাকা। কিন্তু চিলির বিমান বাহিনীর মতে, বিমানটি নিখোঁজ হওয়ার সময় স্থানীয় আবহাওয়া পরিস্থিতি ভাল ছিল।

    এক টুইটে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা বলেছেন, এ ঘটনায় তিনি আতঙ্কিত বোধ করছেন এবং রাজধানী সান্টিয়াগো থেকে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    অ্যান্টার্কটিকা এলাকার ১২ লাখ বর্গকিলোমিটার এলাকায় চিলির নিয়ন্ত্রণে রয়েছে। যা যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার সীমান্ত এবং উভয় দেশের দাবি করা এলাকা সংলগ্ন। চিলি এই এলাকায় মোট ৯টি ঘাঁটি পরিচালনা করে যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।