Tag: চীনা নাবিক

  • সীতাকুণ্ডে জাহাজে ৫ দিন আটকে থেকে অবশেষে নিজ দেশে ফিরে গেলো ১৭ চীনা নাবিক

    সীতাকুণ্ডে জাহাজে ৫ দিন আটকে থেকে অবশেষে নিজ দেশে ফিরে গেলো ১৭ চীনা নাবিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্রাপ জাহাজে ৫ দিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশের ফিরে গেলো ১৭ চীনা নাবিক।

    আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় বিচিং করা উক্ত জাহাজ থেকে ১৭ নাবিক নিচে নেমে তিন মাইক্রো যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রওয়ানা হয়। সেখান থেকে বিমান যোগে তারা থাইল্যান্ডের ব্যাংকক হয়ে বাই রোডে নিজ দেশ চীনে চলে যাবেন।

    এ ব্যাপারে লালবাগ শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম আবদুল্লাহ বলেন, চীনের ১৭ নাবিক ৫ ধরে আমাদের জাহাজে ছিল, করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি। ডাক্তারী পরিক্ষায় তাদের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস পাওয়া যায়নি।সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজে আটকে থাকা ১৭ নাবিক ফিরছে দেশে

    তিনি বলেন, সরকারী নির্দেশনায় ১৭ চীনা নাবিককে তাদের এজেন্সীর মাধ্যমে বিমানের টিকেট দিলে আজ সকালে তাদের নিজ দেশে পাঠানো হয়। আরো খবর : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

    উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দিয়ে শনিবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে সোনাইছড়ি ইউনিয়নের আবুল কাসেম মোঃ আবদুল্লাহ ও হাজ্বি লিয়াকত আলীর মালিকানাধীন লালবাগ শিপ ইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি।

  • করোনা ভাইরাস : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

    করোনা ভাইরাস : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি স্ক্র্যাপ জাহাজের ভিতর আটকে থেকে ৩ দিন ধরে সেখানে অবস্থান করছেন ১৭ জন চীনা নাবিক।

    গত ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দিয়ে শনিবার বিকালে চট্টগ্রামে সীতাকুণ্ডের সাগর উপকূলের সোনাইছড়ি ইউনিয়নের মো. আবদুল্লাহ ও হাজ্বি লিয়াকত আলীর মালিকানাধীন লালবেগ শিপইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি।

    তবে এই ১৭ নাবিকের শরীরে কোনও করোনাভাইরাসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন জাহাজ আমদানিকারক এজেন্সি মালিক।

    এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জাহাজের নাবিকদের তথ্য দেওয়ার নিয়ম থাকলেও ইয়ার্ড কর্তৃপক্ষ সেটি কাউকে অবহিত করেনি।

    জানা যায় জাপানের পতাকাবাহী ইউনি হারভেস্ট কার্গো জাহাজটির ওজন প্রায় ৯ হাজার মেট্রিকটন। শনিবার বিকালে চীন থেকে জাহাজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় শিপ ইয়ার্ডে কাটার জন্য আনা হয়।

    যথানিয়মে জাহাজটি ইয়ার্ডে সৈকতায়নও করা হয়। সৈকতায়নের পর জাহাজ চীন ছাড়া অন্য দেশের নাবিকরা নেমে গেলেও ১৭ চীনা নাবিক এখনও জাহাজে রয়ে গেছেন। বিমানের টিকেট নিশ্চিত হলে তাদের জাহাজ থেকে নামিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে।