Tag: চুক্তি স্বাক্ষর

  • খাজানার সাথে চুক্তিবদ্ধ হলো উদ্যম বিজনেস সার্ভিস

    খাজানার সাথে চুক্তিবদ্ধ হলো উদ্যম বিজনেস সার্ভিস

    দেশের অন্যতম সেরা মার্কেটিং বিপিও ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড –এর সাথে চুক্তিবদ্ধ হলো দেশীয় ই-কমার্স সাইট খাজানা ডট কম ডট বিডি।

    রবিবার (৬ ডিসেম্বর) রাজধানীর ক্যাফে মিলানো রেস্টুরেন্ট-এ উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    খাজানা ডট কম ডট বিডি এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই সকল ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি তে পাবেন।

    বিপণন এবং বাজারজাতকরণে দেশীয় ইকমার্স প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন সহায়তা করে আসছে পেশাদার মার্কেটিং ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড।

    উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খাজানা ডট কম ডট বিডি –এর বিপনন এবং মার্চেন্ট একুইজিশন সাপোর্ট প্রদান করবে উদ্যম।

    উক্ত অনুষ্ঠানে উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব মোঃ কাউসার এবং খাজানা ডট কম ডট বিডি –এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ ইয়াকুব আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তারিক হাসান রুবেল, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, খাজানার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম, পরিচালক ইব্রাহিম খলিল ও সহিদুল ইসলাম সুমন।

    অনুষ্ঠানে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং ক্রেতা সাধারণ যাতে সুলভে, সাশ্রয়ী মুল্যে, সঠিক গুনমান সম্পন্ন পণ্য পেতে পারে সেই লক্ষ্যে ই-কমার্স প্রতিষ্ঠান khajana.com.bd এবং উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড সদা কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • চট্টগ্রামে ৫০০ শয্যার রেলওয়ে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের চুক্তি স্বাক্ষর

    চট্টগ্রামে ৫০০ শয্যার রেলওয়ে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের চুক্তি স্বাক্ষর

    চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের জায়গায় ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সাথে বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    বুধবার (১৮ মার্চ) রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

    এ সময় নুরুল ইসলাম সুজন বলেন, এই হাসপাতালটিতে যেনো সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের ব্যবস্থা আছে কিন্তু সাধারণ মানুষের জন্য সুযোগটা সেই অর্থে নেই।

    মন্ত্রী বলেন, রেল বিভাগ একসময় আস্তে আস্তে রুগ্ন অবস্থায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিভাগটি আবার ঢেলে সাজিয়েছে। এরই মধ্যে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আমাদের রেলওয়ে পুলিশ আছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা আছে যা অন্য কোনো মন্ত্রণালয়ের নেই।

    এ সময় রেলপথ মন্ত্রী হাসপাতালটির নাম রেলওয়ে ইউনাইটেড হাসপাতাল রাখার প্রস্তাব করেন।

    ৫০০ বেড এবং ১০০ সিট বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি চট্টগ্রাম সেন্ট্রাল রেলওয়ে ভবনে নির্মাণ করা হবে। এতে বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকবে।

    রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব আল কামাল সিদ্দিকীসহ অনেকেই।

  • কেএসআরএম-আইএবি’র সমঝোতা চুক্তি স্বাক্ষর : সূচনা হলো সেরা থিসিস অ্যাওয়ার্ড

    কেএসআরএম-আইএবি’র সমঝোতা চুক্তি স্বাক্ষর : সূচনা হলো সেরা থিসিস অ্যাওয়ার্ড

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস্ বাংলাদেশের (আইএবি) মধ্যে ১০ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আইএবি সেন্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যৎ স্থপতিদের জন্য ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস্: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ নামে একটি অ্যাওয়ার্ড চালু করা হবে।

    এর মাধ্যমে মেধাবী স্থাপত্য শিল্প বিভাগের শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরুর আগেই নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে। এমন মন্তব্য সংশ্লিষ্টদের।

    সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার জাহান ও আইএবির সভাপতি স্থপতি জালাল আহমদ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, ব্র্যান্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র কর্মকর্তা আবু সুফিয়ান ও প্রোগ্রাম সমন্ময়ক স্থপতি আরেফিন ইব্রাহিম প্রমুখ।

    এই কর্মসূচীর মাধ্যমে কেএসআরএম ও আইএবি যৌথভাবে ভবিষ্যৎ স্থপতিদের জন্য কেএসআরএম অ্যাওয়ার্ড চালু করবে। এ লক্ষে আইএবি স্বীকৃত স্থাপত্য বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের শেষ বর্ষের ছাত্রদের সেরা গবেষণাপত্র (থিসিস) বা প্রকল্পের স্বীকৃতি দেওয়া হবে।

    সম্মাননা জানানো হবে স্টুডিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বাধিক মানসম্পন্ন ৩টি প্রকল্প জমা দেওয়া যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রকল্পসমূহ প্রদর্শন করা হবে।

    এ প্রসঙ্গে কেএসআরএম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার জাহান বলেন, আমরা সবসময় মানসম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে থাকি। চেষ্টা করি তাদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে।

    সেই ধারাবাহিকতায় এবার আমরা আইএবি’র সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। এর মাধ্যমে স্থাপত্য শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের তুলে আনার চেষ্টা থাকবে। যাতে শিক্ষাজীবন শেষ করার আগেই প্রযুক্তিসমৃদ্ধ বাস্তবমুখি স্থাপত্য শিক্ষার সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটে।