Tag: চুরি

  • মিরসরাইয়ে এক রাত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

    মিরসরাইয়ে এক রাত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ে এক রাতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে মুখোশ পরিহিত চোরের দল স্কুলের পশ্চিম পাশ্ব দিয়ে ভিতরে প্রবেশ করে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৪ থেকে ৫ টি আলমিরার তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি হ্যান্ডসেট মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

    এছাড়া গত এক সপ্তাহে মিরসরাইয়ের ডাকবাংলো ও মিরসরাই বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি রিক্সার গ্যারেজ সহ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে‌। তাছাড়া গত কয়েক মাসে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনার ক্লু খুঁজে পায়নি অপরাধ দমন কারী কোন সংস্থা। এতে দিন দিন বৃদুপাচ্ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। জনমনে দেখা দিয়েছে নানা শঙ্কা ‌ও নিরাপত্তা হিনতা।

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুটি স্কুলে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত পরীক্ষা করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। ডাকবাংলো এলাকায় যে চুরি হয়েছে সেটি পূর্বশত্রুতার কারনে হতে পারে। এছাড়া বালিকা বিদ্যালয় এলাকায় চুরির বিষয়টি আমার জানা নেই।

  • বোয়ালখালীতে বসতঘর ফাঁকা পেয়ে চুরি

    বোয়ালখালীতে বসতঘর ফাঁকা পেয়ে চুরি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতঘরের দরজা কেটে নগদ টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল।

    গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২নং ওয়ার্ডের মরহুম শামসুল আলমের বাড়ির রেজাউল ও রবিউলের ঘরে এ ঘটনা ঘটেছে।

    চোরেরদল আলমিরা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন উদ্দিন।

    তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে আসলে ঘরের দরজা খোলা ও মালামাল তছনছ দেখতে পান। বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

    এন-কে

  • চেতনানাশক ওষুধে পুরো পরিবারকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

    চেতনানাশক ওষুধে পুরো পরিবারকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণলংকারসহ মালামাল লুট করে নিয়েছে চোরের দল। সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ঊনাইনপুরা গ্রামের বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

    অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন কল্পনা চৌধুরী (৪৫), বিরল চৌধুরী (৫০), প্রিয়া চৌধুরী (২৫), অরুন চৌধুরী (৬০), সাধনা বড়ুয়া (৪০), শুভজোতি বড়ুয়া (১৮) ও সুদীপ চৌধুরী (১৪) কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

    এদের মধ্যে তিনজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অসুস্থ আরো ৪ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ঊনাইনপুরা গ্রামের বড়ুয়া গ্রামে প্রতিদিনের মত রাতে বিরল চৌধুরীর পরিবার ও পার্শ্ববর্তী অরুন চৌধুরীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে।

    ভোরে ওই দুই পরিবারের সদস্যদের ঘরে অজ্ঞান অবস্থায় দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় বিরল ও অরুণ চৌধুরীর ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।

    পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার পাপিয়া চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হয়েছে।

    অসুস্থ কল্পনা চৌধুরী জানান, রাত ১০টার দিকে তারা প্রতিদিনের মত খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রান্না করা ভাতগুলোতে কিছু একটা মিশিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা দুই লাখ টাকা ও স্বর্ণলংকার আলমিরা ভেঙে লুট করে নেওয়া হয়েছে।

    পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণলংকার ও মালামাল নেওয়া সংক্রান্তে থানায় কোন অভিযোগ হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/রাজীব

  • হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি

    হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি

    ২৪ ঘণ্টা,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর অফিসে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে।

    এ সময় কার্যালয়ের নাজির ও অফিস সহায়কের দুটিসহ তিনটি আলমারি ভেঁঙ্গে নাজির ও অফিস সহায়কের আলমিরাতে রাখা ১লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

    বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।

    সরেজমিনে নাজিরসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরের কেউ একজন প্রথমে কার্যালয়ের পেছনের একটি ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে।

    পরে কার্যালয়ের দরজা খুলে বাকীরা প্রবেশ করে নাজির ও অফিস সহায়কদের তিনটি আলমিরার তালা, লক ও ড্রয়ারের তালা ভেঁঙ্গে নগদ টাকা নিয়ে যায়। তবে আলমিরায় থাকা দামি লেপটপসহ অন্যান্য কাগজপত্র যথাস্থানেই ছিল।

    রাত সাড়ে নয়টার দিকে নাজির একরামুল হক সিকদার, অফিস সহায়ক বোরহান উদ্দিন ও মোঃ হাছান কাজ শেষ করে কার্যালয়ে তালা লাগিয়ে বাড়ি ফেরেন। এ সময় নৈশ প্রহরী মিরাজ চাকমাও উপস্থিত ছিলেন।

    বুধবার সকালে কার্যালয়ে ফেরে জানতে পারেন আলমিরা ভেঁঙ্গে নাজিরের আলমিরায় নামজারী মামলার ৫৭ হাজার ৬৫০ ও অফিস সহায়কের আলমিরায় নামজারী মামলা ও ঝাড়ুদারদের বেতন বাবদ ৮৭ হাজার ৩৫০ টাকাসহ মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে।

    নাজির প্রতিবেদককে বলেন, অফিস শেষ করে বাড়ি ফেরার সময় নৈশ প্রহরী উপস্থিত থাকলেও পরে দায়িত্ব পালন না করে অফিসের কাউকে না বলে বাসায় চলে যান।

    জানতে চাইলে নৈশ প্রহরী মিরাজ চাকমা বলেন, সকাল সাড়ে আটটার দিকে অফিস খুলেই দেখি আলমিরার তালা ভাঙ্গা। পেছনের দরজা বাহির থেকে লক করা। চোরেরা মনে হয় বের হবার পর দরজা পেছন থেকে লক করে গেছে। আমি রাত ১০ টার দিকে বাসায় চলে যাই।

    নিজ কার্যালয়ের কাউকে বাসায় যাওয়ার কথাটি কেন বলা হয়নি এ প্রশ্নে কোন সদুত্তর দিতে না পারলেও সদর তহসিল অফিসের নৈশ প্রহরী মোঃ শফি (৬৩) কে বলেছিলেন বলে জানান মিরাজ চাকমা।

    সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে সোপর্দ করেছি।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি (তদন্ত) বলেন, আমরা কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

    ২৪ ঘন্টা/হাটহাজারী/আর এস

  • বোয়ালখালীতে এক রাতে তিন বাড়ীর ১০ গরু-ছাগল চুরি!

    বোয়ালখালীতে এক রাতে তিন বাড়ীর ১০ গরু-ছাগল চুরি!

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক রাতে তিন বাড়ীর গোয়ালঘর থেকে ৪টি গাভী, ৩টি বাছুর, ২টি ষাঁড় ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

    রবিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

    সারোয়াতলীর ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে কোনো এক সময় সারোয়াতলীর খন্দকার পাড়ার ইসমাইল মিয়াজীর উন্নত জাতের ২টি গাভী ও ২টি বাছুর গোয়াল ঘর থেকে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য ৩লাখ ৫০হাজার টাকা হবে। একই সময়ে একই এলাকার মাওলানা আবদুল হালিম শাহ বাড়ীর মাওলানা জামাল উদ্দিন হোসাইনের ১টি গাভী, ১টি বাছুর ও ১টি ছাগল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা হবে। এছাড়া একই ইউনিয়নের বেঙ্গুরা মোনাফ চৌধুরী বাড়ীর নুরুল আলমের ১টি গাভী ও ২টি ষাঁড় নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২লাখ ৫০ হাজার টাকা হবে।

    তিনি বলেন, ‘সংঘবদ্ধ চোরের দল এসব গরু-ছাগল গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি করেছে। তারা এ ঘটনায় গাড়ী ব্যবহার করেছে বলে ধারণা করছি।’

    এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘এ ঘটনা জানার পর থেকে পুলিশ গরু-ছাগল উদ্ধারে মাঠে কাজ চলছে। রবিবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা ছিলো। যার কারণে সংঘবদ্ধ চোরের এ সুযোগকে কাজে লাগিয়েছে। যদিও পুলিশ টহলে ছিলো।’

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভেন্টিলেটর ভেঙে ওয়ালটন শো-রুমে চুরি

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভেন্টিলেটর ভেঙে ওয়ালটন শো-রুমে চুরি

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার সংলগ্ন আনজুমান ইসলাম মার্কেটের আল-আমিন ইলেকট্রনিক্স (ওয়ালটন শোরুমে) মঙ্গলবার রাত ২টায় সময় চুরির ঘটনা ঘটেছে।

    চোরের দল দোকানে থাকা ওয়ালটন কোম্পানির ২০টি দামি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ২০ টি মোবাইলের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। ৩/৪ জনের একটি চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে।

    এ ঘটনায় বুধবার ওয়ালটন শোরুমের এর মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মালিক মোহাম্মদ আলী জানান, বার আউলিয়া বাজারে রাতে তিন নৈশ প্রহরী দায়িত্ব থাকা অবস্থায় চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঢুকে কিভাবে ২০টি দামি মোবাইল ও নগদ ৪০ হাজার নিয়ে যায়। এতে তিন নৈশ প্রহরী চুরির সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

    এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও মুখে মাক্স থাকা কারণে তাদেরকে চেহারা বুঝা যাচ্ছেনা।

    সীতাকুণ্ড থানার এসআই হারুন উল রশীদ বলেন দোকানে চুরির একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • রাউজানে গুজরা ভূমি অফিসে চুরি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    রাউজানে গুজরা ভূমি অফিসে চুরি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের গুজরা ভূমি অফিসে চুরি সংগঠিত হয়েছে। গতকাল গভীর রাতে চোরের দল ভূমি অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমিরায় সংরক্ষিত অফিসের ল্যাপটপ নিয়ে যায়।

    গুজরা ভূমি অফিসের তহশিলদার মন্টু চাকমা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    এদিকে ভূমি অফিসে চুরির ঘটনার সংবাদ শুনে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান, উপজেলা কৃষি অফিসের সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সনজীব কুমার সুশীল, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজা।

    ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ল্যাপটপ উদ্ধার করার জন্য পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজাকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন।

  • স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি স্কুল থেকে ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য।

    নগরীর কোতোয়ালি থানা বৌদ্ধ মন্দির সংলগ্ন লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা বদরুন নেছার দায়ের করা চুরির অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালিয়ে এ তিন চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

    গ্রেফতারকৃতরা হলেন, বিদ্যালয়ের আশে পাশের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর বিদ্যাকুট মিস্ত্রি বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. জাকির হোসেন (৩১), নগরীর কোতোয়ালি থানা নুর আহম্মদ সড়ক পুরাতন বিমান অফিসের কসবা হাউসের ৫ম তলার বাসিন্দা মৃত রেজাউল হক খানের ছেলে নাহিয়ান উল হক খান (২৭) এবং হালিশহর থানা মধ্যম রামপুর এলাকার বাসিন্দা ও সাতকানিয়া উপজেলার রুপকানিয়া মাইজ্জ্যা মুহুরী পাড়ার হাজী মো. ইব্রাহিমের ছেলে মো. মজিবুর রহমান।

    বৃৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিন চোরকে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. মহসীন।

    তিনি জানান, গত ২৮ জানুয়ারি রাতে ভেন্টিলেটর ভেঙে লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভিতরে ঢুকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১টি নোটপ্যাড চুরি হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

    মামলাটি তদন্ত করতে গিয়ে বুধবার বিকাল ৪টার সময় নগরীর কোতোয়ালী থানা এলাকার কাজীর দেউরী আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে এক চোরকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। সে স্কুলের মালামাল চুরির কথা স্বীকার করে এবং এ ঘটনার সাথে জড়িত আরো ২ জনের বিষয়ে তথ্য দেন।

    পরে বিকাল সাড়ে ৫টার সময় নাহিয়ান উল হক খান নামে আরো একজনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে সিডিএ মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসব নিজ দোকান থেকে মো. মজিবুর রহমান নামে এক চোরাই পণ্য বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তার দোকান থেকেই চোরাই ২টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়।

    ওসি জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতার তিনজনই পরস্পরের যোগসাজশে চুরি করে চোরাই ল্যাপটপ ও বিভিন্ন চোরাই ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতার তিন চোরের বিরুদ্ধে মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মো. মহসীন।

  • মিরসরাইয়ে এক রাতে পনেরো দোকানে চুরি

    মিরসরাইয়ে এক রাতে পনেরো দোকানে চুরি

    চট্টগ্রামের মিরসরাইয়ে গনচুরির ঘটনা ঘটেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা ও হাদি নগর, মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোর বাজার এবং মলিয়াশ স্কুল গেইটসহ ১০/১১টি দোকানে এ গনচুরির ঘটনা ঘটে। গনচুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সুত্র জানায়, গভীর রাতে এসব দোকানে চোর হানা দেয়। তারা ওইসব দোকানগুলোর তালা ভেঙে ও গ্রীল কেটে প্রবেশ করে। কেউ টের পাওয়ার পূর্বে চোরের দল দোকানগুলো থেকে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিকরা দোকানের তালা ভাঙা দেখতে পায় ।

    এলাকার স্থানীয় আবদুল কাদের জানান, ১০/১১টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একইরাতে ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়াডের বানাতলী ভোরবাজারের ফারুক সওদাগরের দোকান ও সাদ্দামের দোকানে চুরি হয়।

    উক্ত দোকান গুলো থেকে গ্যাস সিলেন্ডার, দুধ, চাপাতা, সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানায় তাসরিফ ষ্টোরের মালিক ফারুক সওদাগর।

    এছাড়াও একই ওয়াডের মলিয়াইশ স্কুল গেইটের সামনে হানিফ ষ্টোর নামের একটি দোকানও একই দিন চুরি হয়েছে বলে জানাযায়।

    এলাকাবাসী জানান, চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক রহস্যের সৃষ্টি হয়েছে, এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।

    মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, চুরির ঘটনা শুনেছি। এ ঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহনের জোর দাবি করছি।

  • চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

    তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

    তিনি আরো বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

    বক্তব্য রাখেন মডেল থানার ওসি ( ইন্টেলিজেন্ট) সুমন বনিক, পৌর কমিশনার আনোয়ার হোসেন ভূইয়া, মাইমুদ্দিন মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সাধারণ নাছির উদ্দিন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওবাইদুল্লাহ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসারসহ মডেল থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  • চুরি হওয়া শিশু উদ্ধার, নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    চুরি হওয়া শিশু উদ্ধার, নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরি হওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    শনিবার দিবাগত রাতে শিশুটি উদ্ধারের পর রবিবার ভোররাত পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন। তিনি বলেন, এ বিষয়ে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরবেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

  • বোয়ালখালীতে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র চুরি!

    বোয়ালখালীতে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র চুরি!

    চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ একভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল।

    বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী রাজার বাড়ীর জাহাঙ্গীর আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

    জাহাঙ্গীর আলম বলেন, গত সপ্তাহে স্ত্রী’র অসুস্থতার কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। এ নিয়ে হাসপাতালের দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত ছিলেন। গত রবিবার বাড়ীতে এসে দেখতে পায় ঘরের পেছনের দরজা খোলা।

    অন্যান্য জিনিসপত্র ঠিক থাকলেও আলমিরায় রক্ষিত ব্যাংকের চেকবই, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জায়গাজমির দলিলপত্রসহ আনুমানিক একভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

    স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ননী বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরার্মশ দেওয়া হয়েছে।