সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে এক যুবকের মোটর সাইকেল নিয়ে পালানো সময় মিরাজ (৩৫) নামের এক চোরকে হাতে নাতে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় এলকাবাসী।
আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় ভাটিয়ারীস্থ যমুনা ব্যাংকের সামনে থেকে উক্ত মোটর সাইকেল চোরকে আটক করে।
জানা যায়, স্থানীয় যুবক মোঃ রোকন উদ্দিন নিজের মোটর বাইক রেখে ব্যাংকে গেলে চোর চক্রের সদস্য বিকল্প চাবি দিয়ে বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টাকালে বিষয়টি স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি লক্ষ্য করে চোরকে হাতে নাতে ধরে ফেলে।
আটকের পর তাকে ভাটিয়ারী ইউপি কার্যলয়ে নিয়ে গেলে ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন পুলিশকে খবর দিলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর উপস্থিত হলে চোরকে সোপর্দ করে।
জানা যায়, এর আগেও ভাটিয়ারী এলাকা থেকে একাধিক মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। আটক মিরাজ বরিশাল জেলার বড়নদী থানার তরকির চর গ্রামের আক্কেল আলীর পুত্র। সে দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল চুরির কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।