২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম থেকে চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. আরমান (২৮) নামের এক যুবক। তার কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি ছিনতাইয়ের একাধিক ব্রান্ডের ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার হওয়া আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ৬২টি মোবাইলসহ আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরমান দীর্ঘদিন ধরে চুরি ছিনতাইয়ের মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামে স্টেশন রোডের আশেপাশে ভাসমান দোকানে এবং ঢাকার নির্দ্দিষ্ট কয়েকটি স্থানে বেশিদামে মোবাইল বিক্রি করে আসছে।
শনিবার গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।