Tag: চুরি ছিনতাইয়ের

  • চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম থেকে চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. আরমান (২৮) নামের এক যুবক। তার কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি ছিনতাইয়ের একাধিক ব্রান্ডের ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    শনিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার হওয়া আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ৬২টি মোবাইলসহ আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আরমান দীর্ঘদিন ধরে চুরি ছিনতাইয়ের মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামে স্টেশন রোডের আশেপাশে ভাসমান দোকানে এবং ঢাকার নির্দ্দিষ্ট কয়েকটি স্থানে বেশিদামে মোবাইল বিক্রি করে আসছে।

    শনিবার গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

  • চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা থেকে চুরি ছিনতাইয়ের মোবাইল নিয়ে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে সাইফুল ইসলাম নজীব (২৮) নামে এক যুবক।

    বুধবার রাতে গোপন তথ্যমতে নগরীর পুরাতন রেলস্টেশন বাগদাদ হোটেল গলির প্রবেশ মুখ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি ছিনতাইয়ের ১৮টি মোবাইল সেট ও ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার সাইফুল কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানা ষাটশালা এলাকার কাজী আব্দুল বারীর ছেলে। বর্তমানে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় তার বসবাস।

    তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার চোর ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে আসে সজীব। গোপনে তথ্য পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রে আর কোন সদস্য জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি মহসীন।