২৪ ঘন্টা ডেস্ক : চুয়াডাঙ্গায় বিজিবির হাতে আটক হয়েছে খায়রুল ইসলাম (৩৪) নামের এক পুলিশ কনস্টেবল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার অন্যতম সহযোগী রফিকুলকেও আটক করে বিজিবি।
আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈগদা পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আর রফিকুল ইসলাম সিংননগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জীবননগর উপজেলার সিংনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলামকে।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুল ইসলামকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে।
২৪ ঘন্টা/আরএস..