Tag: চেয়ারম্যান

  • আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক মারা গেছেন

    আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক মারা গেছেন

    দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক আর নেই। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯ নং রোড) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

    এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সীতাকুণ্ডের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স এর চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

    সীতাকুণ্ডের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স এর চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

    দেশের বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেড এর চেয়ারম্যান, চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান আলহাজ্ব নাছির উদ্দীন আজ বিকাল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি- রাজেউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুম আলহাজ্ব নাছির উদ্দিন সীতাকুণ্ডের প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টারের ছোট ভাই। তিনি দীর্ঘদিন বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। গত দেড়মাস যাবত ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আগামী ০২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

    ওইদিন সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেড এলাকায় এ প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। একইদিন বাদে যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

    বাদে আসর সলিমপুরস্হ নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আলহাজ্ব নাছির উদ্দীন এর মৃত্যুতে সীতাকুণ্ডে সবার মাঝে শোকের ছাড়া নেমে আসে।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

    আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

    চট্টগ্রামের বোয়ালখালীতে আগামীকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট।

    আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম উদ্দীন এ তথ্য জানান।

    তিনি বলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করবেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

    বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজিত এ টুর্ণামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে।

    এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, পিংকু কর, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী, মো. ইউনুছ, মো. বাহাদুর শাহ, মো. লোকমান হোসেন, নাজিম উদ্দিন ও ফারুক ইসলাম মানিক।

    ২৪ ঘন্টা/পূজন সেন/প্রিন্স

  • দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

    দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে এই পদে নিয়োগ দিয়েছে করেছে সরকার।

    বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    একইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    প্রসঙ্গত, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। তাদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হক।

  • চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

    চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

    রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মোংলা বন্দরে যোগদানের আগে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক ছিলেন। তারও আগে, তিনি চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার) ছিলেন।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

    বুধবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়ার এডমিরাল এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশন প্রাপ্ত হন। চাকরি জীবনে তিনি বিভিন্ন সময়ে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

    নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশনপ্রাপ্ত হন। মিরপুরে জাতীয় ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিজ ডিফেন্সে স্নাতকোত্তর এবং স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    এম শাহজাহান ‘পোর্ট অফ শিপিং এবং শিপিংয়ের বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ’ বিষয়ক থিসিস নিয়ে গবেষণা করেন। তার কর্মজীবনে দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার কোর্স করেন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ড দিয়েছিলেন।

    তিনি নৌ সদর দফতরে ডিরেক্টর ব্লু ইকোনমি, ডেপুটি ড্রাফটিং কমান্ডার, স্টাফ অফিসার (নৌ নিয়োগ) -১ এবং নৌ সদর দফতরে বিভিন্ন অধিদফতরে কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

    ডেপুটেশন ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে ব্লু ইকোনমি সেলের সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোস্টগার্ড সদর দফতরে বঙ্গদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

    জাতিসংঘ মিশনের অধীনে সামরিক পর্যবেক্ষক দলের টিম লিডার এবং হাইতিতে জাতিসংঘ মিশনে ব্যানসন -২ এ জাতিসংঘের শান্তিরক্ষী কর্মকর্তা হিসাবে কাজ করেছেন।

  • রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় অংসুই প্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

    ১৩ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় কাউখালী উপজেলার বেতবুনিয়াস্থ অংসুইপ্রু চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।

  • চেয়ারম্যান আমজাদ হত্যায় ১০ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

    চেয়ারম্যান আমজাদ হত্যায় ১০ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

    সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।

    আজ রবিবার দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন। মামলার দণ্ডপ্রাপ্ত ও চার্জশিট ভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান।

    অন্য আসামিরা হলেন নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, মো. রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের।

    এছাড়া রায়ে আরও ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
    বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় প্রায় ২১ বছর পর ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

    আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আদালতের এই রায় দ্রুত কার্যকর হোক এটাই চাই।

    প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করেন একদল দুর্বৃত্ত।

    হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি কওে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলার তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

    এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় প্রদান করেন।

  • খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

    বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এবং ফ্যাক্সবার্তায় প্রেরিত এক পত্রে ২০১৫ সালের ২৫ মার্চ গঠিত অর্ন্তবর্তীকালীন একজন চেয়ারম্যান ও ১৪ সদস্যের পরিষদ বাতিল করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে চৌদ্দ সদস্যের মধ্যে সদস্য হিশেবে যথাক্রমে জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক এম. আব্দুল জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক মো: মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের যুগম-সা: সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোশ চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য শুভমঙ্গল চাকমা সুদর্শী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক নীলোৎপল খীসা, সাবেক খাগড়াছড়ি পৌর চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা আৗযামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা আওয়ামীলীগের মহিলা বিয়ক সম্পাদক শতরুপা চাকমা এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহিনা আকতারকে মনোনয়ন দেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে।

    তিনি বলেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিককতা হ্রাস পাবে।

    শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় দেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের জন্য আলাদা ডাটাবেইসও তৈরি করা হচ্ছে।

    জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নূরানী বোর্ডের চেয়ারম্যান হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

    নূরানী বোর্ডের চেয়ারম্যান হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

    চট্টগ্রাম নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী এলাকায় বোর্ডের প্রধান র্কাযালয়ে অনুষ্ঠতি মজলিসে আমেলার বৈঠকে তাকে নূরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওই বৈঠকে প্রয়াত আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদানী ও নাজিরহাটের মাওলানা সলিমুল্লাহকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

    সূত্র জানায়, অনুষ্ঠিত আমেলার বৈঠকে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীনকে সেক্রেটারি, মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে সহ-সভাপতি এবং হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এছাড়া বৈঠকে মাওলানা ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন হয়।

    এদিকে, বৈঠকে সদ্য প্রয়াত আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস ও নাজিরহাট মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা সলিমুল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদেরকে বোর্ডের যাবতীয় র্কাযক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

    এতদিন মাওলানা আনাস ওই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং মাওলানা সলিমুল্লাহ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা

    পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের ক্ষতি সাধন করে পুকুর ভরাটের অপরাধে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

    আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জরিমানা বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ জানান, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • আ.লীগ প্রার্থী স্বজন তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    আ.লীগ প্রার্থী স্বজন তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    চট্টগ্রাম ডেস্ক : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বজন কুমার তালুকদার।

    গতকাল রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার (৩ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

    এ পদে স্বজন কুমার তালুকদার একক প্রার্থী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এর আগে গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে এ পদে উপ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ ছিল ২৩ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর নির্ধারণ করে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো।

    ২৪ ঘণ্টা/রাজীব