Tag: চোর

  • চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর!

    চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর!

    রাঙ্গুনিয়ায় অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক চোর। একটি গুদামে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে জনতার হাতে ধরা পড়েছেন তিনি।

    জানা গেছে, মালামাল ব্যাগে ঢুকিয়ে কি মনে করে ইয়াবা সেবন করেন তিনি। কিন্তু ইয়াবা সেবনের পর সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালেও ঘুম না ভাঙায় তাকে ধরা পড়তে হয় জনতার হাতে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। ওই চোরের নাম মো. ফোরকান (১৯)। তিনি একই উপজেলার পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

    তিনি বলেন, ফোরকান গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুদামে ঢুকে চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়ে। তার ঘুম না ভাঙায় সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

    আজ শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর ঘুমিয়ে পড়ে।

  • হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি

    হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরি

    ২৪ ঘণ্টা,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর অফিসে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে।

    এ সময় কার্যালয়ের নাজির ও অফিস সহায়কের দুটিসহ তিনটি আলমারি ভেঁঙ্গে নাজির ও অফিস সহায়কের আলমিরাতে রাখা ১লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

    বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।

    সরেজমিনে নাজিরসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরের কেউ একজন প্রথমে কার্যালয়ের পেছনের একটি ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে।

    পরে কার্যালয়ের দরজা খুলে বাকীরা প্রবেশ করে নাজির ও অফিস সহায়কদের তিনটি আলমিরার তালা, লক ও ড্রয়ারের তালা ভেঁঙ্গে নগদ টাকা নিয়ে যায়। তবে আলমিরায় থাকা দামি লেপটপসহ অন্যান্য কাগজপত্র যথাস্থানেই ছিল।

    রাত সাড়ে নয়টার দিকে নাজির একরামুল হক সিকদার, অফিস সহায়ক বোরহান উদ্দিন ও মোঃ হাছান কাজ শেষ করে কার্যালয়ে তালা লাগিয়ে বাড়ি ফেরেন। এ সময় নৈশ প্রহরী মিরাজ চাকমাও উপস্থিত ছিলেন।

    বুধবার সকালে কার্যালয়ে ফেরে জানতে পারেন আলমিরা ভেঁঙ্গে নাজিরের আলমিরায় নামজারী মামলার ৫৭ হাজার ৬৫০ ও অফিস সহায়কের আলমিরায় নামজারী মামলা ও ঝাড়ুদারদের বেতন বাবদ ৮৭ হাজার ৩৫০ টাকাসহ মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে।

    নাজির প্রতিবেদককে বলেন, অফিস শেষ করে বাড়ি ফেরার সময় নৈশ প্রহরী উপস্থিত থাকলেও পরে দায়িত্ব পালন না করে অফিসের কাউকে না বলে বাসায় চলে যান।

    জানতে চাইলে নৈশ প্রহরী মিরাজ চাকমা বলেন, সকাল সাড়ে আটটার দিকে অফিস খুলেই দেখি আলমিরার তালা ভাঙ্গা। পেছনের দরজা বাহির থেকে লক করা। চোরেরা মনে হয় বের হবার পর দরজা পেছন থেকে লক করে গেছে। আমি রাত ১০ টার দিকে বাসায় চলে যাই।

    নিজ কার্যালয়ের কাউকে বাসায় যাওয়ার কথাটি কেন বলা হয়নি এ প্রশ্নে কোন সদুত্তর দিতে না পারলেও সদর তহসিল অফিসের নৈশ প্রহরী মোঃ শফি (৬৩) কে বলেছিলেন বলে জানান মিরাজ চাকমা।

    সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে সোপর্দ করেছি।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি (তদন্ত) বলেন, আমরা কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

    ২৪ ঘন্টা/হাটহাজারী/আর এস

  • কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

    কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক চোরাই মোবাইল সেট।

    গতকাল বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে এসব মোবাইল চোর ও ছিনতাইকারীদের আটক করে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলো নগরীর বিভিন্ন বাসা বাড়ি থেকে, যানজট ও নানান অনুষ্ঠানের ভিড়ে সাধারণ মানুষের প্যান্টের পকেট থেকে, চলমান গাড়ির জানালা থেকে ছোঁ মেরে এবং ছিনতাই করেছে আটককৃতরা।

    আটককৃতরা হলেন- রাজিব হোসেন (২৭), মো. শাহ আলম (৩০), শাকিল (২৪), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), মো. শাহাদাত (২২), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), দুলাল (২০), রবিন (২৩) ও মো. ফজলুল করিম (৩৫)।

    আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় নগরীর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

    তিনি বলেন, নগরীর পুরাতন রেল স্টেশন থেকে প্রথমে ২ মোবাইল চোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যমতে বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম।

    পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় এসব সিরিজ অভিযান পরিচালিত হয়। মোট ১১জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চট্টগ্রাম শহরে চোরাই মোবাইল বিক্রির সঙ্গে ৫০ জন ব্যবসায়ী জড়িত থাকার তথ্য দিয়েছে। তাছাড়া মোবাইল চুরিতে অন্তত এক ডজনের চাইতেও বেশি গ্রুপ পুরো চট্টগ্রাম শহরজুড়ে সক্রিয় রয়েছে বলেও তারা জানিয়েছে।

    কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, আটককৃতরা সকলেই নগরীর বিভিন্ন পয়েন্টে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা মোবাই চুরি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি কৌশল পুলিশকে জানায় এবং এসব কাজে জড়িত থাকা অনেকের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

    তাদের দেওয়া তথ্যগুলো যাচাই এবং এসব চক্রে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে বললেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    সংবাদ সম্মেলনে কোতেয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমাও উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরি, মুক্তিপন চেয়ে র‌্যাবের হাতে ধরা ৪ চোর

    অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরি, মুক্তিপন চেয়ে র‌্যাবের হাতে ধরা ৪ চোর

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার খাদেমপাড়ার মো. নুর আলমের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৮)। সে দীর্ঘদিন ধরে নগরীর পতেঙ্গা থানা এলাকার মো. মাহবুব আলম নামে এক ব্যাক্তির কাছ থেকে ব্যাটারী চালিত ইজিবাইক ভাড়া নিয়ে শহরের বিভিন্ন অলিতে-গলিতে চালাতেন।

    প্রতিদিনই সকালে ইজিবাইকটি ভাড়া নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে মালিককে ফিরিয়ে দিতেন। কিন্তু কয়েকদিন ধরে মনে মনে মালিকের ইজিবাইকটি চুরির ফন্দি আটে গিয়াস উদ্দিন।

    যেই ভাবনা সেই কাজ। গত শনিবার (২১ নভেম্বর) থেকে হাওয়া হয়ে যায় ইজিবাইক। সেই সাথে ঘটনার দিন বন্ধ থাকে গিয়াস উদ্দিনের মোবাইল ফোনটিও।

    তবে পরদিন চালক গিয়াস উদ্দিনের মোবাইল থেকে ফোন আসে। কথা বলেন অজ্ঞাত ব্যাক্তিরা। ফোনে বলা হয় গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়েছে। ছাড়িয়ে নিতে হলে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বসে তারা।

    অপহরণ ও মুক্তিপণের বিষয়টি ইজিবাইকের মালিক মাহবুব র‌্যাবকে জানায়। র‌্যাব উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিনদিন আগে চুরি হওয়া ব্যাটারীচালিত ইজি বাইকটি উদ্ধার করে এবং ওই ইজিবাইকটির চালকসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে। আটকের পর অপহরণ নাটকটি উদঘাটন করে র‌্যাব সদস্যরা।

    র‌্যাব জানায় অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহারে চোরদের আস্তানা নিশ্চিত করে নগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার ডিনাইন রোডে অভিযান চালানো হয়।

    গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইজি বাইক চুরির সাথে জড়িত এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয় এবং চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, ইজি বাইক চালক মো. গিয়াস উদ্দিন (২৮), মঈনুল ইসলাম (২৬), মো. আনোয়ার হোসেন (৪৫) ও মো. বাবুল উদ্দিন (৪২)।

    র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন বলেন, আটককৃতদের মধ্যে গিয়াস উদ্দিন (২৮) নিজেকে অপহরণের শিকার বলে তার মুক্তির জন্য স্ত্রীর কাছে টাকা চায় যা ছিল সাজানো ঘটনা এবং এর মাধ্যমে সে মুলত ইজিবাইক চুরির ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল।

    তবে র‌্যাবের অভিযান আটক ব্যাক্তিরা সকলে স্বীকার করেছে তারা পরস্পর যোগসাজসে ইজিবাইকটি চুরি করে অপহরণের নাটক সাজিয়েছিল।

    আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি স্কুল থেকে ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য।

    নগরীর কোতোয়ালি থানা বৌদ্ধ মন্দির সংলগ্ন লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা বদরুন নেছার দায়ের করা চুরির অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালিয়ে এ তিন চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

    গ্রেফতারকৃতরা হলেন, বিদ্যালয়ের আশে পাশের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর বিদ্যাকুট মিস্ত্রি বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. জাকির হোসেন (৩১), নগরীর কোতোয়ালি থানা নুর আহম্মদ সড়ক পুরাতন বিমান অফিসের কসবা হাউসের ৫ম তলার বাসিন্দা মৃত রেজাউল হক খানের ছেলে নাহিয়ান উল হক খান (২৭) এবং হালিশহর থানা মধ্যম রামপুর এলাকার বাসিন্দা ও সাতকানিয়া উপজেলার রুপকানিয়া মাইজ্জ্যা মুহুরী পাড়ার হাজী মো. ইব্রাহিমের ছেলে মো. মজিবুর রহমান।

    বৃৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিন চোরকে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. মহসীন।

    তিনি জানান, গত ২৮ জানুয়ারি রাতে ভেন্টিলেটর ভেঙে লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভিতরে ঢুকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১টি নোটপ্যাড চুরি হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

    মামলাটি তদন্ত করতে গিয়ে বুধবার বিকাল ৪টার সময় নগরীর কোতোয়ালী থানা এলাকার কাজীর দেউরী আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে এক চোরকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। সে স্কুলের মালামাল চুরির কথা স্বীকার করে এবং এ ঘটনার সাথে জড়িত আরো ২ জনের বিষয়ে তথ্য দেন।

    পরে বিকাল সাড়ে ৫টার সময় নাহিয়ান উল হক খান নামে আরো একজনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে সিডিএ মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসব নিজ দোকান থেকে মো. মজিবুর রহমান নামে এক চোরাই পণ্য বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তার দোকান থেকেই চোরাই ২টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়।

    ওসি জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতার তিনজনই পরস্পরের যোগসাজশে চুরি করে চোরাই ল্যাপটপ ও বিভিন্ন চোরাই ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতার তিন চোরের বিরুদ্ধে মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মো. মহসীন।