Tag: চোরাই

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ কার্ভাডভ্যান জব্দ

    পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিন লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা কাট ছিল বলে জানান বিট কর্মকর্তারা।

    বৃহস্পতিবার সকাল ৫ টার সময় গোপন সংবাদের সূত্রে কাভার্ডভ্যানের ভিতর (ঢাকা মেট্রো – ড-১২-১৯৯৭) অবৈধভাবে কাঠ পাচার কালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় জব্দ করা হয়।

    ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ বলেন, নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সেগুন গোল ও রদ্দা কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরসরাই নিজামপুর এলাকা থেকে কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে নিয়ে আসেন।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ১২ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারি কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারি গোল কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ট ১১-৬০৭৫) একটি কাভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারা কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে দেয় বন কর্মকর্তারা।

    পরে কাভার্ডভ্যানটির চালক ব্যরিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পযার্য়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে মিরসরাই নিজামপুর এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট- কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

  • সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটের সলিমপুর ওভার ব্রীজ থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি আটক করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছে কভার্ডভ্যানটিতে অনুমানিক ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ড ১১-১৪-৬১) একটি মিনি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তারা মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে অবস্থান নেন।

    বৃহস্পতিবার ভোর রাতে কাঠবোঝাই কাভার্ডভ্যানটি দেখতে পেয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন।

    কভার্ডভ্যানটির চালক ব্যরিকেট উপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করলে বন কর্মকর্তারা ধাওয়া করে ফকিরহাট ওভার ব্রিজের উপর থেকে কভ্যার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়। পরে কাভার্ডভ্যানটি মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে যান।

    ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৮৭ সনের (২০০০১৬) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

  • চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা থেকে চুরি ছিনতাইয়ের মোবাইল নিয়ে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে সাইফুল ইসলাম নজীব (২৮) নামে এক যুবক।

    বুধবার রাতে গোপন তথ্যমতে নগরীর পুরাতন রেলস্টেশন বাগদাদ হোটেল গলির প্রবেশ মুখ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি ছিনতাইয়ের ১৮টি মোবাইল সেট ও ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার সাইফুল কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানা ষাটশালা এলাকার কাজী আব্দুল বারীর ছেলে। বর্তমানে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় তার বসবাস।

    তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার চোর ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে আসে সজীব। গোপনে তথ্য পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রে আর কোন সদস্য জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি মহসীন।

  • এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    মোবাইল চোরের পর এবার গরু চোর ধরলো কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টায় আহম্মদ হোসেন প্রকাশ জাপান নামে এক ব্যক্তি গরু চুরির অভিযোগ দায়েরের পর শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা থেকে পুলিশ ওই গরু চোরকে গ্রেফতার করে।

    এসময় তার কাছ থেকে চোরাইকৃত দুই লাখ টাকা মুল্যের চারটি গরু উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন পুলিশ।

    গ্রেফতার গরুচোর ফয়সাল আহমেদ (৬০) ভোলা জেলার দৌলতখাঁ মিঝির হাট সিকদার বাড়ির মৃত স্বজন আলীর ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সোমবার বিকেলে এক বয়স্ক রাখাল এসে অভিযোগ করেন নগরীর কোতোয়ালী থানা ফিরিঙ্গী বাজারের ব্রীজঘাটস্থ খেঁয়া পারাপার ঘাটের সামনের মাঠ থেকে তার চারটি গরু চুরি হয়।

    অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম নতুন ব্রিজ এলাকায় যায়। সেখানে চারটি গরু নিয়ে ট্রাক ভাড়া করার উদ্দ্যেশে দাড়িয়ে আছে বয়স্ক এক লোক। জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করলে চোরাই গরুগুলো সহ গরুচোরকে থানায় নিয়ে আসে।

    পরবর্তীতে গরুগুলো মালিককে বুঝিয়ে দিয়ে গরুচোরকে দায়ের করা চুরির অভিযোগে গ্রেফতার দেখানো হয়।