Tag: চোরাচালান

  • অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে প্রথম সিএমপি

    অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে প্রথম সিএমপি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

    প্রতিটি ক্যাটাগরিতে ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সকল জেলা ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করেন।

    অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম স্থান অর্জন করেন। গত ৭ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি’র কাছ থেকে অর্জিত পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

  • স্বর্ণ চোরচালান মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

    স্বর্ণ চোরচালান মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

    ২০১৭ সালে শাহ আমানত বিমান বন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হওয়া মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

    সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় দেন। মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    আদালত সূত্রে জানা যায় ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হন মো. শাহাদাত হোসেন। এঘটনায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

    একই বছরের ২৫ মার্চ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ১১ জ্লুাই আদালত আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।