Tag: চোর আটক

  • চট্টগ্রামে ৪০ লাখ টাকার তুলা চুরি, গ্রেফতার ৬

    চট্টগ্রামে ৪০ লাখ টাকার তুলা চুরি, গ্রেফতার ৬

    চট্টগ্রাম থেকে ৪০ লাখ টাকার কাঁচা তুলা চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর পৃথক পৃথক অভিযানে ভোলা জেলার বোরহার উদ্দীন, সদর থানা এবং চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৪), একই গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. মুনসুর আলম মোহন ওরফে সুজন ড্রাইভার (২৭), লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. আমিরুল ইসলাম (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পেলারখীল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে মো জয়নাল (২৬), নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর মাস্টার বাড়ির মোস্তফা কামালের ছেলে নুরনবী শাওন (২২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহা পোয়া গ্রামের আজিজ খাঁর ছেলে মো. জাইসুল (২৩)।

    রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার নাজমুল হাসান।

    পিবিআই পুলিশ সুপার বলেন, গত ২৪ নভেম্বর রাত ৯টায় সীতাকুণ্ড পোর্ট লিংক ডিপো থেকে আমদানিকৃত তুলা নারায়ণগঞ্জের ভুলতা এলাকার কারখানায় নেওয়ার পথে চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান মোকাম লিমিটেডের রিজিওনাল অপারেশন ইনচার্জ আবদুল্লাহ আল মুনিম তুলা উদ্ধারে পিবিআইয়ের সহযোগিতা চান।

    তার অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ নভেম্বর ভোলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের নিজ বাড়ি থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওইদিনই ভোলা সদর থানার ইলশা ফেরিঘাট এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ চক্রের হোতা সুজন ড্রাইভারকে গ্রেফতার করা হয়। এরপর ১ ডিসেম্বর আবদুল্লাহ আল মুনিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। শনিবার (২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্য চারজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত দুইটি কাভার্ড ভ্যান, একটি কার্গো এবং ১০ বান্ডেল কাঁচা তুলা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার নাজমুল হাসান।

    তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান আমেরিকা থেকে ৪৮ বান্ডেল কাঁচা তুলা আমদানি করেন। এসব তুলার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গ্রেফতার সবাই একটি চক্রের সদস্য। এর মধ্যে সুজন ড্রাইভার এর আগেও একই কায়দায় আমদানিপণ্য চুরির ঘটনা ঘটিয়েছে। ৩০ নভেম্বর গ্রেফতারকৃতদের ১ ডিসেম্বর সীতাকুণ্ড থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছিল। শনিবার গ্রেফতার চারজনকে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।

  • রামু থেকে ৪ চোর ধরলো বোয়ালখালী থানা পুলিশ, অটোরিকশা উদ্ধার

    রামু থেকে ৪ চোর ধরলো বোয়ালখালী থানা পুলিশ, অটোরিকশা উদ্ধার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সন্ধানে গিয়ে কক্সবাজার জেলার রামু থেকে ৪ চোরকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২৫ মে) দুপুরে রামু থানার সহযোগিতায় রামুর থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ চোরকে আটক ও তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

    আটককৃতরা হলেন বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামের নুরুল আজিমের ছেলে মো. রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়া গ্রামের আবদুস ছবুরের ছেলে আবদুল মালেক প্রকাশ রাকিব (২১), বিদগ্রামের গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী (২২) ও কক্সবাজার জেলার রামু থানার ভারুয়াখালীর আবু সৈয়দের পুত্র আবদুস শুক্কুর।

    বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন, গত ১৯ মে রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের পালপাড়া থেকে একটি অটোরিকশা চুরি হয়। এব্যাপারে অটোরিকশার মালিক মামলা দায়ের করলে অভিযানে নেমে চার চোরকে আটক ও গাড়ীটি উদ্ধার করতে পেরেছি।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় চুরি,চোর আটকসহ মালামাল উদ্ধার

    ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় চুরি,চোর আটকসহ মালামাল উদ্ধার

    গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি  : করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন দিশেহারা, দেশের মানুষের মধ্যে বিরাজ করছে এক অচনান আতঙ্ক, ঠিক সেই মুহুর্তে বিভিন্ন বাসা বাড়ীতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে ও তা খাইয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরিতে মেতেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। এমনি চোরচক্রের তিন সদস্যকে চুরি হওয়া মালামালসহ আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

    বুধবার (১ এপ্রিল) সকালে চোর চক্রের একজনকে এবং বিকেলে আরও দুইজনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন- নীলফামারী জেলার তরণীবাড়ী (তল্লীবাড়ী) এলকার মৃত- ওয়াজেদ উদ্দিনের ছেলে (বর্তমানে ঠাকুরগাঁও সদরের মিলন নগরের জনৈক ব্যক্তির ভাড়াটিয়া) মুন্না মাসুদ ওরফে মনির (৪০), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মো: আবু বক্করের ছেলে আসাদুল ইসলাম(৪১) ও নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী গ্রামের মৃত- মজুরুল হক এর ছেলে তফিকুল ইসলাম ওরফে ঢেপেড়া (৪৮)।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকুল জানান, গত ২২ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের সূর্য্য দেবনাথের বাসায় চেতননাশক খাইয়ে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ এ চোরচক্রটি। তার কয়েকদিন আগে তার ছেলের বিয়ে দেন সূর্য্য দেবনাথ। পরে ২৩ মার্চ তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চুরির মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।

    তিনি জানান, চুরির বিষয়টির রহস্য উদঘাটন করতে গিয়ে প্রথমে শহরের নামকরা চোর আলমকে গ্রেফতার করা হয়। তাকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার কাছে রক্ষিত মালামালের কথা স্বীকার করে। পরে তার দেওয়া জবানবন্দি অনুযায়ী বাকী চোরদের ধরতে ফাঁদ পাতে পুলিশ।

    সে মোতাবেক ঠাকুরগাঁওয়ে ভাড়া বাসায় থাকা চোর চক্রের অন্যতম সদস্য মুন্না মাসুদকে আটক করে তাদের আরও একটি কাজ করতে হবে বলে চেতননাশক ওষুধ সরবরাহের জন্য বাকি দুজনকে ওষুধসহ গড়েয়ায় আসতে বলা হয়। পরে তারা চেতনানাশক ওষুধ ও সরজঞ্জাদি নিয়ে গড়েয়ায় হাজির হলে পুলিশের পাতানো ফাঁদে আটকা পড়েন চোর চক্রের ওই তিন সদস্য। এর আগে ঠাকুরগাঁওয়ের চোর চক্রের অন্যতম সদস্য আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    উদ্ধার হওয়া মালামালগুলো হলো- স্বর্ণালঙ্কার, নতুন শাড়ী, স্টীলের প্লেট-গ্লাস, অপপো মোবাইল সহ বেশ কটি ব্রান্ডের মোবালই সেট, বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ। চুরি হওয়া মালামালের অর্ধেক মিলে শহরের কূখ্যাত চোর আলম এর বাসায় ও বাকি মালামাল পাওয়া যায় শহরের মিলনপুরের ভাড়াটিয়া মুন্না মাসুদের বাড়ী থেকে।

    চুরি হওয়া মালামালসহ তিনজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: গোলাম মর্তুজা। এছাড়াও আটককৃতদের নামে মামলা দাযেরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

     

  • ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় চুরি,চোর আটক

    ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় চুরি,চোর আটক

    ঠাকুরগাঁও প্রতিনিধি : অভিনয় কায়দায় চুরি করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ঢাঙ্গীপুকুর এলাকা থেকে দুই চোরকে আটক করে নিয়ে আসে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মন ভিটা গ্রামের আতর আলী ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ড পাল গ্রামের আনারুল শাহর ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২১ মার্চ) ভোরে মজিবুর রহমান ও আবুল হোসেন নামে দুজন একটি ডায়াং মটরসাইকেলে রশি বেধে একটি অটো ভ্যান টেনে নিয়ে যাচ্ছিল। তা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে জিজ্ঞেসাবাদ করে।স্থানীয়দের উপস্থিত হওয়ার খবরে অটো ভ্যান ও মোটর সাইকেলটি ফেলে দৌড় দিলে এলাকাবাসী তাদেরকে আটক করে।

    পরে স্থানীয়রা ইউপি সদস্য আব্দুল মজিদকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় অবগত করেন।

    সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ব্যবহৃত একটি ডায়াং মোটর সাইকেল ও একটি অটোভ্যানসহ দুইজনকে থানায় নিয়ে আসে।

    সত্যতা নিশ্চিত নিশ্চিত করেন গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো)।