Tag: চোলাই মদ

  • বোয়ালখালীতে গোয়াল ঘরে মিললো ২ হাজার লিটার মদ

    বোয়ালখালীতে গোয়াল ঘরে মিললো ২ হাজার লিটার মদ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়াল ঘর থেকে ২ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ। এসময় দুই উপজাতিকে আটক করা হয়।

    সেমবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়াল ঘরে অভিযান চালায় পুলিশ।

    বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুব্রতের গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায়। এ সময় সেখান থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমা ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমাকে (৩৮) আটক করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বোয়ালখালীতে মদসহ ২ সহোদর গ্রেফতার

    বোয়ালখালীতে মদসহ ২ সহোদর গ্রেফতার

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

    বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক সুমন কান্তি দে ।

    তিনি বলেন, অভিযান চালিয়ে ২ সহোদরকে মদসহ গ্রেফতার করতে পারলেও আবদুল কুদ্দুস(২৮) নামের ১ ব্যক্তি পালিয়ে গেছে। একজন পালিয়ে যায়। তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

    গ্রেফতারকৃতরা হলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার মোজাহের মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) ।

    বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • বোয়ালখালীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১শত লিটার চোলাই মদ উদ্ধার

    বোয়ালখালীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১শত লিটার চোলাই মদ উদ্ধার

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশা করে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ১শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম সড়কের পুতামুড়া মাজারের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, সারোয়াতলী ইউনিয়নের শুক্কুর আলী মাজার এলাকার মো. ইউনুচের ছেলে মাহমুদুল হক মানিক (২৫), আহলা কড়লডেঙ্গা ধলঘাট জয়কালী বাড়ী এলাকার হরিপদ দাসের ছেলে সুমন দাস (২৯), একই ইউনিয়নের গাজী পাড়ার আলী আকবরের ছেলে আবদুল মান্নান (৩৫), পটিয়া ধলঘাট গণি চৌধুরী বাড়ীর মো. রফিকের ছেলে মোস্তাক চৌধুরী (৩৪) ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মালাকার পাড়ার ননী মালাকারের ছেলে সুমন মালাকার।

    বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, মাদক পাচারকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মাদক বহনকারী সিএনজি অটো রিকশাটিসহ ১শত লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মাদক বিক্রিকালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ি জামাল উদ্দিন (৪২)।

    সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিলক ইউনিয়নের কালিন্দিরানী সড়কের আমতল এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

    গ্রেফতার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সরফভাটা গ্রামের চৌধুরী বাপের বাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি জামালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

    ১৪ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সারোয়াতলীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দক্ষিণ সারোয়াতলী কঞ্জুরী এলাকার আরতি মাস্টার বাড়ীর হারাধন চৌধুরীর ছেলে তপন চৌধুরী (৩৮) ও একই এলাকার হরিমোহন চৌধুরীর ছেলে শিবু চৌধুরী (৪৫)।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • হাটহাজারীতে ১০ লিটার চোলাই মদসহ যুবক আটক

    হাটহাজারীতে ১০ লিটার চোলাই মদসহ যুবক আটক

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সুজন বড়ুয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    রবিবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ভেলোয়ার পাড়া হতে উক্ত যুবককে আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী সুজন বড়ুয়াকে দেশীয় ছোলাই মদসহ হাতে নাতে ধরে পুলিশ কে খবর দিলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ তোফায়েল সঙ্গীয় ফোর্স নিয়ে হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ লিটার দেশীয় ছোলাই মদসহ সুজন বড়ুয়াকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

    উল্লেখ্য গত মাসেও উক্ত এলাকা হতে ১০০ লিটার ছোলাই মদসহ মোঃ কুতুব উদ্দিন ও নাজিম উদ্দিন নামে দুই যুবককে আটক করেছিল হাটহাজারী মডেল থানা পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • রাউজানে তিনশ লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা আটক

    রাউজানে তিনশ লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা আটক

    চট্টগ্রামের রাউজানে মো. আনোয়ার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৩শ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

    আটক আনোয়ার উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেও ফৌজপাড়ার ফকির আহম্মদ বাড়ির মৃত নুরুল আমিনের পুত্র।

    রাউজান থানার উপ পরিদর্শক আরফাত বিন ইউসুফ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাত্রিকালিন ডিউটিরত অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইচ গেইট সংলগ্ন স্থানে পাচারের উদ্দেশ্যে চোলাই মদ খালের পাড়ে রেখেছে একটি চক্র।

    আমরা সাথে সাথেই সেখানে গিয়ে ৬টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট তিনশ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারকে আটক করি।

    জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।