Tag: চোলাই মদসহ

  • পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসদরের মুন্সেফ বাজার কালী বাড়ির সামনে অভিযান চালিয়ে পুলিশ ৫শ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ ১০ মার্চ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

    গ্রেফতার মাদক ব্যবসায়ির নাম আব্দুল আলম (২৮)। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও মাহাদবাদ পাতিল বাড়ির মাদক ব্যবসায়ী কবির আহম্দের ছেলে।

    এই ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পটিয়া থানা এলাকায় কোন মাদক কারবারি থাকতে পারবে না এমন হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, পটিয়ার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

  • বোয়ালখালীতে ৩৫ লিটার মদসহ ৩ য্বুক গ্রেফতার

    বোয়ালখালীতে ৩৫ লিটার মদসহ ৩ য্বুক গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৫ লিটার চোলাই মদসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কধুরখীল গ্রামের নুরে আলম সওদাগর বাড়ীর মাহবুব আলমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৪), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৭) ও জয়নাল আবেদীনের ছেলে মো. সাগর (১৮)।

    পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফুতা মুড়া মাজারের সামনে চোলাই মদের চালান নিয়ে অবস্থান করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

    এ ব্যাপারে থানার উপ পরিদর্শক মো. মানিক মিয়া বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

  • লামায় চোলাই মদসহ তিনজন আটক

    লামায় চোলাই মদসহ তিনজন আটক

    পাচারের সময় বান্দরবানের লামা উপজেলা থেকে চোলাই মদ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা শহরের লাইনঝিরি এলাকা থেকে শনিবার দুপুরে তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশ।

    আটকরা হলো-কক্সবাজার পৌরসভা এলাকার মোস্তাক পাড়ার বাসিন্দা মাহাদুর রহমানের স্ত্রী শাহানা বেগম (৩০), সাইদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) ও মহেশখালী উপজেলার নতুন পাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

    সূত্র জানায়, স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে শনিবার দুপুর ২টার দিকে পাশের চকরিয়া উপজেলায় নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চকরিয়াগামী দুটি যাত্রীবাহি জীপ গাড়িতে তল্লাশি চালায়।

    এ সময় পলিথিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ।

    লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সীতাকুণ্ডে চোলাই মদসহ দুই যুবক আটক

    সীতাকুণ্ডে চোলাই মদসহ দুই যুবক আটক

    সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪শ ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় ২ যুবককে আটক করা হয়।

    শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

    আটককৃতরা হলো উপজেলার উত্তর ছলিমপুরের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ইকবাল (৪০) ও ফৌজদারহাট ফকিরের বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. মুসলিম প্রকাশ মুছা (৩০)।

    পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে সীতাকু- মডেল থানার এসআই আলিম ও এএস সেলিম এর নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফৌজদারহাটস্থ জলিল এলাকার একটি ঘর থেকে ৪শ ১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। এসময় দুই যুবককে আটক করা হয়।

  • পটিয়ায় চোলাই মদসহ নারী আটক

    পটিয়ায় চোলাই মদসহ নারী আটক

    চট্টগ্রামের পটিয়া থানা কমলমুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ রত্না দে নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে চোলাইমদসহ তাকে আটক করে অধিদপ্তর।

    রত্না কচুয়াই ইউনয়নের ৩ নং ওয়ার্ড রজনী বৈদ্যের বাড়ির সুমন দে’র স্ত্রী। রত্না গর্ভবতী হওয়ায় তাকে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করে মুচলেখা নেওয়া হয়।

    মাদকদ্রব্য অধিদপ্তর পরে উপজেলা মাদকদ্রব্য অফিস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কমলমুন্সির হাট এলাকার একটি বাড়িতে চোলাই মদ বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল পটিয়া। এসময় ৬লিটার চোলাইমদসহ রত্না দেকে হাতে নাতে আটক করে।

    পরে তার শারিরীক অবস্থা (গর্ভবতী) বিবেচনা করে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে একটি মুচলেখা নেয়া হয়।